নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন দৃঢ়তা স্বভাবের মানুষ ; সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি তাই গঠন মূলক সমােলাচনা পছন্দ করি ; নিজের গল্প নই অন্যের গল্প শুনতে ভালো লাগে ।।।

জহির ডিজিপি

আমি একজন মুক্তমনা মানুষ।।

জহির ডিজিপি › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু ও তাঁর প্রতি অন্য নায়কদের ভালবাসা

০১ লা মার্চ, ২০১৫ রাত ২:২৫

১৯৭৩ সালে আলজেরিয়ায় জোটনিরপেক্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমান বলেছিলেন--------
"পৃথিবী ২ ভাগে বিভক্ত....এক ভাগে শোষক শ্রেণী আরেক ভাগে শোষিত শ্রেণী। আমি শোষিতের দলে"
এই ভাষণের পর কিউবার রাষ্ট্রপতিই ফিদেল ক্যাস্ত্রো শেখ মুজিবকে বলেছিলেন......."তুমি আজ যে ভাষন দিয়েছো... তারপর থেকে সাবধানে থেকো। আজ থেকে তোমাকে হত্যার জন্য একটি বুলেট তোমার পিছু নিয়েছে..!!!"""

"""মুজিব হত্যার পর আর বাঙ্গালিদের বিশ্বাস করা যায়না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যে কোনও জঘন্য কাজ করতে পারে---নোবেল বিজয়ী ঊইলিবান্ট।"""

"""শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো একজন মহান নেতাকে, আর আমি হারালাম একজন অকিত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে---ফিদেল ক্যাস্ত্রো।"""

"""আপোষ-হীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিলো মুজিব চরিত্রের বৈশিষ্ট---ইয়াসির আরাফাত।"""

"""শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত, তিনি একজন মহান নেতা ছিলেন। তার অনন্য সাধারণ সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগনের জন্য প্রেরণাদায়ক ছিলো---ইন্দিরা গান্ধী।"""

"""শেখ মুজিবুর রহমান ছিলেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রথম শহিদ, তাই তিনি অমর---সাদ্দাম হোসেন।"""

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ৭:২৩

চাঁদগাজী বলেছেন:

"১৯৭৩ সালে আলজেরিয়ায় জোটনিরপেক্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমান বলেছিলেন--------
"পৃথিবী ২ ভাগে বিভক্ত....এক ভাগে শোষক শ্রেণী আরেক ভাগে শোষিত শ্রেণী। আমি শোষিতের দলে"


-শেখ সাহেব নিজের কথা নিজেই বুঝতেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.