![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুক্তমনা মানুষ।।
বিগত বেশ কয়েক দিন যাবৎ রাতে ঘুমাতে পারছিনা, গান বাজনা আমার শুনতে ভাল লাগে কিন্তু ঘুমানোর সময় বা কাজের সময় গান বাজনা আমি পছন্দ করি না।
ঠিক আমার স্বভাবের মানুষ অনেক আছে ; তা আমি নিশ্চিত।
আমি যেই এলাকায় থাকি সেই এলাকায় প্রতি সপ্তাহে কোননা কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন থাকে আর অনুষ্ঠান মানেই বড় বড় সাউন্ডে গানবাজনা ; যা চলে সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত। কথা হচ্ছে যারা এই গানবাজনা অনন্দে উল্লাস করছে তাতে করে পাশের প্রতিবেশীর কোন সমস্যা হচ্ছে কিনা মানে কেউ অসুস্থ আছে কিনা বা পড়ালেখা করতে পারছে কিনা বা ঘুমাতে পারছে কিনা এতে কেউ কর্ণপাত করে না।
এই সমস্যার দরুন কেউ যদি কোনো অভিযোগ করে উল্লাসকারীরা তাতে তাদের সাথে ভাল আচরন না করে বরং খারাপ ব্যবহার করে। ঠিক তেমন একটি ঘটনা ঘটেছে ঢাকার একটি এলাকায়; এই রকম একটা অনুস্ঠানে একজন ব্যক্তি অভিযোগ করতেই লেগে যায় মারামারি যার পরিনতি একজনে মৃত্যু পর্যন্ত ঘটেছে যা একটি সমাজের জন্য সুভনীয় নই।
কিন্তু এইটা থামাবে কে?
২| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩০
জহির ডিজিপি বলেছেন: ভাইয়া আইন আছে তার প্রয়োগতো নাই।
এই ব্যপারে আমি উৎসাহী হয়ে ওসির পরামর্শের জন্য গিয়ে ছিলাম থানায় তিনি বললেন আমাকে কি করবেন সহ্য করবেন আরকি!!
৩| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৩
জহির ডিজিপি বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য @বারিধারা
৪| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৫
মিরোরডডল বলেছেন: lack of civic sense
৫| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৯
জহির ডিজিপি বলেছেন: আমাদের এলাকার র্সদার মাতব্বরদের সভাই বলতে শুনেছি _
এইখানে কোনো বাড়ীতে রাতে উচ্চ শব্দে গানবাজনা চলবে না কিন্তু তার
বাড়ীর বিয়েতে রাতের পর রাত উচ্চ শব্দে গানবাজনা চলে!!
ধন্যবাদ @MirroredDoll
৬| ১১ ই মে, ২০২০ রাত ২:৪৯
অনল চৌধুরী বলেছেন: আমার এলাকার এই সমস্যা আমি ১৯৯৯ সাল থেকে পুলিশ দিয়ে স্থায়ীভাবে সমাধান করেছি।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
বারিধারা ২ বলেছেন: এ ব্যাপারে আপনি লোকাল থানায় অভিযোগ দায়ের করতে পারেন।
বিভিন্ন এলাকায় শব্দের মানমাত্রা উল্লেখ আছে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এ। বিধিমালা অনুযায়ী, আবাসিক এলাকায় ৫৫ ডেসিবেল এবং রাতের বেলায় সর্বোচ্চ ৪৫ ডেসিবেল শব্দের মানমাত্রা নির্ধারণ করা আছে। ওই বিধিমালা অনুযায়ী, খোলা জায়গায়, বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, কনসার্ট, রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান, যাত্রানুষ্ঠানে শব্দের মানমাত্রা অতিক্রম করতে পারে। তবে এসব অনুষ্ঠান কোনো আবাসিক এলাকায় করা যাবে না। এসব অনুষ্ঠান করতে গেলে স্থানীয় কর্তৃপক্ষের কাছে থেকে অনুমতি নিতে হবে। এসব অনুষ্ঠানে শব্দের মানমাত্রা অতিক্রম করা যন্ত্রপাতি ব্যবহার করলে অনুষ্ঠানগুলো অবশ্যই রাত ১০টার মধ্যে শেষ করতে হবে।