![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
বাজারে যত নটী আছে হাসিনা সবগুলোকে একছাদের নিচে দক্ষতার সংগে জমায়েত করতে পেরেছিল। সেই নটীদের ছিলনা কোন যোগ্যতা কিংবা না ছিল কোন রাজনৈতিক ব্যকগ্রাউন্ড; তারপরও নটীরা সংসদে যেতে পেরেছিল। তাদের গুন ছিল তারা নটী।
অনেকেই হয়তো আমার এরকম শব্দচয়নে বিরক্ত হচ্ছেন, তাই না? এবার একটা পরিসংখ্যন দিবো এবং এই পরিসংখ্যান দেখার পর অবশ্যই একাদশ জাতীয় সংসদের ১৩ মিনিট ৯ সেকেন্ডের নিম্নের ভিটিওটি দেখবেন তা না হলেই বাস্তবতা থেকে অনেক দূরে থাকবেন।
একাদশ জাতীয় সংসদ—প্রথম থেকে ২২তম অধিবেশন (জানুয়ারি ২০১৯-এপ্রিল ২০২৩) বিশ্লেষন ও গবেষণা করে যে তথ্য-উপাত্ত পাওয়া গেছে তা হলো --- প্রধানমন্ত্রীর প্রশংসায় সরকারি দলের সদস্যরা মোট ৬১ ঘণ্টা ২৬ মিনিট সময় ব্যয় করেছেন। প্রতি মিনিটে ব্যয় দুই লাখ ৭২ হাজার ৩৬৪ টাকার হিসাবে ওই সময়ের প্রাক্কলিত অর্থমূল্য প্রায় ১০০ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা।
এবার ভাবতে পারছেন কী ভয়ানক হাসিনার সংসদ অধিবেশন। হাসিনার সংসদ ছিল নটীদের আড্ডাখানা (গুটিকয়ে বাদে)! আপনাদের মূল্যায়ন আশা করছি।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গান গাইতে পারা অবশ্যই বড় গুন কিন্তু সংসদ কী গান গেয়ে হাসিনার বন্দনা করার জায়গা?
২| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:০৬
যামিনী সুধা বলেছেন:
আপনি কিন্তু হযরত আদমের মতো জন্ম নিয়েছেন; কোন নারী ধারণ করেননি।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নারীর পেটে জন্মেছি করে কী তাদের দোষের কথা বলা যাবেনা?
৩| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:০৮
যামিনী সুধা বলেছেন:
মমতাজ দরিদ্র ঘরে জন্ম নেয়া গুণী মানুষ; আপনার মাঝে কোন গুণ আমি দেখছি না।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি নিশ্চয় ভিডিওটি না দেখেই মন্তব্য করেছেন।
৪| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:১৫
যামিনী সুধা বলেছেন:
নারী হিসেবে যারা সংসদে এসেছিলো এদের সবার কোন না কোন গুণ ছিলো, যা আপনার নেই। আপনার লেখা পড়লে মনে হয় যে, রাখাল বালক দেশের রাজনীতি নিয়ে লিখছে।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি ভিডিও দেখেনে কি? রাখাল বালক হওয়া ভালো কিন্তু গোশাবক হওয়া কী ভালো লক্ষণ?
৫| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: নির্লজ্জ লোভী সম্মান মানুষ দিতে জানে না
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা ভয়ানক নির্লজ্জ।
৬| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:১৮
রিফাত হোসেন বলেছেন: গান গেয়ে একনায়কের স্তুতি বর্ণনা করা কোন গুণের মধ্যে পরার কথা না। এটা হীরক রাজার দেশ ছিল। এখন রাজাবিহীন দেশ, যার মসনদের জন্য কাড়াকাড়ি শুরু করা হয়েছে। দেশ আগে প্রতিবেশীর দাস ছিল এখন ৭১ এর আগের দাসত্ববোধে দিকে যাচ্ছে। হাসিনা পালানো ঠিক করে নাই। উনি পালিয়ে দেশকে অতল গহ্বরে ফেলে গিয়েছেন। উনার ক্ষমতা ৫-৬ বছর আগেই ছেড়ে সরে যাওয়া উচিত ছিল। লীগ টিকে গেলেও যেতে পারত কিন্তু লীগের অত্যাচার কি থেমে যেত? উনার ছেলেপেলের কক্ষে তো দেশী অস্ত্র, মাদক, ... অনেক কিছু ছিল। বলতে মনে চাইল না। ইউটিউবে দেখতে পারেন। উনি যথেষ্ট সময় পেয়েছিলেন। খালি ঘুম থেকে উঠে বাবার নাম আর উন্নয়ন জপা ছাড়া কিছুই করলেন না। ইমারত দিয়েই উন্নয়ন হয় না। এগুলো সঠিকভাবে দুর্নীতিবিহীন করা উচিত ছিল। ড. আর যাই করুক। হাসিনা নয়। উনি ব্যবসা বুঝে। মানুষের কাজ সৃষ্টি হবে।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অত্যন্ত চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:২৪
যামিনী সুধা বলেছেন:
গায়িকা হিসে মমতাজ আজকে যেখানে আছেন, সেটা কারো গান গেয়ে নয়; সেটা ছিলো মানুষের জন্য গান গেয়ে। শেখ হাসিনাও মমতাজের গান শুনেছেন, তাতে মমতাজের গ্রহন যোগ্যতা কমেনি।
আপনি মমতাজের মতো গুণী নন।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০ কোটি টাকা ব্যয় করে সংসদে মমতাজের গান শুনতে হবে কেন?
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাজেট নিয়ে আলোচনায় মমতাজ বাজেট নিয়ে কোন কথা বলেছে কি? বাজেট নিয়ে কথা না বলে গান গাওয়ার কারণ কী?
৮| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৩২
সৈয়দ কুতুব বলেছেন: আমার মতে মমতাজ কে শিল্পী বলা যায় তিন কারণে :
১- হানিফ সংকেত কোনো এলেবেলে কে প্রমোট করেন না। এরপর ১/১১ এর সরকার উহাকে দিয়ে বিজ্ঞাপন করিয়েছে।
২- দেশ সেরা শিল্পী প্রীতমের সাথে গান গিয়েছে মমতাজ। ইউটিউব হিট গানটি !
৩- কোক স্টুডিও বাংলা কোনো নিম্নমানের শিল্পীকে দিয়ে গান করায় না। মমতাজের গলায় হাই পীচের সংগীত খুবই ভালো হয়।
সংগীত প্রতিভা দিয়ে সাংসদ হওয়া কোনোভাবে কাম্য নয়। এইটা এক ধরণের ট্রিক্স খাটিয়েছে বিগত সরকার। মমতাজ ব্যক্তিগত জীবনে আকাম কুকাম করলে সেটা বেশি লাইমলাইটে আসতো না। সাংসদ থাকা অবস্থায় যদি আকাম-কুকাম করে থাকে দেশের জন্য অপমানকর !
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি ১৩ মিনিটের ভিডিও টা একবার দেখেন পুরো সময়জুড়ে সে হাসিনাকে তেল মেরেছে বাজেট নিয়ে একটি কথাও বলেনি অথচ এটা ছিল বাজেট নিয়ে আলোচনা।
৯| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: সাংসদ হওয়ার জন্য যখন মনোনীত করা হবে তখন অবশ্যই অতীত দেখতে হবে। মোদ্দা কথা কেবলমাত্র রাজনীতি করেছে এমন ব্যক্তি + ক্লিন ইমেজ আছে এমন কাউকে মনোনয়ন দিলে মোটামুটি সংসদের মান রক্ষা হয়।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা।
১০| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৭
যামিনী সুধা বলেছেন:
শেখ হাসিনার দোষ ধরতে গিয়ে আপনি গুণী নারীদের বিপক্ষে লিখছেন বেকুবের মতো; আপনি অন্ধ হয়ে গেছেন এসব নারীদের গুনের ব্যাপারে।
শেখ হাসিনা এসব নারীদের সন্মান করেছেন।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি ১৩ মিনিটের ভিডিও টা একবার দেখেন পুরো সময়জুড়ে সে হাসিনাকে তেল মেরেছে বাজেট নিয়ে একটি কথাও বলেনি অথচ এটা ছিল বাজেট নিয়ে আলোচনা।
১১| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৪০
যামিনী সুধা বলেছেন:
লেখক বলেছেন: বাজেট নিয়ে আলোচনায় মমতাজ বাজেট নিয়ে কোন কথা বলেছে কি? বাজেট নিয়ে কথা না বলে গান গাওয়ার কারণ কী?
-মমতাজ গরীব ঘর থেকে উঠে এসেছেন মানুষের জন্য গান গেয়ে! উনি বাজেট সম্পর্ক জানার কথা নয়।
আপনি ব্লগার, বাজেট নিয়ে আপনার জ্ঞান রাখাল বালকের সমান।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আবল তাবল না বলে আসল কথা বলেন, যার বাজেট নিয়ে কোন ধারণা নেই সে কেন সংসদে? সংসদ কী তাদের জন্য?
১২| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক দিন পরে উনার কিছু গান শুনতে পেলাম। তাও বিনা পয়সায়, আপনার সৌজন্যে!!!
শেষ শুনেছিলাম আমাদের দেশে যেদিন এ, আর, রহমান এসেছিলেন, সেই দিন!
১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০ কোটি টাকার গান শুনুন মনকে চাঙ্গা করুণ বুকটা ফাইটা ফালান
১৩| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সোনাগাজী মমতাজের ভক্ত ফ্যান হাহাহাহা
১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনারো ফ্যান
১৪| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৮
যামিনী সুধা বলেছেন:
আমি ভিডিও দেখেছি!
দরিদ্র ঘরের মেয়ে মমতাজ কথা বলার সুযোগ পেয়েছেন সংসদে। মমতাজ ব্যতিত আর কোন নারী সংসদে দরিদ্র ঘরের মেয়ে সংসদে কথা বলার সুযোগ পেয়েছিলো?
ওর বক্তব্য কোন বড় ডিগ্রিধারীর মতো হয়নি, কিন্তু ১টা দরিদ্র ঘরের মেয়ে হিসেবে কথা বলেছেন।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দরিদ্র ঘরের মেয়ে হিসেবে সংসদে গান গাইতে হবে, ননসেন্সের মতো কথা বলেন।
১৫| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৫১
যামিনী সুধা বলেছেন:
কাজী ফাতেমা ছবি বলেছেন: সোনাগাজী মমতাজের ভক্ত ফ্যান হাহাহাহা
-আমি মমতাজের ফ্যান, আমি আপনার ফ্যান, আমি সোফিয়া লোরেনের ফ্যান, আমি কবরীর ফ্যান; মমতাজ আপনার মতো এলিট পরিবারে জন্মের সুযোগ পায়নি, কিন্তু গরীব মানুষের জন্য গান গেয়েছেন।
এই রাখাল ব্লগার শেখ হাসিনাকে দোষ দিতে গিয়ে দরিদ্র ঘরের গুণী নারীর বিপক্ষে গার্বেজ লিখেছেন।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি একটা বদ্ধপাগল অথবা ননসেন্স: আমার মূল কথা মমতাজের গানের জায়গা কি সংসদ; একশত কোটি টাকা খরচ করে ওখানে গান গাইতে হবে কেন?
১৬| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@কাজী ফাতেমা ছবি আপু,
আপনি মমতাজের গান নিয়ে হাসি দিলেন নাকি মামলা খাওয়া মমতাজকে নিয়ে হাসি দিলেন?
যদি মমতাজের গান নিয়ে এ হাসি দিয়ে থাকেন, তাহলে, আপনি গান সম্পর্কে খুব একটা ভালো ধারনা রাখেন না।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বুকটা ফাইটা যায়।
১৭| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৯
যামিনী সুধা বলেছেন:
মমতাজ চুরি ডাকাতী করেনি, উনার দোষ হলো দরিদ্র ঘরে জন্ম নিয়ে বড় পড়ালেখার সুযোগ পাননি; কিন্তু নিজ গুণে সুখী হয়েছেন। যারা উনাকে গ্রেফতার করেছে, এদের সবার খারাপ কর্মের ইতিহাস আছে।
ব্লগে আপনি গার্বেজ ছাড়া অন্য কিছু লিখতে পারেন বলে আমার মনে হয় না।
১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার এইসব আবর্জনা মার্কা কমেন্টস পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি।
১৮| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:২০
যামিনী সুধা বলেছেন:
লেখক বলেছেন: আপনার এইসব আবর্জনা মার্কা কমেন্টস পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি।
=আপনি "গরীব ঘরের মেয়ে"কে সংসদে দেখতে চাননি। মমতাজই ১৯ কোটীর মাঝে গরীব ঘরের মেয়ে যে, নিজ গুণে সংসদে যেতেপেরেছেন।
১৯| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:৪৭
অপু তানভীর বলেছেন: মমতাজ জনগনের ভোটে নির্বাচিত সাংসদ নয়। ২০০৮ সালে সে সংরক্ষিত আসন নিয়ে সংসদে যায় । পরে ২০১৪ আর ২০১৮টে বিনা ভোটের নির্বাচনে এম পি সে। এমন এমপি তো গান বাজনাই করবে।
যদি সত্যিই জনগনের ভোটে নির্বাচিত হইতো তাইলে কথা ছিল। আর অবৈধ এমপি হয়ে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে।
এদের কাজঈ ছিল শেখ হাসিনাকে তেল দেওয়া। আর কিছু না। এদের কাছ থেকে আপনি আর কী আশা করেন?
২০| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার স্ত্রী এইমাত্র জানালেন যে, মমতাজ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছিলেন।
এটা সত্যি হয়ে থাকলে দুঃখজনক।
২১| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৩
যামিনী সুধা বলেছেন:
@অপু,
মমতাজের টাকা এসেছে গানের থেকে; মমতাজ নিজ গুণে সংসদে স্হান পেয়েছে।
২২| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইউটিউব থেকে খুঁজে পেলাম নিচের বক্তব্য। আমি আগে শুনি নাই।
এখন মনে হচ্ছে, সংসদে বসে এমন আবর্জনামূলক কথা বলা উচিৎ হয় নাই মমতাজের।
পুরো একটা গবেট মহিলা।
২৩| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০০
অপু তানভীর বলেছেন: @নেড়ি জাহাঙ্গির আলম, তুমি আমার বালডা জানো !
২৪| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৩
যামিনী সুধা বলেছেন:
অপু তানভীর বলেছেন: @নেড়ি জাহাঙ্গির আলম, তুমি আমার বালডা জানো !
-গল্প লেখা তো শেষ, এখন আপনার বালাডাই আপনার একমাত্র বড় সম্বল; মমতাজ গান গাইতে পারেন, আপনি গল্প লিখতে জানেন না।
২৫| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৫
সৈয়দ কুতুব বলেছেন: @যামিনী সুধা, মমতাজ দরিদ্র ঘরের মেয়ে হয়ে দরিদ্রদের জন্য কি করেছে ? উহাকে তার বোনেরা দেখতে পারে না। কবরী উনার এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এদের পক্ষ নিয়ে লাভ কি আপনার ?
২৬| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৮
অপু তানভীর বলেছেন: @ নেড়ি জাহাঙ্গির আলম,
ব্লগ থেকে এই তোমার গোয়ার ভেতরে লাথি দিয়ে বের করে দেওয়া হয় বারবার তারপরেও আবার নেড়ি কুকুরের মত আবার ফিরে আসো, লজ্জা লাগে না? ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয়ে ব্লগে যা সুবিধা নিয়ে এসেছে এতোদিন। দুই প্যারার বেশি তো কিছু লেখার যোগ্যতা নেই তোমার। তা তোমার বাসায় জানে যে এইভাবে তোমাকে বারবার ব্লগ থেকে বের করে দেওয়ার পরেও নেড়ি কুকুরের মত এসে হাজির হও ব্লগে? জানে?
২৭| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২২
রিফাত হোসেন বলেছেন: গাজী সাহেব আপনি হয়ত ভুল বুঝছেন। কেউ সম্ভবত গান বা গরীব নিয়ে কটাক্ষ করছে না। করলেও সেটা ব্যক্তি পর্যায়ে। সবাই অযোগ্যতা, তৈলমর্দনকে সামনে আনছে। সংসদে সমাজের নিগৃৃহীত মানুষের প্রতিনিধিত্ব খারাপ কিছু নয় কিন্তু সুযোগের সঠিক ব্যবহার না করে ব্যক্তি উদ্দেশ্য চরিতার্থ করা কি সঠিক মনে করেন?
আর নির্দিষ্ট ভক্ত সংখ্যার কারণে জনপ্রিয়তা পেলেই কি প্রতিনিধিত্ব করা যায়েজ হয়ে যায়?
তাহলে হিরো আলমের অনুসারীতো কম নয়, তাহলে উনি সংসদীয় আসন থেকে বাদ যাবে কেন, ব্যাপাটা কি তাই নয়?
পার্থক্য একজন গান গাইতে পারে ও আরেক জন গানের প্যারোডি করে তার ভক্তশ্রেণীদের হাস্যরসের যোগান দেয়, ভুল বললাম?
আপনি দেশের ভাল চান, সেটা বুঝতে পারি। তবে এমন অন্ধ অনুসরণ কেন?
২৮| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
যামিনী সুধা বলেছেন:
আমার স্ত্রী আমার ব্লগিং পছন্দ করেন ও আমার লেখা পড়েন; আপনি, হাসান মাহবুব ও জুল ভার্ণ যে আমাকে গালি দেন, আমার স্ত্রী জানেন।
আপনার কাউয়ার ঠ্যাং আর বকের পায়ের গল্প কি শেষ?
২৯| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
যামিনী সুধা বলেছেন:
@রিফাত হোসেন বলেছেন: গাজী সাহেব আপনি হয়ত ভুল বুঝছেন।
-আমি আমার মতো করে বুঝি; বাংলাদেশ হওয়ার পর, সংসদে ২ জন ভালো এমপি এসেছিলেন: ১ জন শেখ সাহেব ও অন্য জন বেগম মতিয়া; বাকীরা ছিলো ফাউল। মমতাজ এসেছিলেন গানের জন্য, গান গাইতে পারা ১টা গুণ।
৩০| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
যামিনী সুধা বলেছেন:
রিফাত হোসেন বলেছেন: গাজী সাহেব আপনি হয়ত ভুল বুঝছেন।
-ব্লগে আপনি যা লিখেছেন, ব্লগার অপু যা লিখেছেন; আপনারা কি মমতাজের মতো গুণী?
৩১| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩
যামিনী সুধা বলেছেন:
@গল্পকার অপু,
আমার স্ত্রী আমার ব্লগিং পছন্দ করেন ও আমার লেখা পড়েন; আপনি, হাসান মাহবুব ও জুল ভার্ণ যে আমাকে গালি দেন, আমার স্ত্রী জানেন।
আপনার কাউয়ার ঠ্যাং আর বকের পায়ের গল্প কি শেষ?
৩২| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
অপু তানভীর বলেছেন: @হায়রে নেড়ি জাহাঙ্গির আলম, তোমার ভেতরে যদি সামান্য জ্ঞান থাকত তাহলে জানতে আমার গল্প লেখা ঠিকই চালু আছে আমার ব্লগে। সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। তুমি বরং তোমার নিজের লেখা নিয়ে চিন্তা কর। দুই প্যারার বেশি কোণ দিন কিছু লিখতে পেরেছো ব্লগে? তুমি নাকি আবার পিএইচডি করা? কোণ বিষয়ে পিএইচডি করছো?
আবার তুমি চেক প্রোসেসিংয়ের কাজ কর? পিএইচডি করে চেক প্রোসেসিং? চাপা মারার একটা লিমিট আছে। মুক্তিযুদ্ধে কোন সেক্টরে করেছো? ১২ নম্বর সেক্টরে? তোমার ব্লগিং টিকে আছে মডারেটরের দয়ার উপরে। বুঝতে পেরেছো এই হচ্ছে তোমার যোগ্যতা। তোমাকে বারবার লাথি মেরে ব্লগ থেকে দূর করে তারপর আবারও তুমি নেড়ি কুকুরের মত এসে দরজায় হাজির হও আর অপেক্ষায় থাকো কখন আবার তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করবে। এই কথা তোমার ছেলে মেয়েদের বইলো যে তোমাকে এই ভাবে বারবার বের করে দেওয়া হয় তারপর তুমি আবারও একই ভাবে নেড়ি কুকুরের মত এসে হাজির হও। এটা শিখিও তাদের ।
৩৩| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: যামিনী সুধা@ধানমন্ডীর এমপি হয়েছিলো চিত্রনায়ক ফেরদৌস। উহার অভিনয় দক্ষতা ভালো। তবে সে ভারতের কোটায় স্ংসদে গিয়েছিলো। মমতার নির্বাচনী প্রচারণায় গিয়ে উনার পক্ষে ভোট চেয়েছিলো। এইটুকু কাজের কারণে এমপি হিসাবে সিলেক্ট হয়েছে। ফেরদৌস খুব সুন্দর একটা মুজিব কোট পড়তেন। আর শেখ হাসিনার প্রশংসা করতেন।
৩৪| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪১
অপু তানভীর বলেছেন: @নেড়ি জাহাঙ্গির আলম, যদি সামান্য তম জ্ঞান থাকে তবে এই সাইটে গিয়ে দেখে এসো। oputanvir.com। সাইটের ভিজিট দেখ নয় লাখ বিশ হাজার। এই সামুর ভিউ কত জানো? ৩৫ লাখ। তোমার সারা জীবনের ব্লগ ভিজিত কত?
দুদিন আগেও পোস্ট করা হয়েছে। গল্পের ঠ্যাং এখনও শেষ হয়।
৩৫| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
যামিনী সুধা বলেছেন:
@গল্পকার অপু,
সামুতে আপনার গল্প আর কেহ পড়ে না।
আমি ১ জন বাংগালী ডেভেলপারের চেকগুলো প্রসেস করি ও ব্যাংকে জমা দিই; আমেরিকায় ১ মিলয়ন ডলারের উপর লেখা চেককে ব্যাংক নেয়ার আগে ও ক্যাশ দেয়ার আগে বিশষভাবে চেক করে; উনার জন্য প্রসেকারীর ১টা প্রোফাইল থাকে; ইহা টিউসানির বেতন নয়; মাসে বেশ কয়েক মিলিয়ন ডলারের লেনদেন।
৩৬| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
অপু তানভীর বলেছেন: @নেড়ি জাহাঙ্গির আলম, পিএইচডি করে তুমি পিয়নের কাজ কর? ব্যাংকে গিয়ে চেক জমা দেওয়ার জন্য পিএইচডি! তাও আবার ইঞ্জিনিয়ারং পিএইচডি করে ব্যাংকে গিয়ে চেক জমা ! ভুগোল তুমি কাকে বোঝাও? কর পিয়নগিরি আর সামুতে এসে ভাব মারাও?
৩৭| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
অপু তানভীর বলেছেন: @নেড়ি জাহাঙ্গির আলম, সামুতে আমার লেখা কারো তো পড়ার দরকার নেই। এমনি এমনি আমার ব্লগের ভিজিট তো আর ৩৫ লাখ হয় নি? কে পড়ে না পড়ে সেটা এই ব্লগ ভিজিটই বলে দেবে। তোমার মত নেড়ি পিয়নের মুখের কথায় তো আর হবে না।
৩৮| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
রিফাত হোসেন বলেছেন: গাজী সাহেব ব্যক্তি আক্রমণ আপনাকে শোভা পায় না। এজন্যই আপনাকে অনেকে এড়িয়ে যায়। আপনার সাথে এটাই শেষ আলোচনা। আপনাকে কেউ বলছেনা আপনি এখানে গুন প্রকাশ করছেন। এটি ব্লগ, এটি আলোচনার জায়গা। অবশ্যই প্রত্যেক মানুষের খারাপ-ভাল গুণ রয়েছে। আপনি ভাল থাকুন সেই কামনা করি।
৩৯| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
যামিনী সুধা বলেছেন:
@অপু তানভীর,
পিয়ন কোনভাবে আমেরিকায় ১ মিলিয়ন ডলারের চেক জমা দি্তে পারবে না; এই দেশের ব্যাংকে দক্ষ লোকজন কাজ করেন। ১ মিলিয়নের উপরের চেক জমা দিতে হলে, সেই ব্যাকে ১টা প্রোফাইল থাকতে হয়। আমেরিকা একটু শক্ত দেশ, এখানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলুয়ন লেনদেন হয়।
৪০| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০০
যামিনী সুধা বলেছেন:
@অপু,
আপনার গল্প কেহ পড়ে না; এটা সবাই জানেন। আপনার গল্পগুলো আসলে গল্প হয় না, নীচু মানের গল্প।
৪১| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
যামিনী সুধা বলেছেন:
@অপু,
আপনার সাইট আমি দেখেছি, মানসন্মত কিছু নেই।
৪২| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৫
অপু তানভীর বলেছেন: @নেড়ি জাগাঙ্গির আলম, চেক জমা দিতে পিএচডি লাগে তাও আবার ইঞ্জিনিয়ারং? পিএইচডি করা একজন ইঞ্জিনিয়ার চেক জমা দিবে ব্যাংকে, তা যেই দেশেই হোক? তুমি তোমার মত সবাইকে বোকাচূর ভাবো? এই গল্প অন্য কোথাও গিয়ে শোনাও। তোমার জ্ঞান যে আসলে কত খানি তা তোমার দুই প্যারার পোস্ট পড়লেই বোঝা যায়। সারা জীবনে এই দুই তিন প্যারার বেশি পোস্ট লিখতে পারো? সেই যোগ্যতা আছে? নাকি অন্যের লেখা চেক লাইনে দাঁড়িয়ে ব্যাংকে গিয়ে জমাই দিয়েছো সারা জীবন?
আর বললাম আমার গল্প কারো পড়ার দরকার নেই তো। আমার ব্লগে এমনি এমনি নয় লাখ ভিজিত হয়েছে আমার সামুর ব্লগে এমনি এমনি ৩৫ লাখ ভিজিট হয়েছে। কেউ পড়ে নি। তা তোমার ভিজিট কত হল?
৪৩| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১০
যামিনী সুধা বলেছেন:
পিএইচডি হিসেবে ও ইন্জিনিয়ারিং কাজের থেকে আমি রিটাায়ার করেছি ৬৮ বছর বয়সে; পরিচিত মানুষের বড় ব্যবসায় আমাকে যিনি কাজ দিয়েছেন, উনি কাজটা নিজে করতেন; এখন তিনি ব্যাংককে কম যান; তাই কাজটা আমাকে দিয়েছেন।
আপনাকে বড় টাকার জন্য বিশ্বাস করবেন, এই রকম লোকজন ঢাকায় আছে?
৪৪| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১২
যামিনী সুধা বলেছেন:
@অপু,
বড় টাকার জন্য আপনাকে বিশ্বাস করবেন, এই রকম লোকজন ঢাকায় আছে?
পিএইচডি হিসেবে ও ইন্জিনিয়ারিং কাজের থেকে আমি রিটাায়ার করেছি ৬৮ বছর বয়সে; পরিচিত মানুষের বড় ব্যবসায় আমাকে যিনি কাজ দিয়েছেন, উনি কাজটা নিজে করতেন; এখন তিনি ব্যাংককে কম যান; তাই কাজটা আমাকে দিয়েছেন।
৪৫| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
যামিনী সুধা বলেছেন:
@অপু,
আমেরিকায় বড় চেক জমা দিতে কোন ডিগ্রির দরকার হয় না; কিন্তু কর্পোরেশনের নিযুক্ত ব্যক্তি হতে হয় ও ১টা প্রোফাইল থাকটে হয়। এগুলো বাংলাদেশে হয় না, আপনি মিলিয়ন ডলারের চেক লিখে জমা দি্তে গেলে টের পাবেন।
৪৬| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
অপু তানভীর বলেছেন: @নেড়ি জাহাঙ্গির আলম, তোমার মত বাটপার না আমি। মিথ্যা কথা বলি না। নিজের পরিচয় লুকাই না। নিজে সব লুকিয়ে আলাদা সুবিধা পাওয়ার জন্য ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় দেইনা।
মনে আছে তুমি নিজের পেশা লুকানোর জন্য কাকে যেন এরসাদ আমলে দুইশ টাকা ঘুষ দিয়েছিলে আর এখন তুমি নিকেকে সৎ প্রচার করার চেষ্টা করছো? তোমার বাটপার হিপোক্রেট আর একটাই নেই ব্লগে।
আর তুমি কি পিএইচডি করে ইঞ্জিনিয়ার সেটা তোমার লেখায় স্পষ্ট। দুই প্যারার বেশি লিখতে পারো না, লেখার ভেতরে লাইন ঠিক নেই বানান ঠিক নেই।
৪৭| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
যামিনী সুধা বলেছেন:
@অপু,
বড় টাকার ব্যাংকিং সম্পর্কে আপনার কোন ধারণা নেই; গল্প নিয়েও আপনার সঠিক ধারণা নেই।
৪৮| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২১
অপু তানভীর বলেছেন: আমেরিকায় বড় চেক জমা দিতে কোন ডিগ্রির দরকার হয় না; কিন্তু কর্পোরেশনের নিযুক্ত ব্যক্তি হতে হয় ও ১টা প্রোফাইল থাকটে হয়। এগুলো বাংলাদেশে হয় না, আপনি মিলিয়ন ডলারের চেক লিখে জমা দি্তে গেলে টের পাবেন। এই লাইনে এসেছো। তুমি যে পিয়নের কাজ করো সেটা স্বীকার করতে দোষ কি? এটা খারাপ না।
তুমি কি আসলেই পিএইচডি করেছো? নাকি গুল মারছো? অবশ্য তোমার যা লেখার ধরণ তাতে আর যাই পিএইচ ডি তো মনে হয় না।
৪৯| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
যামিনী সুধা বলেছেন:
@অপু,
আপনার লেখা সামনের পাতায় না'এলে আজীবন ০ কমেন্ট পেতেন।
আমার ব্লগিং জীবনের ৫০ ভাগ সময় আমাকে সামনের পাতায় আসতে দেয়নি; তারপরও আমার পাঠক ছিলো আপনার চেয়ে ১০ গুণ বেশী। আপনার অনেক পোষ্টে আমি ০, ১, ২, ৩টি কমেন্টও দেখেছি; আমার লেখা সামনের পাতায় না'এলেও আপারনার থেকে ১০ গুণ বেশী কমেন্ট পেয়ে আসছে সব সময়।
৫০| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
যামিনী সুধা বলেছেন:
@অপু,
এই পোষ্টে আপনি আমাকে কতবার কটু কথা বলেছেন?
পাঠক্বেরা এজন্য আপনার গল্প কোনদিনও পড়েনি; সামনেও পড়ার সম্ভাবনা নেই।
৫১| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩০
অপু তানভীর বলেছেন: @নেডি জাহাঙ্গির, তো এই মন্তব্য দিয়ে কী বাল ডা ছিড়েছো বল ? সারা জীবন আমেরিকার দালালী করেছো? শেষ জীবনে আমেরিকান বুড়োদের মত অসহায় নিঃসঙ্গ হয়ে এখন ব্লগের মন্তব্য গুনে বেড়াচ্ছে? এই মন্তব্য দিয়ে কী বাল ছিড়বে তুমি?
আর তোমার পোস্টে একজনই একটা পোস্টে দশ বারোটা করে মন্তব্য বেহুদা অপদকারী মন্তব্য। এই মন্তব্য দিয়েই আমার বড়াই করো ! শ্লার তুমি যে এতো বড় রাম ভোদাই সেটা আমার জানা ছিল না। বাস্তবে ফিরে এসো। তোমার আসলে কোনো বাল ছেড়াও ক্ষমতা নেই।
তা নিজের ডায়পার বদলাতে পারো তো ঠিক মত? কারণ প্রতিটা পোস্টে যে দুর্গন্ধ ছড়াও তাতে মনে হয় যে ঠিক মত পারো না।
৫২| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫
অপু তানভীর বলেছেন: @শোন জাহাঙ্গির আলম, আমি তোমার সাথে আগে খারাপ ব্যবহার করি নি, শুরু তুমি করেছো! এখন আমার পেছে লেগে তুমি এখন সাধু সাজছো? আজকের পর থেকে তোমার সাথে আমি সকল ভদ্র ব্যবহার বন্ধ করে দিলাম। এতোদিন যাও একটু সামলে চলেছি। এখন থেকে সব বন্ধ। তুমি কল্পনাও করতে পারবে এর পর থেকে তোমাকে আমি কী কথা বলে গালি দিবে।
তুমি সত্যিই মনে করে যে আমার লেখা মন্তব্য নিয়ে খুব কেয়ার। কেউ আমার লেখা না পড়লেও আমার কিছু যায় আসে না।
কিন্তু আমি জানি তোমার খুব যায় আসে। কারণ অসহায় নিঃসঙ্গ। আমি না। আমার বাস্তবের কাজ কর্ম বন্ধু বান্ধব আছে। তোমার কেউ নেই। এই জন্য এতো অপমান সহ্য করেও তুমি আবারও এই ব্লগে আসবে।
আমার থেকে দূরে থাকো, আমিও দূরে থাকব আমার পেছনে লাগবে আমিও লাগবো। পরিস্কার। তুমি যত উত্তর দিবে আমিও তার থেকে বেশি খারাপ করে উত্তর দিবো।
৫৩| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
যামিনী সুধা বলেছেন:
@অপু,
আমি আপনার গল্পের সমালোচনা করেছি; আপনি ব্লগার নুরু সাহেবকে অপমানিত করায় আপনার সমালোচনা করেছি। এগুলো করে আপনাকে সাহায্য করেছি; ব্লগিং নিয়ে আপনার সঠিক ধারণা নেই।
৫৪| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
যামিনী সুধা বলেছেন:
@অপু,
আমি কিছু বললে আপনি "খারাপ" কথা বলবেন বলছেন; এটাই আপনার আচরণ ছিলো সব সময়; , ইহা কোন সাহিত্যিকের আচরণ নয়।
৫৫| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
যামিনী সুধা বলেছেন:
@আোপু,
আমি ব্লগে আসি, কারণ আমি ব্লগিং ভালোবাসি; আমি ব্লগের শিক্ষিতদের লেখা পড়ি।
৫৬| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
অপু তানভীর বলেছেন: নেড়ি জাহাঙ্গির, সমালোচনা করার যোগ্যতা তোমার নেই। তুমি নিজেকে কী ভাব আম্মি জানি না তবে তুমি হচ্ছো রাম ভোদাই যার কোন ব্যাপারেই কোন জ্ঞান নেই। তোমার যা আছে তা হচ্ছে ঘাড় ত্যাড়া বদলামী আর কিছুই না। এই কারণেই কোন জায়গায় ঠিক কাজ কর্ম করতে পারো নি। এই স্বভাবের জন্য তো এমন কি নিরীহ কুকুর পর্যন্ত তোমার দিকে তেড়ে আসে। তোমার লেখা থেকেই জেনেছি। তাইলে বোঝো কেমন লেভেলের মানুষ। কুকুর পর্যন্ত অপছন্দ করে।
যারা তোমার চামচামি করে তুমি কেবল তাদের ভালো বল আর কিছুই না।
নুরু সাহেব ছিলেন প্রমাণিত লেখা চোর আর তুমি হচ্ছে সেই লেখা চোরের সমর্থক। বুঝেছো কী? আরও অনেক লেখা চোএর পক্ষ নিয়েছো আর তুমি নিজেকে সৎ বল? লজ্জা লাগে না? একটুও লজ্জা লাগে না?
৫৭| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
যামিনী সুধা বলেছেন:
@অপু,
আমাকে পিএচডি দিয়েছে আমেৈকান ইউনিভার্সিটি, বাংলাদেশের কোন ইউনিভার্সিটি দেয়নি।
৫৮| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
যামিনী সুধা বলেছেন:
@অপু,
আমাকে পিএইচডি দিয়েছে আমেৈকান ইউনিভার্সিটি, বাংলাদেশের কোন ইউনিভার্সিটি দেয়নি।
৫৯| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫২
অপু তানভীর বলেছেন: @নেড়ি জাহাঙ্গির আলম, তুমি ব্লগে আসো কারণ তোমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি নিশ্চিত তুমি আজীবন সবার কাছ থেকেই এমন লাথি গুতা খেয়ে এসেছো। এই ব্লগে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছো, নিচ্ছো এমনটা তোমার জীবনে আর কোথাও হয় নি। এই কারণে বারবার পাছায় লাথি মেরে তাড়িয়ে দিলেও তুমি ফিরে আসছো। তোমার লেখায় যদি জোরই থাকত তাহলে নিজের ব্লগ খুলে কিংবা অন্য কোন মাধ্যমে করতে। এতো অপমান সহ্য করে এখানে থাকতে না। তোমার লেখায় কোন বালের জোরও নেই এইজন্য এই ব্লগের যে চামচা গুলো আছে তাদের কাছে পড়ে আছো কিছুই না।
আর আমার সাহিত্যিক হওয়ার কোন ইচ্ছে নেই। আমি আগেই বলেছি। আমার লেখা কেউ না পড়লেও আমার কিছু যায় না।
৬০| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
অপু তানভীর বলেছেন: @নেড়ি জাহাঙ্গির আলম, যারা বিদেশে পড়াশোনা করে তাদের লেখা থাকে নিখুত ফকফকা। তাদের বাংলা লেখা পরিস্কার। এটা প্রত্যেক থাকে। তোমার লেখা দেখেছো তুমি? জীবনে দুই তিন প্যারার বেশি লিখতে পেরেছো কখনও? সেই যোগ্যতা আছে তোমার?
আর জীবনে নিজের পিএইচডির বিষয় নিয়ে কোনো কিছ লিখেছো? লিখবা কিভাবে পারলে না হয় লিখবা।
৬১| ১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
অপু তানভীর বলেছেন: এই দেখ আমাকে পিএইচডি দিয়েছে আমেৈকান ইউনিভার্সিটি, বাংলাদেশের কোন ইউনিভার্সিটি দেয়নি। এই লাইন টাও তুমি ঠিক মত লিখতে পারো নি।
আসছে আমার পিএইচডি !
৬২| ১৭ ই মে, ২০২৫ রাত ৮:৫৫
যামিনী সুধা বলেছেন:
@অপু,
আমি পিএইচডি করেছি Game Theory'এর উপর; অনলাইনে পড়ে দেখিয়েন, Game Theory'এর উপর preview.
ব্লগার নুরু সাহেব চোর ছিলেন না; আপনি উনাকে সহ্য করতে পারতেন না; কারণ, আপনার নিশ্চয় নিজস্ব সমস্যা ছিলো।
৬৩| ১৭ ই মে, ২০২৫ রাত ৯:০১
অপু তানভীর বলেছেন: হ্যা হ্যা তুমি পৃথিবীর এক মাত্র পিএচডিধারী চেক জমাদানকারী। এই কৃতিত্ব তোমার একার।
আর নুরু সাবের লেখা চুরি আমি প্রমান সহ সামুতে পোস্ট করেছি। শুধু নুরু সাহেব নয় আর অনেকেরই। আমি তোমার বেহুদা প্রমান কথা বলি না। আর তুমি সেই চোরের পক্ষ নিয়ে কথা বল। এখনও চোরের পক্ষই নিচ্ছ! এরসাদের পিএসকে ঘুষও দিয়েছো !!
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:০৪
যামিনী সুধা বলেছেন:
গান গাইতে পারা যে, কত বড় গুণ সেটা পশ্চিমের সবাই ও পাক-ভারতের কিছু মানুষ জানেন; গান শোনার মতো মানুষ আপনি নন; অমানুষেরা গান শোনে না, বুঝে না। আপনি গার্বেজ ব্যতিত অন্য কিছু লিখতে পারার কথা নয়।
পাকিদের বড় অংশ গান বুঝে। আপনি পাকিদের চেয়েও অধম।