![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে সংখ্যাগরিষ্ট মানুষ আর্জেন্টিনার সমর্থন করে। এটা শুধু এবার করছে তা নয়। গত ২৪ বছর কাপ না জিতলেও এই মানুষগুলো বারবার আর্জেন্টিনার সমর্থন করেছে। আমার ধারনা ৮৬ বিশ্বকাপের আগ পর্যন্ত আর্জেন্টিনার সমর্থক এদেশে খুব একটা ছিল না। তখন কিছু সংখ্যাক মানুষ ব্রাজিলের সর্মথন করতো। তা ও তাদের খেলা দেখে নয়। প্রাইমারী স্কুলের পাঠ্য বইয়ে ফুৃটবলের কালোমানিক পেলের ফুটবল যাদু সম্পর্কে জেনে। অাশির দশকে মানুষের ঘরে ঘরে টেলিভিশন ছিল না সত্যি কিন্তু একটি গ্রামে মিলিয়ে অন্তত একটি টেলিভিশন ছিল। সে টেলিভিশনের কল্যানে ৮৬ বিশ্বকাপে সারাদেশের মানুষ দেখল ফুটবলের আরেক নতুন জাদুকর ম্যারাডোনাকে। শেষ পর্যন্ত ম্যারাডোনার ফুটবল শৈলীর বদৌলতে ৮৬ বিশ্বকাপ জয় করে বাঙ্গালীর মনে এমনভাবে জায়গা করে নিল অনেকে মনে করতো ম্যারাডোনাই একটা দেশ। তখন অনেকে এটাও বলতো আজ ম্যারাডোনার সাথে অমুক দলের খেলা। ৯০ বিশ্বকাপেতো পুরো বাংলাদেশ কেঁদেছে আর্জেন্টিনার পরাজয়ে। দল সমর্থনের ক্ষেত্রটা কিছুটা পরিবর্তন হলেও সে প্রভাবটা এখনো রয়ে গেছে। কিছু সংখ্যাক বাঙ্গালী নারী হয়তো মেসির জন্যে আর্জেন্টিনার সমর্থন করে। কিন্তু মুল প্রভাবটা সেই ৮৬-৯০ এর স্রোতধারায় এখনো বিরাজমান। আমার দেশের এতগুলো মানুষ আবার একসাথে কান্না করুক সে প্রত্যাশা করি না। ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠী, রাজনৈতিক মতভেদ সবকিছু উর্দ্ধে উঠে একসঙ্গেই যেন উল্লাস করতে পারে সে প্রত্যাশায় করি।
২| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৪
উসীমজদ্দীন বলেছেন: সহমত। তবে ঐ সময় বার্বাস, ক্যালডেরন ভাল খেলেছিল। ম্যারাডোনা জানান দিয়েছিল বিশ্ব শাসন করতে আসছে সে। কিন্তু এখনকার মতো গনহারে মানুষ আর্জেন্টিনার সমর্থন করতো না।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫০
রাজিব বলেছেন: "আমার ধারনা ৮৬ বিশ্বকাপের আগ পর্যন্ত আর্জেন্টিনার সমর্থক এদেশে খুব একটা ছিল না"
আপনার ধারনা কিছুটা ভুল।
১। ম্যরাডোনা ১৯৮২ সালের বিশ্বকাপেও ভাল খেলেছিল। এত ভাল খেলেছিল যে বিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে লাথির (=ফাউলের) উপর রাখতো। শেষ মেষ বিরক্ত হয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যচে ব্রাজিলের প্লেয়ারকে লাথি মেরে লাল কার্ড পায়।
২। ১৯৮২ সালেই আর্জেন্টিনার অনেক সমর্থক ছিল তবে ম্যারাডোনার জন্য নয়। এপ্রিলে মাসের প্রথম দিকে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড যুদ্ধ শুরু হয় ফকল্যান্ড দ্বীপের মালিকানা নিয়ে। "১৯৮২ সালের ২রা এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত এই যুদ্ধ চলে।"
Click This Link
পারলে সে সময়ের বাংলাদেশের দৈনিক পত্রিকা গুলো পড়ে দেখতে পারেন পাবলিক লাইব্রেরীতে গিয়ে। ইত্তেফাক, সংবাদ, দৈনিক বাংলা এই তিনটি ছিল সে সময়ের প্রধান জনপ্রিয় তিন বাংলা দৈনিক। প্রতিদিন সকালে উঠেই ঢাকার পত্রিকা পাঠকরা যুদ্ধে আর্জেন্টিনার সাফল্য জানতে অধীর আগ্রহে পত্রিকা নিয়ে বসতো। এর কারন হল ব্রিটিশরা আমাদের ১৯০ বছর দখল করে রেখেছিল। তাই অনেকেই মন প্রান দিয়ে আর্জেন্টিনাকে সেই যুদ্ধে সমর্থন করতো হেরে যাবে জেনেও।
৩। যুদ্ধ শেষ হল ১৪ জুন আর বিশ্বকাপ ১৯৮২ স্পেনে শুরু হল ১৩ জুন। ততদিনে আর্জেন্টিনা সাধারণ মানুষের কাছে এক অতি পরিচিত দেশ। তাই ১৯৮২ সালে এদেশে অনেকেই আর্জেন্টিনার সমর্থক ছিল।