![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
সমাজে টাকার হিসেবে মানুষ এবং পরিবারের ভাগ দেখা যায়......
নিম্নবিত্ত
নিম্নমধ্যবিত্ত
মধ্যবিত্ত
উচ্চবিত্ত
আমি এমন মধ্যবিত্ত পরিবারের সন্তান।এই শ্রেণীর মানুষের একটা মুখোশ থাকে।আর এই মুখোশ কে নামকরণে না বলা যায় ধনী না গরিব!সব সময় দেখাতে হয় আমাদের আছে ভুরি ভুরি। আর এটাই মধ্যবিত্ত জীবন।
কিন্তু বাস্তব জীবনের ছোট, বড় সুখ দুঃখের প্রকৃত ভাগিদার এই এরাই!
আমার মনে পড়ে স্কুল জীবনে আমি সর্বদা হেটেই বাসায় আসতাম। আর আমার তথাকথিত বান্ধুবী আমায় সুধাত "এত হাটো কেমনে?" ২ মিনিটের রাস্তায় ও তাহার রিকশা সহায়!
একবার আমাকে এক প্রশ্ন করা হয়েছে ..What's the name of your favourite restaurant? উত্তরে আমি বলেছিলাম আমার মায়ের রান্না । সারাজীবন এ কেএফসি নামক খাদ্য খানায় একবারই পদচিহ্ন ফেলেছিলাম আর পরিবার মিলে কোথাও খাওয়া হয়না, ইচ্ছেও হয়না। হ্যা ভাই তুই ই ঠিক! আমি আসলেই ঢং করি।কারন আমি সত্য বলি।
আমার কলেজের অত্যন্ত সুন্দরী ছাত্রী আমার ভাঙ্গা ফোনকে আঙুল দেখিয়ে বলতো "এই ফোন এ এফবি চালায় মজা পাও কোনো?" দায়সারা উত্তর দেয়া ছাড়া আর উপায় আছে?
আসল কথা সেখানে না আসল কথা ঐ মধ্যবিত্তে।আমি এমন একজন পিতার মেয়ে যে মাঠে গরু ও চড়িয়েছে, ধান ও কেটেছে, স্নাতকোত্তর পদবিও অর্জন করেছে। তাতে কি তার সম্মান কমে গিয়েছে?
বিশিষ্ট জ্ঞানী ও গুণী দের ধারনা আমি একজন হতাশাবাদী মানুষ!অথচ আমার আদর্শ হলেন আমার মা আর বাবা।আদর্শ খুঁজতে বাহিরে যেতে হয়না আমার।
যত বড় হয়েছি বায়না বেড়েছে, বেড়েছে আবদার।একদিন বাবাকে বলেছিলাম "একটা টেবিল কিনে দাও, তোমার এই মান্ধাতা আমলের টেবিল ভাল্লাগেনা। " বাবা সেদিন বলেছিলো "টেবিল টা পুরনো আমি চাইলে কি তোকে নতুন একটা দিতে পারতাম না?" তবে এই টেবিল এ পড়ে আমি বড় হয়েছি এতদূর এসেছি,আমি চাই তুই ও তাই করবি"।এর থেকে বড় আশির্বাদ বাক্য আর প্রয়োজন পরেনা।
এ সংসারে একটা ফুরোতেই আরেকটা লাগে,এখানে যেমন সুখ ও থাকে তেমনি দুঃখ ও । ধনীরা সুখের কোলেও বসে থেকে বোঝেনা সুখ কি আর গরীবেরা দুঃখকে পূজনীয় করে জীবন ব্যাপিত করে।আর মধ্যবিত্তের সংসারে সুখ,দুঃখ,আবেগ,কান্না, হাসি একসাথে মিলে মিশে এককার হয়ে থাকে।
বাবা যে কথাটা সব সময় বলে "শোন মা মনে রাখিস জীবনে কষ্টে অর্জিত সব কিছুই তো র জীবনের শেষ অবধি পর্যন্ত তোকে পরিপূর্ণ করে যাবে।"
কষ্টে কেনা সুখ গুলো কেউ কেরে নিতে পারেনা, সুখ চিরস্থায়ী হয়ে থেকে যায়।
২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৮
রাব্বি রহমান বলেছেন: অনেক মধ্যবিত্ত আবার সমাজের চোখে আবর্জনা
৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৮
আমিনুর রহমান বলেছেন:
কষ্টে কেনা সুখ গুলো কেউ কেড়ে নিতে পারেনা, সুখ চিরস্থায়ী হয়ে থেকে যায়।
সুন্দর লিখা +
৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৬
Rubel rana বলেছেন: আমি মধ্যবিত্ত পরিবারের গরীব বড় ছেলে। তারপরেও উস্টা খেয়ে সপ্ন দেখি উচ্চবিত্তের সিড়ই ধরবো। বাবা-মায়ের জটিল হিসেব নিকেষের সংসার দেখতে দেখতে ভাবি আমি কেন লিওনার্দো দা ভিঞ্চির ন্যায় শতগুনি হলাম না ? উচ্চবিত্তের সিড়ইতে উঠতে যাওয়ার চেষ্টাতেও যেন কোন এক পিছুটান আমাকে উঠতে দিতে চায় না। সেই পিছুটান যে কোন গ্রাভিটির চেয়ে অনেক প্রখর অনেক তিব্র। আমি হয়তো তাই এখনো মধ্যবিত্ত।.আমি মধ্যবিত্ত পরিবারের গরীব বড় ছেলে। তারপরেও উস্টা খেয়ে সপ্ন দেখি উচ্চবিত্তের সিড়ই ধরবো। বাবা-মায়ের জটিল হিসেব নিকেষের সংসার দেখতে দেখতে ভাবি আমি কেন লিওনার্দো দা ভিঞ্চির ন্যায় শতগুনি হলাম না ? উচ্চবিত্তের সিড়ইতে উঠতে যাওয়ার চেষ্টাতেও যেন কোন এক পিছুটান আমাকে উঠতে দিতে চায় না। সেই পিছুটান যে কোন গ্রাভিটির চেয়ে অনেক প্রখর অনেক তিব্র। আমি হয়তো তাই এখনো মধ্যবিত্ত।.
৫| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লাগলো লেখা --- আমার বাবা আমার আদর্শ --- আমার মার রান্নাই আমার কাছে সব চেয়ে ভাল লাগে ---
৬| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪১
আবু শাকিল বলেছেন: মধ্যবিত্ত আত্ন বিশ্লেষণ ।
খুব সুন্দর লিখেছেন। যা লিখেছেন সব আমাদেরই কথা।
" এ সংসারে একটা ফুরোতেই আরেকটা লাগে,এখানে যেমন সুখ ও থাকে তেমনি দুঃখ ও । "
৭| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫
কালো গুপ্তচর বলেছেন: "কষ্টে কেনা সুখ গুলো কেউ
কেড়ে নিতে পারেনা, সুখ
চিরস্থায়ী হয়ে থেকে যায়।"
খুব ভালো লাগলো। ধন্যবাদ অসাধারণ লেখাটির জন্য।
৮| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৫
এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।
আমিনুর রহমান ভাইয়ার মন্তব্য টি খেয়াল করুন।
৯| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
সপ্নময় তপু বলেছেন: দারুন লেখা। অহংকার স্পস্ট। মধ্যবিত্তের অহংকার। বিত্ত না থাক লে অহংকার মানায় না।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৬
জীর্ণ বাস্তবতা বলেছেন: আমার নিজস্ব কিছু কথা লিখেছিলাম সম্পূর্ণ নিজের,সবাইকে ধন্যবাদ প্রশংসা করার জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৬
এমএম মিন্টু বলেছেন: অসাধারন লেখেছেন