![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
বহ্নির ফুলকি ঝড়া রাতে
কালো রাঙা ওপারে মেঘের
একরাশ প্রলুব্ধতা,
ওসে ভারী হলেও নামবে
নামবে না চাইতেও
সে স্বাধীন সত্তা তুমি আমি ভালোবাসার ন্যায়
দুরপনেয় তোমার গায়ের হিম শৈত্য হলকার উষ্ণতাকে তাই
আমার ভীষণ গ্রাস করতে ইচ্ছে হয়,
বরফের কুরির মতো
জমে থাকা
তুষারের মিহি দানার শিশির হয়ে
আষ্ঠেপৃষ্ঠে লেপ্টে যাই তোমার সর্বাঙ্গে
তবু তোমার কম্পন থেমে যাক,
তোমার হাড়জিড়ে করা দেহেতে নামুক কণা তরঙ্গ ফোটনের নির্মম চিৎকার,
ঐ স্পন্দনের মোহে
স্পর্শের মোহে
মিলনের মোহে ঝিমিয়ে যাক যা কিছু ভুল এই দুই শহরের,
দুই বোকা বালক বালিকার ...
মত্ত মাতাল প্রকোষ্ঠ গুলোতে আমার মাতাল গন্ধ
শিহরণ টেনে যাক
এক বিকেলে শোনা নবম সিম্ফোনীর রিক্ত অনুনাদ।
মঙ্গলবার,০৩ ফেব্রুয়ারি।
সকাল ০৬:০০
©somewhere in net ltd.