![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
ছাইপোষের মাঝে এই শহরের
ক্লান্ত নির্ঘুম চাঁদেরা ভূত হয়ে এসে পরে
দূরালাপনীর একদম সামনের দেউড়িতে
একদল খুশি খুশি চোখ বোজা মুখ,
আনন্দ উজাড় করা মুখ মণ্ডল গুলো হালকা টোকা দিয়ে যায় মনে
নামহীন এক রাস্তায়......
সূচীভেদ্য প্রতিমার নগ্ন আলোরভেদী দেহ কান্ড
আমার নজর ফেরা্য় না......
যাত্রার অমোঘ অধ্যুষীততা এ গায়ে মেলে না ,রচে না আধিপত্য,
ও গন্ধ মাখতে নেই আমার নিত্য অভ্যেস,
আমার স্থির পলকে অসহায় দেবদারুদের জন্যে থাকে মায়া
আর একটা বাতির নিচের আলর প্রতি তীব্র হাহাকার
পেঁজা তুলোর মতো সাদা একটা ছাদ
দুশ ক্রোশের পথকে
আর দীর্ঘ করে দ্যায় যেন
অপেক্ষা করতে করতে দগ্ধ হয়েছে
শহরের নৈশব্দতা গুলো ,
হংস মিথুনের সুরে এক পুকুরের তলদেশ বেয়ে
উড়ে আসে শান্তিরই এক ঝাঁক বক পাখি,
এতিম হলেও তাকে আগলে রাখে নাম না জানা একটা বৃদ্ধ চিলেকোঠা,
বক্ষে সে বেধে রাখে সবাইকে,
অতি মমতার যত্নে।
০৬:১৫ সকাল,
মঙ্গলবার ,০৩ ফেব্রুয়ারি।
©somewhere in net ltd.