নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

শেষ প্রকোষ্ঠ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

দুর্গন্ধ ঐ পথের পানে চেয়ে থাকে,
থাকে নাসারন্ধ্রের ফাঁকা কুঠুরী,
একদল উৎসুক ঝিঝি পোকা,
মিটিমিটে তারাটাও যেন স্তব্ধ হয়ে গ্যাছে আমাদের দেখে,
নক্ষত্রের মরে যাবার খবর,
পৌঁছে গ্যাছে নাকি ঐ দূর মানবের ঘরেও,
অভিমানীদের রাত্রিটা তাই শুভ হয়না,
মেদ উত্তীর্ণ ফুয়াং ব্রেডের টুকরো গোঁজে বোকা কাকের একজন,
কাক গুলোও জানে,
দুঃস্বপ্নেরা মেলেছে পাখা আমাদের আঙিনায়,
আমাদের উপর থুথু দিয়েছে ,
দক্ষিণা বারান্দা গুলো,
কেনো?
বিশ্বাসঘাতকতার,
তাই দিন শেষে ক্যানারি পাখির হলদে আঁচে,
কুঠুরির ফাকে গরম হয়,
এক খন্ড গুড়ের দলা,
যাতে কমতি ছিলো না,
মমতা আশ্বাসের,
আধান,
বাঁধনের,
আর টানের,
ক্ষীণ চাঁদটাও বড় হয়ে যায় অনেক অনাগত দিন
হয়ে যায় লেবুর খসখসে চামড়ার মতো বিদীর্ণ ফ্যাকাসে,
চামিষ গন্ধে অনির্বাণ জোনাকিরা শান্তির ভয়ে
চুপ মেরে মুখ গুঁজে থাকে
লোমশ একটা বুকের তীব্র কাঁপনে,
লন্ঠনের তিরতিরে কাঁপনে আমাদের কাঁপন গুলো
ডাক পাঠায় দুশ ক্রোশের পথের এপারে,
দূর বালিকা বালকের পানে চেয়ে থাকে অপেক্ষায়,
দিন পঞ্জিকার আবরণ খুলে যেতে থাকে,
একটা ঘাস পরীর নীল ছায়া,
ক্ষুধার কারাগারে ব্য্যূহ সীমানা ভেঙেও এক অন্তিম লগ্ন নাড়ায় পাকস্থলীর ইতিবৃত্ত,
তাই আমার জন্যেই তুমি থেকে যাও ভালো,
নিরঙ্কুশ দানা বাধা ডানাহীন স্বপ্নেরা,
আমাদের সাহস দেয়,
স্বপ্ন দ্যাখার,
স্বপ্ন দেখতে নেই মানা,
বিউগলের মত নাচানো সুর,
আমাদের একসাথে বলে ওঠা বাক্য গুলোকেও বলে দেয়,
তোরা কখনো অবুঝ হয়ে যাসনে,
ভালোবাসার বসবাস বসতি থাকে আপন মনের শেষ প্রকোষ্ঠের,
দক্ষিণ কোণে.........

সকাল ০৬:২৭
০৩ ফেব্রুয়ারি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.