![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
কৃষ্ণপক্ষ পেড়িয়ে ডিঙিয়ে
উচ্ছ্বাসে ফিরে এসেছে তোমার
আমার চাঁদ,
রাত্রি জাগরণের অমানিশায় আমি এপথ ভুলে
দু শতাব্দীর ক্রোশ কে ছিনিয়ে এনেছি আমার বুকের আসনের অংশে,
গরম নিশ্বাসের অস্তিত্বে ভরিয়ে ফেলেছি তোমার
আমার দুঃখ ভরা ক্লান্তি আর
তাল পুকুরের নাদান ক্যালানির বাঁক,
আলমারির পাটাতনের এক গ্লাস সবুজ হাঁসি,
তোমায় উপহার দিতে ইচ্ছে হয় ভীষণ,
গঙ্গা বুড়ির বিষাদগ্রস্ত মাতাল সূর্য ও ঠাণ্ডা হয়ে জমে আছে
অপেক্ষায়।
নদী বক্ষের আঁশটে তামাকু গন্ধেও ঘেমে নেয়ে
একাকার হয়ে আছে
হঠাৎ একযোগে জ্বলে ওঠা লাল বিশ্রী দেখতে
ল্যাম্পপোস্ট গুলোর আশায়
বিপত্নীক লোকটাকে
তাই প্রশয় দেই আমি,
ঘুমিয়ে পড়া কুম্ভ বৃক্ষের নিচে বসে দুপৃথিবীর
দ্যুলোক জাগিয়ে গল্প করে একজন
শিক্ষিত আর অশিক্ষিত,
ক্লান্ত মায়ের শিয়রে ঘুমে থাকা
রোগা পটকা বাচ্চাটাও জানে আমাদের রক্তের গন্ধ এক,
কল্কেতে ওঠা মৃদু আঁচে
নেমে আসে
উপহার আগামী পক্ষের
নির্বিকারের মতো উপহার
উলুবনে ছড়িয়ে
হেঁটে যাই শতবর্ষের মতো গল্পের এক ডিব্বায়,
কালো পিঁপড়ার মতো মুখে ডিম নিয়ে
হাবুডুবু খেতে খেতে
তোমার বাহুতে আশ্রয় নিয়ে শূন্যে মিলায়
আমার সকল অপ্রাপ্তি,
আদিমতা গুলোকে সংহত করতে বেগ পেতে হয়,
স্পিন গুলো ঘুরিয়ে দিতে হয় সময়ের কাছে,
প্রলুব্ধতার আশায়,
গিঁঠে পড়ে যাওয়া অ্যাকর্ডিয়ন তাই
অকাল বোধনের রাঙা ঠোঁটকে রাখে তৈরি
একটা শান্ত বিধুর সবুজ ঠোঁটের নীলচে সঙ্গমের আশায়,
শুকতলা ভেঙে তাই
খালি পায়ে হাঁটা
পথ গুলো জানান দেয়
জোড়া শালিকের কাছে
আকাশের চুপিচুপি একজোড়া তারারা বলে,
এ বেলা মন্থর হোক
আদিমতার অভিযান।
সকাল ০৬:৪৫
০৩ ফেব্রুয়ারি।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
তুষার কাব্য বলেছেন: ভালোলাগা কবিতায়...
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০
আরণ্যক রাখাল বলেছেন: