নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

শহরের প্রিয় পেন্টাকল

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

আমাদের হলদে এই শহরে,
যেখানে ব্যাবিলনের মতো নেই শূন্য উদ্যান,
কিংবা আলেকজান্দ্রিয়ার প্রকাণ্ড বাতিঘর,
আমাদের নেই পিসার হেলানো অদ্ভুত মন্দির,
তবু ওরা আমাদের টানে,
কারণ ঐ শহরের রাত বিরাতেও দ্যাখা যায় অসংখ্য আর্দ্রার রঙে ভরা রক্ত চক্ষু,
তবু মাঝেমাঝে নীল ঝাঁ চক চকে কিছু চোখ
তাদের ভেতরের কথা গুলো ঠিকরে ঠিকরে
এনে দেয় নাসারন্ধ্রের দ্বারে,
ওদের বর্ণিল রাঙা স্বপ্নে পান্থ সারথী পেজো তুলো চাঁদ ও হাঁসে,
আপন মনে।

দেবী আইসিস কখনো তাই শত অপমানেও কারো প্রতি ক্রুদ্ধ হয়না,
তার অকৃত্রিম মায়াময় চোখে,
সে চোখে থাকে একদল পাতা ঝড়া বিষণ্ণতা,
পিচ ঢালা নিষ্ঠুর রাস্তা,গুলিতে ভাঙা কাঁচ থেকে ধেয়ে আসে,
অসংখ্য আলোক রশ্মির দুর্বীনিত ঝলকানি,
মিথোজীবিতা মিথোলজিতে গুলোয়,
ধোয়াময় রাস্তার দুর্গন্ধ আর মানুষ হঠাৎ অদৃশ্য হয় আমাদের স্বপ্নের গল্প গুলোর কাছে,
যেখানে ছদ্ম বেশে অনেক ক্রোশের পথ টাও নদী মাখা ধোয়াময় দুর্বার দুর্ভেদ্য জাগরণে,
সে এসে পড়ে চিকন শাড়ির পাড়ের এক লাল রঙা সিঁদুরের কৌটার মতো আদুরে হয়ে,
সরু পথে দু পা মাড়ালেই মেলে ঘৃত কুমারীর মতো সবুজ মায়া।

অনর্গল বলে যাওয়া কথা গুলো অপার্থিব শোনায়,
অপার্থিব দ্যাখায় অজস্র কৃত্রিম গন্ধে মায়া জড়ানো শান্তির তীর্থ স্থান,
শহরের চায়ের দোকান গুলো,
ল্যাম্পপোস্ট গুলো যখন আকাশী গাছ গুলোকে
ভালোবেসে রূপ নিয়ে
খ্যালে,
ওদের দেখতে ভালো লাগে,
পরাবাস্তব লাগে,
অদ্ভুত আদুরে লাগে,
জলাধারের পানিতে স্বচ্ছ গাছ গুলোর প্রাণবন্ততা থাকে অসীম,
জুপিটারের মতো অসহায় গম্ভীর তারাদের সাথে ,
দেবদারুর সাক্ষাৎ হয়,
তাই কৃষ্ণচূড়া এ বেলা অহংকার ছেড়ে আক্ষেপ করে,
কারণ ওরা নিতে জানেনা,
ওদের অহমিকা যে বড্ড বেশী।

অবেলায় মৃদু হাওয়া যখন হাড়ে কাঁপন জাগায়,
এই কান্ত অমানিশার বিশ্ব মানবতা দুপায়ে মাড়াতে ইচ্ছে করে ওদের
টুটি চেপে ধরে,
একদিন ওদের সত্যি করে বলে দেবো দেখিস,
সেদিন হয়তো মোড়ের সেই হলুদ গাছ ও মাথা নাড়াতে ভুলে যাবে,
বটের ঝিলিমিলি পাতা গুলোও বলবে আমি ভালোবাসি,
এও যদি দৃষ্টি গোচর না হয়,
তো আকাশের কাছে জেনে নিস আমার জমানো কথা,
নীল তারা গুলো জানে কোথায় আমার ক্ষত আর বিষাদ গাঁথা,
নক্ষত্রের মতো অধ্যুষিত আলোকিত হোক আমাদের ইচ্ছে , অনিচ্ছে,
আর না বলা সব কিছু,
একটা চুম্বনের তরে জেগে থাক মশাল আলোক বর্তিকা,
এখনো এই নশ্বর ব্রক্ষ্মাণ্ডে ভালোবাসা অবিনশ্বর তবিয়তে বহাল,
এই হলদে শহরের প্রিয় পেন্টাকলের কাছে।

রাত ১২:৪৪
বুধবার,০৪ ফেব্রুরারি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.