![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
হিসেব টা দুশ, হ্যাঁ দু শতাধিক,
কীইবা! দুশ ক্রোশ কিংবা দুশ কিঃমি,
না তা নয় , বোধয় আরো বেশী,
কতো সহস্র আলোকবর্ষ?
কাউন্টার ক্লককে বেয়নট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে
বসে আনবো,
ও থামুক,
এতো নিষ্ঠুর ও যেন সব থেমে গেলেও মাথা বেধে আছে ও থামতে নেই ওর,
ওকে তাই থামাবো আমি,
যাক থেমে যাক
পড়ে যাক ওর যা আছে
ঔদ্ধত্য, অহংকার, ঈর্ষা,
যাক পঁচে যাক,
পুড়ে যাক যা ছিলো বিগলনে চেপে চেপে ভাপা হয়েছে আমাদের দেখে ঈর্ষায় অনাদরের আলোতে,
পড়ে থাক ওদের নীল বিষে ছাই,
নদের গভীরে পড়ে হোক খাক,
যে আলো মায়াময় সবুজ আলো,
রোজ আমায় ছোঁয় তোমার হয়ে,
ও পথে আমার চাই,
চাই আমার চাই,
পাতার মর্মমরের মতো বিদগ্ধ,
শ্রোণিতের আষাঢ়ের মতো নিগূঢ় ,
মিথ্যে নয় ওসে মিথ্যে নয়,
ছেলে খেলা অভিমানে বান ভাসানো ঢেউয়ের ন্যায় অব্যয় অসীম,
আমার তবু কল্পনা হয় কল্পনা এক অন্য জগত, সংসার,
নক্ষত্রেও মতো মায়াময় আদুরে,
সত্য সুন্দর, নির্মম,
একপদী এক ছায়ায় মেশানো উজ্জ্বল দুরপনেয় পথ,
একলা একা, নির্জনের,
ও পথেই তোমায় টেনে ছিলাম,
তুমি এসেছিলে, সন্তর্পণে,
গ্রাম্য অলীন পথ ছেড়ে,
কর্ণ কুহরে এক গাদা খড় ভরে,
একবাস,
এক থলে,
একই চটি জামা,
এক বুক এক সমুদ্র সম গ্রীবা,
আর গা ভর্তি মাতমের অন্তহীন নিঃসীম শ্যাওলা,
আর স্বপ্ন মাখা চোখ,
ছারখার করা মায়া,
যে মায়া ছুঁতে দেয় দেবীকে,
আর মাঝ পথে পড়া গুবড়ে এক মন্থর বোকা কীট,
ও জানায় মনে মনে ,
এ পথ তোমাদের,
এ বেলা যুদ্ধ করো,
যে পথে প্রেম আসে আয়নায় মতো স্বচ্ছ যেন ঢিল মেরে বালক করেছে আবৃত দীঘির পোড়া জল,
বসন্তের মতো হলুদ তারা কৃষ্ণচূড়া মেলেছে বক্ষ ঔদ্ধত্যের নেশায়,
গিঁঠে পড়া স্মৃতিতে কলরব পাক,
যে পথে রবে তোমার নগ্ন পদ,
আমার স্বৈরাচারিতা অমলীন,
আর সন্তান,
পবিত্র সন্তান,
স্থির দ্রাঘিমা ছোঁবে ওরা,
হ্যাঁ দোসর,
তুমিই,
কলনা নয় যে,
বাস্তব,
সত্যি
একেবারে সত্যি যেভাবে ঠাই হয়ে দাঁড়ায় এক বোকা বাক্সের আবেগী দালান,
আর তার নাম জানা এক অ্যাকর্ডিয়ন বাদিয়ে, তার স্ত্রী, তার পালক মেয়ে ,
বোকা প্রেমিক ছেলেটাও,
যার ভেতর তুমি তোমায় দেখতে,
মিথ্যে আমি তাও করেছি মিথ্যে,
হবে?
অম্লের ন্যায় আমার কেবল তোমায় চাই,
আলমারির নির্মল পাটাতনে,
নেপথলিনের ঘ্রাণে,
নদীর মোহনায়,
বালিয়াড়ি হয়ে,
আমার ভেতরের মানুষ হয়ে,
তবু উড়ে যেতে হয় একদিন,
যেইদিন বৃষ্টির মাঝে জ্যোৎস্না ছড়াবে আলো,
উড়ে যাবো,
রয়ে যাবো ঘাস হয়ে,
এক গেলাস সবুজ সুখ হয়ে,
ওরিয়ন গুলো তোমার ই থাকবে,
কক্ষপথ আমার,
আকাশ আমার,
ক্লান্তি আমার।
বিষণ্ণতা আর যতো অভিমান,
আমার,
আমি স্বৈরাচারী যে।
রাত ০৩:২৮
সোমবার , ১৬ ফেব্রুয়ারি
©somewhere in net ltd.