নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাসহীন পৃথিবী দোযখের সমান

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

আর.এইচ.সুমন

"সৌন্দর্য্য দেখতে কাউকে নিমন্ত্রণ করতে হয় না...." ওয়েব সাইট : (http://www.facebook.com/Sumontography ) ইমেল আইডি :-( [email protected] )

আর.এইচ.সুমন › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক বানিজ্য মেলা ....... এবং অতি সাধারণ মানুষ হিসেবে আমার বিশ্লেষণ

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০১

কয়েক দিন ধরে যাব যাব করে অবশেষে আজ ঘুরে এলাম বানিজ্য মেলা থেকে ...।

মনটা ভাল হবার থেকে এই তীব্র শীতের সন্ধ্যায় ওখান থেকে ফিরে আরও বেশি খারাপ হয়ে গেছে :( :( :( :( এবং সেই সাথে কিছু জিনিস দেখে প্রচন্ড রাগ হচ্ছে X(X(X( গাধার মত ওখানে এত কষ্ট করে যেয়ে এবং এসে ।

এখন আপনাদের কে বলি আমার বিশ্লেষণের কথা .....



ডিজিটাল সরকারের সময় বানিজ্য মেলা দেখতে গিয়ে প্রথমেই যে সমস্যা গুলো চোখে পড়লো তা হলো ..



# অত্যন্ত নাজুক নিরাপত্তা ব্যবস্থা : বানিজ্য মেলাতে এতটাই খোলামেলা ভাবে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যা সত্যিই ভীতিকর ।

গেটে ঢোকার সময় কোন চেকিং করা হচ্ছে না । এমন কি কোন মেটাল ডিটেক্টর মেশিন ও অন্যান্য মেশিন পত্রও দেখলাম না। আর ক্লোজ সার্কিট ক্যামেরা ২ একটা গোপনে থাকলেও তা দিয়ে তো আর কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো যাবে না । আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যও তেমন বেশি নেই ....। যে কোন ধরনের নাশকতা ঘটতে পারে যখন তখন



# পাকিস্তানী স্টল ও প্যাভিলিয়ান : মেলা দেখতে গিয়ে কিছুক্ষণ ঘুরাঘুরি করে মনে হলো এইটা শুধু বাংলাদেশ ও পাকিস্তান এবং চাইনা এক যোগে আয়োজন করেছে । তাছাড়া পাকিস্তানের ঐ সকল স্টল গুলোতে শুধু কি ভাবে সবজি কাটতে হয় তাই শেখাচ্ছে , আর কিছু কাপড় চোপড় ও অর্নামেন্টস ছাড়া আর কিছুই নেই ..।



# অপরিকল্পিত ব্যবস্থাপনা : দোকান বা স্টল ও প্যাভিলিয়ান গুলো যে ভাবে সাজানো আছে তা দেখে ব্যবস্থাপনার বিষয়ে এমন মন্তব্য করতেই হলো .... প্যাভিলিয়ন ও স্টল গুলো বিভিন্ন প্রজাতি ভেদে যেমন -



ইলেক্ট্রনিক্স সামগ্রী ,, গৃহস্থালীর টুকিটাকি ,, আসবাবপত্র ,, পোশাক ,, গহনা ও অর্নামেন্টস,, ওষুধপত্র ও ভেষজ পন্য ,, খাবার ,,ও অন্যন্য সেবা মুলক প্রতিষ্ঠান ইত্যাদি ক্রমানুসারে সাজিয়ে দিলে দর্শনার্থীদের অনেক সুবিধা হতো ।



# আন্তর্জাতিক বাণিজ্যমেলা কিন্তু তার ছোয়া তেমন নেই : যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ,,, তাই এর সব কিছুই আরও চিত্তাকর্ষক হওয়া উচিৎ ছিলো .। সব কিছু আরও অত্যাধুনিক ভাবে সাজানোর প্রয়োজন ছিলো .... এই তো দুর্গা পুজার সময়ও এর থেকে ভাল মেলা দেখলাম ঐ সকল পূজামন্ডপ গুলোর আশেপাশে ...



# বঙ্গবন্ধুর স্মৃতিচারণ পাশাপাশি ইতিহাস ও বাংলাদেশের সৌন্দর্য্য : শুধু বঙ্গবন্ধুর স্মৃতিচারণ না করে এর পাশাপাশি বাংলাদেশের প্রাচীন এবং বর্তমান ইতিহাস তুলে ধরা যেত । এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্থান গুলো ঐ ভাবে তুলে ধরলে আরও ভাল হতো ।





# মেলায় যেতে ব্যস্ত রাস্তা ঝুকি নিয়ে পার হওয়া : মেলায় যেতে হলে যাদের গাড়ি নেই তাদের বাস বা ট্যাক্সি থেকে নেমে সবাইকেই প্রায় ব্যস্ত রাস্তা পার হয়ে মেলা দেখতে যেতে হচ্ছে । কিন্তু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের এই রাস্তাই একটা ফুট অভার ব্রীজ বানিয়ে এবং সেখানে ট্রাফিক পুলিশ বসিয়ে মানুষ গুলোকে ঐ অভার ব্রীজ ব্যবহার করতে দেয়া যেতে পারে .. এতে ঐ রাস্তায় চলমান গাড়ি গুলো থামিয়ে আর রাস্তা পার হবার প্রয়োজন নেই ....



ওপরের কথা গুলো নিতান্তই আমার অভিমত । আপনাদের ভাল নাও লাগতে পারে ..।

তবে আমার কাছে বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্যমেলা হিসেবে তেমন ভাল লাগেনি ....




সবাই কে ধন্যবাদ ......

মন্তব্য ৩৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৭

জাওয়াদ হাসান বলেছেন:
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বরাবরের মত প্রচুর পরিমাণ ভুয়া স্টল।

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৭

আর.এইচ.সুমন বলেছেন: মেজাজ খারাপ হয়ে গেছে ,, শীতের ভেতর ওখানে ঘুরতে গিয়ে ... X( X(

২| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১১

ফয়সালরকস বলেছেন:
আপনি সত্যি করে বলেন তো...

আন্তর্জাতিক বানিজ্য মেলা নামে আছে...সত্যিকার অর্থে তা কতখানি আন্তর্জাতিক মানের বলে মনে হয়েছে?

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৯

আর.এইচ.সুমন বলেছেন: আমার কাছে বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্যমেলা হিসেবে তেমন ভাল লাগেনি ....

আর ভাল লাগেনি বলেই তো লিখলাম .....

৩| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১২

সায়েম মুন বলেছেন: আর অব্যবস্থাপনা। সর্বত্রই তো শুধু ছ্যাড়াব্যড়া অবস্থা।

কি কি কিনলা কাই কও :)

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২২

আর.এইচ.সুমন বলেছেন: লুমিক্স DMC GH1 ক্যামেরার দাম দেখেই টাস্কি খাইয়া ঘুরতে ঘুরতে বসায় চলে এসেছি :) :)

কিচ্চু কিনি নাই ....

ঐডার দাম মাত্র ১,৬৫,০০০/= এর মত :)

৪| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১২

শামীম শরীফ সুষম বলেছেন: সঠিক মন্তব্যের জন্য ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৩

আর.এইচ.সুমন বলেছেন: সুষম ভাই আপনাকেও ধন্যবাদ পোস্টে নজর দেবার জন্য :)

ভাল থাকবেন .....

৫| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৯

শূণ্য উপত্যকা বলেছেন: বানিজ্য মেলা সবসময় ফালতু লাগে আমার কাছে। এখন আর আসিই না।

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৪

আর.এইচ.সুমন বলেছেন: আমিও সালাম জানিয়ে এসেছি .....
ভবিষ্যতে বিয়ে হলে আর একবার যাবো বৌ এর প্যানপ্যানানির ঠ্যালায় :)

৬| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৮

সায়েম মুন বলেছেন: তোমার তো দেখি আমার মত অবস্থা। B-)) টেলিভিশনের দোকানে গিয়া প্লাজমা দিভির দিকে চাইয়া থাকা। তয় আমরার আশা একদিন----------------- :#)

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৮

আর.এইচ.সুমন বলেছেন: আমরা সব ভাইভাগার না ,, এই জন্য এক রকম অবস্থা .. দোয়া কইরেন ..

বাসায় যুদ্ধ বাধাইয়া দিছি .... ক্যামেরা কিন্না তারপর থামামু ..... :)

৭| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৩

নেটপোকা বলেছেন: একমত।

আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বঙ্গবন্ধু প্যাভিলিওন থাকার প্রয়োজনীয়তাটুকু আমি বুঝিনি। এসব করে তাঁকে দিন দিন আরো ছোট করা হচ্ছে বলেই আমার ধারণা।

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪২

আর.এইচ.সুমন বলেছেন: ঐ লোকটা মরেও শান্তি পেলো না ..।
এতদিন বেঁচে থাকলে হয়তো হাসিনা বেগম তাকে চিড়িয়াখানাই তুলে রাখতো .... X( X( X(

সব কিছু ভাল কিন্তু তা অতিরিক্ত হয়ে গেলে আর ভাল থাকে না ......

৮| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৫

অসম্ভব০০৯ বলেছেন: আমার কাছেও বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্যমেলা হিসেবে তেমন! X( ! কোনো ভাল লাগেনি ...একটা বড় নিউমার্কেট হইছে...নিউমার্কেটও অনেক গোছানো..

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৩

আর.এইচ.সুমন বলেছেন: ঠিকই বলেছেন ভাই ... বাণিজ্যমেলা পুরা ফালতু একটা জিনিস হয়েছে X( X(

৯| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: আমিও গেছিলাম। কিন্তু আমি সারা মেলা ঘুরে তেমন কিছু না কেনার পেয়ে শেষে একদম মনের মত পেয়ে যাওয়া জুট এর ব্যাগ কিনেছি আর সেই ব্যাগ আমার খুবই পছন্দ হয়েছে। রেনু জুট কি যেন নামটা। এত সুন্দর যে একটা না তিনটা কিনেছি। লাল , কালো হলুদ ।:)

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৫

আর.এইচ.সুমন বলেছেন: যাক তবুও তো খুশি মনে ফিরেছেন ....

আর আমি বাসায় এসে বরফ শীতল পানি দিয়ে মাথা ধুইয়েছি :(

১০| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২২

কল্পনার রাজ্য বলেছেন: জোশ মাইয়া দেখলেন কেমন?????? :P :P :P

১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৫

আর.এইচ.সুমন বলেছেন: জোশ মাইয়া দেখতে যায় নাই তো .... আর তেমন কোন মেয়েও চোখে পড়ে নি :)

১১| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৩

নষ্টছেলে বলেছেন: আমার চোখের শান্তির জন্য একবার যাওয়ার ইচ্ছে আছে ;) ;) ;)

১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৮

আর.এইচ.সুমন বলেছেন: ঐ কাম কইরেন না ভাই ,, ঐখানে শুধু অশান্তি :)

১২| ১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৪

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: বানিজ্য মেলার ফটোওয়াক নিয়ে আমাদের ( আমি,রাষ্ট্রপ্রধান, বৃষ্টি বালক) পোস্ট আসিতেছে, অপেক্ষায় থাকুন।


:) :) :)

১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৯

আর.এইচ.সুমন বলেছেন: ওখে ওয়েট করতে থাকলাম ..... B-) B-)

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২২

চতুষ্কোণ বলেছেন: এইগুলাতে যাইতাম ইচ্ছা করে না। সময় নষ্ট!

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৪

আর.এইচ.সুমন বলেছেন: ঠিক কথা কইছেন ভাই ... হুদাই ঐ ঠান্ডার মধ্যে যাইয়া আবার অবস্থা কাহিল :(

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৬

নীল-দর্পণ বলেছেন: প্রত্যেকবার একই জিনিস দেখে বিরক্ত! ভেবেছিলাম এবার আর যাবোনা কিন্তু একবার যাওয়া হয়ে গেছে আর একবার মনে হয় যেতে হবে।

তবে এবার পাটের জিনিসের(মূলত ব্যাগ) স্টলটা নতুন দেখলাম। বেশ ভাল লেগেছে

১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৮

আর.এইচ.সুমন বলেছেন: কয়েকটা স্ট্ল ভাল লাগলো .। কিন্তু অভারঅল ব্যবস্থাপনা অনেক খারাপ লেগেছে .। আর জাবো না এ বছর :)

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৪

ছোটমির্জা বলেছেন:
এখনও যাইনাই।
যেতে হবে।
ভাল লাগল।

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৭

আর.এইচ.সুমন বলেছেন: আইচ্ছা ,,,,,, তয় ঘুইরা আইসা কইয়েন কি কি দ্যাখলেন কেমুন লাগলো
ইত্যাদি ...... :)

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৯

জাহিদুল হাসান বলেছেন: বস, মনে হচ্ছে লুমিক্স DMC GH1 ক্যামেরাটা কিনতে চান, যদি তাই হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পরিচিত লোক আছে যে আমাকে এই ক্যামেরাটা ১৭-৪২ লেন্স সহ ৫০ এর নিচে এনে দেবে ওয়ারেন্টি ছাড়া। আমারও এই ক্যামেরাটা পাওয়ার শখ আছে। তবে লেন্সপ্রাপ্তি ও লেন্সের দাম নিয়ে চিন্তিত।

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪২

আর.এইচ.সুমন বলেছেন: আমি এটা কিনবো না,,, ভাবছি ক্যানন ক্যামেরা কিনবো :)

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫০

ফটো পাগল বলেছেন: ;) ;) ;) X( X( X( X( X( X(( X(( X(( X(( :(( :(( :(( :((

২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৮

আর.এইচ.সুমন বলেছেন: B-) B-) B-) B-) B-)

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫২

জাহিদুল হাসান বলেছেন: বানিজ্যমেলা নিয়া আমিও একটা পোষ্ট দিসিলাম এখানে

২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৮

আর.এইচ.সুমন বলেছেন: দেখলুম B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.