নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
♣♣♣♣The Eagle and The Skylark♣♣♣♣
একদিন এক উচু পাহাড়ের চূড়ায় এক ঈগল আর ছোট্ট একটা সাদা পাখির দেখা হয়ে গেল। ছোট্ট পাখিটা ঈগলের দিকে হাসিমুখে তাকিয়ে বলল, সুপ্রভাত।
ঈগল মাথা নিচু করে ছোট্ট পাখিটাকে দেখে অবজ্ঞার সুরে জবাব দিল, সুপ্রভাত।
আশা করি সব ঠিকঠাক চলছে। কথার পিঠে কথা বলল ছোট পাখিটা।
হুম্ম, ঈগল জবাব দিল, সব ঠিকঠাক চলছে।কিন্তু তুই কি জানিস না আমরা পাখিদের রাজা আর আমরা কথা না বললে বাকিদের আগ বাড়িয়ে কথা বলতে হয় না।
শুনে ছোট্ট পাখিটা মলিন মুখে জবাব দিল, কিন্তু আমিতো জানতাম আমরা একই পরিবার।
তাই শুনে ঈগল ছোট পাখিটার দিকে তাকিয়ে অবজ্ঞার সুরে জানতে চাইল, তুই আর আমি একই পরিবার! কে বলেছে তোকে এই বাজে কথা?
পাখিটা জবাব দিল, আমিও আপনার মত ওই নীল আকাশে উড়ে বেড়াই আর আমার মিষ্টি গান শুনে সবার মন ভাল হয়ে যায়। আপনি না পারেন গান গাইতে, না পারেন কাউকে খুশি করতে।
ঈগল রেগে গিয়ে বলল, আনন্দ আর খুশি। যত্তসব। আমার ঠোটের এক ধাক্কায় তুই কোথায় যাবি জানিস? নিজের দিকে তাকা। আমার পায়ের সমানও হতে পারিস নি।
এই কথা শুনে ছোট্ট পাখিটা আকাশে উড়ে গেল, একটু পর বসল ঈগল পাখিটার পিঠে আর ঠোট দিয়ে ঈগলের পালক তুলতে শুরু করল।ছোট্ট পাখিটার এই কাজ দেখে ঈগল প্রচন্ড বিরক্ত হয়ে উড়তে শুরু করল।ঈগল উড়েই চলল, উড়েই চলল। কিন্তু ছোট্ট পাখিটা আর পিঠ থেমে খসে পরে না।শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেই পাহাড়টার ওপরই নেমে এল।মনে মনে সে অভিশাপ দিতে লাগল পাখিটাকে।
ঠিক সেই সময় পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছিল এক কচ্ছপ। ঈগলের এই দুরবস্থা দেখে সে প্রচন্ড শব্দে হেসে উঠল।
হাসির শব্দ শুনে ঈগল কচ্ছপের দিকে তাকাল। প্রচন্ড চিতকার করে সে বলল, এই বিকট দর্শনের উদ্ভট সৃষ্টি, তুই আবার কি দেখে হাসছিস?
কচ্ছপ হেসে বলল, ছোট্ট একটা পাখি দেখি তোমাকে ঘোড়া বানিয়ে তোমার পিঠে চড়ে বসেছে।পাখি হিসেবে দেখি এই ছোট পাখিটাই উত্তম।
ঈগল সাথে সাথে জবাব দিল, এটা আমার আর আমার ভাইয়ের ব্যাপার। আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানোর তুই কে রে?
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ
১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১
আমি তুমি আমরা বলেছেন: পোস্টে বেশ কিছু টাইপং মিস্টেক আর একটা লিংকজনিত ভুল রয়ে গেছে। মোবাইল থেকে সামুতে পোস্ট এডিট করার অপশন নেই। পরবর্তীতে কম্পিউটার থেকে লগইন করলে এডিট করে দেব ইন শা আল্লাহ
৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
মামুন রশিদ বলেছেন: গল্প আর অনুবাদ দুটোই ভালো লেগেছে ।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১
আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মামুন ভাই
৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২০
কলমের কালি শেষ বলেছেন:
জোশ অনুবাদ । ভালো লেগেছে । +++
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯
সকাল হাসান বলেছেন: ঈগল সাথে সাথে জবাব দিল, এটা আমার আর আমার ভাইয়ের ব্যাপার। আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানোর তুই কে রে?
শেষ লাইনটা চমৎকার লাগল! এই লাইনটা দেখে জীবনের প্রথমবারের একটা রাজনৈতিক চিন্তা মাথায় আসল!
আহারে, আমাদের দেশের দল দুইটা যদি এমন পাখির মত হত! তাহলে, হয়ত আমরা বাইরের একটি বিশেষ দেশের আগ্রাসনের হাত থেকে বাঁচতাম!
যাই হোক, গল্প ছেড়ে কল্পনায় রূপকথার স্বপ্ন দেখা শুরু করেছি!
গল্পটা বেশ লাগল! মানে আমি অনুবাদটাই প্রথম পড়েছি, ভাল লেগেছে - অনুবাদ সুন্দর হয়েছে!
আসল গল্পটা পড়িনি! গল্পটার লিঙ্ক কি দেওয়া যাবে? আর, রাইটারের লেখাগুলোও দিলে ভাল হত! এই লেখাটা পড়ে বেশ ভালই ফ্যান হয়ে গেলাম রাইটারের!
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫
আমি তুমি আমরা বলেছেন: গল্প আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
এই লিংকে কাহলিল জিবরানের আরো কিছু গল্প পাবেন।পড়ে দেখতে পারেন।ভাল লাগবে।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১
রাজ বিডি বলেছেন: ভালো লাগেছে , মূল কাহিনী এবং মত প্রকাশ ।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রাজ
৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার গল্প । সুন্দর অনুবাদ ভ্রাতা +
সুপ্রভাত
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রায়হান ভাই
৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬
ডি মুন বলেছেন: ছোট্ট সুন্দর গল্প। ++++++++
অনুবাদ সাবলীল হয়েছে।
অনেক অনেক শুভেচ্ছা
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা সবসময়
৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩
*কুনোব্যাঙ* বলেছেন: আরেকটি দারুণ অনুবাদ। অনেক শুভ কামনা
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
বছরতো শেষ হয়ে এল। এবারও কি আপনার কাছ থেকে "বছর জুড়ে যা কিছু আলোচিত" পাচ্ছি?
১০| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২
সুমন কর বলেছেন: অনুবাদ ভাল হয়েছে। মেসেজ শিক্ষনীয় এবং শেষটা দারুণ।
ছবিতে একটা সাদা পাথি দিলে যর্থাথ হতো।
+
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯
আমি তুমি আমরা বলেছেন: শুধু আপনিই খেয়াল করলেন। আসলে গুগল করে ঈগলের সাথে এই কালো পাখিটার ছবিই পেলাম, সাদা পাখি পাইনি।তাই এই ছবি।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
হাসান মাহবুব বলেছেন: ঈগল পাখি বেশ ধুরন্ধর। ভালো হয়েছে অনুবাদ।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১০
আমি তুমি আমরা বলেছেন: ঈগল পাখি আসলেই ধুরন্ধর।তবে ছোট সাদা পাখি আরো সেয়ানা
অনুবাদ ভাল লেগেছে জেনে ভাল লাগল
১২| ১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৫৪
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার একটি গল্প।
১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩
জাফরুল মবীন বলেছেন: গল্পটিও সুন্দর আর অনুবাদও চমৎকার হয়েছে।
আরেকটি কাহলিল জিবরান গল্প অনুবাদপূর্বক উপস্থাপন করায় অাপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মবীন। আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩০
অথৈ সাগর বলেছেন: আপনার কল্যানে কাহলিল জিবরান গল্পগুলো জানা পড়া হচ্ছে । অনুবাদ চমৎকার হয়েছে । চালিয়ে যান।
১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ অথৈ সাগর।সামনে আরো অনুবাদের ইচ্ছা আছে।আশা করি সাথে থাকবেন
১৫| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগলো
১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬
আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল প্রিয় ব্লগার
১৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৪
ঘাড়তেড়া আমি বলেছেন: +++++++++++++
১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ঘাড়তেড়া ব্লগার
১৭| ২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর গল্পের সুন্দর অনুবাদ... সাথে আছি, নতুন আরেকটার অপেক্ষায়।
++++
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২
আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার। কাহলিল জিবরানের গল্প নিয়ে নতুন একটা পোস্ট দিয়েছি, আমি আপনার প্রতিক্রিয়ার প্রতীক্ষায়।
১৮| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম! জিবরানরে আরো অনুবাদ করেন, জিবরান আরো পড়তে চাই!
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩
আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
আমারও ইচ্ছা আছে জিবরানের আরো লেখা অনুবাদের। আশা করছি সাথে থাকবেন মাহমুদ ভাইয়ের ১০ নং কমেন্টের সাথে একমত।
১৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: সুন্দর অনুবাদ।
পোস্টে ভাললাগা।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০
আমি তুমি আমরা বলেছেন:
২০| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬
এহসান সাবির বলেছেন: আপনার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্প পড়তেই হয়।
এটা ভালো লেগেছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯
আমি তুমি আমরা বলেছেন: উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার
২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩
আহলান বলেছেন: সুন্দর ...
১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ
২২| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬
সানজিদা আয়েশা সিফা বলেছেন: অনেক সুন্দর গল্প । খুব ভাল লাগলো । আপনার অনুবাদ দারুন সাবলীল ।
০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:১০
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপু
২৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৭
পুলহ বলেছেন: দ্য ফিল্ড অফ যাদ এ যেমন পূর্ণাংগ সত্য আর তার ঐশ্বর্যের দিকে ইঙ্গিত করা হয়েছিলো, এখানে দেখি- ঈগল পাখি কর্তৃক সেই খন্ডিত সত্যের অপব্যবহারের দৃষ্টান্ত!
পাঠ চলবে...
+++
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৫
আমি তুমি আমরা বলেছেন: ঈগল পাখি কর্তৃক সেই খন্ডিত সত্যের অপব্যবহারের দৃষ্টান্ত!
ভাল বলেছেন।
আপনার পাঠ চলতে থাকবে জেনে ভাল লাগল
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯
আমি তুমি আমরা বলেছেন: আবার কাহলিল জিবরানের গল্প অনুবাদ করলাম। ইচ্ছা ছিল আগের মত একসাথে কয়েকটা গল্প পোস্ট করার, কিন্তু মোবাইল থেকে সামুতে পোস্টানো ব্যাপক প্যাড়া। তাই আপাতত একটাই পোস্ট করলাম। সামনে আরো গল্প অনুবাদের ইচ্ছা আছে। দেখা যাক।