নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংঃ সাগরের বুকে খেয়ালী রাজকুমারের কৃত্রিম দ্বীপ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩





এক খেয়ালী রাজকুমার।হঠাৎ ইচ্ছে হল সাগরের বুকে একটা দ্বীপ বানাবেন। মানুষের তৈরী পাম গাছের আকৃতির কৃত্রিম দ্বীপ। ঘোষনা দিলেন কৃত্রিম দ্বীপ বানানো হবে। ফান্ড রেইজিং শুরু হয়ে গেল। বিখ্যাত সব ধনী আর সেলিব্রেটিরা তাদের বাড়ির জন্য বুকিং দিয়ে ফেললেন। দলে দলে ইঞ্জিনিয়ার আর ওয়ার্কার আসা শুরু হলে। শুরু হয়ে গেল মানব ইতিহাসে সর্ববৃহৎ কৃত্রিম দ্বীপ তৈরীর কাজ।



পরিকল্পনা করা হয় দুবাই উপকূলে পাশাপাশি তিনটি পাম গাছের আকৃতির কৃত্রিম দ্বীপ তৈরী করা হবে যাদের প্রত্যেককে ঘিরে থাকবে বৃত্তাকার রিং। এই তিনটি কৃত্রিম একত্রে পাম আইল্যান্ড নামে পরিচিত।





পাশাপাশি পাম আকৃতির তিনটি কৃত্রিম দ্বীপঃ







শুরুতে আর্কিটেক্টদের প্ল্যান ছিল এরকমঃ



পাম জুমায়রা



পাম জেবেল আলি



পাম দেইরা



পাম আইল্যান্ড-আকাশ থেকেঃ



পাম জুমায়রা



পাম জেবেল আলি





পাম আইল্যান্ড-মূল ভূখন্ড থেকেঃ















পাম আইল্যান্ডের বাড়িঘর ও রাস্তা





রাতের বেলা সাগরের বুকে আলোর ঝলকানিঃ



পাম জুমায়রা





পাম দ্বীপ তৈরী করা হয়েছে বালি আর পাথর দিয়ে। প্রথমে মরুভূমি থেকে বালি আনার পরিকল্পনা থাকলেও পরে তা বাতিল করা হয় কেননা মরুভূমির বালির ওপর কোন বিশাল স্ট্রাকচার তৈরী করা সম্ভব হবে না। এই দ্বীপের জন্য বালি আনা হয়েছে দুবাই উপকূল থেকে ৬ নটিক্যাল মাইল দূরে সমুদ্রের তলদেশ থেকে। কেবল পাম জুমায়রা তৈরী করতেই প্রয়োজন হয় ৯৪ মিলিয়ন ঘনমিটারের অধিক বালির।



এই বালি স্প্রে করা হয়েছে জাহাজের মাধ্যমে। বালি সঠিক অবস্থানে পড়ছে কিনা তা মনিটর করা হয়েছে জিপিএস (Global Positioning System) এর মাধ্যমে। কেননা সঠিক স্থানে বালি স্প্রে না হলে আকাশ থেকে পাম এর শাখাগুলোর আকৃতি স্বাভাবিক মনে হবে না। এই পদ্ধতিকে বলা রেইনবোইং (rainbowing)। জাহাজ থেকে বালি স্প্রে করার সময় রংধনুর মত অর্ধবৃত্ত সৃষ্টি হয় বলে এই পদ্ধতির এরকম নামকরন করা হয়েছে।





জাহাজ থেকে বালি স্প্রে করা হচ্ছে। এই বালি এসেছে গালফ থেকে।



এই বালি যাতে স্রোতের সাথে ভেসে না যায় তাই বালির চারপাশে ব্যবহার করা হয়েছে বিশাল সব পাথর খন্ড। শুধুমাত্র পাম জুমায়রা তৈরী করতে প্রয়োজন ৭০০ টনের অধিক পাথর। প্রত্যেকটা পাথর বসানো হয়েছে আলাদা আলাদা করে ক্রেন ব্যবহারের মাধ্যমে। পাথরের সঠিক অবস্থান নিশ্চিত করা হয়েছে জিপিএস এর মাধ্যমে।





বালির স্তরের চারপাশে পাথর বসানো হচ্ছে



এক্ষেত্রে প্রথমে তৈরী করা হয়েছে পাম গাছকে ঘিরে রাখা গোলাকার রিং টাকে। এরপর তৈরী করা হয়েছে রিং এর ভেতরকার পাম গাছ আকৃতির দ্বীপ।



চারপাশে পাথর দিয়ে পানির সাথে বালির ভেসে যাওয়া রোধ করা গেলেও এর ওপর কোনরকম বিশাল স্ট্রাকচার তৈরী করা সম্ভব ছিল না। তাই বালিকে চাপ প্রয়োগ করে ঘন সন্নিবিষ্ট করা হয়েছে যাতে ভেতরে কোন শূন্যস্থান না থাকে।



বালি ঘন সন্নিবিষ্ট করা হচ্ছে







ধীরে ধীরে পাম আইল্যান্ড তার আকার নেয়া শুরু করল



পাম আইল্যান্ডঃ কাজ শেষ হওয়ার পরঃ



পাম জুমায়রা



পাম জেবেল আলি



নির্মানের বিশেষত্ব হল এই দ্বীপ তিনটি নির্মানে কোন কনক্রিট বা স্টীল ব্যবহার করা হয়নি। পুরো দ্বীপ দাঁড়িয়ে আছে বালি আর পাথরের ওপর ভর করে। এই কাজ করা হয়েছে দুবাইয়ের যুবরাজের আদেশে, পাম আইল্যান্ডের আইডিয়াও তার ছিল।



পাম আইল্যান্ডের মূল সমস্যা ক্ষয়। সমুদ্রের ঢেউয়ের আঘাতে প্রতিমূহূর্তেই দ্বীপের বালিক্ষয় হচ্ছে। ফলে পাম গাছের মত আকার বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। তাছাড়া কৃত্রিম দ্বীপ নির্মানের ফলে সমুদ্র উপকূলের ইকোলজিতেও ব্যাপক পরিবর্তন আসে। গবেষনায় দেখা যায় দ্বীপ নির্মানের সময়কালে উপকূলে প্রচুর পরিমানে মাছ আর সামুদ্রিক প্রানীর মৃত্যু হয়।



এছাড়া এই কৃত্রিম দ্বীপ নির্মানের ফলে নতুন বাধার কারনে উপকূলের ঢেউয়ের প্যাটার্নেও পরিবর্তন আসে। তাই নির্মানের শুরুতেই এই প্রজেক্ট পরিবেশবাদী ও প্রানী অধিকার রক্ষা সংস্থাগুলোর সমালোচনার মুখে পরে।



দেখে নিন পাম আইল্যান্ডের ওপর একটি ডকুমেন্টারীঃ









=============================================





সিরিজের আগের পর্বগুলোঃ



পর্ব-১:বুর্জ আরবের শীর্ষে টেনিস কোর্টঃ ইঞ্জিনিয়ারিংয়ের এক দূর্দান্ত নিদর্শন

পর্ব-২:জার্মানীতে নদীর ওপর নদীঃ ইঞ্জিনিয়ারিংয়ের অবিশ্বাস্য নিদর্শন

মন্তব্য ৫৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

আমি তুমি আমরা বলেছেন: গত তিনমাস ধরে শুধু কাহলিল জিবরানের গল্প অনুবাদ করছিলাম। একটা ব্রেকের দরকার ছিল।তাই ভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিলাম।দেখি কেমন প্রতিক্রিয়া পাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ভাল রেসপন্স পাইছি :#) :#) :#)

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

আমি তুমি আমরা বলেছেন: পাম আইল্যান্ডের কথা প্রথম জানতে পারি ডিসকভারিতে পাম আইল্যান্ডের ওপর একটা ডকুমেন্টারী দেখে। তখন থেকেই ইচ্ছা ছিল এই বিষয়ে একটা পোস্ট দিব। অলস মানুষ বলে দিতে অনেক দেরী হয়ে গেল।তাও আমি খুশি, পোস্টতো দিতে পারলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৭

আমি তুমি আমরা বলেছেন: অবশেষে দিয়ে দিলুম :)

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

খেলাঘর বলেছেন:


আরবেরা ইডিয়ট

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

আমি তুমি আমরা বলেছেন: পাম আইল্যান্ড তৈরীর কাজ শুরু ৯/১১ এর পর থেকে যখন আবুধাবী এবং গালফ অঞ্চলে পর্যটক সংখ্যা ভয়াবহভাবে কমতে শুরু করেছিল। উদ্দেশ্য ছিল তাদের পর্যটনকে পুনরুজ্জীবিত করা এবং তাতে তারা দারুনভাবে সফল। পাম আইল্যান্ডের আইডিয়ে এসেছিল একজন আরবের মাথা থেকেই। এরপরও বলবেন আরবেরা ইডিয়ট ?

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

নিশাত তাসনিম বলেছেন: ++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।অনেকদিন পর ব্লগে দেখলাম আপনাকে।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

নিশাত তাসনিম বলেছেন: দিতে চেয়েছিলাম প্লাস । কিন্তু প্লাস হইছে কিনা বুঝা যাচ্ছেনা । এর মতো কেন দেখাচ্ছে ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

আমি তুমি আমরা বলেছেন: আপনি প্লাস দিতে চেয়েছেন- আমি এতেই খুশি।

আছেন কেমন আপনি?

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

ইলুসন বলেছেন: অসাধারণ! মানুষের ক্রিয়েটিভিটি অন্য পর্যায়ে চলে গেছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

আমি তুমি আমরা বলেছেন: কথা সত্য। মানুষের ক্রিয়েটিভিটি অন্য পর্যায়ে চলে গেছে।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ !! চমৎকার মনকড়া দ্বীপ !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০

আমি তুমি আমরা বলেছেন: এখানে কিন্তু একটা নয়, দুটো দ্বীপ। পাম জুমায়রাপাম জেবেল আলি

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

আরমিন বলেছেন: নাইস পোস্ট ! :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ!
ভালো তো।
:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, বেশ ভালই :)

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

খেলাঘর বলেছেন:


খরচ কত, আয় হবে কত?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২১

আমি তুমি আমরা বলেছেন: এখন কি স্প্রেডশীটে আপনাকে লাভ লোক্সানের হিসাব দেখাতে বলেন?

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রযুক্তির উৎকর্ষতা দেখে অবাক হয়ে গেলাম। বিজ্ঞান যে শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে দাঁড়া করাবে কে জানে। আমরা দেখতে না পেলেও আগামী প্রজন্ম ঠিকই পারবে। তখন হয়তো তারা চাঁদে কিংবা অন্য কোন গ্রহে ভ্রমণেও যেতে পারবে।
পাম জেবেল আলী আর পাম জুবায়রার নির্মাণশৈলী ও সৌন্দর্য দেখে বিমোহিত হলাম। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

আমি তুমি আমরা বলেছেন: আমরা দেখতে না পেলেও আগামী প্রজন্ম ঠিকই পারবে। তখন হয়তো তারা চাঁদে কিংবা অন্য কোন গ্রহে ভ্রমণেও যেতে পারবে।

চমৎকার বলেছেন। আজ যা আমাদের জন্য স্বপন, কালই হয়ত তা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুব স্বাভাবিক বিষয় হবে।

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮

মনিরা সুলতানা বলেছেন: জুমেরাহ আমাদের সবার আনেক প্রিয় ...
দূর থেকে দেখতে এই দ্বীপ গুল অনেক সুন্দর ।।

তবে সত্যিকার অর্থেই রাতের দুবাই অনেক বেশী আকর্ষণীয় , এখানকার ইয়াংদের ফ্যাশান হচ্ছে গাড়ি আর ড্রাইভিং ...।
বৃহস্পতিবার রাত মানেই লং ড্রাইভ ...


আপনার পোষ্ট থেকে অনেক কিছু জানলাম ।
শুভ কামনা :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার :)

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫১

প্রবাসী পাঠক বলেছেন: গত বছর পহেলা জানুয়ারিতে পাম ঝুমিরাহ দ্বীপ এর উদ্বোধন হয়েছিল। এই উপলক্ষে খুব বড় ধরনের আতশ বাজির ব্যবস্থা করা হয়েছিল। সম্ভবত সেটাই বিশ্বের সবচেয়ে বড় আতশ বাজির রেকর্ড করেছিল। খুব কাছ থেকেই অনুষ্ঠানটা দেখেছি।


অনেকেই আরব নামটা শুনলেই মনে করে বর্বর জাতি আর তেল বিক্রি করার টাকায় চলে বলে মনে করে। সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ ভিন্ন। সংযুক্ত আরব আমিরাত এর বার্ষিক আয়ের ৬৫ % আসে শুধুমাত্র পর্যটন খাত থেকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

আমি তুমি আমরা বলেছেন: অনেকেই আরব নামটা শুনলেই মনে করে বর্বর জাতি আর তেল বিক্রি করার টাকায় চলে বলে মনে করে। সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ ভিন্ন। সংযুক্ত আরব আমিরাত এর বার্ষিক আয়ের ৬৫ % আসে শুধুমাত্র পর্যটন খাত থেকে।

সারাবিশ্বের ভ্রমনপিপাসুদের কাছে আরব আমিরাত পছন্দের তালিকায় শীর্ষে আছে :)

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৯

জাফরুল মবীন বলেছেন: মানুষের কল্পনাশক্তি ও তা বাস্তবায়নের প্রচেষ্টা সবসময়ই আমাকে বিস্মিত করে।আপনার লেখনিতে এরকম আরেকটি জিনিস জানলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

শুভকামনা জানবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

আমি তুমি আমরা বলেছেন: মানুষের কল্পনাশক্তি ও তা বাস্তবায়নের প্রচেষ্টা সবসময়ই আমাকে বিস্মিত করে।

সত্যি মানুষের কল্পনাশক্তি আর তাকে বাস্তবে রূপান্তরের ক্ষমতার কোন তুলনা হয় না। :)

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই মনোযোগ দিয়ে পড়লাম----অসাধারণ একটি কাজ করেছেন---
অনেক বিষয় জানলাম-----
এই দ্বীপের আসল অবস্থানের নাম কি --- @ প্রবাসীর মন্তব্যে জানতে পরলাম সংযুক্ত আরব আমীরাত !! কিন্তু কোন সাগর !!
অনেক ভাল লাগা জানিয়ে গেলাম

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

আমি তুমি আমরা বলেছেন: দ্বীপের অবস্থান দুবাইয়ে, আরব আমিরাতে। কোন সাগর? খুজে বের করুন দেখি।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত ব্যাপার স্যাপার!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

আমি তুমি আমরা বলেছেন: হুম, মারাত্মক ব্যাপার স্যাপার :)

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

িনয়ামুল কারীম মানসুর বলেছেন: amar jodi tk hoy,amio emon ekta banabo bongopshagore.. Shekh hasina ki onumoti deben?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

আমি তুমি আমরা বলেছেন: বঙ্গোপসাগরে এমন একটা দ্বীপ বানাতে শেখ হাসিনার অনুমতি কেন নিতে হবে সেটা বোঝা গেল না। কারনটা ব্যাখ্যা করবেন কি?

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত ব্যাপার স্যাপার!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

আমি তুমি আমরা বলেছেন: লেখক বলেছেন: হুম, মারাত্মক ব্যাপার স্যাপার :)

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঝড়, সাইক্লোনের প্রতিরোধ বা এটার ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে কি?


মানুষ যে আর কি কি করবে .. মানুষই ভাল জানে :P :P

ফেরেশতারা আল্লাহরে মনে হয় মনে করাই দিতাছে- আগেই কইছিলাম- এগুলানরে বানাইয়ে না।
দেখেন এখন কি সব শুরু করছে! :P ;) =p~ =p~ =p~ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

আমি তুমি আমরা বলেছেন: এই দ্বীপ দুটোর প্রধন সমস্যা হচ্ছে ক্ষয়। সাগরের ঢেউয়ের ধাক্কায় প্রতিমূহূর্তে বালিক্ষয় হচ্ছে।

তাছাড়া ঝড়, সাইক্লোন, ভূমিকম্প ইত্যাদি দূর্যোগে দ্বীপ দুটোর রিস্ক ফ্যাক্টর নিয়ে আরেকটি পোস্ট দেয়ার ইচ্ছা আছে :)

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

আবু শাকিল বলেছেন: আরব আমিরাত দেশ সস্পর্কে বাইরের মানুষদের ধারনা খুব নীচু মানের।
যারা একবার দেশটি ঘুরে আসেন, তাদের ধারনা এক্কেবারে পাল্টে যায়।তারা কখনো চিন্তা করতে পারে না এইটা কি আরব দেশ!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

আমি তুমি আমরা বলেছেন: মূল সমস্যা হচ্ছে তেল বিক্রি ছাড়া আরবরা আর কোনভাবে টাকা আয় করতে পারে এটা আমাদের অনেকের বিশ্বাসই হয় না।

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।

গ্রেট পোস্ট।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই :)

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

তিথীডোর বলেছেন: Beautiful post!...Most influential woman Architect in the world= Jaha Hadid, she is for Iraq, Mimar Sisan designer of Suleman mosque! (So, it should be clear that people from Arab world has not only brain..brain that loaded with lots of creativity!)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

আমি তুমি আমরা বলেছেন: দুজনের কারোরই নাম জানতাম না। আপনার মন্তব্যের সুবাদে জানা হল। এজন্য আপনাকে ধন্যবাদ।

আর যারা আরবদের ইডিয়ট বা অকর্মন্য ভাবে তারা ব্যক্তিগত জীবনে একজন আরবকেও চেনে কিনা সেটা নিয়ে আমার মনে যথষ্ট পরিমানে সন্দেহ আছে।

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০

শায়মা বলেছেন: কি যে সুন্দর!!! আমি মুগ্ধ!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪

আমি তুমি আমরা বলেছেন: মানুষের ক্রিয়েটিভিটি আর জ্ঞান অন্য লেভেলে চলে গেছে। মুগ্ধ না হয়ে উপায় নেই।

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: মানুষ চাইলে কি না পারে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

আমি তুমি আমরা বলেছেন: মানুষের ক্রিয়েটিভিটি আর জ্ঞান অন্য লেভেলে চলে গেছে।

২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: ফেবুতে আপডেটের খবর পেলাম। তাই এসে আবার দেখে গেলাম। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

সোহান মোল্লা বলেছেন: নামিদামি মানুষ বড় বড় ইচ্ছা :) :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

আমি তুমি আমরা বলেছেন: একদম ঠিক বলেছেন :)

২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পোষ্টে অসাধারন মালমশলা আর উপস্থাপনাও হয়েছে সেইরকম অসাধারন।অনেক ভালোলাগা রইলো। ফেবুতে দেখেই পড়তে হয়েছিল।

শেষের জলজ প্রানী আর পরিবেশের উপর বিরূপ প্রভাব জেনে খারাপ লাগলো। এত উন্নত দেশে এইরকম স্ট্রাকচার তোলার আগে এইসব কি বিবেচনা করা হয় নি? এইসব দেশে তো নিয়ম কানুন অনেক কড়া থাকবার কথা।

শেয়ারের জন্য ধন্যবাদ রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

আমি তুমি আমরা বলেছেন: মনযোগী পাঠের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।সামুদ্রিক প্রানী আর উদ্ভিদের ওপর এই প্রজেক্টের বিরূপ প্রভাবের বলতে গেলে আমি কিছুই লিখিনি।প্রজেক্ট চলাকালে প্রচুর জলজ প্রানী আর উদ্ভিদের মৃত্যু হয়। দ্বীপ নির্মান শেষ হওয়ার পর দ্বীপের কারনে সমুদ্রে সূর্যের আলো প্রবেশ করতে না পারায় প্রচুর সামুদ্রিক উদ্ভিদের মৃত্যু হচ্ছে। তাছাড়া পানিতে অক্সিজেন কমে যাওয়ায় দ্বীপ এলাকায় মাছের পরিমান কমে গেছে। এছাড়া সমুদ্রের যেখান থেকে বালি এনে দ্বীপ তৈরী করা হয়েছে সেখানে ভূমিকম্পের প্রবনতা বেড়ে গেছে।এরকম আরো সমস্যা তৈরী হয়েছে।

বিষয়টা উন্নত আর অনুন্নত দেশের না। দেশের রাজকুমার আদেশ করেছেন দ্বীপ বানাতে, সেখানে পরিবেশ নিয়ে ভাবার সময় কোথায়?

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৭

মোঃমোজাম হক বলেছেন: চমৎকার লিখেছেন, স্বচক্ষে দেখার প্রতীক্ষায় থাকলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

আমি তুমি আমরা বলেছেন: আমারও স্বচক্ষে দেখার ইচ্ছা আছে। জানি না কখনো সুযোগ আসবে কিনা।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কত কি দেখছি আর কত কি যে দেখার বাকি !

অনেক ভালোলাগা জানবেন। +++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

আমি তুমি আমরা বলেছেন: কত কি দেখছি আর কত কি যে দেখার বাকি !

সেটাই। জানার এবং দেখার কোন শেষ নেই।মন্তব্যের জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.