নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
বিল গেটসঃআবার বিশ্বের শীর্ষ ধনী
গতকাল বিশ্বের শীর্ষধনীদের ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো বিশ্বের শীর্ষ ধনী টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্পত্তির পরিমান ৭৯.২ বিলিয়ন ডলার।এবার সহ গত ২১ বছরের মধ্যে ষোলতম বারের মত বিশ্বের শীর্ষ ধনী হলেন তিনি।
কার্লোস স্লিমঃনিঃশ্বাস ফেলছেন গেটসের কাধে
২য় স্থানে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম। তার সম্পদের পরিমান ৭৭.১ বিলিয়ন ডলার।বেশ কয়েক বছর আগে এই কার্লোস স্লিমের কাছে শীর্ষ ধনীদের স্থানটা হারিয়েছিলেন বিল গেটস। পরের বছর অবশ্য হারানো জায়গাটা ফিরে পেয়েছিলেন।সেই থেকে এই দুজনই শীর্ষ দুটো স্থান দখল করে আছেন।
ওয়ারেন বাফেট
৩য় স্থানে আছেন ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমান ৭২.৭ বিলিয়ন ডলার।
লক্ষ্যনীয় বিষয় হল, টেক জায়ান্টগুলোর মালিকরা এখন উঠে আসছেন এখন খুব দ্রুতই।বিল গেটসতো এক নম্বরে আছেনই, মাইক্রোসফটের স্টীভ বলমার আছে ৩৫ নম্বরে, ২১.২ বিলিয়ন ডলার নিয়ে।
ল্যারি পেজ ও বৃনঃ গুগলের দুই প্রতিষ্ঠাতা
গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারী পেজ ও বৃন আছেন যথাক্রমে ১৯ ও বিশ নম্বরে, সম্পদের পরিমান ২৯.৭ এবং ২৯.২ বিলিয়ন ডলার। দেখলে মনে হবে গুগলের দুই প্রতিষ্ঠাতার সম্পদের পার্থক্য মাত্র ০.৫ বিলিয়ন ডলার, কিন্তু এর মানে আসলে ৫০ কোটি ডলার, টাকায় হিসাব করলে ৪০০০ কোটি টাকা!!!
মার্ক জুকারবার্গঃyoungest self made billionare
সবচেয়ে বিস্ময়কর উত্থানটা মনে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের। এর আগে, মাত্র ২৬ বছর বয়সে বিলিয়নার হয়ে রেকর্ড করেছিলেন youngest self made billionare এর। এবার ঢুকে পড়েছেন একেবারে শীর্ষ বিশের মধ্যে।মার্ক জুকারবার্গের মোট সম্পদের পরিমান ৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলার, অবস্থান ষোল।আর বয়স মাত্র ত্রিশ!
টেক জায়ান্টদের পাশাপাশি উঠে আসছেন ই-কয়ার্স সাইটের মালিকরাও। আমাজনের জেফ বেজস আছেন ১৫ নম্বরে(৩৪.৮ বিলিয়ন ডলার) আর চীনের জ্যাক মা আছেন ৩৩ নম্বরে (২২.৭ বিলিয়ন ডলার)।ভাবছি রকমারি ডট কম টাইপ কিছু খুলে ফেলব কিনা।
ওয়ালটন পরিবারঃ পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার
আরেকটা লক্ষনীয় বিষয় হচ্ছে ওয়ালটন পরিবারের সম্পদ। জ্বি না, আমাদের ওয়ালটন প্রিমোর ওয়ালটন নয়, ওয়ালমার্টের ওয়ালটন। শীর্ষ পনেরতে(৮,৯,১১,১২) আছেন এই পরিবারের চারজন সদস্য।প্রত্যকের গড় সম্পদের পরিমান ৪০ বিলিয়ন ডলারের আশেপাশে, মিলিত সম্পত্তি প্রায় ১৬০বিলিয়ন ডলার। পরিবার হিসেব করলে এরাই সম্ভবত বিশ্বের সবচেয়ে ধনী পরিবার।
শীর্ষ দশে সাতজন আমেরিকান, একজন করে আছেন মেক্সিকো, স্পেন আর ফ্রান্স থেকে।শীর্ষ দশজন ধনীর মধ্যে কোন এশিয়ান নেই। না চীন, না ভারত। চীনের ওয়াং জিয়ানলিন আছেন ঊনত্রিশে(২৪.২ বিলিয়ন ডলার, রিয়েল এস্টেট) আর ভারতের মুকেশ আম্বানি আছেন ৩৯তে(২১ বিলিয়িন ডলার)।
মূসা বিন শমশেরকে খুজেই পেলাম না লিস্টে।
এবার আসুন শুনি তাদের ধনী হওয়ার গল্পঃ
আর জেনে নেই সেবামূলক খাতে তাদের ব্যায়ঃ
২| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শেয়ার করার জন্যে শুভেচ্ছা
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:২৪
আমি তুমি আমরা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আপনাকে শুভেচ্ছা নাজমুল
৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:১৯
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল পোস্ট, জানলুম অনেক।
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:২৫
আমি তুমি আমরা বলেছেন: আপনাকে জানাতে পেরে আমিও আনন্দিত প্রিয় ঢাকাবাসী
৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৪২
আমি সাজিদ বলেছেন: বিলিওনিয়ার দেখে ভয় পাইসি।
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৫০
আমি তুমি আমরা বলেছেন: আমাদের জীবন যায় নটা পাঁচটার চাকরি আর নতুন বছরে ইনক্রিম্যান্টের চিন্তায়। আমাদের দ্বারা বিলিয়নার হওয়া সম্ভব না
৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গেটস/ বাফেটের মতো দানশীল ধনী হতে মন চায়।
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৪
আমি তুমি আমরা বলেছেন: গেটস আর বাফেট- দুজনের সম্পদের পরিমানই এককভাবে বাংলাদেশের মোট বাজেটের চেয়ে বেশি।
ভাবা যায়???!!!
৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: আমার নাম লিস্টে নেই কেন? ব্যাটারা বাঙালি গুরুত্বই দিতে চায় না| না হলে আমার নাম থাকবে না এটা হতেই পারে না
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৮
আমি তুমি আমরা বলেছেন: আমিওতো সেটাই বলি। খালি আপনার না, ব্যাটারা আমার নামও বাদ দিয়েছে লিস্ট থেকে। অথচ আমি গেটস আর বাফেটকে নিয়মিত ব্ল্যাঙ্ক চেক পাঠাই
৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৫
হাসান মাহবুব বলেছেন: আমি জানতাম ওরা পারবে
০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৭
আমি তুমি আমরা বলেছেন: ওদের পারতেই হত, কারণ ওদের আছে নিডো
৮| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩২
বিদ্রোহী বাঙালি বলেছেন: মাথা নষ্ট কারবার!
গেটস এবং বাফেটের উক্তিগুলো সত্যিই ভাবার মতো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৯
আমি তুমি আমরা বলেছেন: বিল গেটস আর ওয়ারেন বাফেটের কথাগুলো সত্যিই ভাবায়।
পোস্ট পড়া ও মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ প্রিয় বিদ্রোহী বাঙ্গালী
৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিদ্রোহী বাঙালি বলেছেন: মাথা নষ্ট কারবার! B:-)
গেটস এবং বাফেটের উক্তিগুলো সত্যিই ভাবার মতো। সহমত।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২০
আমি তুমি আমরা বলেছেন: বিল গেটস আর ওয়ারেন বাফেটের কথাগুলো সত্যিই ভাবায়।
পোস্ট পড়া ও মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু
১০| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর পোস্ট।
শেয়ারে ধন্যবাদ।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২০
আমি তুমি আমরা বলেছেন:
১১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
তয় আমার নামটা লিস্টে থাকলে আমি মাইন্ড করত্তাম না উল্টো গেটস আর বাফেট কে কিছু বক্সিস টক্সিসও দিতাম। আমি আবার উদার ব্যক্তিত্ব।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২২
আমি তুমি আমরা বলেছেন: আমার লিস্টিতে আপনার নাম থাকবে।
ইয়ে, একটু সাইডে আসেন, আমার ব্যাংক একাউন্ট নম্বরটা আপনারে বলি। এমন কিছু না, আপনার উদারতার পরীক্ষা আর কি ...
১২| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গুড শেয়ার ভাইজান।
শুভকামনা জানবেন, ভালো থাকুন সবসময়।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় বোমা
আপনার বঙ্গ ভ্রমণ কেমন চলে?
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। লিংকটা পোস্টের মধ্যে দিলেই ভাল হয়।
এখন ব্লগে কম দেখা যাচ্ছে !! ব্যস্ত?
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৬
আমি তুমি আমরা বলেছেন: লিংকটা প্রথম কমেন্টে দিয়েছি যাতে সবার চোখে পরে। পোস্ট শেষ করার পর সবারই চোখ সাধারণত প্রথম মন্তব্যের দিকে যায়-এই ভাবনা থেকে।
হ্যা, ব্যস্ততা বেড়েছে আগের থেকে, ইন্টারনেটে বসা হচ্ছে কম।তারপরও আমাকে মনে রেখেছেন দেখে ভাল লাগল
১৪| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪৩
অপু তানভীর বলেছেন: এতো টেকাটুকা দিয়া এরা কি করিবে ?
আমারে দিয়া দ্যাক
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭
আমি তুমি আমরা বলেছেন: আমিওতো তাই কই। এরা সব বুড়ার দল, টেকাটুকা দিয়ে কি করবে? টেকা লাগবে আমাদের, জুয়ান পুলাপানের-যাদের এখন ইনজয় করার সময় ...
১৫| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪১
জাফরুল মবীন বলেছেন: তাঁদের পুরো জীবনটাই আমাদের জন্য চরম শিক্ষণীয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই পোস্টটি উপস্থাপনের জন্য।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৯
আমি তুমি আমরা বলেছেন: তাঁদের পুরো জীবনটাই আমাদের জন্য চরম শিক্ষণীয়।
খাঁটি কথা। এদের অনেকেই একেবারে শূন্য থেকে শুরু করে আজ এই পর্যায়ে এসেছেন। এদের জীবন হতে পারে আমাদের প্রেরণার উৎস
১৬| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৮
বিদগ্ধ বলেছেন: আমাদের দেশের ধনীরা সত্য কথা বললে গোটা পাঁচেক বিল গেটস পাওয়া যেতো। মানুষ শোষণ করে আর কর ফাঁকি দিলে তো সত্য কথা বলা যায় না।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩০
আমি তুমি আমরা বলেছেন: সেটাই। মানুষ শোষণ করে আর কর ফাঁকি দিলে তো সত্য কথা বলা যায় না।
১৭| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৭
সাহাদাত উদরাজী বলেছেন: এশিয়াতে তালিখায় নেই, আছে বাংলাদেশ ইন্ডিয়াতে খুঁজলেও তালিখায় যাবার মত ধনী পাবেন, তবে এরা তা প্রকাশ করে না!
০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪২
আমি তুমি আমরা বলেছেন: শীর্ষ দশে না থাকলেও শীর্ষ পঞ্চাশে দুজন ভারতীয় আছেন। তাছাড়া তালিকার ওপরের দিকেই চীন এবং হংকং এরও কয়েকজন রয়েছেন।
আমারও মনে হয় খুজলে এই তালিকায় যাওয়ার মত বাংলাদেশি পাওয়া যাবে, তবে মানুষ শোষণ করে আর কর ফাঁকি দিলে তো সত্য কথা বলা যায় না।
১৮| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:১৩
আরজু পনি বলেছেন:
মরার সময় কোন দিক থেকেই গরীব থাকতে চাই না।
মহাধনী আর দানবীরদের দেখে ভালো লাগলো।
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ, ...তুমি...।
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৯
আমি তুমি আমরা বলেছেন: মরার সময় কোন দিক থেকেই গরীব থাকতে চাই না।
সেটাই। মরার আগেই সব দারিদ্র্যকে জয় করতে হবে। সেই দারিদ্র্য হোক ধনের দিক থেকে কিংবা মনের দিক থেকে।
পোস্ট পাঠে কৃতজ্ঞতা প্রিয় ব্লগার
১৯| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: বিল গেটস--এই লোক খালি ফাস্টু হয় ক্যানো?
১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২১
আমি তুমি আমরা বলেছেন: আপনে প্রোফেসর মানুষ, আপনেই ভাল বলতে পারবেন এই লুক খালি ফাস্টু হয় কেন ...
২০| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৬
শায়লা িসিদ্দক বলেছেন: ওনাদের জন্য আফসোসই হয়,সারাজীবন টাকা টাকা করতে করতেই গেল ! সুন্দর পোস্ট !
২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৭
আমি তুমি আমরা বলেছেন: উনারা জীবনকে কারো চেয়ে কম উপভোগ করেছেন বলে মনে হয় না। নিজের ভাললাগার কাজ করতে পারলেই জীবনটা সুন্দর মনে হয়। এদের ভাল লাগার কাজটাইতো টাকা কামানো!!!
২১| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১২
মাহমুদ০০৭ বলেছেন: হায় ! টেকা কবে হইব
০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৭
আমি তুমি আমরা বলেছেন: আশায় থাকি, আরতো কিছু করার নাই ...
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:০৭
আমি তুমি আমরা বলেছেন: সম্পূর্ন তালিকা দেখে নিন এখান থেকেঃ
http://www.forbes.com/billionaires/list/#version:static