নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
♣♣♣♣ THE KING OF ARADUS ♣♣♣♣
একদিন আরাদুস শহরের সব গন্যমান্য লোক রাজার সাথে দেখা করলেন। শহরে মদ আর সবরকম মাদক নিষিদ্ধ করার জন্য অনুরোধ করলেন তারা।
রাজা তাদের কথা শুনে রাজপ্রাসাদ কাঁপিয়ে হাসিতে ফেটে পড়লেন। তাদেরকে ফিরে যেতে বললেন নিজ নিজ কাজে।
অপমানিত হয়ে মনের দুঃখে সবাই রাজ দরবার থেকে বেরিয়ে এলেন।
প্রাসাদের ফটকে মন্ত্রীর সাথে তাদের দেখা হয়ে গেল।পুরো ঘটনা শুনে মন্ত্রী বললেন, আসলে তোমাদের টাইমিং-এ ভুল হয়ে গেছে। আজ যদি তোমরা রাজাকে মাতাল অবস্থায় পেতে, তবে অবশ্যই তিনি তোমাদের প্রার্থনা মঞ্জুর করতেন!!!
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ
১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯
প্রামানিক বলেছেন: সুন্দর গল্প।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রামানিক
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
রক্তিম দিগন্ত বলেছেন: হাহাহা!! ছোটখাট হাসির গল্প!!!
উলুবনে মুক্তোদানের মত!!
লিঙ্ক সর্বস্ব পোষ্ট! প্রিয়তে রাখলাম।
১ম +
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
আমি তুমি আমরা বলেছেন: হ্যা, লিংক সর্বস্ব পোস্ট। আইলসা হয়ে গেছি, কষ্ট করে টাইপ করতে ইচ্ছা করে না, তাই লিংক ফেরী করে বেড়াই।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন: হুম, ছোট।
কেমন আছো? অগ্রীম নতুন ইংরেজী বছরের শুভেচ্ছা.......
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
আমি তুমি আমরা বলেছেন: আছি ভালই।আপনাকেও শুভেচ্ছা
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও দিশেহারা রাজপুত্র
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬
আরণ্যক রাখাল বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!
ছোটখাট চুটকির মত গল্প| চমৎকার| অনুবাদ বলে মনেই হল না!
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
আমি তুমি আমরা বলেছেন: হ্যা, অনেকটা কৌতুক টাইপের। আপনাকেও শুভেচ্ছা
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
রাজাদের চরিত্র মনে হয় এমনই হয়।
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
আমি তুমি আমরা বলেছেন: হয়ত বা। আপনার কি খবর ভাই?
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫
আজমান আন্দালিব বলেছেন: অর্থবহ গল্প।
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
আমি তুমি আমরা বলেছেন: নিঃসন্দেহে।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আসলে তোমাদের টাইমিং-এ ভুল হয়ে গেছে। আজ যদি তোমরা রাজাকে মাতাল অবস্থায় পেতে, তবে অবশ্যই তিনি তোমাদের প্রার্থনা মঞ্জুর করতেন!!!//
এতদিন পর কোথা থেকে এলেন
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
আমি তুমি আমরা বলেছেন: আসলাম ভাই। নিয়মিত আসতে পারি না, তাই হঠাৎ হঠাৎ আওয়াজ দিয়ে যাই।
আপনি কেমন আছেন?
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
অলওয়েজ ড্রিম বলেছেন: খুবই ছোট কিন্তু বেশ মজার।
শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ অলওয়েজ ড্রিম
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রইল।
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। শুভেচ্ছা আপনাকেও
১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: কাহলিল জিবরান খুব প্রিয়
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
আমি তুমি আমরা বলেছেন: আমারও
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০
অগ্নি সারথি বলেছেন: অর্থবহ
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
আমি তুমি আমরা বলেছেন: নিঃসন্দেহে।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
আবু শাকিল বলেছেন: অনিমিয়ত হবার কারনে অনেক কিছু মিছড হয়ে গেছে ।
সময় পেলে পড়া হবে।
সিরিজ টা অনেক ধরে চালিয়ে নিচ্ছেন ।সেজন্য ধন্যবাদ ।
বেশ ভাল লাগে কাহলিল জিবরান ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
আমি তুমি আমরা বলেছেন: আমিও অনিয়মিত অনেকদিন ধরেই। তারপরেও চেষ্টা করি।
আপনি আছেন কেমন?
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আওয়াজ দিয়ে যাই//
হাহাহা... ভালো আছি
আপনিও ভালো থাকুন... আমি তুমি আমরা!
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১
আমি তুমি আমরা বলেছেন:
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও প্রিয় ব্লগার
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর একটি গল্প। ছোট হলেও গভীর বার্তা আছে।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
আমি তুমি আমরা বলেছেন: ঠিক বলেছেন। নতুন বছরের শুভেচ্ছা রইল
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
এহসান সাবির বলেছেন: আজ যদি তোমরা রাজাকে মাতাল অবস্থায় পেতে, তবে অবশ্যই তিনি তোমাদের প্রার্থনা মঞ্জুর করতেন!!!
দারুন।
আরো একটা থাকলে ভালো হত।
শুভেচ্ছা।
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
আমি তুমি আমরা বলেছেন: কাহলিল জিবরানের গল্প সাধারণত একাধিকই পোস্ট করি একসাথে। আলসেমির করণে এবার করা হয়নি। আগামীবার আপনার কথা মাথায় থাকবে।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা দারুণ!! আমাদের টাইমিং এ বরাবরই ভুল হয়ে যায়
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫
আমি তুমি আমরা বলেছেন: ঠিক তাই।অথচ তাইমিং ঠিক থাকলে অনেক কঠিন কাজও সহজে হয়ে যায়।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫
আমি তুমি আমরা বলেছেন: ছোট গল্প, কিন্তু ম্যাসেজটা চমৎকার। বছরের শেষ পোস্ট, সবাই ভাল থাকুন।