নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

^^WAR AND THE SMALL NATIONS^^



একদিন মাঠের মধ্যে একটা ভেড়া তার ছোট্ট ছানাটিকে নিয়ে চড়ে বেড়াচ্ছিল। একটু দূরেই একটা ঈগল উড়ে বেড়াচ্ছিল, ভেড়াছানাটিকে নিজের সিকারে পরিণত করার লক্ষ্য নিয়ে। এমন সময় দৃশ্যপটে দ্বিতীয় ঈগলের আগমন। তার লক্ষ্য-উদ্দেশ্য একই।

পরস্পরের উদ্দেশ্য বুঝতে পেরে ঈগল দুটো একে অপরকে আক্রমন করে বসল।তাদের চিৎকারে আকাশ কেঁপে উঠল। কিছুতেই নিজের শিকারকে অন্যের হাতে তুলে তারা রাজি নয়।

এমন সময় আকাশের দিকে তাকিয়ে ভেড়া অবাক হয়ে গেল।নিজের ছানাকে উদ্দেশ্য করে বলল, "দেখ, পাখি দুটো কিভাবে পরস্পরকে আক্রমন করেছে।এত বড় আকাশটাও ওদের জন্য আমি তুমি আমরা ছোট হয়ে যাচ্ছে।প্রার্থনা কর বাবু, স্রষ্টা যেন তোমার এই দুই আকাশ্চারী ভাইয়ের মধ্যে শান্তি এনে দেন।"

অবাক কান্ড। ভেড়াছানাটা তার অন্তর থেকে প্রার্থনা করল।



^^THE PLUTOCRAT^^



একদিন এক দ্বীপে অদ্ভুত এক দানবের দেখা পেলাম। মুখটা মানুষের মত, কিন্তু পায়ে তার লোহার খুর। দানবটা অনবরত মাটি খাচ্ছে আর সাগরের নোনা পানি মুখ ডুবিয়ে পান করছে।

একদিন দানবটার কাছে জানতে চাইলাম, "তোমার কি কখনো ক্ষুধা মেটে না? কখনও কি তোমার তৃষ্ণা মেটে না?আমি তুমি আমরা কখনো মনে হয় না, অনেক হয়েছে, আর না?"

দানবটা হেসে জবাব দিল, "আমার ক্ষুধা-তৃষ্ণা অনেক আগেই মিটে গেছে। প্রায়ই মনে হয়, অনেক হয়েছে, আর না-এবার ক্ষান্ত দেই।কিন্তু পরমুহূর্তেই ভয় হয়-কাল যদি খাওয়ার মত মাটি আর না থাকে, কাল যদি এই সাগর শুকিয়ে যায়।"



^^THE SAINT^^

যৌবনে পাহাড়ের গুহায় এক সাধুর সাথে আমার দেখা হয়েছিল। নিজেদের মধ্যে চারপাশের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, তখনি এক এক ল্যাংড়া ডাকাত হাপাতে হাপাতে গুহায় ঢুকল। লোকটার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট।

সাধুর সামনে বসে লোকটা কাঁদতে শুরু করল।"দয়া কর, আমাকে একটু শান্তি দাও। এই পাপের বোঝা আমি আর বইতে পারছি না।"
সাধু জবাব দিলেন,"আমিও বইতে পারছি না আমার পাপের বোঝা।"
"চুরি করা, ডাকাতি করা-কিছুই বাদ রাখিনি আমি।"
"চুরি-ডাকাতিতো আমিও করেছি।"
"কিন্তু আমি একজন খুনি।খুন হওয়া লোকগুলোর কান্না আমার বাজতে থাকে।"
"আমার হাতেও অনেক নিষ্পাপের রক্ত।"
"আমি অগনিত পাপে ডুবে আছি।"
"আমার পাপেরও কোন সীমা নেই।"

সাধুর কথাগুলো শুনে লোকটা উঠে দাঁড়াল, তার চোখে সাধুর জন্য অবিশ্বাস।গুহা থেকে বেরিয়ে এই ল্যাংড়া লোকটাই ঝড়ের বেগে পাহাড় থেকে নামতে লাগল।

আমি সাধুর কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম।""আচ্ছা, যেসব পাপ আপনি করেননি, সেগুলো নিয়ে ওই ডাকাতটার কাছে আপনি স্বীকারোক্তি আমি তুমি আমরা দিলেন কেন? লোকটা শেষ পর্যন্ত আপনার প্রতি অবিশ্বাস নিয়ে চলে গেল।"
"লোকটা আমার ওপর বিশ্বাস হারিয়েছে-কথা সত্য। কিন্তু যে মানসিক শান্তির খোজে সে এসেছিল সেটা সে খুঁজে পেয়েছে।"

ঠিক তখনই শুনতে পেলাম দূর থেকে ডাকাতটার গান ভেসে আসছে, তার সুরের দোলায় দুলছে পুরো উপত্যকা।



---------------------_______________-------------------------________________------------------------
আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ

১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪

মন্তব্য ৪২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪০

আমি তুমি আমরা বলেছেন: প্রায় মাস দুয়েক পর পোস্ট দিলাম। কাহলিল জিবরানের আরো তিনটি গল্প। প্রতিক্রিয়ার অপেক্ষায়।

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৩

সুমন কর বলেছেন: এবার অনুবাদ এবং গল্প দু'টোই ভাল লেগেছে। +।

এত বড় আকাশটাও ওদের জন্য আমি তুমি আমরা ছোট হয়ে যাচ্ছে। -- আবার লাইনের মাঝে....হাহাহা.. ;)

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: অনুবাদ আর গল্প আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

উপায় নেই দেখেই আবার লাইনের মাঝখানে আমি তুমি আমরা ঢুকে যাচ্ছে। এইসব কপিপেস্টার লেখাচোরদের ঠেকানোর আর কোন উপায় খুঁজে পাচ্ছি না :(

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ অনুবাদ।
:)

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

আমি তুমি আমরা বলেছেন: অনুবাদ আপনার দারুন লেগেছে জেনে ভাল লাগল। মন্তব্যের জন্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র :)

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

রাজসোহান বলেছেন: কপি পেস্ট ঠেকানোর জন্য আমি তুমি আমরা! সেই টেকনিক =p~

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

আমি তুমি আমরা বলেছেন: আর কোন উপায় খুঁজে পাচ্ছি না। কয়েক লাইনের ছোট ছোট গল্পগুলো কপিপেস্টারদের জন্য খুব লোভনীয়।এদের আর কোনভাবে ঠেকাতে পারছি না :(

৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

এহসান সাবির বলেছেন: অনেক দিন পরই পড়ছি আপনাকে। পোস্টে ভালো লাগা।

কাহলিল জিবরানের আরো তিনটি গল্প প্রতিক্রিয়ার অপেক্ষায়...... কবে পাবো পোস্ট?


শুভেচ্ছা।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

আমি তুমি আমরা বলেছেন: অলসতা আমায় দেয় না অবসর।তাই অনেকদিন পর পড়ছেন :(

৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ইমরাজ কবির মুনতো তো!
১নম্বরটা রীতিমতো ইমরাজ কবির মুন ক্লাসিক লাগলো ||

;) কপি-পেস্ট যেকোন কিছু ইমরাজ কবির মুন হতে পারে ||

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

আমি তুমি আমরা বলেছেন: কপিপেস্ট যেকোন কিছুই হতে পারে, তবে ফেসবুকে যেসব সস্তা পেজের এডমিনরা অন্যের লেখা চুরি করেন তারা কারো লেখা খুব মনযোগ দিয়ে পড়েন বলে মনে হয় না। একটু পড়ে ভাল লাগলেই কপি পেস্ট করে ফেলেন। তাই আশা করছি তাদের কপিপেস্টের সময় গল্পের ভেতরকার "আমি তুমি আমরা"ও কপিপেস্ট হয়ে যাবে।তখন তারাই পাঠককে জবাব দেবে এই "আমি তুমি আমরা" কি এবং কোত্থেকে এল।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ আনুবাদ।
চমৎকার!
আসলেই কপিপেস্ট এতো বেশি বেড়েছে! আপনি কি ভেবেছেন, এতে বেঁচে যাবেন? ঐ অংশটুকু ঠিকই তাড়িয়ে দেবে X(

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

আমি তুমি আমরা বলেছেন: অনুবাদ আপনার ভাল লেগেছে খুশি হলাম।

ঐ অংশটুকু তাড়িয়ে যদি কেউ কপিপেস্ট করে তবে বুঝতে হবে ব্যাটা স্মার্ট চোর। বেশ মনযোগ দিয়ে পড়ে তারপর কপিপেস্ট করে।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: ইমরাজ কবির মুনের কমেন্ট পড়ে সেই রকম হাসছি!

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

আমি তুমি আমরা বলেছেন: আমিও :)

৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

পুলহ বলেছেন: আমিও প্রথমে অবাক হয়েছিলাম গল্পে আমি তুমি আমরা'র একচ্ছত্র আধিপত্য দেখে, হাহাহা...
অনুবাদ করাটা সব সময়েই আমার কাছে মহৎ কাজ বলে মনে হয়, বিশ্ব সাহিত্যের সাথে নিজ ভাষার পাঠকদেরকে পরিচয় করিয়ে দেয়া- মহৎ কাজ তো বটেই!
পোস্টে প্লাস। সংযুক্ত লিংকগুলোও সময় সুযোগ মতন পড়ার ইচ্ছে রাখি।
ভালো থাকবেন!

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

আমি তুমি আমরা বলেছেন: বাকি পোস্টগুলোতে আপনার প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রইলাম :)

১০| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৭

মনিরা সুলতানা বলেছেন: খুবই অর্থবহ হয়ে থাকে এই অনুবাদ গুলো
লেখায় ++++

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার, সাথে প্লাসের জন্য কৃতজ্ঞতা :)

১১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

আমি তুমি আমরা বলেছেন: আপনি কি অগ্নি সারথির মাল্টি নিক?

১২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ । কাহলীল জিবরানের গল্পগুলো চমৎকার । আপনাকে ধন্যবাদ অনুবাদের জন্য ।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

আমি তুমি আমরা বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রিয় ব্লগার গল্প পড়ে প্রতিক্রিয়া জানানোর জন্য :)

১৩| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

কয়েকটা লাইনের কি বিশালতা!!!

কাহলিল জিবরানের ভক্ত হয়ে গেছি আপনার দারুণ অনুবাদগুলো পড়ে।

শুভেচ্ছা রইল। :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় বঙ্গভূমির রঙ্গমেলায়। অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। কেমন আছেন?

১৪| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭

আমি তুমি আমরা বলেছেন: কিন্তু ব্লগার অগ্নি সারথিকে নিয়ে আপনার এত চুলকানি কেন?

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন

জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২

আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।


মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।

নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

আমি তুমি আমরা বলেছেন: সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার।

আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।

আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।

ভাল বিনোদন ছিল =p~ =p~ =p~ =p~

১৬| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬

মহামহোপাধ্যায় বলেছেন: কহ্লিল জীবরানের অনুবাদ গল্প ভালো লাগলো। তিনটাই।


ল্যাদানিমুক্ত ব্লগ চাই ;)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৫

আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম প্রিয় মহামহোপাধ্যায় :)

আমারও একই কথা।ল্যদানিমুক্ত ব্লগ চাই।

১৭| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০২

আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও ভাই :)

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

৪নিখিল বলেছেন: চমৎকার সব গল্প পড়ার সুযোগ করে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৪৭

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নিখিল :)

১৯| ১১ ই মে, ২০১৬ রাত ১২:১৩

রিপি বলেছেন: যারা কপি করবে তারা আমি তুমি আমরা কেটে দিবে হাহা। গল্প ভালো লেগেছে।

২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৩

আমি তুমি আমরা বলেছেন: কেটে দিলে আর কি করা?

গল্প ভাল লেগেছে জেনে খুশি হলাম :)

২০| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার। জিবরানের গল্প বরাবরই খুব আগ্রহ নিয়ে পড়ি।

২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রোফেসর :)

২১| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সোনালী মাছ বলেছেন: কাহলিল জিব্রানের গল্প আমি মনোযোগ দিয়ে পড়ি।ধন্যবাদ আপনাকে।

০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: মনযোগী পাঠের জন্য ধন্যবাদ সোনালী মাছ :)

২২| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার অনুবাদের ওপর ভর করে কাহলিল জিবরানের ভক্ত হয়ে গেলাম মনে হচ্ছে! পোস্টটা সরাসরি প্রিয়তে ।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রূপক। পোস্ট প্রিয়তে নেয়ায় সম্মানিতবোধ করছি :)

২৩| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার অনুবাদের ওপর ভর করে কাহলিল জিবরানের ভক্ত হয়ে গেলাম মনে হচ্ছে! পোস্টটা সরাসরি প্রিয়তে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.