নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

ফটো ব্লগঃ মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ স্থিরচিত্র

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

ফেসবুকে বাংলাদেশ ওল্ড ফটো আর্কাইভ পেজে লাইক দেয়া ছিল অনেক আগে থেকেই। মাঝেমাঝেই বিভিন্ন সোর্স থেকে তারা দুর্লভ সব ছবি আপলোড করেন। আজ ফেসবুক ব্রাউজ করার সময় ওখানেই আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন কিছু দুর্লভ ছবি দেখার সুযোগ হল।এই ছবিগুলো শেয়ার করলাম সামুর ব্লগারদের সাথে।


১.অস্ত্রসহ একটি রুমে বৈঠকরত মুক্তিযোদ্ধারা।
Photographer- Jack Garofalo



২.দক্ষিণাঞ্চলের প্রথম স্বাধীন গ্রামে রেললাইনের ওপর পড়ে থাকা কয়েকজন রাজাকারের মৃতদেহ।
ঝিকরগাছা, যশোর, নভেম্বর, ১৯৭১.

Photographer- Jack Garofalo



৩. একটি ক্লাসরুমে আটক পাকিস্তানী হানাদার বাহিনীর সমর্থক বিহারী।
নভেম্বর ১০, ১৯৭১.
Photographer- Jack Garofalo



৪. মিত্রবাহিনী কর্তৃক পাকিস্তানী বাহিনীর সমর্থক একদল বিহারীকে শাস্তি দেয়া হচ্ছে।
Photographer- Jack Garofalo



৫. মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পনের পর একদল পাকিস্তানী সৈন্য।
খুলনা, ১৯৭১.
Photographer- Jack Garofalo



৬. ঢাকা অভিমুখে এগিয়ে চলা মিত্রবাহিনীর একটি ট্যাংক।
বাংলাদেশ, নভেম্বর, ১৯৭১.
Photographer- Jack Garofalo



৭. ধানক্ষেতে পড়ে একজন পাকিস্তানী সৈন্যর মৃতদেহ।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo



৮. হাস্যোজ্জ্বল একদল মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্য।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo



৯. বাংলাদেশের তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
ডিসেম্বর ৬, ১৯৭১.
Photographer- Jack Garofalo



১০. নাম না জানা একজন মুক্তিযোদ্ধা।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo



১১. বাংলাদেশের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
ডিসেম্বর ৬, ১৯৭১.
Photographer- Jack Garofalo



১২.বাংলাদেশের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
ডিসেম্বর ৬, ১৯৭১.
Photographer- Jack Garofalo



১৩. একদল মুক্তিযোদ্ধা।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Bettmann



১৪. খালিপায়ে হেটে আসা একদল বাংলাদেশী। ট্রাকের দুপাশে ভারতীয় সৈন্যরা দাঁড়িয়ে।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo



১৫. একদল বেসামরিক বাংলাদেশী।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo



১৬. দুজন সহকারীর সাথে একটি মানচিত্র দেখছেন ভারতীয় মেজর MAMANZUR
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo



১৭. মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধরত পাকিস্তানী হানাদার।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।



১৮. একদল মুক্তিযোদ্ধা ও দেশান্তরী মানুষ।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।



১৯. যশোরের দিকে এগিয়ে চলা একটি ট্রাকে একদল ভারতীয় সৈন্য।
ডিসেম্বর ৯, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।



২০. স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর ঢাকার রাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রাহমান
ঢাকা, জানুয়ারী ১০, ১৯৭২.
Photographer-উল্লেখ নেই।



২১. লন্ডনে একটি প্রেস কনফারেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এসময় তিনি ততকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে দেখা করেন।
লন্ডন, জানুয়ারী ১০, ১৯৭২.
Photographer-উল্লেখ নেই।



২২. পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের সংবাদ জানার পর মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের উল্লাস।
বাংলাদেশ, ডিসেম্বর ১৬, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।



২৩. আত্মসমর্পনের দলিলে কোথায় সই করতে হবে তা-ই জেনারেল নিয়াজীকে(ডানে) দেখিয়ে দিচ্ছেন জেনারেল জগজিত সিং অরোরা।
রেসকোর্স ময়দান, ঢাকা, ডিসেম্বর ১৬, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।



২৪.পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের সংবাদ জানার পর ঢাকার রাস্তায় স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে মুক্তিযোদ্ধাদের উল্লাস।
ঢাকা,বাংলাদেশ, ডিসেম্বর ১৬, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।



২৫. সদ্য আবিষ্কৃত বধ্যভূমিতে বাংলাদেশি বুদ্ধিজীবি, শিক্ষাবিদ ও সাংবাদিকদের মৃতদেহ। মুক্তিযুদ্ধে চূড়ান্ত পরাজয়ের পূর্বে পাকিস্তানী হানাদার ও রাজাকার বাহিনীর হাতে হত্যার শিকার হন তারা।
রায়েরবাজার, ঢাকা, বাংলাদেশ, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।

ব্লগার মোহেবুল্লাহ অয়নের সৌজন্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থিরচির নিয়ে একটি ভিডিও লিংক যোগ করা হল।

মন্তব্য ৭৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

আবু তালেব শেখ বলেছেন: চমৎকার। মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে আরো গভীর পরিচয় হলো

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আবু তালেব শেখ :)

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫

কালীদাস বলেছেন: মুক্তিযু্দ্ধের সময়কার কালার ফটো কমই, আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য। ১৮ এর পরে আর কোন ছবি আসেনি :(
মুক্তিযুদ্ধ জাদুঘরের কালেকশনে এই ছবিগুলো আছে কিনা এখন মনে করতে পারছি না। লোকজন কমই যায় জাদুঘরটায়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

আমি তুমি আমরা বলেছেন: ঠিকই বলেছেন। মুক্তিযুদ্ধকালীন রঙ্গিন ছবির সংখ্যা অনেক কম, তারওপর ছবিগুলো তুলেছিলেনও বিদেশী সাংবাদিকেরা। তাই এখনো অনেক ছবি অপ্রকাশিত রয়ে গেছে বলেই আমার ধারণা।

মুক্তিযুদ্ধ যাদুঘরে ছবিগুলো আছে কিনা বলতে পারছি না, জানা নেই। বাংলাদেশ ওল্ড ফটো আর্কাইভ পেজে ছবিগুলো পেলাম, মনে হল শেয়ার করা উচিত।

পোস্ট এডিটে একটু ঝামেলা হয়েছিল, তাই ১৮ এর পরের ছবিগুলো আসেনি। বাকিগুলো যোগ করে দিচ্ছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

জাহিদ হাসান বলেছেন: কিছু জায়গায় বানান ভুল চোখে পড়ছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

আমি তুমি আমরা বলেছেন: বানান ভুল অনিচ্ছাকৃত। চোখ পড়লে সংশোধন করে দেব।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

জাহিদ হাসান বলেছেন: ১১ ও ১২ তে রাষ্ট্রপতি ও ১৬ তে মানচিত্র শব্দগুলো সংশোধন করে পুনঃস্থাপন করুন।
বানানে ভুল দেখতে খারাপ লাগে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

আমি তুমি আমরা বলেছেন: সংশোধন করা হয়েছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: ভেরি গুড পোষ্ট।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা ,





শেয়ার করার জন্যে শুকরিয়া ।
১৮ নম্বরের ছবিটা, দেশের প্রতি গভীর মমতায় সব ভয়কে উপেক্ষা করে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলার একটি কবিতা ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭

আমি তুমি আমরা বলেছেন: ১৮ নম্বরের ছবিটা, দেশের প্রতি গভীর মমতায় সব ভয়কে উপেক্ষা করে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলার একটি কবিতা

অসাধারণ বলেছেন ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৮

তারেক ফাহিম বলেছেন: কালার ফটো কমই দেখা যায়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

আমি তুমি আমরা বলেছেন: ঠিকই বলেছেন। মুক্তিযুদ্ধকালীন রঙ্গিন ছবির সংখ্যা অনেক কম, তারওপর ছবিগুলো তুলেছিলেনও বিদেশী সাংবাদিকেরা। তাই এখনো অনেক ছবি অপ্রকাশিত রয়ে গেছে বলেই আমার ধারণা।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: চমৎকার পোস্ট :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ তানজীর :)

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

মাআইপা বলেছেন: অসাধারণ.................. +++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

আমি তুমি আমরা বলেছেন: :)

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫

শাহ আজিজ বলেছেন: অসাধারন । আমি লাশের বহর দেখছিলাম ২১ ফেব্রুয়ারী ১৯৭১। বাঙালি বিহারির ৭৩ টি লাশ হাসপাতালের একটি রুমে ৬/৭ সারি দিয়ে রাখা। উপরের লাশের গাঁয়ে ৭৩ লেখা ছিল । পাক বাহিনি ২৭ তারিখ ঢুকল খুলনা শহরে । পরদিন ভোরে হাজার লোকের সাথে দেয়াল ঘেসে গিয়ে দেখলাম ৭ টি লাশ রাস্তায় পড়ে ।নামীদামী টেইলরস মালিক,পুত্রগন , জামাতা আর চাকর ছেলেটি । এরা হিন্দু ছিল। কেটে গেল ৮ মাসের উপরে বহুবিধ ঘটনায়।ডিসেম্বরের ১৩ তারিখ আবার খুলনা ছাড়লাম । রুপসা নদীতে শত লাশ ভাসছে , ফুলে গেছে । আহা তখন যদি একটি ক্যামেরা থাকতো তো ইতিহাস তুলে রেখে দিতাম। লেখককে ধন্যবাদ তাদেরকে উজ্জীবিত করার জন্য যারা স্বাধীনতার পরে জন্ম নিয়েছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

আমি তুমি আমরা বলেছেন: স্মৃতিচারণের জন্য ধন্যবাদ। প্রথম তারিখটা কি ২১শে ফেব্রুয়ারি?

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শেয়ার !!!
অনেক অনেক ধন্যবাদ ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার :)

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছবি দেখতে দেখতে আনমনেই হারিয়ে গিয়েছিলাম সেই সময় গুলোতে। কিছু কিছু ছবি তে অনেকক্ষণ তাকিয়েই ছিলাম। টাইম ট্রাভেলের সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ। :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অয়ন। ভাল আছেন আশা করি।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযুদ্ধ করেও মানুষ নিজের অধিকার পেলো না, ছবি দিয়ে কি হবে!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

আমি তুমি আমরা বলেছেন: আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, এই ছবিগুলো তাদের জন্য, মুক্তিযুদ্ধকে জানার জন্য, সেই সময়টাকে বোঝার জন্য।

স্বাধীন দেশেও কেন মানুষ তার অধিকার পেল না, সেটা ভিন্ন প্রশ্ন। এই পোস্টের আলোচ্য বিষয়বস্তু নয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

বেয়াদপ কাক বলেছেন: খুব ভালো লেগেছে। দারুন একটি পোষ্ট।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ কাক :)

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: গেটি ইমেজ সাইটে ঘুরে এলাম অল্পক্ষন!

আমাদের কোন আমলের সরকারই পারল এই সব ছবি গুলো সংগ্রহ করতে? নিজেদের সম্পদ করে নিতে!!!!
আজিব!

অনেক ধন্যবাদ শেয়ারে। ৭১ এর রঙিন ছবি দেখিইনি বলতে গেলে!

+++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

আমি তুমি আমরা বলেছেন: আজকের আগে মুক্তিযুদ্ধের অল্প কয়েকটা রংগিন ছবি দেখেছিলাম। সে হিসেবে বাংলাদেশ ওল্ড ফটো আর্কাইভস আর গেটি ইমেজ সাইট- দুপক্ষকেই বড়সড় ধন্যবাদ দিতে হবে।

এই ছবিগুলা মুক্তিযুদ্ধ জাদুঘরে আছে কিনা বলতে পারছি না।বাংলাদেশের কোন সরকার এই ছবিগুলা সংগ্রহ করেছে কিনা তাও জানা নেই।নিজেদের ইতিহাস নিয়ে আমরা অনেক উদাসীন :(

গেটি ইমেজ সাইটটা কেমন লাগল?

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

এম. হাবীব বলেছেন: অনেক চমৎকার; রঙ্গিন ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ হাবীব :)

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

মিরোরডডল বলেছেন: very good one
Many thanks for sharing

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: কিছু ঐতিহাসিক ছবি দেখলাম, ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সাদা মনের মানুষ।

চতুরের সব পোস্ট ব্যাকআপ নিয়ে ফেলেছেন?

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: চতুরের সব পোষ্ট সামুতে আছে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

আমি তুমি আমরা বলেছেন: তাহলেতো ভালই।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

সোহানী বলেছেন: ভালো লাগলো প্রানের ছবিগুলো দেখে..........

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

আমি তুমি আমরা বলেছেন: আসলেই এগুলো প্রানের ছবি।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

অদৃশ্য অদৃষ্ট বলেছেন: অসাধারণ । নতুন কিছু দেখলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অদৃশ্য :)

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

জাহিদ অনিক বলেছেন:



চমৎকার ! চমৎকার !
কত কথা কত ত্যাগ লুকিয়ে আছে এক একেকটা ছবির পিছনে কে জানে !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

আমি তুমি আমরা বলেছেন: একদম ঠিক বলেছেন। কত ত্যাগ আর সংগ্রামের গল্প লুকিয়ে আছে প্রতিটি ছবির পেছনে-তা আমাদের কখনোই জানা হবে না।

মন্তব্যের জন্য ধন্যবাদ জাহিদ অনিক :)

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: খুব ভালো পোষ্ট ।
ছবি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
পিশাচ গল্প কি আর লিখবেন কিছু?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭

আমি তুমি আমরা বলেছেন: পোস্ট আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

সাম্প্রতিক সময়ে নতুন কোন গল্প লেখা হয়নি। লিখলে ব্লগেই প্রকাশিত হবে।

সংকলন পোস্টে দেয়া সব গল্প পড়ে ফেলেছেন?

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
মুক্তিযুদ্ধের এমন ঝকঝকে পরিষ্কার দুর্লভ ছবি দেখা আসলেই চরম ভাগ্যের ব্যাপার।
অনেক কষ্ট করেছেন।
আমি বলবো আপনি সফল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৯

আমি তুমি আমরা বলেছেন: মুক্তিযুদ্ধের এমন ঝকঝকে পরিষ্কার দুর্লভ ছবি দেখা আসলেই চরম ভাগ্যের ব্যাপার।

একদম ঠিক বলেছেন। ছবির কোয়ালিটি দেখে প্রথমে আমিও অবাক হয়েছিলাম। এত ভাল মানের ক্যামেরা ১৯৭১ সালে ছিল-ভাবাই যায় না।

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

পার্থ তালুকদার বলেছেন: লাশের ছবিগুলো মনে কষ্ট দেয় । তবে এসব গুরুত্বপূর্ণ ছবি । ভাল পোষ্ট ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

আমি তুমি আমরা বলেছেন: এই লাশের ছবিগুলোই প্রমাণ করে যুদ্ধকালীন নৃশংসতা।এগুলো কিন্তু মুক্তিযুদ্ধের দলিল। এ কারণেই ছবিগুলো গুরুত্বপূর্ণ।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

কানিজ ফাতেমা বলেছেন: সরাসরি প্রিয়তে নিলাম
এ ধরনের ছবি আপ্লুত করে সমসময়ই
ছবিগুলো শেয়ার করার জন্য বিশেষ ধন্যবাদ

শুভ কামনা রইলো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

আমি তুমি আমরা বলেছেন: পোস্ট প্রিয়তে নেয়ায় সম্মানিতবোধ করছি।

ধন্যবাদ ও শুভকামনা :)

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১০

আখেনাটেন বলেছেন: মুক্তিযুদ্ধের রঙিন ছবি দেখে অাপ্লুত হলাম। চমৎকার। অসাধারণ সব মূহুর্তের ছবি।

প্রিয়তে নিলাম আর ছবিগুলো শেয়ার করার জন্যও আপনার জন্য অাগত ফাগুনের অাগুন শুভেচ্ছা রইল ব্লগার আমি তুমি আমরা সকলে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫

আমি তুমি আমরা বলেছেন: মুক্তিযুদ্ধের এমন ঝকঝকে পরিষ্কার দুর্লভ ছবি দেখা আসলেই চরম ভাগ্যের ব্যাপার।ছবির কোয়ালিটি দেখে প্রথমে আমিও অবাক হয়েছিলাম। এত ভাল মানের ক্যামেরা ১৯৭১ সালে ছিল-ভাবাই যায় না।

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ছবিগুলো সুন্দর।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

আমি তুমি আমরা বলেছেন: একদম ঠিক বলেছেন।মন্তব্যের জন্য ধন্যবাদ হাসু মামা।

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এতদিনের পুরনো ছবি হওয়া সত্ত্বেও অত্যন্ত স্পষ্ট, ঝকঝকে ও নিখুঁত। আপনি কষ্ট করে পোস্ট দেওয়াতে কিছু বিরল ছবি দেখতে পেলাম। পোস্টটি প্রিয়তে নিলাম।

আপনাকে ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

আমি তুমি আমরা বলেছেন: পোস্ট প্রিয়তে নেয়ায় সম্মানিতবোধ করছি। মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০০

নূর-ই-হাফসা বলেছেন: সব গুলো পড়েনি । যেগুলো ভালো লেগেছে পড়েছি আর মন্তব‍্য ও করেছি ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

আমি তুমি আমরা বলেছেন: পড়ে ফেলুন বাকিগুলো। আপনার ভাল লাগবে আশা করি।

৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৮

আরইউ বলেছেন: প্রথম ছবিটা থেকে চোখ সরাতে পারছিনা। চোখ, মুখ, বসার ভঙি সব কিছুতে কি ভয়ানক সুন্দর দৃঢ়তা।

ধন্যবাদ যারা ছবিগুলো তুলেছেন, আর আপনাকেও ছবিগুলো দেখার সুযোগ করে দেয়ার জন্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

আমি তুমি আমরা বলেছেন: মুক্তিযোদ্ধারা দৃঢ় ছিলেন বলেই মাত্র নয় মাসের মাথায় দেশ স্বাধীন করতে পেরেছিলেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৭

মলাসইলমুইনা বলেছেন: আশা করি আমাদের ন্যাশনাল আর্কাইভে স্বাধীনতা যুদ্ধের স্বারক এই ফটোগুলো সব রাখা আছে যত্নের সাথে | খুবই ভালো লেগেছে আপনার ফটো ব্লগ |

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ন্যাশনাল আর্কাইভে আছে কিনা বলতে পারছি না। জানা নেই।

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

শুভ স্মার্ট বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ শুভ :)

৩৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইগুলো যত দেখা হবে, ততই ভালো। শেয়ারের জন্য ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৯

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র :)

৩৫| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:০৮

ইমরান আহামেদ বলেছেন: চমৎকার পোষ্ট।ধন্যবাদ

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ইমরান আহামেদ :)

৩৬| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১

নূর-ই-হাফসা বলেছেন: নতুন কোন গল্প নিয়ে কি ফিরবেন ?
ভয়ানক, পিশাচ ,কিংবা ভৌতিক হলে ভালো হয় ।
প্রিয় গল্পকার তাড়াতাড়ি ফিরে আসুন ,অনেক শুভকামনা যাতে মাথায় অনেক গল্পরা উকি মারে ।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৫

আমি তুমি আমরা বলেছেন: দেখা যাক।

৩৭| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: https://youtu.be/Hkb9uZM6SJM

এই ভিডিওটা এই পোস্টের সাথে প্রাসঙ্গিক ই মনে হচ্ছে। :)

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৩

আমি তুমি আমরা বলেছেন: লিংকের জন্য অনেক ধন্যবাদ।

বইটার নামই কি A Brutal Birth?

৩৮| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: link

হ্যা, ভিডিওতেই দেখা যাচ্ছে।

উপরের লিংক এর পোস্ট টি পড়তে পারেন।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬

আমি তুমি আমরা বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.