নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পরমাণু গল্পসমগ্র-৬

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫



গাড়িটা থেমে গেল।
-কি ব্যাপার ড্রাইভার সাহেব? এম্বুলেন্স থামালেন যে? আমি জানতে চাইলাম।
-স্যার, সামনে পুলিশ। গাড়ি থামানোর জন্য বলল।
-উনাকে বলেন এটা এম্বুলেন্স, গাড়ীতে থাকা রোগীর অবস্থা সিরিয়াস।
ড্রাইভার কাচ নামিয়ে গলা বের করল। -স্যার, গাড়ীতে রোগী আছে, যদি যাইতে দেন...
-চোপ শালা শুয়োরের বাচ্চা। ট্রাফিক সার্জেন্ট তার হাতে থাকা লাঠিটা উচিয়ে ধরে।
-দেখলেনতো স্যার, ট্রাফিক সার্জেন্টগুলা কেমন।
ড্রাইভারের মুখ দেখে আমার নিজেরই মন খারাপ হয়ে যায়। কিন্তু কিছুই করার নেই। আব্বার অবস্থা খারাপ, সময়মত হাসপাতালে পৌছাতে না পারলে যেকোন কিছু হয়ে যেতে পারে।
আমি নিচে নামলাম। রাস্তা ক্লিয়ার, তবুও সার্জেন্ট আমাদের এম্বুলেন্সটা আটকে রেখেছে। আজব তো।
আমি সার্জেন্টের দিকে এগিয়ে গেলাম। -স্যার...
-কি চাই? সার্জন জানতে চাইল।
-স্যার এম্বুলেন্সে আমার আব্বা আছেন। উনার অবস্থা সিরিয়াস।
-তো? সার্জেন্টের নিরুত্তাপ প্রশ্ন।
-স্যার, রাস্তাতো ক্লিয়ার, যদি আমার যেতে দিতেন...
-একবার বললাম না গাড়ি যাবে না।
-এখন পৌছাতে না পারলে বিপদ হয়ে যাবে।
-এই রাস্তা দিয়ে ভিআইপি গাড়ি যাবে। তার আগে সিগনাল ছাড়া যাবে না।
-স্যার, আমাদের দুইটা মিনিট সময় দেন। আমরা রাস্তা পার হয়েই ওই গলিটা দিয়ে বেরিয়ে যাব। কোন গাড়ির চলাফেরায় কোন সমস্যা হবে না।
ঠাশশ...
শুধু আমি কেন, পৃথিবীর কোন মানুষ সম্ভবত এরকম অবস্থায় কোন ছেলের গালে চড় মারার কথা ভাববে না।
-খা**র পোলা, কতক্ষণ ধইরা বলতেছি এখন গাড়ি যাইব না, কথা কানে যায় না? তোর বাপ মইরা গেলে আমার কি? আমি নিজের চাকরি বাচামু না???
ট্রাফিক সার্জেন্ট তখনো সমানে চিৎকার করে চলেছে। আমার কানে তার কোন কথা ঢুকছে না, মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছেঃ দেশটা এত দ্রুত শুয়োরের বাচ্চায় ভরে যাচ্ছে কেন?

গল্পঃ শুয়োরের খোঁয়াড়
১৫.০৭.১৮

অনেকক্ষণ ধরে জ্যামে বসে আছি।গাড়িটা একই জায়গায় আটকে আছে বিশ মিনিট ধরে, আরো কতক্ষণ এভাবে আটকে থাকবে কে জানে।
বসে বসে বোর হচ্ছিলাম, ভাবছিলাম কি করা যায়।
এরই মধ্যে মাথায় একটা চমৎকার আইডিয়া এল। অনেকদিন ধরে ব্লগে পোস্ট দেই না, এই সুযোগে একটা নতুন গল্প লিখে ফেলা যায়। সময়টাও সুন্দর কেটে যাবে।তাছাড়া কাল থেকে ছুটি শুরু, এই সুযোগে পুরানো ব্লগারদের সাথে ইন্টারেকশানটাও ঝালিয়ে নেয়া যাবে।
গল্পটা মাথার ভেতর সাজিয়ে নিতে শুরু করলাম। একটা ছেলে তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে, কিন্তু মাঝপথে ট্রাফিক সার্জেন্ট এম্বুলেন্স আটকে দেবে। কারণ এই পথ দিয়েই একটু পর ভিআইপি যাবে।
সাধারণ গল্প, তবে বাবার প্রতি ছেলের ভালবাসা আর তার অসহায়ত্ব ফুটিয়ে তুলতে পারলে পাঠক ভালই খাবে।
গল্পটা টাইপ করতে শুরু করলাম।
মনে হয়ে পাঁচ মিনিট চলে গেল, কিংবা তারও কম। খেয়ালই করিনি গাড়িগুলো কখন চলতে শুরু করেছে।আমার বেকুব ড্রাইভারটা এখনো স্টিয়ারিং চেপে ধরে চুপচাপ বসে আছে।
-কি হল? গাড়ি টানেন না কেন?
-স্যার, এম্বুলেন্সটাকে একটু সাইড দিচ্ছি। ওটা পার হয়ে গেলেই আমি টান দিব।
-আরে ওটা পার হতে হতেতো আমরা আবার সিগন্যালে পড়ে যাব।
-কিন্তু স্যার, এম্বুলেন্সটা সাইরেন বাজাচ্ছে। ভিতরে রোগীর অবস্থা হয়ত সিরিয়াস।
-রাখেন আপনার সিরিয়াস। টান দেন।
অনিচ্ছা সত্ত্বেও ড্রাইভার টান দেয়।তার চোখে আমি বোবা ক্রোধ দেখতে পাই। যত্তসব।
কি যেন করছিলাম? ও হ্যা, গল্পটা শেষ করা জরুরী...

গল্পঃ ভন্ড
১৫.০৭.১৮

অনেকক্ষণ ধরে জ্যামে বসে আছি, রিকশাটা কোনভাবে এগুচ্ছেই না।তাও ভাল বিকালবেলা, রোদের তেজটা কম। নাহলে এই গরমে কি করতাম, কে যানে।
-ভাই, কেমন আছেন? ফুটপাতে দাড়িয়ে থাকা একটা ছেলে আমার দিকে হাত নাড়ে।
-ঠিক চিনতে পারলাম না।
ছেলেটা আহত চোখে আমার দিকে তাকায়। -কি বলেন ভাই? আমি নাদিম, স্কুলে আপনার এক ব্যাচ জুনিয়র ছিলাম।
স্কুলে নাদিম বলে কোন জুনিয়র কি ছিল? ঠিক মনে পড়ে না।
-কি ভাই, এখনো চিনতে পারেন নাই?
মুখের উপর না বলি কিভাবে? -কি যে বল, চিনতে পারব না কেন? তা কেমন আছ?
-এইতো ভাই। পাশেই আমার রেস্টুরেন্ট, একটু আসেন, গল্পগুজব করি।
-আজকে না ভাই, আরেকদিন।
-সামনে এক্সিডেন্ট হইছে, এই জ্যাম সহজে ছাড়বে না। তারচেয়ে আমার রেস্টুরেন্টে আসেন, সময়টা ভাল কাটবে।
ছেলেটা মনে হয় ঠিকই বলেছে। আমি ভাড়া দিয়ে রিকশা থেমে নেমে পড়ি।
-কোথায় তোমার রেস্টুরেন্ট?
-এইতো, সামনেই।
-চল আগাই।
হাটতে হাটতে কখন রাস্তার শেষ মাথায় চলে এসেছি বুঝতেই পারিনি। -কি মিয়া, তোমার রেস্টুরেন্ট কোথায়?
ছেলেটা পকেট থেকে চকচকে একটা জিনিস বের করে, একবার তাকাতেই বুক শুকিয়ে যায়।
চাকু!!!
-যা কিছু আছে সব চুপচাপ দিয়ে দে, নাহয় এক পোচে শেষ কইরা দিমু...

গল্পঃ চেনা মানুষ
১৫.০৭.১৮


===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ

পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২

মন্তব্য ৪৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাহ!

৩টা পরমানুতে

+++

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভৃগুদা। আশা করি ভাল আছেন :)

২| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০২

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ লাবণ্য :)

৩| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: একই লক্ষ্য, চেতনা, বিশ্বাস, মতাদর্শ ধারণ করা ব্যক্তিদের মধ্যেও আপনারা ক্লাসিফিকেশন তৈরী করেন বয়স, চেহারা-সুরত, সোস্যাল ভ্যালু এবং সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে এবং সেই ক্লাসিফিকেশন অনুযায়ী মেলামেশা করেন, খাতির বজায় রাখেন। আমি আপনাদের চিহ্নিত করতে পারি এবং আমি আপনাদের ঘৃণা করি।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

আমি তুমি আমরা বলেছেন: আগেও একবার বলেছিলাম, পোস্টের বিষয়বস্তুর সাথে আপনার অনেক মন্তব্যের মিল খুজে পাই না। এবারো একই অবস্থা।

৪| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মাস্টার সাহেব :)

৫| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

তিনটা্ই ভাল লেগেছে ।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫২

আমি তুমি আমরা বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই :)

৬| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

করুণাধারা বলেছেন: আশ্চর্য, আমিও দেখেছিলাম অ্যাম্বুলেন্সে এক বৃদ্ধ রোগী শুয়ে আছে, কিন্তু এম্বুলেন্স আটকে দেয়া হয়েছে। কারণ এই পথ দিয়ে কিছুক্ষণ পর স্মৃতিসৌধে যাবেন চীনা প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট। তখন যদি গল্পটা লিখে ফেলতাম ............

তিনটে গল্পই ভালো লাগলো।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

আমি তুমি আমরা বলেছেন: আমি নিজে দেখিনি, তবে পত্রিকায় একবার এরকম ঘটনা পড়েছিলাম। সেখান থেকেই এই গল্পের জন্ম

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো হয়েছে। এই দেশটা কেন যে এমন হয়ে গেল?

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

আমি তুমি আমরা বলেছেন: সেটাইতো প্রশ্ন। কেন এমন হয়ে গেল দেশটা?

৮| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ২:৩২

চঞ্চল হরিণী বলেছেন: ভাগ্যিস এটা গল্প ছিল। প্রথম গল্পটা সত্য ভেবে আমার যে ঠিক কি অনুভূতি হয়েছিল ব্যাখ্যা করতে পারছি না। চরমতম দুঃসংবাদের আশংকা হয়েছিল। এখনো বেরোতে পারছি না অনুভূতি থেকে।
দ্বিতীয় গল্পটা স্বার্থপরতার বাস্তবতা। এখানে ভাবার বিষয় আমরা যারা অনেক নীতির কথা বলি তারা নিজেরা জীবন যাপনে কেমন।
তৃতীয় গল্পটা বোকামির গল্প।
এই প্রথম আপনার পরমাণু গল্প পড়লাম। ভালো লাগলো ভাই। ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০২

আমি তুমি আমরা বলেছেন: প্রথম গল্পটা গল্পই, তবে একটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এরকম একটা ঘটনা পত্রিকায় পড়েছিলাম বছর কয়েক আগে। সেবার রোগীর ভাগ্যে কি ঘটেছিল- জানতে পারিনি শেষ পর্যন্ত।

দ্বিতীয় গল্পটা স্বার্থরতার, ভন্ডামির গল্প। তৃতীয় গল্পটা খানিকটা বোকামির, খানিকটা সরলতার।

গল্প আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভকামনা :)

৯| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালই হয়েছে।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

১০| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সোহেল।

১১| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: তিনটিই ভালো হয়েছে। তবে প্রথমটি অন্তর ছুঁয়ে গেছে। ++

শুভেচ্ছা নিয়েন।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরী :)

১২| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১

তারেক ফাহিম বলেছেন: শুয়েরর বাচ্চা, ভন্ড, চেনা মানুষ।

সবগুলোতে না গল্পে ভালোলাগা++

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৩| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: গল্পগুলো অল্পকথার
সুখ-দুখ, কষ্ট ব্যথার।
শুভেচ্ছা নিন।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৪| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

নতুন নকিব বলেছেন:



গল্প সুন্দর। কিছু টাইপো রয়েছে। যদি ঠিক করে দিতেন! দুয়েকটি বলছি। যেমন- প্রথম থেকে ৮ম লাইনে 'কিন্তু কিছুই করার নেই।' এখানে 'করার' কথাটির স্থানে ভুলবশত: 'মরার' দেয়া হয়েছে। 'সার্জন' নয়, 'সার্জেন্ট' হবে শব্দটি। গল্পে লাইক।

অনেক ভাল থাকবেন।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭

আমি তুমি আমরা বলেছেন: আসলে মোবাইল থেকে গল্পগুলো টাইপ করা, ছোট স্ক্রীন থেকে টাইপো একটু বেশিই হয়। তবে ট্রাফিকের সাথে 'সার্জন'এর পরিবর্তে আমার অবশ্যই 'সার্জেন্ট' লেখা উচিত ছিল।

সময় নিয়ে এডিট করে দেব ইন শা আল্লাহ :)

১৫| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এককথায় চমৎকার! কিছু টাইপো না থাকলে আরও ভালো লাগত। কিপ ইট আপ।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

১৬| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এক কথায় চমৎকার! কিছু টাইপো না থাকলে আরও ভালো লাগত। কিপ ইট আপ।

১৭| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আগেও একবার বলেছিলাম, পোস্টের বিষয়বস্তুর সাথে আপনার অনেক মন্তব্যের মিল খুজে পাই না। এবারো একই অবস্থা।

আহ হা ভাই--
পোষ্টের সাথে আমার মন্তব্যের সামঞ্জস্য আছে। আছে।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৯

আমি তুমি আমরা বলেছেন: আমি সামঞ্জস্য ধরতে পারিনি। যদি একটু ব্যাখ্যা করতেন।

১৮| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

সজিব১৫১০ বলেছেন: খুবই ভালো লাগলো। সত্যি বলতে আমরা সবাই হিপোক্রেট হয়ে গেছি! এই শহর, এই জনপদই হয়তো আমাদের অমানুষ করে তুলছে দিনে দিনে।

শুভ কামনা থাকলো।

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সজীব :)

শুভকামনা সবসময়।

১৯| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০

আমি তুমি আমরা বলেছেন: আলহামদুলিল্লাহ।

আপনার কি অবস্থা?

২০| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা ,




এগুলো হলো আমি- তুমি - আমরাদের গল্প যেখানে আমাদেরকে চেনা বড় দায় !
কারন, দেশটা দ্রুত শুয়োরের খোঁয়াড়ে পরিনত হয়ে গেছে ।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫০

আমি তুমি আমরা বলেছেন: আমার মনের কথাটাই বলেছেন।দেশটা খুব দ্রুত শুয়োরের খোঁয়াড়ে পরিণত হচ্ছে :(

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।কেমন আছেন?

২১| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুধু অসাধারণ বললে ভুল বলা হবে।
সত্যি অনন্যসাধারণ।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভ্রাতঃ :)

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০২

সচেতনহ্যাপী বলেছেন: আমি কিছুই বলবো না।। শুধু ামনা ভাল থেকে লিখে যান।।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভ্রাতঃ
আশাকরি ভাল আছেন। :)

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

স্রাঞ্জি সে বলেছেন:


ভাইয়া নতুন দেন। আমরা নতুন রা মুখিয়ে আছি আপনাদের পোস্টে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

আমি তুমি আমরা বলেছেন: নিয়মিত পোস্টতো দিতেই চাই। ব্যাক্তিগত নানা ব্যস্ততায় আসলে দেয়া হয় না।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা সবসময় :)

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

স্রাঞ্জি সে বলেছেন:

ভাইয়া নতুন পোস্ট দেন। আমরা নতুন রা মুখিয়ে আছি আপনাদের পোস্টে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.