নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
ছবি-Bing AI এর সাহায্যে প্রস্তুতকৃত
প্রশ্নকর্তাঃ বাবা-মায়ের আড়াই কোটি টাকার ঋণ শোধ না করে দুই কোটি টাকা দিয়ে তাদের জন্য বিলাসবহুল 'অডি' কিনলেন কেন?
আফনান-দ্যা মেঝো ভাইঃ কারণ বাবা-মায়ের ঋণ কখনো শোধ করা যায় না!
গল্পঃ ঋণ
১৫.০৫.২০২৪
-কিরে, মন খারাপ কেন?
-আর বলিস না, ভাইরাল হয়ে গেলাম, দোস্ত।
-হ্যা, আংকেল-আন্টিকে তোর 'অডি' গিফট করার ভিডিওটা দেখলাম তো। এভাবে 'ভাইরাল' হওয়াতো ভাল। লোকে তোকে 'আদর্শ' ছেলে বলছে।
-ভাই, পরের ঘটনা জানস না? মাম্মি-ড্যাডীর ঋণ খেলাপি হওয়ার খবর প্রমাণসহ 'ভাইরাল' হয়ে গেছে। কেউ আর আমাকে 'আদর্শ' ছেলে ডাকছে না। সবাই ডাকছে 'চোরের ছেলে'!
গল্পঃ মুদ্রার ওপিঠ
১৫.০৫.২০২৪
-আফনান-দ্যা মেঝো ভাইয়ের বাবা-মায়ের খেলাপী ঋণ নিয়ে আপনি লেখালেখি করলেন কেন?
-একজন ইচ্ছাকৃত ঋণখেলাপীর কথা সবাইকে জানাব না?
-মাত্র আড়াই কোটি টাকার ঋণ খেলাপী, তাকে নিয়েইতো লিখতে পারবেন। কই, হাজার কোটির ঋণ খেলাপীদের নিয়ে নিয়েতো এক লাইনও লিখতে দেখি না?
-তা বড় চোরকে নিয়ে লিখিনি বলে কি ছোট চোরকে নিয়েও লেখা যাবে না? দেশে কি ছোটখাট চুরি আইসিদ্ধ হয়ে গেছে?
গল্পঃ চোরে চোরে মাসতুতো ভাই
১৫.০৫.২০২৪
-বুঝলি, বাংলায় একটা কথা আছে। 'শাপেবর'।
-শুরুতে আমার 'অডি' গিফট করার ভিডিওতে যে হারে 'ভিউ' আসছিল, 'ঋণখেলাপী' পোস্ট ভাইরাল হওয়ার পর আরও বেশি 'ভিউ' আসছে।
-এটা 'বর' হল কিভাবে?
-ওরে কাকা, খেলোয়াড় হতে হবে 'পাকা'
যত বেশি 'ভিউ', তত বেশি 'টাকা'।
গল্পঃ শাপেবর
১৫.০৫.২০২৪
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
পরমাণু গল্পসমগ্র সিরিজের বাকি পর্বগুলোঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
পরমাণু গল্পসমগ্র-১৩
পরমাণু গল্পসমগ্র-১৪
পরমাণু গল্পসমগ্র-১৫
পরমাণু গল্পসমগ্র-১৬
পরমাণু গল্পসমগ্র-১৭
১৫ ই মে, ২০২৪ দুপুর ১২:১৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই মে, ২০২৪ দুপুর ১২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সময়োপযোগী পরমাণু গল্প। ভালো লাগলো।
বাংলাদেশে হঠাৎ করেই যারা বেশি মানবিক হয়েছে, তাদের বেশিরভাগেরই পরে স্ক্যান্ডাল বের হয়েছে। এ দেশে হাজার হাজার কোটি টাকা যারা চুরি করছে, বা ঋণখেলাপি হচ্ছে, তাদের নিয়ে কেউ কথা বলছে না তা তো ঠিক না। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, এগুলো এখন অনেক বার্নিং টপিক। শেয়ার বাজারে স্ক্যান্ডালের জন্য দায়ী রাঘব বোয়ালদের নিয়ে কিংবা ঋণখেলাপিদের লেখালেখির অন্ত নাই। এই যে ছেলে আড়াই কোটি বা দুই কোটি টাকার অডি কিনেছে, এগুলো আই-ওয়াশও হতে পারে। এখন আরো অনেক কিছু বের হয়ে যেতে পারে। সে একজন ফুড ব্লগার। তার আয়ের উৎস শুধু অনলাইন মানিটাইজেশন না হয়ে অন্য অসৎ পন্থায়ও হতে পারে।
যে বাবা-মায়ের ব্যাংকে সাড়ে তিন কোটি টাকার ঋণ আছে, তার ছেলের দুই কোটি টাকায় কেনা অডি গাড়ি নিশ্চয়ই অনেক প্রশ্নের জন্ম দিবে। আই ওয়াশ বলছিলাম এই কারণে, এই দুই কোটি টাকায় বাবা-মায়ের ঋণের টাকাও আছে কিনা আমরা সে ব্যাপারে তো নিশ্চিত না।
অতিরিক্ত কোনো কিছুই ভালো না।
১৫ ই মে, ২০২৪ দুপুর ১:১৩
আমি তুমি আমরা বলেছেন: প্রথমেই আপনাকে একটা বড়সড় ধন্যবাদ দিতে চাই বিস্তারিত, অথচ গুছনো মন্তব্যের জন্য।
বাংলাদেশে হঠাৎ করেই যারা বেশি মানবিক হয়েছে, তাদের বেশিরভাগেরই পরে স্ক্যান্ডাল বের হয়েছে।
একেবারেই সত্য কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমের আবির্ভাবের ফলে জনগণের 'আইডল' হওয়াটা যতটা সহজ হয়েছে, সেইসব 'ফেক' আইডলদের পতনটাও তত দ্রুত হচ্ছে। মিল্টন সমাদ্দার কিংবা বিদ্যানন্দকে উদাহরণ হিসেবে নিতে পারেন।
সে একজন ফুড ব্লগার। তার আয়ের উৎস শুধু অনলাইন মানিটাইজেশন না হয়ে অন্য অসৎ পন্থায়ও হতে পারে।
অসম্ভব কিছু নয়। বাংলাদেশে ইউটিউব বা ফেসবুক কি হারে ভিডিও মনিটাইজেশনের টাকা দেয়-জানা নেই। তবে অল্প সময়ের মধ্যে কয়েক কোটি টাকা দিয়ে 'অডি' বা অন্য যেকোন বিলস বহুল গাড়ি কেনার জন্য সেটা যথেষ্ট হবে কি না-সন্দেহ থেকেই যায়। তবে এখানে বলে রাখি, সেই ফুড ব্লগার বাংলাদেশের কোন একটি বড় ব্যবসায়িক গ্রুপের সাথে কোলাবরেশনের মাধ্যমে একটা ইলেক্ট্রোলাইট ড্রিংক ব্র্যান্ড লঞ্চ করেছে। সেখান থেকেও হয়তো বা তার কিছু আয় হয়, নিশ্চিত নই।
এই দুই কোটি টাকায় বাবা-মায়ের ঋণের টাকাও আছে কিনা আমরা সে ব্যাপারে তো নিশ্চিত না।
হতেই পারে। ভাইরাল হওয়ার জন্য বাবার টাকায় গাড়ি কিনে তাদেরকেই সেটা 'গিফট' করার নাটক সাজানো অসম্ভব কিছু নয়।
দেশের মানুষের নৈতিকতাবোধ দিনদিন তলানিতে গিয়ে ঠেকছে
৩| ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:১০
করুণাধারা বলেছেন: ছবিতে গাড়ির সাথে তরুণ, আর বয়স্ক নারী পুরুষের ছবি দেখে প্রথমেই যার কথা মনে এসেছিল, দেখলাম তাকে নিয়েই পরমাণু গল্প! এদিক থেকে দেখলে এবার এআই সফল।
পরমাণু গল্প তিনটিই ভালো হয়েছে, শেষেরটি বিশেষ করে হয়তো শেষ দুলাইন কবিতার জন্য।
১৬ ই মে, ২০২৪ সকাল ১১:২৫
আমি তুমি আমরা বলেছেন: ছবিতে গাড়ির সাথে তরুণ, আর বয়স্ক নারী পুরুষের ছবি দেখে প্রথমেই যার কথা মনে এসেছিল, দেখলাম তাকে নিয়েই পরমাণু গল্প!
হ্যা, ভাইরাল হওয়ার জন্য এরা এত কিছু করে,তবে এভাবে আর কোনদিন ভাইরাল হতে চাইবে বলে আর মনে হয় না।
এদিক থেকে দেখলে এবার এআই সফল।
AI দিয়ে আঁকা ক্লোজআপ ছবি ভালই হয়, ল্যান্ডস্কেপ ছবিতে হাত-পা আর মুখ নিয়ে কিছু ঝামেলা হয়। তবে AI মডেলগুলো খুব দ্রুত শিখছে, হয়ত সামনে আরও ভাল হবে।
পরমাণু গল্প তিনটিই ভালো হয়েছে, শেষেরটি বিশেষ করে হয়তো শেষ দুলাইন কবিতার জন্য।
জেনে ভাল লাগল, প্রিয় ব্লগার।
ভাল থাকুন। শুভকামনা রইল।
৪| ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
কামাল১৮ বলেছেন: কার ছেলে সেটা বড় কথা না।সে কেমন সেটাই বড় কথা।
১৬ ই মে, ২০২৪ সকাল ১১:২৭
আমি তুমি আমরা বলেছেন: কার ছেলে সেটা বড় কথা না।সে কেমন সেটাই বড় কথা।
বাবা-মা যেভাবে গড়ে তুলবেন, সন্তানের সেরকম হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সুতরাং কার ছেলে, এটা ইগনোর করার কোন সুযোগ নেই।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২৪ দুপুর ১২:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো হইছে