![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(NASA/JHUAPL/SWRI)
কিছু প্রতিদ্বন্দ্বী পৃথিবীর পাথুরে পর্বতমালা যার উচ্চতা দেখে তার সম্পর্কে গ্রহবিজ্ঞানীদের কিছুটা সন্দেহ জেঁগেছে । বিশেষ করে তারা সন্দেহ করছেন এখানে পানি আছে । তারা ভাবছেন এখানে যে উঁচু মানের পর্বত দেখা যাচ্ছে তা হয়ত আইস বা বরফের পর্বত বা পাহাড় হবে । তাই তাদের সন্দেহ হচ্ছে প্লুটোর উপর জলের উপস্থিতি আছে । তারা এখন জোড়ালো ভাবে বলতে চাচ্ছেন তারা সেখানে জল আছে তার সঠিক প্রমাণ তারা পেয়েছেন । তবে এর আগেও তারা কয়েক ধাপ গভেষনায় ওখানে জল আছে বলে প্রমান করতে না পারলেও এবারই প্রথম তারা প্লুটোর উপরে জলের সন্ধান পেয়েছেন ।
এর আগে জলের খোঁজ না থাকায় এবং সম্প্রতিক সময় এর খোঁজ পাওয়ায় বা জলের আবিষ্কার হওয়ায় জলের বিষয় বা ওখানে যে বরফে আছে তার রং এবং অবস্থান সম্পর্কে কিছু প্রশ্ন করা হয় । বৃহস্পতিবার মুক্তি নাসা / JHUAPL / SWRI) প্লুটোর সর্বশেষ ছবি এবং তার পৃষ্ঠতলের হিমায়িত জল প্যাচ সম্পর্কে তথ্য প্রথম প্রকাশ করেন ।
এবং তারা প্লুটোর রহস্য ক্রমবর্ধমান তালিকা যুক্ত করেন ও ভিন্ন ভিন্ন রঙ কিংবা প্লুটো পানি বরফের বিষয়ে পাঁচ জন বিজ্ঞানীদের আশা ছিল যা তা নিচে দেখানো হয়েছে । এবং তা সাম্প্রতিক তোলা ছবি । তবে তাদের মত অনুযায়ী প্লুটোর প্রাচীনতম এবং নতুন পৃষ্ঠতল দুটোই একটি বিশেষ দৃশ্য মত ।তবে এ বিষয়ে বিজ্ঞানীরা আরো ধারণা করছেন প্লুটোর বাঁমদিকে বেশি অংশ সবচেয়ে গর্ত যা তারা পূর্বেও বলছেন ।
তবে গ্যালারির সাহায্যে বিজ্ঞানীরা মতামত দিয়েছেন ছবিতে প্লুটো পানি বরফ এবং যেমন নাইট্রোজেন, মিথেন, এবং কার্বন-ডাই-অক্সাইড আইস অন্যান্য ices, মধ্যে পার্থক্যতা এবং তা এখানে পৃথিবীর মত হলেও তবে বাস্তবে প্লুটো পানি বরফ নীল রং এর মত হওয়ার সম্ভবনা বেশি । লাল রং বা পরিষ্কার এই সম্পর্কে নাসার বিজ্ঞানীরা বেশ কিছু তথ্যও দিয়েছেন । সে ক্ষেত্রে যা বুঝা যায় সূর্য থেকেও অতিবেগুনী আলোর সঙ্গে অভিশপ্ত হয় । যা Protopapa উল্লেখ করা হয় যে tholin COLORANTS জৈব যৌগ যখন সাধারণত রঙ ও আকারে লাল হয় অণুর একটি টাইপ আছে যা প্লুটো বায়ুমণ্ডলের tholins সমৃদ্ধ । কিন্তু তার পরেও প্লুটোর পৃষ্ঠের উপর লাল সাদার সহিত মিশ্রিত পানি বরফ রয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যায় ।তবে অবশেষে নাসার বিজ্ঞানীরা মনে করেন প্লুটোর বায়ুমণ্ডলে tholins বামন গ্রহের লাল রং এর অবদান যা পৃষ্ঠের নিচে পড়ে ।এ ধরনের আরো বিভিন্ন রকমের তথ্য দিয়ে নাসার বিজ্ঞানীরা বলেন
" প্লুটোর পানি বরফ লাল তা দেখে আমরা বিষ্মিত " আর এ বিষয়ের উপরে সিলভিয়া Protopapa, একটি নতুন দিগন্ত দলের সদস্যরা একটি নাসা সংবাদ প্রকাশ করেন ।তবে সর্ব শেষ নাসার বিজ্ঞানীরা এটাও বলেছেন আমরা এখনো পানি বরফ এবং প্লুটোর পৃষ্ঠের উপর লাল tholin COLORANTS, মধ্যে সম্পর্ক পুরোপুরী বুঝতে পারছি না ।
তথ্য নাসা
এবং বিশেষ কৃতজ্ঞতা Click This Link
১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য ।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১০
সুমন কর বলেছেন: পড়ে গেলাম......