নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীকে যেমন দেখার প্রত্যাশা করি, সে প্রত্যাশার আগে নিজেকে তেমন গড়তে চাই। বিশ্বাস ও কর্মে মিল স্থাপন করতে আজীবন যুদ্ধ করতে চাই নিজের সাথেই।

হিমন

ভিন্নমত সহ্য করতে পারা এক বিরাট গুণ। সকল ভিন্নমত উদার দৃষ্টিতে দেখার চেষ্টায় আছি।

হিমন › বিস্তারিত পোস্টঃ

জিলেপির প্যাঁচ

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

আমার পেট ভরা নাকি খালি প্যাঁচ আর প্যাঁচ। এটা পরিচিত অপরিচিত প্রায় সকলের মত। অম্লশূলে একবার পেট স্ক্যান করে ডাক্তারও দেখাল ঘটনা সত্য, সেখানে প্যাঁচের অন্ত নেই। যে আমার পেটে এত প্যাঁচ সেই আমি জিলাপির প্যাঁচ দিতে পারিনা। সমাজে মুখ দেখানো দুষ্কর। মরণপণ করে নেমে গেলাম। ইউটিউবে জিলাপি নিয়ে বাক্কাস কোর্সও করলাম। এরপরও প্যাঁচটা ঠিক হয়ে উঠে না। কবি বলেছেন শতবার প্রচেষ্টা নিতে। কবির কথা ভুল প্রমাণ করে দ্বিতীয়বারেই জয়ের দেখা পেলাম।



যাদের এটি বানাবার খেমতা নাই অথচ জ্বিভখানি আমার মত লিকলিক করে তাঁদের জন্য সহজ পাঠপ্রণালীঃ

উপরকণঃ
১। এক কাপ ময়দা

২। দুই কাপ চিনি
৩। সামান্য লবণ
৪। সামান্য ফুড কালার
৫। সামান্য বেকিং পাউডার

৬। পানি পরিমাণ মত





প্রক্রিয়াঃ
ময়দায় লবণ আর বেকিং পাউডার মিশিয়ে হালকা পানি দিয়ে লাগাও ঘুটনি। এখানে পানি মেশাতে হবে খুব সাবধানে। কম হলেও সর্বনাশ, বেশি হলে তো মরণ। ময়দার মিশ্রণ বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না। এখন উপায়? উপায় নাই। দুই একবার করতে করতে এটা আয়ত্বে আসবে। মিশ্রণটি করে রেখে দিন।

এবার চিনির সিরা। একটা পাত্রে সব চিনি ও দেড় কাপ পানি (চিনি বেশি পানি কম) দিয়ে জ্বাল করতে হবে উচ্চতাপে। কিছুক্ষণের মধ্যে চিনির রস তৈরি হয়ে যাবে। এক চিমটি ফুড কালার মিশিয়ে নেড়ে নিন। আঙুল দিয়ে দেখতে হবে কতখানি রসালো হয়েছে। দুই আঙুলে রস নিয়ে আঙুলের মাঝে ইঞ্চিখানেক ফাঁক করলে এক তারের মত হলে বুঝতে হবে ঠিক আছে। এখন এই রস যদি চুলো থেকে নামিয়ে রাখেন তবে জমাট বেঁধে যাবে। চুলো খুব স্লো করে রেখে দিলে জমাট বাঁধবে না। স্পেসের সমস্যা হলে সামান্য লেবুর রস মিশিয়ে দিলে আর জমা ধরবে না। 





এবারে একটি কেচাপের বোতল, বা ছোট প্লাস্টিকের কোকের বোতলের ককের মাথা ফুটো করে, অথবা ইন্ডিয়ান (জার্মানিতে) দোকান থেকে জিলাপি বানানোর পাইপিং ব্যাগ পাওয়া যায়- যেকোন একটাতে ময়দার মিশ্রণ ঢেলে, ফ্রাইপেনে একটু বেশি করে তেল দিয়ে, মিডিয়াম আঁচে জিলেপির প্যাঁচ দিতে হবে। উল্টে পাল্টে হালকা বাদামি হলেই নামিলে সাথে সাথে চিনির সিরায় ডুবিয়ে রাখবেন ১০/১৫ সেকেন্ড। এরপর গরম গরম খেয়ে ফেলবেন। 
কেউ পারলে ছবি দেখাবেন আমাদের। দেখি কে ভাল প্যাঁচ লাগাতে পারে।


***সমাপ্ত***
জাহিদ কবীর হিমন
শত্রুশহর আখেন থেকে
৭ অক্টোবর ২০১৮ , রোববার

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

নজসু বলেছেন: ছবির জিলাপি কি আপনার নিজের হাতে বানানো?

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২২

হিমন বলেছেন: হ্যাঁ গো দাদু!

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

ফেনা বলেছেন: ভাই আমার ত বানাতে ভাল লাগে না। শুধু খেতে ভাল লাগে। আপনি বানান আর আমি খেয়ে খেয়ে সবাইকে জানাব আপনি কেমন পারেন। ভয় নেই একটা সার্টিফিকেট দিয়ে দিব। পাবলিক সার্টিফিকেট।

সুন্দর।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৩

হিমন বলেছেন: তেলে আর দেরী কেন ভাই, ডাউনলোড করে খেয়ে নিন একটা! :D

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

আরোগ্য বলেছেন: অভিনন্দন !!!

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৩

হিমন বলেছেন: ধন্যবাদ!

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: বাসায় বানানো বড় দিকদার।
দোকান থেকে কিনে আনলেই হয়।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৪

হিমন বলেছেন: আমিও তো তাই ভাবতাম। কিন্তু করতে গিয়ে দেখি হয়ে যায়। ধন্যবাদ আপনাকে।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

ওমর আল হাসান বলেছেন: আহা ..............।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৩

হিমন বলেছেন: উহু!

৬| ১৬ ই মে, ২০২১ রাত ২:৪৬

রাজীব নুর বলেছেন: এবার জিলাপি বানাতে চেষ্টা করেছি বাসায়। পারি নি। শুধু উপকরন গুলো নষ্ট হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.