নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীকে যেমন দেখার প্রত্যাশা করি, সে প্রত্যাশার আগে নিজেকে তেমন গড়তে চাই। বিশ্বাস ও কর্মে মিল স্থাপন করতে আজীবন যুদ্ধ করতে চাই নিজের সাথেই।

হিমন

ভিন্নমত সহ্য করতে পারা এক বিরাট গুণ। সকল ভিন্নমত উদার দৃষ্টিতে দেখার চেষ্টায় আছি।

হিমন › বিস্তারিত পোস্টঃ

স্বাস্থ্যমন্ত্রীকে ট্রস ট্রস বেত্রাঘাত

০১ লা মে, ২০২০ ভোর ৪:৫৯

চারিদিকে করোনা নিয়ে এত কথা-বার্তা-চাপ, তবু আজ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর মনটা বেশ ভাল। থেকে থেকে হেসে উঠছেন। বুক থেকে গলা পর্যন্ত ঢেউ খেলে যাচ্ছে। চনমনা অবস্থায় বেল টিপলেন, ঘরে ঢুকল সচিব।

মন্ত্রীঃ এসেছেন ভাল কথা কিন্তু আগেই বলে রাখি জ্ঞান দিবেন না। আপনারা দুই পাতা বিসিএস গাইড পড়ে সচিব হইছেন, কথায় কথায় এমন ভাব দেখান যেন আমরা ঠেলাগাড়ি আর আপনারা মার্সিডিস বেঞ্জের লেটেস্ট মডেল। আমরা জনগণ থেকে উঠে এসে আজ মহান নেতায় পরিণত হয়েছি। কথাটা মাথায় রাখবেন।

সচিবঃ অবশ্যই স্যার, কী যে বলেন স্যার! তা স্যারের মনটা একটু ভাল মনে হচ্ছে। ঘটনা কি? 



মন্ত্রীঃ হে হে আর বইলেন না। ওই তথ্যমন্ত্রণালয়ে আছে না একটা বলদ কি যেন নাম, হাসান না ঠাসান। বলদে আজকে মন্ত্রীপরিষদের বৈঠকে করোনা-দুর্যোগ কীভাবে বিএনপি-জামাতের ঘাড়ে চাপানো যায়, আর করোনা শেষ হলে সেটা সরকারের সাফল্য বলে কীভাবে প্রচার করা যায় তার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ ভাড়া করতে বিশেষ আর্থিক প্রণোদনার আবেদন করেছে। এটা শুনে নেত্রী তাকে সবার সামনে একশবার কান ধরে উঠবস করাইছে। নেত্রী মাঝে মাঝেই এমন টুকটাক সাজা আমাদের দেন। এর আগে সাহারা খাতুনকে হিন্দি গানের সাথে শিফন শাড়ি পড়ে ড্যান্স দিতে হইছিল। আলহামদুলিল্লাহ, আমার পালা কখনো আসেনি। আসবেও না। মুক্তিযুদ্ধের চেতনা যদি একটা মন্ত্রীর থাকে, সেটা একমাত্র আমারই আছে।

সচিবঃ অবশ্যই আছে। সেটা নিয়ে দ্বিমত করার মত একটা গাধাও এ দুনিয়াতে বেঁচে নাই আমি গ্যারান্টি দিয়া বলতে পারি স্যার। তবে স্যার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা চিঠি এসেছে। এই ধরেন।



মন্ত্রীঃ চিঠি? চিঠি কিসের? চিঠি পরে, কিন্তু আপনের সাথে আমার বোঝাপড়া আছে। সেই কবে বলেছি মাত্র ট্রাক পিপিই আর সার্জিক্যাল মাস্ক আমার শ্বশুরবাড়ি পাঠাইতে। কোন খবর নাই। স্বাস্থ্যসচিবের কাজটা কি আমাকে বুঝান?

সচিবঃ স্যার, ব্যাপক সঙ্কটে আছি। হাসপাতালগুলাতে দিয়া কুলাইতে পারি না। এছাড়া শহরের ভিআইপিদের বাসাতেও এসব সাপ্লাই করতে হচ্ছে।



মন্ত্রীঃ যা ভাবছিলাম আপনি আমার রুমে আসা মানে জ্ঞান দিবেন। পিপিই ছাড়া আমার শ্যালিকা রান্নাঘরে যেতে পারে না, এটার থেকে কি মুর্খ গরিব শ্রমিকদের হাসপাতাল আপনার থেকে বড় হয়ে গেল? রাগের ঠেলায় আপনার ম্যাডাম আজকে বাসা থেকে খাবার পাঠায় নাই। হোটেল থেকে খাবার এনে দুপুরে ইফতার করলাম। এখন চুকা ঢেঁকুর উঠতেছে।

সচিবঃ সরি স্যার। বিষয়টা দেখতেছি। 



মন্ত্রীঃ এর আগেও আপনি আমার শশুরবাড়িতে আমাকে ছোট করেছেন। ছোট শালা যেদিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের ডাক্তার সেজে হজ্বে গেল, আপনাকে বলেছিলাম মক্কার হোটেলে পনেরোদিনের জন্য একটা মাগির ব্যবস্থা করতে। করেন নাই। বউ ছাড়া এতদিন দূরদেশে থেকে হজ্বের মতো পবিত্রকাজে মন বসে? বলেন বসে? (মন্ত্রীর চেহারায় অনেক রাগ)

সচিবঃ (কিছুক্ষণ চুপ থেকে) স্যার আপনার ফ্রেঞ্চকাট দাড়ি এত সুন্দর লাগছে দেখতে! সামান্য একটু রাগ করলে মনে হয় সাক্ষ্যাৎ অমিতাভ বচ্চনের সামনে দাঁড়িয়ে আছি। কীভাবে পারেন স্যার এত স্মার্ট থাকতে?


মন্ত্রীঃ (মন্ত্রীর চেহারায় হাসি হাসি ভাব চলে আসল) হে হে হে লজ্জা দিলেন। কাভি খুশি কাভি গাম দেখার পর অমিতাভ বচ্চনের মতো দাড়ি রেখেছি। কেটে ফেলব ভেবেছিলাম। কিন্তু বাংলার বিশিষ্ট বিজ্ঞানী মওলানা ইব্রাহিম বলেছেন, দাড়ির খোঁচায় স্ত্রীলোকের যৌবন জেগে উঠে। আমি নিজে বহু মেয়েলোকের সাথে এর প্রমাণ পেয়েছি। এরপর সিদ্ধান্ত নিলাম যৌবন যতদিন, দাড়ি ততদিন।

সচিবঃ মওলানা ইব্রাহিমের তো ছাগলা দাড়ি। ওতে যৌবন জাগে কিনা কে জানে।



মন্ত্রীঃ আরেকজনের বউ নিয়া আপনের কাম নাই। আপনাকে আমার ঘর থেকে এলভিস প্রিসলির খসখসানি আর উস্তাদ রশিদ খানের ভেড়বেড়ানি ফেলে দিয়ে মমতাজ আর আশরাফ উদাসের ওই ক্যাসেটটা আনতে বলেছিলাম যেটাতে বিখ্যাত ওই গানটা আছে, নারীরা পর্দায় থাকে না, ওড়না রাখে গলায় পেঁচাইয়া শরীরটাতো ঢাকে না। এই মাইজভাণ্ডারী গানের কাছে ওই এলভিস-রশিদ তেজপাতা! কই সেই ক্যাসেট?

সচিবঃ সেদিন এক বুদ্ধিজীবীর বাসায় গিয়ে দেখলাম তিনি এলভিসের গান শুনছেন, আমি ঘরে ঢোকার পরেই টুক করে রশিদ খানের খেয়াল ছাড়লেন। ভাবলাম জ্ঞানীগুণীরা এসব শোনে তাই আপনার জন্য এনেছিলাম। সমস্যা নাই, ওই ক্যাসেট যোগাড় করা এই মুহুর্তে আমার প্রথম প্রায়োরিটি। করোনা নিয়ে একটা মিটিং আছে, সেটা ক্যানসেল করতেছি। ইউ হ্যাভ মাই ওয়ার্ড স্যার।



মন্ত্রীঃ রসময়গুপ্তের ইতিহাসভিত্তিক রোমান্টিক বইগুলাও আমার টেবিলে চাই।

সচিবঃ কি? জি জি অবশ্যই! অবশ্যই! আমার তো ঘুমই হয়না এই সাহিত্যের দুটি পাতা না পড়লে।



মন্ত্রীঃ প্রাইমমিনিস্টারের অসিফ থেকে আসা চিঠিটা খুলে দেখেন তো জরুরী তলব কিনা!

সচিবঃ জি স্যার আমি চিঠি পড়েই আপনার সাথে দেখা করতে এসেছি। ঘটনা সুবিধার না। 



মন্ত্রীঃ কেন কেন?

সচিবঃ মন্ত্রীসভার আগামী বৈঠকে আপনাকে ট্রস ট্রস করে বেত্রাঘাত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। 



মন্ত্রীঃ কি বলেন এসব? হঠাৎ নেত্রী ক্ষেপে গেলেন কেন?

সচিবঃ আপনি ইদানীং মিডিয়ায় করোনা নিয়ে কথা বলেন অথচ আপনার পিছনে বঙ্গবন্ধুর ছবি থাকে না। এই হল অপরাধ।

মন্ত্রীঃ ট্রস ট্রস শব্দটা কি সত্যি লিখেছে?

সচিবঃ জি লিখেছে, বোল্ড করা।



মন্ত্রীঃ বেত্রাঘাত কি মন্ত্রীসভার বাইরে আর কেউ জানবে?

সচিবঃ নেত্রীর নির্দেশে বেত্রাঘাতের দৃশ্য সব টিভি চ্যানেলে লাইভ প্রচার করা হবে। আর বলা হবে করোনায় ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে বেত্রাঘাত করা হল। জরিপে দেখা গেছে এতে সরকারের ভাবমুর্তি উজ্জ্বল হবে।




মন্ত্রী অবাক হয়ে গেলেন, তিনি ঘেমে যেতে থাকলেন। বললেন, দ্রুত ডাক্তারকে আসতে বলুন, প্রেশারটা বেড়ে গেল মনে হচ্ছে।

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ ভোর ৫:৩৮

নেওয়াজ আলি বলেছেন: কতটা দিতে হবে বেত্রাঘাত বললে ভালো হতো। তারপর জিলাপী খেতে দিতে হবে।

০১ লা মে, ২০২০ রাত ৮:০৫

হিমন বলেছেন: মানী লোকের মান যাওয়া দিয়ে কথা, বেত্রাঘাত তাদের জন্য একটা যা, একশটাও তাই। জিলাপি পাইলে আমার কথা ভুলে যাইয়েন না আলি সাহেব

২| ০১ লা মে, ২০২০ সকাল ৮:৫০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি কি বাংলাদেশে থেকে লিখছেন নাকি দেশের বাইরে থেকে।একটু সাবধানে লিখবেন।মিথ্যা লিখার জন্য আইনের
গেড়াকলে পড়েযেতে পারেন।

০১ লা মে, ২০২০ রাত ৮:০৪

হিমন বলেছেন: কি বলেন ভাই আমি পাগল নাকি দেশে বসে লিখব। বার্লিন থেকে নিরাপদে লিখছি। :D

৩| ০১ লা মে, ২০২০ সকাল ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন রসবোধ । কিন্তু সমস্যা হইলো কাগুর চোখে পড়লে না আবার পর্ণ সাইটের লিস্টে ঢুকায়া দেয়!
মাৎসানায়ের দেশে সত্য বলা যে মহাপাপ। রম্য করা তারচে খারাপ ;)

রম্যেই হোক প্রতিবাদ।

৩২, ৫৭র দেশে রম্যের বেশে
বাক-স্বাধীনতাহীনতার দেশে
রম্যেই উঠুক না হয়একটু হেসে
তাতেও যদি জাগে অবশেষে!!!

০১ লা মে, ২০২০ রাত ৮:০৩

হিমন বলেছেন: খুব ভাল বলেছেন :D
কাগুর অনেক কাজ, এসব তার দেখার সময় হবে না

৪| ০১ লা মে, ২০২০ দুপুর ১২:১৭

সাইন বোর্ড বলেছেন: অসাধারন রসবোধ আপনার, পড়ে খুব পুলকিত হলাম । কিন্তু সমস্যা হলো এ বটিকা অনেকের পেটেই বদ হজমের কারণ হয়ে দাঁড়াবে ।

০১ লা মে, ২০২০ রাত ৮:০৩

হিমন বলেছেন: আপনি পুলকিত হয়েছেন তাই আমিও হলাম। তবে যার যার হজমের সমস্যা সেটা তাদেরই সমাধান করতে হবে। যে জিনিস তাঁরা খেলে বদহজম হয়, সেই জিনিস থেকে দূরে থাকা নিজ নিজ দায়িত্ব।

৫| ০১ লা মে, ২০২০ দুপুর ১২:২৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: কতটা দিতে হবে বেত্রাঘাত বললে ভালো হতো। তারপর জিলাপী খেতে দিতে হবে।

এক্কেবারে একমত, কিন্তু, জিলাপির ভাগ আমিও চাই B-)) =p~

০১ লা মে, ২০২০ রাত ৮:০১

হিমন বলেছেন: মানী লোকের মান যাওয়া দিয়ে কথা, বেত্রাঘাত তাদের জন্য একটা যা, একশটাও তাই। জিলাপি পাইলে আমার কথা ভুলে যাইয়েন না খাদেম সাহেব

৬| ০১ লা মে, ২০২০ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: সবাই ই দায়ী। তাহলে বেত্রাঘাত সবাইকেই খেতে হবে।

০১ লা মে, ২০২০ রাত ৮:০০

হিমন বলেছেন: ধন্যবাদ। সত্যিই সবাই দায়ী তবে যাদের সিদ্ধান্তে বড় পরিবর্তন আনা সম্ভব তাঁরা একটু বেশিই দায়ী

৭| ০১ লা মে, ২০২০ দুপুর ২:১৩

সোনালি কাবিন বলেছেন: :-B

৮| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:০০

মা.হাসান বলেছেন: অসাধারণ। :)

৯| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর লিখেছেন স্যার পাঠে মুগ্ধ হলাম
সুস্থ থাকুন, সুস্থ রাখুন সবাইকে
সপরিবারে সুস্থ ও রোগমুক্ত জীবনযাপন করুন
জয়গুরু

০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

হিমন বলেছেন: ধন্যবাদ :)

১০| ০১ লা মে, ২০২০ রাত ৮:০৪

রাশিয়া বলেছেন: চাঁদগাজী নামের নামের অসভ্য শুয়োরটা ব্লগের সুস্থ সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে রিপোর্ট করুন।

https://www.somewhereinblog.net/blog/polatokmurg/30297304

১১| ০১ লা মে, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: মন হয় লেখাটা কিছুটা এডিট করেছেন।

০২ রা মে, ২০২০ রাত ১১:৪২

হিমন বলেছেন: করেছি। ট্রস ট্রস শব্দটা বেশি কড়া লাগে :D

১২| ০২ রা মে, ২০২০ রাত ১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তথ্য প্রযুক্তি আ্ইনে মামলা হবার জোর সম্ভবনা আছে।
আন্তর্জালে কি আপনাকে ধরা যাবে? নাকি সেফুদার মতো
নিরাপদে থাকতে পারবেন?

০৩ রা মে, ২০২০ রাত ১২:০৫

হিমন বলেছেন: দেশি থাকিনা, এই জন্যেই সাহস করতে লিখতে আপ্রলাম। দেশে থাকলে কি পারতাম নাকি!

১৩| ০২ রা মে, ২০২০ রাত ৩:২০

মুহাম্মদ আরিফ হোসেন বলেছেন: ভালো রসবোধ , এক্কেবারে টইটম্বুর , চালিয়ে যান । সকাল হওয়ার জন্য তো কাউকে তো জাগতেই হবে। না হোক কাছের কেউ ,আলো আসবেই সেই আলোতে আলোকিত সকালের প্রত্যাশায় ।

০৩ রা মে, ২০২০ রাত ১২:০৭

হিমন বলেছেন: অনেক ধন্যবাদ আরিফ ভাই। আমিও সেই সকালের প্রত্যাশায় রয়েছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.