নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলি, সত্যের পথে চলি।

জাতির জামাই

সত্যবাদী একজন মানুষ আমি।

জাতির জামাই › বিস্তারিত পোস্টঃ

এক হারেই সকলের মা বাপ উদ্ধার

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

এক হারেই সকলের মা বাপ উদ্ধার করে নিলো বাংলাদেশের ক্রিকেট পাগল আম জনতার একটি বড় অংশ । এক ম্যাচ হারলেই যদি সমর্থন বদলাবে তবে সমর্থন করলেই বা কেন? আমি মনে করি এমন সুবিধাবাদী মতপরিবর্তনশীল দর্শকের চেয়ে কিছু সাধারণ সমর্থকই ভালো। যারা হারলে বা জিতলে সবসময়ই দলের পাশে থেকে দলকে সমর্থন যোগাবে। হারের পর খেলোয়াড়দের মা-বাপ উদ্ধার নয় বরং তাদের ভুল গুলো ধরিয়ে দিবে এবং পূর্ন সমর্থন দিয়ে দলকে আরও উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে। ক্রিকেট হার জীতের খেলা। দল এক ম্যাচ হারতেই পারে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে।
এদেশের কিছু ক্রিকেট সমর্থক (বলতে ঘৃণা হচ্ছে) এতোটাই নিছু মনের হবে তা আমি কখনো ভাবিনি। ওরা মানুষ না, পশুর চেয়েও নিকৃষ্ট। যে সৌম্য ৪/৫ ম্যাচ ভালো খেলার পর তাকে নিয়ে কত কথা আর জয়গান হল। আজ ৪/৫ ম্যাচ খারাপ খেলার পর তার ধর্ম তুলেও গালি দিতে দ্বিধা বোধ করছে না ওরা (ছি ছি ছি...)। দলের ভরসামান খেলোয়াড় মুশফিককেও আজ হতে হচ্ছে লাঞ্ছিত। সাকিবের কথা আর কিবা বলব। দেশের দর্শকদের বড় একটা অংশ সাকিবকে দেখতে পারে না। এর কারণটা আমি আজ অবদি বুঝতে পারিনি। আইসিসির বোর্ডে সাকিবের কোন মামা চাচা আছে বলে আমার জানা নেই (থাকলে দয়া করে জানাবেন) । বিনা পারফর্মে কেউ তো আর বার বার বিশ্বসেরা হতে পারে না। তাহলে কেনো দর্শকদের একটা (নিকৃষ্টতম) অংশ তাকে সেরা একাদশে না রাখার কথা বলে? খেয়াল করে দেখবেন যারা এসব কথা বলে তাদের সাথে ক্রিকেটের তেমন সম্পৃক্ততা নেই। আল-আমিন ২/১ ম্যাচে খারাপ খেলায় ফেসবুকসহ বিভিন্ন ব্লগে লেখা লেখি হচ্ছে তাকে সামনের ২ ম্যাচে না রাখার জন্য। অথচ কিছুদিন আগে যখন এই আল-আমিন ওভারে ওভারে ব্রেকথ্রু দিচ্ছিল তখন সবাইতো ঠিকই নেচেছিলো। তবে আজ কেনো এই সমর্থনের পরিবর্তন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.