নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

আহমদ ছফা আমাকে দিয়ে পান আনাতেন

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৬

আজিজে তাঁর দোকানের মতো ছোট্ট একটা বসার যায়গা ছিলো। সে যায়গাটায় এখন গেঞ্জির দোকান, আবার মাটির টেরাকোটাও পাওয়া যায়। যায়গাটা ছিলো খুব জরাজীর্ণ নোংরা আর অগোছালো।

আমি তাঁর ওখানে প্রায় প্রতিদিন বিকেলে যেতাম, তিনি সব সময় পান খেতেন। পানের পিকে তাঁর ঠোঁট সব সময় লাল হয়ে থাকতো। পানের গন্ধে আমার মাথা ঘুরে যেত যখন তখন শ্রাবণের (তখনো রবীন আহসানের সাথে আমার পরিচয় হয়নি) সামনের বারান্দায় যেয়ে দাঁড়াতাম। আমার কাছে মনে হতো তখন আজিজে ভুত থাকে। প্রায় সব দোকানের সাঁটার লাগানো থাকতো। ছফা এত বড় লেখক বা তিনি একদিন এত বিখ্যাত হয়ে উঠবেন তা আমি জানতাম না। আমি তাঁর লেখার কিছু পাতা দেখে দিতাম। একবার একটা বানান ভুল ছিলো আমি তা ধরতে পারিনি এজন্য ছফা ভাই আমাকে বিচ্ছিরী ভাবে একটা গালি দিয়ে বললেন, তোদের দিয়ে নুম্বাও (নুম্বা মানে কি আমি তা তখন জানি না) হবে না। তাঁর মুখ খারাপ ছিলো, রাগলে তিনি কেমন যেন হয়ে যেতেন তাই আমি তর্কে যেতাম না। তাকে শ্রদ্ধা করতাম খুব। একবার কবি সমুদ্র গুপ্ত এলেন তাঁর দোকানে, ছফা ভাই আমাকে বললেন, সমুদ্র আইসে তুই এখন বাইর হয়া যা। আমি যাচ্ছি না দেখে তিনি আমাকে গাধা ছাওয়াল বলে গালি দিলেন। তাঁর হঠাত হঠাত বলে ওঠা গম্ভীর কথাগুলো শুনে ৫০% বুঝতাম আর বাকিটা মাথার উপরে দিয়ে চলে যেত। গেঞ্জির দোকান তখনো আজীজে এত জনপ্রিয় হয়ে উঠেনি, ২ টা কি ৩ টা দোকান বসেছে মাত্র। কবি Shahidullah Sirajee ওখানে প্রায়শই,আসতেন, আমার সাথে সিরাজী ভাই খুব ইয়ার্কি করতেন (এখনো করেন) আর আমাকে তিনি ‘কাউয়া লাকী’ বলে ক্ষ্যাপাতেন, মাঝে মাঝে আমাকে দৌড়ানিও দিতেন। দাদা (আহমদ ছফা) বলতেন, পান নিয়া আয়। আমি বিরক্ত হলেও তাকে পান এনে খাওয়াতাম। অনেক বছর এভাবে তাকে পান এনে খাইয়েছি। তাঁর পানের বক্সে সব সময়ই পান থাকতো কিন্তু তিনি আমাকে দিয়ে পান আনাতেন কেন? এই একটা প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। তাকে নিয়ে এরকম অনেক অস্পষ্ট স্মৃতি আমার আছে তা কোনো একদিন এক গ্রন্থে লিখে রেখে যাব। আজ আহমদ ছফার মৃত্যু বার্ষিকী। তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাঁর মতো বড় মাপের লেখক বাংলাদেশে আর জন্মাবে না।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


মুলত: তিনি কিসের উপর লিখেছেন?

২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


আজিজ (মনে হয় কোন ধরণের মার্কেট) কোথায় অবস্হিত?

৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসার প্রকাশ একজন লেখকের জন্য, ভালো লাগলো

৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি ভাগ্যবান! উনার গাভী বিত্তান্ত পড়েছি! ব্যঙ্গ রচনায় পারদর্শিতা উনার হাত ধরে!

৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১৮

রাকু হাসান বলেছেন: জানলাম ...ব্যক্তিগত তথ্য ,ধন্যবাদ আপনাকে ।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ ভোর ৬:১৫

নস্টালজিক বলেছেন: ছফার লেখা পড়া শুরু করেছি বছর সাতেক হবে। ছফার লেখা আর ক্ষ্যাপাটে মানুষ ছফা-দুটোতেই ঘোর লেগে গেছে।

৭| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: জানলাম।

৮| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৮

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: :) আহমদ ছফাকে শ্রদ্ধা

৯| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৩

আরণ্যক রাখাল বলেছেন: তার লেখা পড়ে তাকে একজন হিপোক্রেট মনে হয়ে বরাবর।
প্রচন্ড ওভাররেটেড একজন লেখক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.