নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট রাজপুত্র

আ মা র আ মি

যীশূ

একজন সহজ মানুষ থাকার চেষ্টা। সহজ হয়ত সরল নয়। বোকাও নয়।

যীশূ › বিস্তারিত পোস্টঃ

বাংলা পরীক্ষার সময় আমরা যেন এখন ইংরেজি না পড়ি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

শাহবাগ আন্দোলন নিয়ে ফেসবুকে দারুন একটা পোস্ট দেখেছিলাম। সহজ প্রশ্নের সহজ উত্তর। রাজাকারের ফাঁসির দাবীর পাশাপাশি আরও বেশ কিছু দাবী প্রসঙ্গে বলা হয়েছিলো, আমরা এখন রাজাকারদের ফাঁসির দাবী করছি, এখন আপাতত অন্য দাবীর বিষয়ে কথা না, অন্যদাবীগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা বাংলা পরীক্ষার সময় বাংলা পরীক্ষার প্রস্তুতি নেবো, ইংরেজির না। আন্দোলনটাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সবার মধ্যে এই মনেভাবটা নিয়ে আসার উদ্দেশ্যে পোস্টটা খুব দারুন মনেহয়েছে আমার।



কিন্তু ব্লগার রাজীব (থাবা বাবা) নিহত হবার পর, আমি দেখলাম আমরা বাংলা পরীক্ষার সময় ইংরেজি পড়া শুরু করেছি। আন্দোলনের মূল বিষয় রেখে সে নাস্তিক ছিলো কি না, তার জানাযা পড়া জায়েজ কি না, তার জন্য আলাদা কর্মসূচি পালন করা উচিত কি উচিত না এগুলো নিয়ে বেশি কথা হচ্ছে।



জামাত-শিবির ঠিক এটাই চাচ্ছিলো বলে আমার মনেহয়। এই আন্দোলনটাকে বিভক্ত করার জন্য তারা এমন একটা ঘটনা ঘটালো যেটা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে বিভেদ তৈরি হবার উপক্রম এখন। আর আমরা তাদের তৈরি ফাঁদেই পা দিচ্ছি।



আমি আন্দোলনকারী সবার উদ্দেশ্যে বলছি, আমরা যেন আমাদের দাবীগুলো নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি সেভাবে আন্দোলনটাকে পরিচালিত করুন। যারা রাজীবের নাস্তিকতা নিয়ে বিরূপ, তাদের বলছি, সে কেমন মানুষ ছিলো তা বিবেচনায় না এনে সে আমাদের সহযোদ্ধা ছিলো সে পরিচয়ে তাকে চিনুন। এ প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁরা সবাই আস্তিক ছিলেন তা কিন্তু না। কিন্তু তাঁদের সকলের শহীদ পরিচয়টাই আমাদের কাছে তাঁদের আসল পরিচয়।



আর আন্দোলন পরিচালনাকারী সহযোদ্ধাদের বলছি, এমন কোন কর্মসূচী দিবেন না যেটা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে কোন বিভেদ তৈরী হয়। আমাদের মূল লক্ষ্য অর্জনটাই মূল বিষয়, লক্ষ্য অর্জন করতে পারলে সেটাই হবে রাজীবের জন্য সবচেয়ে সম্মানের। এ বিষয়ে আপনাদের আরও সুচিন্তিত পদক্ষেপ আশা করি।




সবার শেষে আবার ঐ একই কথা, আমরা যেন বাংলা পরীক্ষার সময় বাংলাই পড়ি। আমাদের মূল দাবীগুলো আদায়ের জন্য এক লক্ষ্যে সবাই মিলে যেন কাজ করে যেতে পারি।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

বাংলার এয়ানা বলেছেন: বাংলা পরিক্ষার পর আর কোন পরিক্ষা হবে কি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

যীশূ বলেছেন: যদি বাংলা পরীক্ষাটা ঠিক মতো দিতে পারি তবে অবশ্যই তারপর আমরা অন্য পরীক্ষাও দেয়ার আশা করতে পারি।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

ল্যাপটপ কম্পিউটার বলেছেন: দারুন বলেছেন ঃ কিন্তু ব্লগার রাজীব (থাবা বাবা) নিহত হবার পর, আমি দেখলাম আমরা বাংলা পরীক্ষার সময় আমরা ইংরেজি পড়া শুরু করেছি।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

সরলপাঠ বলেছেন: যীশুদাকে বলছি - আমরা কারো কাছে পরীক্ষা দিচ্ছিনা, আমরা পরীক্ষদিচ্ছি নিজের সাথে। প্রশ্ন বাংলা কি ইংরেজী, এক সাথে একবিষয় না কয়েক বিষয়ের পরীক্ষা দিব তা আমরাই ঠিক করব। কেউ যখন এই কথা বলে তোমদের দাবী শুধু এক দাবীতেই রাখ, তখন মনে হয় আন্দোলন নয় আমরা কারো ভাড়ায় খাটছি, দাবার গুটি হয়ে।

যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই,
বিশ্বজিৎ হত্যার বিচার চাই,
থাবার হত্যাকারীদের ফাঁসি চাই,
দূনীতি, অনাচার মুক্ত দেশ চাই
সাগর-রুনি হত্যার বিচার চাই
রাজাকারদের বিচার চাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

যীশূ বলেছেন: এক সাথে একবিষয় না কয়েক বিষয়ের পরীক্ষা দিব তা আমরাই ঠিক করব।
___________________________________________

হ্যাঁ, আমরা কিন্তু তাই করছি। আমরাই ঠিক করেছি এখন আমরা রাজাকারদের ফাঁসির দাবী নিয়ে কথা বলব। প্রজন্ম চত্বরের সবাই মিলে কিন্তু এই দাবীটা নিয়েই আন্দোলন করছে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

আহলান বলেছেন: সহজ প্রশ্নের সহজ উত্তরটা বেশ যুতসইই বলা যায়। আমরা বাংলা পরীক্ষার সময় যেনো ইংরেজী না পড়ি। কিন্তু আমরা স্কুল কলেজে লেখা পড়া করা সবাই জানি যদি কেউ বাংলা পরীক্ষাতে অংশগ্রহণ করে আর কোন পরীক্ষায় অংশগ্রহণ না করে, তবে তাকে ফেল্টুস বলেই ধরা হয়। তাকে আর পরবর্তি ক্লাসে ওঠার সুযোগ দেয়া হয় না। বাংলা ইংরেজী গণীত সহ সব সাবজেক্টেই একজন ছাত্রকে ন্যুনতম পাশ মার্ক অর্জন করতে হয়। আমার খুশি মতো শুধু বাংলাতে পরীক্ষা দিলেই হবে না ..... আরেকটি বিষয় হলো আপনি ভুল উত্তর দিলেন, শিক্ষক আপনাকে নাম্বার দিলো না, আরেকজনও ঠিক সেই ভুলটি করলো, কিন্তু শিক্ষক তাকে ফুল নাম্বার দিলো, এতে আপনি কি রাগ হবেন না? অবশ্যই হবেন। ঠিক তেমনি নিজামী সাঈদীর সাথে আরো অনেক রাজাকার আছেন, যারা গায়ে লীগের তকমা লাগিয়ে বসে আছে, সরকার তাদের কিছুই বলছে না ... এই বৈষম্য ন্যয়পরতাকে ব্যহত করছে ...ব্যহত করবে .....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

যীশূ বলেছেন: যদি বাংলা পরীক্ষাটা ঠিক মতো দিতে পারি তবে অবশ্যই তারপর আমরা অন্য পরীক্ষাও দেয়ার আশা করতে পারি।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

মুণণা বলেছেন: আবার সেই পুরান পেচাল, ১ টা পরিক্ষায় পাস করলে যে তাকে পাস বলে না সেটা বুঝতে চান না কেন? এখন সময় পড়াশুনা করা সব সাবজেক্ট এর উপর ই। তাই সব পরিক্ষায় পাস করে পাস করুন। একটা তে পাস করলে তাকে ফেল ই বলে পাস না. বুদ্ধিমান হলে বুজবেন র বোকা হলে ১ টা সাবজেক্ট নিয়া ই থাকবেন। now your choice what to do??

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

যীশূ বলেছেন: বুদ্ধিমান মানুষরা বাংলা পরীক্ষার সময় ইংরেজি পড়ে না। এবার আপনিই বুইঝা লন।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

অহনা অনন্যা বলেছেন: আমি আন্দোলনকারী সবার উদ্দেশ্যে বলছি, আমরা যেন আমাদের দাবীগুলো নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি সেভাবে আন্দোলনটাকে পরিচালিত করুন। যারা রাজীবের নাস্তিকতা নিয়ে বিরূপ, তাদের বলছি, সে কেমন মানুষ ছিলো তা বিবেচনায় না এনে সে আমাদের সহযোদ্ধা ছিলো সে পরিচয়ে তাকে চিনুন। এ প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁরা সবাই আস্তিক ছিলেন তা কিন্তু না। কিন্তু তাঁদের সকলের শহীদ পরিচয়টাই আমাদের কাছে তাঁদের আসল পরিচয়।

আর আন্দোলন পরিচালনাকারী সহযোদ্ধাদের বলছি, এমন কোন কর্মসূচী দিবেন না যেটা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে কোন বিভেদ তৈরী হয়। আমাদের মূল লক্ষ্য অর্জনটাই মূল বিষয়

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

মুণণা বলেছেন: আহলান ১০০ % সহমত. যে কারণ এ জামাত এর রাজনীতি বাদ দিতে চাই আমরা ঠিক এক ই কারণ ধরলে আমাদের সব রাজনৈতিক দল কে বাদ দিতে হবে. এখনো আমরা রাইট ট্রাক এ নাই. আমাদের আন্দোলন টা করতে হবে দেশ এর জন্য।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

মুণণা বলেছেন: অন্ধ রাজনীতি র বিশ্বাস থেকে বের হে আসেন ভাই. যুদ্ধ অপরাধীর গুলা সহবাগ এ নিয়ে এসে গুলি করে মেরে ফেললে আমি অন্নেক্ খুশি হতাম, যে কয় জন রাজাকার জামাত আছে ওদের ধরে আন্দোলন করতেসে সবাই। এই রাজনীতি টা কেন বুজতে চান না। রাজাকার লিস্ট ধরে টান দিলে সব পার্টি র সব বড় বড় লোক জন চলে আসবে। রাজনীতি করার জন্য ই রাজনীতি হচ্ছে। এভাবে সব কিসু তে ই রাজনীতি চলসে। জনগণ জেগেসে জাগুক, সব রাজাকার গুলো ধরে এনে ফাসি দিক। আমি চাই সেটা ই হোক। তাই বাংলা ইংলিশ এই সব তর্কে না গিয়া আমরা আসল কাজ করি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

যীশূ বলেছেন: আপনে দয়া কইরা ত্যানা প্যাচানো বন্ধ করেন

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---

আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় দাবা-পাশা খেলার গুটির চাল। আমরা বিচার চাই আর অরা নানা দিকে দৃষ্টি ঘোরায়- গাঁজা, গান বাজনা, নাস্তিকতা, সাগর রুনী, ছাত্রলীগ, ধর্মীয় অবমাননা, বিশ্বজিৎ, চাউলের দাম, সীমান্ত, 'আর সব'যুদ্ধাপরাধী... এখনো আজো একাত্তুরেও।

রাজীব থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ, এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয়, গৃহযুদ্ধের ঘোষণা দেয় আর একাত্তরের খুনীদের রক্ষা করতে প্রতিদিন আটশো কোটি টাকা গচ্চা দেয় হরতাল দিয়ে সেই জামাতির বিচার চাইতে গিয়ে।

রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তার যা বিশ্বাসই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।

বাংলার মানুষ, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল। বাংলাদেশ সবার দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-নাস্তিক-বাংগালী-চাকমা-মারমা সবাই একাত্তুরে খুন হয়েছে পাকিস্তানিদের হাতে। মনে রেখ, তোমার শত্রু তোমাকে চেনে বাংগালী বাংলাদেশী হিসাবে, কিন্তু মুখে বলে, নাস্তিক-আওয়ামী-শাহবাগী

কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ঠিকই তো করসে, ওই পোলা সিগারেট খায় জিন্সের পেন্ট পড়ে।
এক পলকে একাত্তর---এভাবে দেখাও---এবং এভাবে---পাকিস্তানে উল্লাস---চাই সতর্কতা,---ইনডাইরেক্টলি,---ভিন্নখাত

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

মুণণা বলেছেন: কপি পেস্ট বাদ দিয়া সাবজেক্টিভ উত্তর দেন.

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

যীশূ বলেছেন: আপনি দাবীগুলো দেখছেন? সেখানে সব রাজাকারের বিচারের দাবী করা হইছে, সব। যেগুলারে অলরেডি চিহ্ণিত করা গেছে আগে সেইগুলারে ঝুলাইতে হবে, তারপর বাকি গুলারেও ধরা হবে। চিন্তা কইরেন না।

আর দয়া কইরা ত্যানা প্যাচাইয়েন না। সহজ জিনিস সহজ ভাবে বোঝেন, না বুঝলে দূরে গিয়া মরেন।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

হ্যারিয়ার টু বলেছেন: ওদের কথায় বোঝা যায় "আন্দোলনে আমাদের কিছু দলীয় এজেন্ডা যোগ করা হলে আমরা ভেবে দেখতে পারি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

যীশূ বলেছেন: ওদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: মুণণা বলেছেন: আবার সেই পুরান পেচাল, ১ টা পরিক্ষায় পাস করলে যে তাকে পাস বলে না সেটা বুঝতে চান না কেন? এখন সময় পড়াশুনা করা সব সাবজেক্ট এর উপর ই। তাই সব পরিক্ষায় পাস করে পাস করুন। একটা তে পাস করলে তাকে ফেল ই বলে পাস না.

// একটা পরীক্ষা পাস করার সাথে পুরো পরীক্ষা পাস না ফেল সেইটা পরীক্ষা পদ্ধতির উপ্রে নির্ভর করে।

এখন আপ্নে আগে ক্লাস ওয়ান এর পরীক্ষা দেন না এস এস সি আগে দেন?
জন্মের পাপ মুক্তি আগে না যৌবনের দুরাচার দমন আগে?

অন্য সব দাবী যৌক্তিক, সেইগুলা নিয়েও আন্দোলন হওয়া দরকার, কিন্তু সেইগুলো কোন মুভমেন্ট ধারন না করলে কিন্তু তারে খারিজ করার কোন জায়গা নেই। অন্য দলে রাজাকার আছে বলে জামাতের রাজাকারদের বিচার চাইলে দোষ হবে? জামাতের রাজাকারদের বিচার আম্লীগ করতেসে, জনতা সাথে আছে, অন্য দলরাও আম্লীগের রাজাকারদের বিচার করুক, জনতা একইভাবে সাথে থাকবে।

সব দাবীকে একই আন্দোলনকে ধারন করতে হবে এই কথা কোথায় লিখা আছে? তাইলে তো ইভটিজিং বিরোধী আন্দোলনের কোন মুল্য নাই, যে দেশে ধর্ষনের বিচার হয়না, সেই দেশে একই যুক্তিতে কোন ইভ টিজিং এর প্রতিবাদ করা যাবেনা। দেশ দুর্নিতিতে চ্যাম্পিয়ন, তাইলে সব দুর্নীতি দমন না করে কোন ঘুষখোরের বিচার করা যাবে না? তাইলে তো এই যুক্তিতে কোন খুনীকে বিচার করা যাবেনা, সে বলবে 'আমি খুন করসি কি করিনাই সেইটা কোন কথা না। আমার আগেও অনেকে খুন কইরা শাস্তি পাওয়াইনাই, তো আমারেও যাবে না! পাশের গ্রামের মফিজের খুন হইল, তাঁর বিচার তোমরা করতে পারলানা, এখন আমি খুন করলে আমার বিচার কোন যুক্তিতে কর?'

এক গ্রামের চোর ধরতে গেলে যদি সেই গ্রামের চোরেরা এই বলে যে অন্য গ্রামেও চোর আছে, ওদের না ধরলে আমাদের ধরতে পারবানা। এইটা কোন কথা হল??? কোন পাপীর আত্মপক্ষ সমর্থন এইটা হতে পারে না যে আরেকজনেও এই পাপ করসে।

মনে হইতাসে কোনদিন ছাগলের গুষ্টি চিল্লাই উঠবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব যুদ্ধাপরাধীর বিচার করা না গেলে জামাতী বাবাদের টাও করা যাবে না!!!!!

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

আহলান বলেছেন: অন্য গ্রামের চোর না, একই গ্রামের সব চোরকে না ধরে বেছে বেছে চোর ধরলে এমন কথা উঠবেই। দেশে আর মানুষ ছিলো না যে বেছে বেছে নুরু রাজাকারের ছেলের সাথেই পুতুলের বিয়ে দিতে হলো? মখা কি ছিলো? আশিকুর কি ছিলো? মুসা বিন শমশের কার শ্বশুর? মানুষ কম বেশী সবই বুঝে .... এখন যেটা চলছে সেটা একটা গেম ... আমাদের সেন্টিমেন্ট নিয়ে চরম পুলকিত গেম .... @ৎৎৎ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

যীশূ বলেছেন: ইংরেজি পড়া শুরু করছেন

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অন্য গ্রামের চোর না, একই গ্রামের সব চোরকে না ধরে বেছে বেছে চোর ধরলে এমন কথা উঠবেই। দেশে আর মানুষ ছিলো না যে বেছে বেছে নুরু রাজাকারের ছেলের সাথেই পুতুলের বিয়ে দিতে হলো? মখা কি ছিলো? আশিকুর কি ছিলো? মুসা বিন শমশের কার শ্বশুর? মানুষ কম বেশী সবই বুঝে ....

//

আম্লিগের রাজাকারদের বিচার জামাত চাইতেসে না ক্যান? জামাতীগুলারে তথ্যপ্রমান সহ বিচার করা হইসে, (আমি ট্রাইবুনালের বিচার না, জনতার বিচারের কথা বলছি )। বাংলায় তারা চিহ্নিত রাজাকার। জামাতিগুলা যে রাজাকার ছিল,যুদ্ধপরাধী ছিল, এইটা এতটাই পরিস্কার যে দেশব্যাপী ছড়ানো ওদের পাকি জারজরাও সেইটা অস্বীকার করতে পারেনা। এই জন্য বিচার এড়ানোর জন্য নিজেকে নির্দোষ দাবী না করে যদি বলে যে অন্যে দলেও রাজাকার আসে, ওদের বিচার আমাদের সাথে না করলে খেলুম না!!!!!!

এইবেলা নিজামীরা ঝুলুক, ট্রাইবুনাল চালু রাখেন, ক্ষমতা পরিবর্তন হলে আম্লিগের গুলার কইরেন, জনতা সাথে থাকবে, রাজী আছেন?

আর না হইলে শাহবাগ থিকা যেমন লক্ষ মানুষ একত্রে জামাতী রাজাকারের ফাঁসি চাইসে, মগবাজারেও এওরাম একটা কিছু কইরা দেখান হোক, আম্লিগের রাজাকারদের ফাঁসির দাবিতে।

জনতা তখন শাহবাগ দিয়ে ফেরার পথে মগবাজার ঘুরে যাবে ।

আর শেষ একটা কথা হচ্ছে অপরাধীর রক্ষাকবচ,আত্মপক্ষ কখনও এইটা হইতে পারে না যে এই অপরাধ আরেকজন করসে।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

আহলান বলেছেন: এভাবে বার বার সরকার পরিবর্তন করে বিভিন্ন দলে থাকা রাজাকারদের বিচার করবেন? বুদ্ধিটা খারাপ দেন নাই। আমরা এসব নিয়েই থাকি আর কি .... মাঝে দিয়ে আমরা যদি কেউ বিশ্বজিৎ হয়া যাই সেই বিচার কবে কে চাবে ? আরো ৪২ বছর পর ? বেটার হয় যাদের বিরুদ্ধে রাজাকার হিসাবে অভিযোগ আছে (সে যে দলেই থাকুক) সবগুলারে এক রশি তে বাইন্ধা ঝুলায়া দেয়া .... বার বার এক ইস্যু নিয়ে আন্দোলন জমবে না ...সবারই ধৈর্যের সীমা আছে ....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

যীশূ বলেছেন: বাংলার মানুষ কাওরে ছাড়বে না। এই আন্দোলনের দাবীতে এই বিচার চালায়া যাওয়ার দাবী আছে শেষ রাজাকারটার বিচার না হওয়া পর্যন্ত। এখন যেগুলারে ধরা হইছে সেগুলার বিচারটা শেষ কইরা লই। তারপার বাকিগুলারেও ধরা হবে।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: বেটার হয় যাদের বিরুদ্ধে রাজাকার হিসাবে অভিযোগ আছে (সে যে দলেই থাকুক) সবগুলারে এক রশি তে বাইন্ধা ঝুলায়া দেয়া --সহমত।
কিন্তু সবকইটারে এক দড়ি না দিতে পারলে সেইটা 'বেটার' না হলেও খারিজ করার কিন্তু যুক্তি নেই।

মাঝে দিয়ে আমরা যদি কেউ বিশ্বজিৎ হয়া যাই সেই বিচার কবে কে চাবে ? // আপনার উদাহরন সুন্দর হইত আরও যদি আপনি রাজিবের নাম বলতেন, বিচার চাইতে গিয়েই না তাঁর মৃত্যু হল!

বিশ্বজিৎ হত্যার প্রতিবাদ এবং এর বিচার মানুষ দাবি করে নাই, এইটা তো ঠিকনা। আর ভাই, বিশ্বজিৎ হত্যাকন্ড আমাদের জাতির জন্য একটা কলঙ্ক।

এখন যদি বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে ঐ যুক্তিটাই প্রদান করি যে, একাত্তরে কত হিন্দু মরল, নারী রেপ হইল, লুট হইল, সেইসব বিচার ঠিকঠাক না হইলে বিশ্বজিৎ হত্যার বিচার করার অধিকার নেই কারও তাইলে? একটা অপরাধ কে কখনও আরেকটা অপরাধের উদাহরণ নিয়ে সমর্থন করা যায়না।



১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

আহলান বলেছেন: বিষয়টা এমন সরল রেখায় আঁকতে পারলে ভালো হতো। কিন্তু এমন সরল রেখা কিন্তু এই সরকারও টানতে পারে নাই , যে কারণেই আবুল কালাম রে দিছে ফাসি, কাদের মোল্লারে দিছে যাবজ্জীবন ... কাহিনী কোথায় ঘুরপাক খাইতেছে বুঝছেন? কার কাছে কিসের দাবী করছি ...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

যীশূ বলেছেন: বিষয়টা এমন সরল রেখায় আঁকার জন্যই তো আন্দোলন।

দাবী সহজে পূরণ হলে তো আন্দোলনের দরকার হতো না। দাবী আদায়ের জন্যই তো আন্দোলন চলছে।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

মুণণা বলেছেন: আহলান ভাই বুঝলে কি র এত তর্ক করতে যেত, মাথা খাটায়া বুঝে না, আবেগ দিয়ে বুঝে র বুঝতে চায়. তাই তর্ক জরালাম না.

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

যীশূ বলেছেন: তর্কে আপত্তি নাই, কিন্তু আপনি তর্কেরর নামে অযথা ত্যানা প্যাঁচাইতে ছিলেন।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

আমরা তোমাদের ভুলব না বলেছেন: @লেখক,১৩ নং কমেন্ট এর জবাবে কি বললেন এটা??????????
রাজাকার যদি ইংরেজি হয় তাহলে কাদের মোল্লা কুত্তাটাই খালি বাংলা??????????
হতাশ হলাম
:( :(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

যীশূ বলেছেন: ভুল বুঝছেন। রাজাকারের বিচার চাওয়া ইংরেজি না, কে কার সাথে কার বিয়ে দিলো, কে কার শ্বশুর, এইগুলা নিয়া ত্যানা প্যাঁচানোই ইংরেজি।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

মদন বলেছেন: বর্তমান আন্দোলন আর একটি সাবজেক্টে নাই। বাংলা পরীক্ষাতে ইংরেজী, অংক সবই শুরু হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.