![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক ও মাওলানা শব্দের পবিত্রতা বজায় রাখুন। কোন রাজাকারের নামের আগে দয়া করে এই দুটো শব্দ ব্যাবহার করবেন না। রাজাকারদের রাজাকার বলুন। " হাসি বজায় রাখুন,স্বপ্নকে বাস্তব করুন " jeshan.ikram@জিমেইল ডট কম
জিসান আপনার বুড়ো মস্তিস্কের কোষগুলো দুর্বল ছিল। হাতুরী আর বাটাল দিয়ে ,মাথার খুলি খুলে মস্তিস্কে সামান্য একটু চাপ দিয়ে দিয়েছি।
হার্টটাও কেমন জানি এলোমেলো ছিল। বুক খুলে হার্টটাকেও কিছুটা মেরামত করে দিয়েছি। এখন আপনি সামুর সাথে আপনার স্নৃতি খুব ভালো ভাবে মনে করতে পারবেন। যান মনের সুখে ব্লগান
আমি জিসান শা ইকরাম। সামুতে যৌগিক লেখা লিখি। অনেকেই বলে থাকেন " একটাও তো মৌলিক লেখা লিখতে পারস নাই বেটা, যত্তসব ...... ছাল লেখা লিইখ্যা সামুর প্রথম পাতা নষ্ট করছ "। আমি তাদের কথা মেনে নিয়েছি। আমি যৌগিক লেখা লিখি। মৌলিকের বিপরিত যৌগিক।
প্রথম লেখা,প্রথম মন্তব্য
সামুতে রজিস্ট্রেশনের প্রায় দুই মাস পর প্রথম পোষ্ট দেই ১৮ নভেম্বর ২০০৯ এ। কেউ পড়ে কিনা , কেউ কমেন্টায় কিনা, শুধু রিফ্রেশ দিতে থাকি। বাসার পিসিতে মেঝ ছেলেকে বসিয়ে রাখি, বাবা কেউ কমেন্ট দেয় কিনা দেখবা। কমেন্ট দেখার যৌথ অভিযান ব্যর্থ। আমার লেখাটা আমরা ২ বাপ বেটা বারবার দেখি, পঠনের সংখ্যা শত হতে হাজার ছাড়িয়ে যায় । কেউ দেখলো না
২য়,৩য় পোষ্টের কাহিনী ও এক
৪র্থ পোষ্ট দিলাম ২০১০ এর জানুয়ারীর ৭ তারিখ। সেইফ হবার পর প্রথম পোষ্ট। প্রথম পাতায় আমার লেখা , আহা কি আ্নন্দ। অপেক্ষা। বাবারা , মায়েরা , ভাই , বোনরা-একটা কমেন্ট দে দে দে । একটা রিফ্রেশ দিলাম, ঐ তো ঐযে আমার লেখায় প্রথম মন্তব্য সত্যি দেখছি তো ? হ্যা সত্যিই তো
আমার ব্লগে প্রথম মন্তব্য কারি ব্লগার : ধনী হতে চাই। স্যালুট আপনাকে। জানিনা আপনি ধনী হতে পেরেছেন কিনা । ঐ পোষ্টে ঐদিন আরো মন্তব্য করেছিলেন,পোকা , সত্য কথা তাই তিতা লাগে,রুদ্ররায় , সায়েম মুন
বেশ মজার ছিল মন্তব্য গুলো। আমি নাকি বেকুব , আমি নাকি মহাবান্দর। সায়েম মুনও আমারে চোখ টিপ দিয়া ভেঙ্গাইছে।সায়েম মুন কি আমারে মাইয়া ভাবছিল ? দেখুন
১। ধনী হতে চাই বলেছেন: আমারটাও হবে
২। পোকা বলেছেন: বেকুব , এইটা একটা পোষ্ট হল?
৩। সত্য কথা তাই তিতা লাগে বলেছেন: বেকুব , এইটা একটা পোষ্ট হল? শরমাইয়েন না লেইখা যান .........
৪। রুদ্ররায় বলেছেন: আপনি মহা বান্দর
৫। সায়েম মুন বলেছেন: মুই কি হনু রে---মোর ভাতার চৌকিদার স্বাগতম আর ব্লগানি চালায় যান
মজার বিষয় , আমার প্রথম লেখাটায় প্রথম মন্তব্য আসে,পোষ্ট দেবার প্রায় এক বছর পর ১৪ ই নভেম্বর, ২০১০।মন্তব্যকারী : দু-পেয়ে গাধ
এরপর টুকটাক লিখি , কিছুকিছু মন্তব্য আসে। খুব খুসি হই আমার প্রিয় একজন ব্লগার লেখাজোকা শামীম ভাইয়ের আমার ৫ম লেখায় মন্তব্য পেয়ে। আমি ভাবতেই পারিনি , ওনার মত একজন সিনিয়র ব্লগার আমার এখানে মন্তব্য করবেন। আর এক প্রিয় ব্লগার যোগী ভাইও ওখানে লিখেছিলেন।
সামুতে প্রথম ধাক্কাঃ
এর মাঝে আমার একটা পোষ্টে আমাকে এমন একজন ব্লগার গালি দিলেন, যে আমি হতবাক হয়ে গেলাম। ওনার লেখার খুব বড় ভক্ত আমি। ওনার সব লেখা পড়ি। এত বড় একজন ব্লগার হয়ে আমাকে এমন বলতে পারলেন ? কিছুদিন আগে আবিস্কার করি, সামুতে আমার বিরোধী কিছু ব্লগার আছেন, যারা আমাকে ব্যক্তিগত ভাবে জানে, আমি তাদের জানিনা,কোন বিশেষ কারনে আমকে ওনরা অপছন্দ করেন। বিষয় বস্তুর বাইরে ব্যক্তিগত আক্রমন করেন। এই সব অস্তিত্তহীন ব্লগাররা ঐ গালিদাতা সিনিয়র ব্লগারকে আবার পীর মানেন। তাদের কাছে উনি সামুর সবচেয়ে ভালো এবং সন্মানিত ব্লগার। সত্য কথায় যত দোষ ই থাকুকনা কেন, ওনাদের সুচিন্তিত মতবাদে নষ্টালজিয়ায় আক্রান্ত হয়ে উনি হয়তো আমকে রামছাগল বলেছিলেন। কিন্তু আমি তা মনে রাখিনি। ওনার পোষ্টে নিয়মিত মন্তব্য করেছি। উনিও ভুলে গিয়েছেন। আমার পোষ্টে নিয়মিত মন্তব্য দিয়েছেন। তবে আমি ওনার সেই মন্তব্যের জবাব আজো দেইনি । জবাব খুজে পাইনি এখনো।
আপন/পর বোঝার জন্য আগষ্ট,২০১০ তে একটা পোষ্ট দেই নিয়মিত না হওয়ায় বুঝতে পারছিলাম না,রাজাকারের পক্ষ বিপক্ষ ব্লগারগন কারা ? নিয়মিত লেখার ইচ্ছের কারনে,এটা জানা খুব জরুরী ছিল আমার কাছে। এক সিনিয়র ও মেধাবী ব্লগারের একটা পোষ্টকে বেইজ করে , একটা লিষ্ট করা শুরু করি । লিষ্ট দিয়ে পোষ্ট দিলাম। কাউকে জানিনা , কেউ আমাকে জানেনা। শুরু হলো কৌতুহল। আমি তখন এমনই একজন ব্লগার যে ,সামুর খুব শান্ত মেয়ে কিনাদি পর্যন্ত আমাকে ঐ পোষ্টে ঝারি দেয়
ঐ পোষ্টেই পরিচয় , আব্দুল্লাহ আল মনসুর( মামা বলতে বলতে অস্থির করে ফেলছিল ) , রাতমজুর, রুদ্র প্রতাপ, দুখি মানব , কাউসার রুশো, প্রভাষক, কিনাদি, যারা সবাই খুব ভাল এবং জনপ্রিয় ব্লগার। এখন পর্যন্ত আছি একসাথে। কৃতজ্ঞ ত্রিভুজ ভাইয়ের প্রতি।
নিয়মিত ব্লগার
আস্তে আস্তে আসক্ত হচ্ছি। ব্লগারদের সাথে পরিচয়ের খুব ইচ্ছা। সুযোগটা আসলো মনসুরের আড্ডা পোষ্টে। ১ অক্টোবর ২০১০ এ গেলাম শাহাবগের ব্লগারদের আড্ডায়। পরিচয় হলো আমার অনেক প্রিয় সামুর ব্লগারদের সাথে। সন্মান,শ্রদ্ধা,ভালোবাসায় আপ্লুত হলাম। নিয়মিত চলে যোগাযোগ । দেশকে নিয়ে সবার সুচিন্তা , সামুর প্রতি ভিন্ন ভালোবাসা এনে দেয়। এরপর বোটানিক গার্ডনে ফটোব্লগ, সর্বশেষে ১৯ দিসেম্বর ২০১০ এর সামু অফিসে ব্লগ দিবসে অংশগ্রহন। ভেবেছিলাম , ব্লগ দিবসের অনুস্ঠানে ব্লগারদের পাশাপাশি মডুদের সাথে পরিচিত হবো। কিন্তু ওখানে প্রিয় ব্লগারদের সাথে আলাপ করতে করতে মডুদের কথা ভুলেই গিয়েছিলাম। কোন মডুদের সাথে পরিচয়ই হলোনা আগামী ব্লগ দিবস পর্যন্ত বেচে থাকলে , তখন নাহয় পরিচিত হবো
কি লিখি আমি?
দুএকটা অনুগল্পও লিখবো ভাবছিলাম।একটা লিখেওছিলাম। অতি স্নেহের বাসু উপদেশ দিল "ভাইয়া , তোমার ফান পোষ্টগুলো ভালো হয়,ওটাতেই থাকো।" আমার সিনিয়র ব্লাগার। সামু সম্পর্কে ধারনা আমার চেয়ে তার অনেক বেশি। তার পরামর্শ মেনে নিলাম। ফানের মাঝেই বলে ফেলি অনেক কিছু। কেউ বোঝে , কেউ বোঝে না। না বুঝলেও নির্মল আনন্দতো পাচ্ছে। আমার আসল উদ্দেশ্য তো তাই
যাদের লেখা পড়ে আমি সামুর প্রতি আগ্রহী হয়েছি, সেই সব জনপ্রিয় , মেধাবী ব্লগাররা এখন অনেকেই নেই। অথবা খুব কম আসেন। আমি জনপ্রিয় কিনা জানিনা , তবে সবার অনেক কাছের লোক হতে চেয়েছি। মানুষ এসব লেখে চলে যাবার সময়। আমার কি ঐ সময়টা কাছে চলে আসলো ? যা লিখতে চেয়েছি , তা তো লিখতেই পারলাম না এখনো
উৎসর্গ :
১। আমার লেখায় প্রথম মন্তব্য কারি ৫ ব্লগার : ধনী হতে চাই , পোকা , সত্য কথা তাই তিতা লাগে, রুদ্ররায় , সায়েম মুন
২।আমার প্রথম লেখায় প্রথম মন্তব্যকারী : দু-পেয়ে গাধ
৩।আমার সবচেয়ে কাছের নির্মোহ বন্ধু,যার কাছ হতে আমি সামুর কথা জেনেছি : ব্লগার ছাইরাছ হেলাল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩১
জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা , ওকে
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আহারে ,চালাইয়া যান ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩২
জিসান শা ইকরাম বলেছেন:
চালামু ?
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৮
আলিম আল রাজি বলেছেন: ভালো লাগলো ব্যাবচ্ছ্যাদ।
আমিও কিছুদিন পরে ব্লগে এক বছর পুর্ন করতে যাচ্ছি (নিকের বয়স দেড় বছর। ব্লগিং-এর এক বছর)। ভাবছি একটা ব্যাবচ্ছ্যাদ পোস্ট দেয়া যায় কিনা!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৭
জিসান শা ইকরাম বলেছেন:
আমার নিকের বয়স ১বছর ৪ মাস আলিম আল রাজি আমার সিনিয়র। সালাম বস্
দোয়া চাই
পোষ্ট দাও, তোমার ভাবী পোষ্টের কাছে আমারটা কিছুই না, এটা আগেই বলে দিতে পারি
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৯
লুলু পাগলা বলেছেন: পোষ্ট অসম্ভব ভালো হয়েছে...
কিপ ইট আপ জিশান ভাই্...
পোষ্টে প্লাস।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪২
জিসান শা ইকরাম বলেছেন:
ধন্যবাদ লুলু পাগলা ভাই। আপনিও আমার একজন প্রিয় ব্লগার
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৯
ডেইফ বলেছেন:
বাস্তবে না হোক, ভার্চু্য়্যালি তো আমরা সবাই কাছাকাছি আছি, এটাই অন্যরকম এক পাওয়া।
ভাল লাগলো আপনার অনুভূতিগুলো। শুভকামনা রইল সবসময়ের জন্য।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৩
জিসান শা ইকরাম বলেছেন:
হ্যা ডেইফ,
মনের দিক থেকে আমরা অনেক কাছের মানুষ
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৯
সুরঞ্জনা বলেছেন: এই যে এতো এতো মানুষের ভালোবাসা পেয়েছ, তাতেই তো মুষ্টিমেয় যে কজনের ধিক্কার ভুলে যাওয়া উচিত। আমি তো তাই করার চেষ্টা করছি। সামুর এত্তো ব্লগারের সম্মান, ভালোবাসা শুধু একজন ব্লগারের ঈর্ষার কাছে হার মানবে? কক্ষোনো না। যারা তোমার নামে নিন্দা করবে সেটা তাদের ক্ষুদ্র মনের পরিচয় বহন করবে। আর কিছু নয়। তুমি কখনো কারো নিন্দা করনা।
অনেক অনেক ভালো থেকো।
বেশ গুরুগম্ভির উপদেশ দিয়ে দিলাম এই চান্সে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৯
জিসান শা ইকরাম বলেছেন:
দিদি,
কষ্ট লাগে কিছু কিছু সময়ে। আমাকে বিভিন্ন ভাবে ট্যাগিং করা হয়।
ট্যাগিং বিরোধী পোষ্টে আমাকে ট্যাগিং করা। খুব অবাক করার মত বিষয়। অথচ তাদের কাছে প্রমান চেয়েছেন অনেকে। দিচ্ছেন না।
আমি তো নিন্দা করিনি কারো। নিজের মনে থাকি।
তবে রাজাকার বিরোধী অবস্থানের কখনোই পরিবর্তন হবেনা আমার।
দোয়া করবেন দিদি।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩০
বড় বিলাই বলেছেন: কি কমু? আমি তো এখনও বারবার রিফ্রেশ দিয়া দেখি কমেন্ট পাইলাম কি না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২২
জিসান শা ইকরাম বলেছেন:
কনকি ? এখনো দেখেন ? আমি এখন আর দেখিনা
বড় বিলাই তো একজন মন্তব্যের খনি
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩২
মাহবু১৫৪ বলেছেন:
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৪
জিসান শা ইকরাম বলেছেন: কথা শেষ ?
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৫
নষ্টছেলে বলেছেন: জিসান ভাই...আন্নে চলি গেলে আংগো কি হইবো
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৬
জিসান শা ইকরাম বলেছেন:
ধুরো , কিচ্ছু হবেনা
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪০
সায়েম মুন বলেছেন: আয় হায়! আমার ঐ কমেন্টটা দেইখা লজ্জিত হৈলাম :!> :#>
তবে মেয়ে মনে করে ঐ কমেন্ট করিনি এটা ঠিক। আর ব্লগে কারো মনে কষ্ট দেয়া আমার স্বভাব পরিপন্থী।
আপনার পোষ্ট ছিল এই
মডারেশন স্ট্যাটাস
আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি সংকলিত পাতায় প্রকাশিত হবে।
উপরের বানী খানা আমার প্রতি নিক্ষেপ করা হইয়াছে।
মুই কি হণুরে
মুই কি হনুরের-----শুরুটা করেছিলেন আপনি। আর আমি সামঞ্জস্যতা বজায় রেখে বাকীটা বলে দিয়েছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৯
জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , সায়েম মুনকে বলেছিলাম, আপনাকে আমার লেখার মাঝে আনবো। লেখাটা শেষ করিনি। আর একবার এসে দেখে যাবেন।
ভাতার শব্দটা বরিশালের। উহা একটি পুরষবাচক শব্দ
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪১
ফাইরুজ বলেছেন: আপনি লিখেছেন আপনি যৌগিক লেখা লেখেন,আপনার কোন মৌলিক লেখা নাই,তাহলে আপনার ছোট ভাইকে লেখা চিঠি,আপনার স্মৃতি কথা,জিশানের স্বর্গে গমন,আপনার ছবি ব্লগ গুলো কী ?এগুলো যৌগিক হয় কিভাবে?আমাকে মৌলিক ও যৌগিক এর পার্থক্য বোঝান ।ক্রন্দনরত বেবিটার ফটুটা খুবই চমত্কার।ব্যবচ্ছেদ ভাল হইছে।তাই প্লাস দিলুম।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৭
জিসান শা ইকরাম বলেছেন:
মৌলিক ও যৌগিক এর পার্থক্য বোঝানোর মত জ্ঞান আমার নেই আপা।
পেলাসের জন্য ধন্যবাদ
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৯
জাহাজী পোলা বলেছেন:
আমার মাত্র ৪ মাস চলে।
এখনো আণ্ডাবাচ্চা আমি। :#>
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৬
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক অনেক ভালো আর ট্যালেন্টেড ব্লগার তুমি, জাহাজী
শুভকামনা।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৯
জুন বলেছেন: খুব ভালো লিখেছো জীসান। নিজেকে ব্যবচ্ছেদ করা কিন্ত বিশাল ব্যাপার।
ভালো থেকো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৩
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক ধন্যবাদ জুন,
তোমাদের মত কয়েকজন ভালো ও জনপ্রিয় ব্লাগরকে বন্ধুর মতো পেয়েছি ।এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৩
জাহাজী পোলা বলেছেন:
১ বছর বয়স হইতে হইতে আমার দাড়ি গোঁফ পাইক্কা যাইব মনে হয় ভাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৯
জিসান শা ইকরাম বলেছেন:
পাকবোনা জাহাজী অভিজ্ঞ নাবিক তুমি।
মাত্র এইকদিনেই তোমার একটা লেখা স্টিকি হয়েছে।
সব ব্লগারের এটা একটা স্বপ্ন থাকে। তোমারতো কেবল শুরু।
তোমার পোষ্ট স্টিকি হওয়ায় , তোমার চেয়ে আমি কম খুসি হইনি
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৫
সাকিন উল আলম ইভান বলেছেন: আর আমার মাত্র ২ মাস...........আসলেই আমি ধন্য ...........তোমাদের ভালোবাসা পেয়ে .............তোমার কথা শুনে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে...........আমার প্রথম পোষ্টেই ত তুমি কমেন্ট করেছিলে .................
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০০
জিসান শা ইকরাম বলেছেন:
জি চাচ্চু, মনে আছে আমার
তুমি আরো সামনে আগাও , এটা চাই আমি ।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৩
নষ্টছেলে বলেছেন: ভাইজান আমারো চলে যাওয়া দরকার কিছুদিনের জন্য(পড়াশোনার জন্য) কিন্তু পারতাসি না....ব্লগিং যে কি ভয়ঙ্কর নেশা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৪
জিসান শা ইকরাম বলেছেন:
পড়াশুনার জন্য কিছুদিনের জন্য বিশ্রাম নাও। ব্লগিং এর টাইম পাবে। পড়াশুনার টাইম কিন্তু পাবেনা।
মনসুর পেরেছে। তুমিও পারবে
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৯
সন্যাসী বলেছেন: আমি খুব অল্পদিনেই জেনারেল এবং সেফ হয়েছিলাম। প্রথম পোস্টেই কমেন্ট পেয়েছিলাম।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৬
জিসান শা ইকরাম বলেছেন:
আপনার ভাগ্য খুব ভালো। আমি ছিলাম দুর্ভাগা
হেলালের কাছে শুনেছি। আমার ফোন অফ ছিল
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৩
শূণ্য উপত্যকা বলেছেন: মামা ব্লগ ছাড়াটা অনেক কঠিন। ব্লগিং করাটা আমার জন্য বেশ ঝামেলার। ঘুমানোর সময়টা আমি ব্লগে নষ্ট করি। অনেক কষ্ট হয়। সব বুঝি তবু ছাড়তে পারি না। চেষ্টা তো গত তিন মাস ধরে করছি কিন্তু পারছি না।
আমার ধারনা আপনিও পারবেন না।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৯
জিসান শা ইকরাম বলেছেন:
ভাইগ্না,
জানা আপা আর অরিল দুলাভাই আমাদের খুব বড় একটা নেশায় আশক্ত করে দিয়েছেন
ওনাদের মাইনাস
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৬
আর.এইচ.সুমন বলেছেন: জিসান ভাই ডাক্তারের চেম্বারের ঐ টেক মাথার ছবিটা দেখে ভড়কে গিয়েছিলাম,,, পরে ভাল করে দেখি না, আপনি না ওটা ...
সত্যি কথা বলতে কি .. " হাসি বজায় রাখুন,স্বপ্নকে বাস্তব করুন.." . এই কথাটি আপনার মুখেই মানায় .।
আপনার চতুর হাসি ,, আর রসাত্মক কথা বলা এবং বলার ভঙ্গী দুটাই অনেক ভাল লেগেছে ।
আর আপনার লেখা গুলো পড়ার সময় ও মনে হয় যেন আপনি নিজেই বলছেন নিজের মুখে
শুভ কামনা ,,,,,,,,,,,, আরও অনেক বছর থাকুন আমাদের সাথে এই কামনা করি ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৩
জিসান শা ইকরাম বলেছেন:
সুমন,
বেশ গুছিয়ে সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৯
এক রাশ তরঙ্গ বলেছেন: সামু ব্লগে আমি লেখালেখি করছি মাত্র ২ মাস !! আর আপনি ১ম পাঁচ জনের একজন(৩য়) যিনি আমার ব্লগে সর্বপ্রথম কমেন্ট করেছিলেন
আমার শুরুটা আপনার মত অত কঠিন হয়নি এবং এর কিছুটা অবদান আপনারও। কৃতজ্ঞতা দিয়ে ছোট করব না আপনাকে তবে শুভেচ্ছা থাকলো অনেক।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৫
জিসান শা ইকরাম বলেছেন:
শুভকামনা রাশি রাশি।
এক রাশ তরঙ্গ হয়ে সমুর ব্লাগারদের মনে থাকুন আপনি
এই কামনা করি
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৯
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: ওত কথা জানি না। আমি ব্লগে আসি শুধুমাত্র আমার বাবার জন্য।
আজ পর্যন্ত নিজের মেয়েকে নিয়ে একটাও লেখা লিখনি... গোসসা এবং সাথে সাথে অসম্ভব হিংসিত ওইসব মানুষদের যাদের নিয়ে তুমি লিখেছ বাবা...
আর মৌলিক লেখা তুমি লেখ না? তবে কবিতা লিখত কে? কেন তোমার লেখাগুলোর বিষয়বস্ত এত বৈচিত্রময় হয় বাবা? কখনো তুমি লিখতে বলেই তো?
মৌলিক লেখার জন্য জেলে গিয়েছিল কে? কেন এত বড় কবিকে লুকিয়ে রেখেছ বাবা? তোমার ভেতরের কবিকে আর কতদিন লুকিয়ে রাখবে? তোমার ভেতরের যে অতৃপ্তি তাতে তোমার লেখাগুলো জড়িয়ে থাকে বাবা... আমি তোমায় লিখতে বলব না.. প্রতিবাদ করলাম মাত্র...
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৯
জিসান শা ইকরাম বলেছেন:
আচ্ছা লিখবো তোকে নিয়ে, এবার রাগ কমা
সন্তানের কাছে বাবা অনেক বড়, তাই এমন মনে হয় তোর কাছে।
কবিতা লেখা যাবেনা মা। কেন ওটা বলো ?
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫১
সত্যবাদী মনোবট বলেছেন:
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২০
জিসান শা ইকরাম বলেছেন:
আপনি খুব সুন্দর কবিতা লেখেন।নির্ভুল , তাও আমি জানি
২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৩
নিভৃত নয়ন বলেছেন: আবার সেই কান্না।পড়ে পরুম।খালি কইয়া গেলাম কাঁদেন না
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২১
জিসান শা ইকরাম বলেছেন:
আচ্ছা বুঝেছি
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৫
রেজোওয়ানা বলেছেন: আপনার লেখার রসায়নটা ভাল লাগে. . . বাস্তবতা, কিছু সমসাময়িক ঘটনার ইংগিত আর রসবোধ, সব মিলিয়ে সুন্দর একটা সমন্বয়, যা খুব কমই দেখা যায়! আপনার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৪
জিসান শা ইকরাম বলেছেন:
প্রিয় ব্লগারের কাছ হতে
এমন সুন্দর মন্তব্য শুনে খুবই ভালো লাগছে
২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০১
তন্ময়০১৩ বলেছেন: আমি এক সাধারন ব্লগার
পোস্ট দিতে ভয় ভয় লাগে
তাই খালি কমেন্ট দেই
কিন্তূ আশ্চর্য কান্ড !! সামুর সকল ব্লগার কি আমার থেকেও ভিতু হয়ে গেল !!
আফচুচ কেউ আমাকে একটা কমেন্ট ও দেই নাই !!
এই দুঃখ আমি কোথায় রাখি কেউ আমাকে একটা কচু গাছ এনে দেন, এ জীবন রেখে আর কি লাভ !!
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৬
জিসান শা ইকরাম বলেছেন:
কাইন্দেন না।
আপনার লেখায় আশাকরি এখন হতে কমেন্ট পাবেন
২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৯
চর্যা পদ বলেছেন: ভালো লাগলো ব্লগ নিয়ে বর্নিল স্মৃতি রোমন্থন।আমার ব্লগ লেখার যোগ্যতা নাই,ধৈর্য্যও নাই,এক লাইন বাংলা টাইপ করলে মাথা ব্যথা করে ,হয়ত আমার ব্লগ লাইফ যখন বুড়া হবে,তখন রোমন্থনের জন্য কারো স্মৃতি ধার করতে হবে।আপনির ব্লগীয় জীবনের শত বর্ষ কামনা করছি।আর যারা বলে আপনি মৌলিক লেখা লিখেন না ,তাদেরকে শ্রদ্ধা মিশ্রিত মাইনাস।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩১
জিসান শা ইকরাম বলেছেন:
তোমার প্রপিটা দেখলেই আমার ডর লাগে।
মনে হয় , কোপ দিবা আমারে
ধন্যবাদ অনেক, এত সুন্দর মন্তব্যের জন্য।
২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৮
ৈজয় বলেছেন: আপনার লেখা পড়ি, ভাল লাগে
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৩
জিসান শা ইকরাম বলেছেন:
ধন্যবাদ ৈজয়
ৈজয় নিকটা কি হবে ? পড়তে পারছিনা।
এভাবেই থাকবে? ঠিক করার জন্য সামুকে লিখবেন নাকি ?
২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৮
মামুন_মামুন বলেছেন: আমারো লিখটে মোনচায়.
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৪
জিসান শা ইকরাম বলেছেন:
মামুন_মামুন ,
লিখুন লিখুন , যতখুসি তত
জবাব তো দিয়েছিলাম। সেন্ড হলোনা কেন বুঝলাম না
২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৯
পাহাড়ের কান্না বলেছেন: জিশান ভাই নাস্তিক ছাগু পাগু গোবাইজ্জা এইসবের লিস্টটা আমারে দিবেন? আমি এখনো ঠিক মত জানিনা তয় একজন সম্মালিত ব্লগার আমারে ছাগু লিস্টে অন্তর্ভুক্ত করছে তার প্রতি আমার কষা সম্মান
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৯
জিসান শা ইকরাম বলেছেন:
আমার একটা পোষ্টে একটা লিষ্ট আছে। ঐ পোষ্টের মন্তব্যে আরো অনেক অনেক লিষ্ট আছে। এখন আর লিষ্ট নিয়ে ভাবিনা। বুঝতে পারি কে কি
এমনকি লেখা দেখেও ধরে ফেলি, এই নিকের পিছনের লোকটিকে
৮০% সঠিক হয়।
পাকা কে ছাগু ট্যাগিং করা হয়েছে দেখেছি আমি। সন্মান জানানোই ভালো
৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২২
দূর্যোধন বলেছেন: Post marattok rokom faltu hoice
full pant porar shuveccha
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪০
জিসান শা ইকরাম বলেছেন:
ইমো দেখেই বুঝা যায়, দূর্যোধন কি বলেছেন
ধন্যবাদ অনেক অনেক ।
৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৩
হানিফ রাশেদীন বলেছেন: লেখাটা অনেক ভালো লাগলো জিসান ভাই। আপনার যে অভিজ্ঞতা তুলে ধরলেন, জীবনের সব ক্ষেত্রেই দেখবেন এমন ভালো মন্দ মিলিয়েই...। আপনার এখানে এর আগের কমেন্টটি আমি করেছিলাম ভাঙ্গনের পোষ্টে আপনাকে দেয়া তাঁর রিপ্লাই পড়ে, রিপ্লাইটা এমন ছিলো যে, আপনার সাথে অন্য ব্লগারদের একটা হৃদ্যতা আছে বা হৃদ্যতাপূর্ণ কমেন্ট করেন আপনি, এ-রকম, সেটি দেখে। এর আগেও এসেছি, তবে সেটা মনে রাখার মত নয়।
আমারো কত রকম যে অভিজ্ঞতা আছে, পোষ্ট দেয়া যায়, হয়তো দেয়া হবে না, এরকম লেখা লিখতে সময় বের করতে আমার কৃপনতা আসে।
এখানে আপনি খুবই মজা করে শুরু করেছেন, শেষে যে এমন হবে আমি বুঝতে পারি নি। আমি তো ভাবছিলাম, মজা কবে আপনাকে ছোট্ট এক ধোলাই দেবো
আপনার এখানে দেখলাম, এবং আরো অনেকে অনেক ব্লগারকে ''ভারিক্কি'' বিশষণ দেয়, এটা কিসের ভিত্তিতে আমি জানি না। ব্লগে সিনিয়ার বলে আলাদা চোখে দেখে, এটি আমি বলতে পারি যে, এর কোনো মানে থাকতে পারে না, সে যদি বয়সে বড় হয় সেটা ভিন্ন কথা, আর হতে পারে লেখা ধরণ হিসেবে। নয়তো এর বাইরে আমরা সবাই এক। মূলত এক হিসেবে দেখাই ভালো। আমি ভিন্ন ভিন্ন ভাবে দেখি কেবল আমার ব্যক্তিগত জায়গা থেকে (জেনারেল নয়), কার সাথে আমার কেমন সখ্যতা আছে, আর তার দৃষ্টিভঙ্গি।
আপনার পোষ্টের সূত্র ধরে আরেকটা কথা, ব্লগে নাস্তিক-আস্তিক-রান্নাবান্না-সাজগোজ, আর আরো কিছু ফাইজলামি পোষ্ট হয়। ফাইজলামি, ছেবলামী ও নোংরামী কমেন্ট-রিপ্লাই হয়, এর মধ্য দিয়ে অনেকে বিকৃত আনন্দ পায়, গালাগালির মধ্য দিয়েও। গ্রুপিংও আছে, এটি আমার তেমন চোখে পড়ে নি, আবার এমন হতে পারে তেমন বুঝতে পারি নি।
ভালো লাগা রইলো
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৩
জিসান শা ইকরাম বলেছেন:
হানিফ রাশেদীন ভাই ,
আপনার এই মন্তব্যটাই তো একটা সুন্দর পোষ্ট হয়ে গেল
এটার জবাব আমি আগামীকাল দেব ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৯
জিসান শা ইকরাম বলেছেন:
জবাবটা দিতে দেরী হলো অনেক।
ভাঙ্গন আমার খুব প্রিয় একজন ব্লগার। আমি চেষ্টা করি ওনার লেখা পড়তে। অনেক সময় হয়ত চোখ এড়িয়ে যায়।
বয়ষটা আসলে কোন বিষয়না আমার কাছে। বয়স টা প্রধান হলে সবচেয়ে বর্ষীয়ান লোকটি দেশের চালক হতেন। অভিজ্ঞতাইটা আসল। অনেক সিনিয়র ব্লগার আছেন , যাদের লেখা অনেক উচু মার্গের। যাদের লেখার প্রেমে পরে আমি সামুতে এসেছি। তাদের প্রতি অবশ্যই আমি সন্মান দেখবো। বয়ষে আমার ছোট , কিন্তু ব্লগার হিসাবে আমার সিনিয়র, এমন ব্লগারগনের কাছ হতেও আমি অনেক কিছু শিখি। আবার আমার চেয়ে জুনিয়র অনেক ব্লগার আছেন , যারা খুবই মেধাবী।
একটা পর্যায়ে অবশ্যই আমরা সবাই ব্লগার। যেমন আমরা সবাই মানুষ।
ব্লগারদের পোষ্ট , তাদের প্রিয়তে থাকা পোষ্ট , তাদের মন্তব্য দিয়েও তাদের মানষিকতা বোঝা যায়। আপনার এই " ব্লগে নাস্তিক-আস্তিক-রান্নাবান্না-সাজগোজ, আর আরো কিছু ফাইজলামি পোষ্ট হয়। ফাইজলামি, ছেবলামী ও নোংরামী কমেন্ট-রিপ্লাই হয়, এর মধ্য দিয়ে অনেকে বিকৃত আনন্দ পায়, গালাগালির মধ্য দিয়েও। " মন্তব্যের সাথে ১০০% সহমত আমার। আমি ওসব এড়িয়ে চলি। তবে ছাগু বিরোধী অবস্থানে অনড় আমি।
লিখুন আপনি। আশায় থাকলাম আপনার লেখার।
শুভকামনা আপনার জন্য।
৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৫
পুরাতন বলেছেন: ব্যবচ্ছেদ ভালো হইছে, শুভ কামনা রইল
আপনিতো গল্প কবিতা লিখতে পারেন , আমি তো তাওনা... খালি আজাইরা ফালতু পোষ্ট দেই
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৫
জিসান শা ইকরাম বলেছেন:
কই , গল্প কবিতা পারি ? আমিতো আজাইরা পোষ্টই দেই
আসেন গলাগলি করি
৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৮
শ।মসীর বলেছেন: অত ভেবে কি হবে, ভেবে কে করেছে কি কবে- লিখুন নিজের মনের আনন্দে.......
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৬
জিসান শা ইকরাম বলেছেন:
শ।মসীর ভাই,
গানটা খুব পছন্দের নাকি আপনার ?
আনন্দের মাঝেই থাকতে চাই
৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৮
সুখসাগর বলেছেন: জিসান শা ইকরাম ভাই, ভাল লাগলো আপনার সামুর প্রতি ভালবাসা, রাগ, অনুরাগ আর অভিমান...........।
শুভকামনা রইল।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৯
জিসান শা ইকরাম বলেছেন:
সুখসাগরের প্রতিও রইল অনেক অনেক শুভকামনা
দেখা হবে আপনার ব্লগে ।
৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৬
রেজোওয়ানা বলেছেন: এত খুশি হওয়ার কিছু নাই, লেখা ভাল হয় নাই! মাইনাচ বাটনটা নাই তাই দিতে পারলাম না আপসুস
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:২৭
জিসান শা ইকরাম বলেছেন:
এই যে মাইনাস বাটন। বুকমার্কস্ করে রাখো। এরপর যতখুসি দাও।
৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৩
মিথিলা সায়মা বলেছেন: আপনার ব্যবচ্ছেদ দেখে আমার চোখে পানি এসে গেসে....
কাদতে কাদতে একটা কান্দিত পিলাচ " + "
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:২৮
জিসান শা ইকরাম বলেছেন:
কেন, কান্দনের আবার কি হইল ? পিলাচের জন্য ধন্যবাদ।
৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: জিসান শা ইকরাম আমার মামা
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৩০
জিসান শা ইকরাম বলেছেন:
আবদুল্লাহ আল মনসুর আমার অতি স্নেহের ভাইগ্না
৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৩০
কর্ণেল সামুরাই বলেছেন: আমিও নবিন. আপনার হাটুর বয়সের সমান. ভাল লাগলো আপনার ডিসেকশান.
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:০৩
জিসান শা ইকরাম বলেছেন:
কর্ণেল সামুরাই,
সামুর অধিকাংশ ব্লগার, যাদেরকে আমি জানি, তাদের ২ জনের বয়সের যোগফল হলো আমার সমান
ধন্যবাদ। শুভকামনা।
৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৪৪
নথিকবিডি বলেছেন: জিসান আপ্পি ..মানেই রকস..পোষ্ট ভালো লেগেছে..খিফ ইট আফ..
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:০৭
জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা, নথিকবিডি রাজ্জাক আলী একদল করেনি ?
ধন্যবাদ,শুভকামনা।
৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৫৬
শোশমিতা বলেছেন: ভাইয়া আমি আপনার লেখা পড়ি, ভাল লাগে
যে যাই বলুক আপনি আপনার মতো করে লিখতে থাকেন মন খুলে
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:২৩
জিসান শা ইকরাম বলেছেন:
আমি জানি তুমি পড়ো আমার লেখা।ধন্যবাদ ও কৃতজ্ঞতা
চেষ্টা করছি মন খুলে লিখতে, এখনো পারিনি।
৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:০১
ফটো পাগল বলেছেন: মাথাডা কাইট্টালামু
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৫
জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , ভয় পাইছি
৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪২
আমি সুখ পাখি বলেছেন: " একটাও তো মৌলিক লেখা লিখতে পারস নাই বেটা, যত্তসব ...... ছাল লেখা লিইখ্যা সামুর প্রথম পাতা নষ্ট করছ "।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৭
জিসান শা ইকরাম বলেছেন:
আমিও খুব মজা পেয়েছিলাম
উনি খুব রসিক ছিলেন , বুঝা যায়
৪৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৭
ফাইরুজ বলেছেন: আমি সুখ পাখি আমাকে আপনি মৌলিক আর যৌগিক লেখার পার্থক্য বুঝান।জিশান ভাঈয়ার কোন লিখাডা আফনের যৌগিক মনে হয় তা বুঝায় দেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৮
জিসান শা ইকরাম বলেছেন:
৪৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:০৭
আমি সুখ পাখি বলেছেন: ফাইরুজ ভাই, আমি জিসান ভাইর লেখাটা কপি পেষ্ট করে দিয়েছি,খুব মজা পেয়েছি ওটা পরে
। আর কিছু মিন করিনি। মৌলিক আর যৌগিক নিয়ে ভাবিনা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৮
জিসান শা ইকরাম বলেছেন:
৪৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২০
ফাইরুজ বলেছেন: ওক্কে ওক্কে পাখিআফা এত্ত খনে বুঝলাম।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩০
জিসান শা ইকরাম বলেছেন:
বাচলাম। ভাবছিলাম , যুদ্ধ মনে হয় শুরু হইল
৪৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৭
শিপু ভাই বলেছেন: কাছের মানুষ হতে চেয়েছেন- হতে পেরেছেন।
আপনার অধিকাংশ লেখাই মানসম্মত। বাস্তব জীবনেও আপনাকে সজ্জন মনে হয়।
ব্লগে অনেক ভুল বোঝাবুঝি হয়। আপনার ভদ্রতা, উদার মানসিকতা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। ভার্চুয়াল লাইফের চেয়ে বাস্তবতা আমার কাছে মূখ্য।
এই ব্লগে এসে আমার প্রাপ্তি কিছু ভাল মানুষের দেখা পাওয়া। ভাল ব্লগার মাত্রই ভাল মানুষ না।
আমি আজ ৫ মাস যাবত ব্লগিং করি কিন্তু আমার সেরকম আকর্ষনীয় কোন পোস্ট নাই। তবুও অসংখ্য ব্লগারের যে ভালবাসা এ ক'দিনে আমি পেয়েছি তার তুলনা হয় না।
অনেক শুভকামনা মামা আপনার জন্য।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩৬
জিসান শা ইকরাম বলেছেন:
ভাইগ্না ,তোমারেও ভালোপাই খুব আমি। যখন মামা বলে ডাক দাও, আমার কাছে তা আপন ভাইগ্নার ডাকের মতই লাগে।
তোমাদের কয়েকজনের শীতার্তদের জন্য কাজ, আমাকে মুগ্ধ করেছে খুব।
ভালো থেক ভাইগ্না
৪৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪১
হানী বলেছেন: মামা...................................
তোমারতো মনে আছে কবে সামুতে আসলা....আমার যে মনে নাই...এই বয়সেই আমার স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে...খুব কষ্টে আছি
আমার নতুন পোষ্টটা দেখিও মামা ...
Click This Link
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৬
জিসান শা ইকরাম বলেছেন:
মামু তোমার পোষ্ট দেখেছি। ভালো হইছে
তোমার মেইলে গিয়ে somewherein blog লিখে সার্চ দাও। সামুর প্রথম মেইলে আছে তোমার সামুতে রজি: তারিখ
স্মৃতিশক্তি লোপ পায়নাই।আমার মামু খুব ভাল ছাত্রী তা আমি জানি।
৪৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫২
চেম্বার জজ বলেছেন: হায় হোসেন! হায় হোসেন!! হায় হোসেন!!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৭
জিসান শা ইকরাম বলেছেন:
মানে কি মাননীয় চেম্বার জজ ?
৪৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১২
শুকনা মরিচ বলেছেন: সরি জিসান ভাই - কাল রাতে আপনার পোস্ট দেখা হয়নি । এই ভোর ৪টায় আপনার লেখা পড়ছি ।
ব্যবচ্ছেদ পড়ে খুব ভালো লাগলো । আপনি তো আমাদের সবার কাছের মানুষ । আমরাও আপনার কাছের মানুষ হতে চাই
অনেক ভালো থাকবেন । শুভ কামনা রইলো
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৫
জিসান শা ইকরাম বলেছেন:
শুকনা মরিচ ,
আপনারাও আমার খুব কাছের মানুষ। স্যরি বলার কিছু নেই, এক সময় পড়লেই হলো। আর আমি তো জানিই যে ,আমার লেখা - যে মানেরই হোক আপনি পড়বেন।
শুভকামনা আপনার জন্যও
৫০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:০৯
সাকিন উল আলম ইভান বলেছেন: আবদুল্লাহ আল মনসুর বলেছেন: জিসান শা ইকরাম আমার মামা
আর আমার চাচ্চু.........
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৫
জিসান শা ইকরাম বলেছেন:
ইভানও আমার চাচ্চু ......
৫১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৪
আসিফ মুভি পাগলা বলেছেন: সবাই দেখি বছর পূর্তি পোস্ট দেয় । লাখপতি ক্লাবে প্রবেশ করে পোস্ট দেয় , হাফ সেঞ্চুরী পোস্ট , সেঞ্চুরী পোস্ট দেয় । আমি কি দিমু ?? আমার তো কোন দিক দিয়াই কোঠা ফিলআপ হয় নাই
তবে জিসান শা চাচ্চু রক্স । আমার আজাইরা সব পোস্টে আপনার একটা করে কমেন্ট মুফতে পাই
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২১
জিসান শা ইকরাম বলেছেন:
পাগলা, আমার এটা বছর পুর্তি বা অন্য কোন উপলক্ষে কোন পোষ্ট না। ইচ্ছা হলো দিলাম
তোমার পোষ্টে আমি সব সময়ই যাবো।
শুধু একাটা কাশি বা হ্যাচ্চো লিখে পোষ্ট দিও, সেখানেও আমার মন্তব্য পাবে তুমি : পাগলা কি হইছে তোমার ঠান্ডা লেগেছে নাকি ?
কারন স্নেহের লোকদের সবকিছুতেই থাকি আমি
৫২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৯
মাহী ফ্লোরা বলেছেন: হা হা চলুক তবে!
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৫
জিসান শা ইকরাম বলেছেন:
তোমার এই
মুল্যবান,
অসাধারন,
উৎসাহজনক,
প্রেরনা দায়ক
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
শুভকামনা।
৫৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩২
জাহিদুল হাসান বলেছেন: তবে জিশান মামা, অনেকেই আপনাকে মডু বলে থাকে। মাঝে মাঝে আমারও মনে হয়। এইটার কি জবাব?
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৬
জিসান শা ইকরাম বলেছেন:
ভাইগ্না,
কয়েকটা কাকতলীয় ঘটনা ঘটে গিয়েছে। সেইফ হতে জেনারেল হওয়া, বা সেইফ হতে পারছিনা-কি করা যায় জিসান ভাই/মাম ? এধরনের কিছু মেইল/ফেবুর ইনবক্সে/সামুর মন্তব্যের মাধ্যমে আমার কাছে আসে। আমি আমার সাধ্যমত পরামর্শ দেই।
দু এক সময় মজা করে বলি "এই ফুউউউ দিয়ে দোয়া করে দিলাম, সেইফ হয়ে যাবা " মজার বিষয় হলো-তারা সবাই সেইফ হয়ে যায় দ্রুত
পুরোটাই কাকতলীয়,ইহার সহিত জীবিত বা মৃত জিসানের কোন সম্পর্ক নাই
৫৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২০
ছোটমির্জা বলেছেন:
আমার সেফ হবার কাহিনীটাও আপ্নাদের উপলক্ষেই।
বাট সামুকে এখন আর ঘরবাড়ী মনে হয়না।
বিজিও আছি।
মোহ কাটন শুরু হৈছে।
ব্যবচ্ছেদ- কথাটা আমার খুব প্রিয় মিয়াভাই।
লেখা ভাল হয়েছে।
মাথা আর হার্ট যে ভাল করে দিল, তাদেরকে আমার কাছে ফরোয়ার্ড করেন।
ময়দান ছাড়েন্নাই আর কম্যুনিকেশন এর ভূমিকা অনেক।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩০
জিসান শা ইকরাম বলেছেন:
খুব মারেফাতি মন্তব্য হইছে ছুডমির্জা
ধন্যবাদ অনেক অনেক।
অতি অল্পদিনে তোমার উপর দিয়ে ঝড় কম যায়নি
সাথে আছি থাকবো ।
৫৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৪
সায়েম মুন বলেছেন: এত তাড়াতাড়ি চলে যাবেন কেন
ব্লগানি চলতে থাকুক কাজের ফাঁকে
উৎসর্গের জন্য অসংখ্য ধন্যবাদ
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৪
জিসান শা ইকরাম বলেছেন:
সায়েম মুনকেও অনেক অনেক ধন্যবাদ , আমার পোষ্টে প্রথম মন্তব্যকারী কয়েকজনার একজন হিসাবে।
একমাত্র সায়েম মুন ই আছে ঐ সময় হতে আজ পর্যন্ত
৫৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩০
কুন্তল_এ বলেছেন: নিজেকে ব্যবচ্ছেদ করা সহজ কাজ নয়। ভাল লাগলো লেখাটা। চির সবুজ থাকুন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৮
জিসান শা ইকরাম বলেছেন:
কুন্তল_এ যেন বেশি বেশি দোয়া করে
আমার চির সবুজ থাকার জন্য
শুভকামনা কুন্তল_এ ।
৫৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৪
জানপাখি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৪
জিসান শা ইকরাম বলেছেন:
ধন্যবাদ জানপাখি ।
৫৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৫
জিসান শা ইকরাম বলেছেন:
নিজে নিজেই ভাবছি,
লেখাটা নিয়মিত আপডেট করবো।
সামু সংস্লিষ্ট আমার নিজের কিছু কিছু ভাবনা এটায় যোগ করবো।
আমার সব পোষ্টগুলো এটার মাঝে আনবো।
যা হবে আমার কাছে সামুতে জিসানের জীবন চক্র
আর এই পোষ্টটা আমার নিজের প্রিয়তে রাখবো।
কেমন হবে এটা করলে ?
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২২
জিসান শা ইকরাম বলেছেন:
খারাপ হবেনা।
নিজের কাজে লাগবে সবচেয়ে বেশি।
সংগ্রহশালা বানাও
৫৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৬
নোয়াখাইল্লা দরবেশ বলেছেন: আঁইতো মৌলিকও লেইকতাম হারিনা, যৌগিকও লেইকতাম হারিনা। মাঝামইধ্যি কোনও শব্দ আচেনি বাই? থাইকলে আঁরে কন, আঁই হেইডাই লেখুম। দরবেশগিরি আর ভালা লাগেনা। কবি অইতাম চাই, নাম অইবো দরবেশ রবীন্দ্রনাথ হোসেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৩
জিসান শা ইকরাম বলেছেন:
নোয়াখাইল্লা দরবেশ ভাই,
আপনি বিড়িতে আসক্ত। আমার হাতটা ধরেন শক্ত কইরা। আগে বিড়ির স্তুপ থেইক্যা আপনারে টাইন্যা তুলি
৬০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
সামুতে জিসানের জীবন চক্র দারুণ হৈবো মামা,
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৮
জিসান শা ইকরাম বলেছেন:
হ ভাইগ্না , এই পোষ্টটাকেই আস্তে আস্তে বানাইয়া ফেলমু
৬১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৪
শরৎ চৌধুরী বলেছেন: বিরাট ক্লাসিক এক্টা পোষ্ট।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৭
জিসান শা ইকরাম বলেছেন:
বিরাট ক্লাসিক এক্টা প্রপি লাগাইছেন
৬২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৬
গুরুজী বলেছেন: পোকা কে?
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৯
জিসান শা ইকরাম বলেছেন:
পোকা নামের এক ব্লগার আমার , পোষ্টের প্রথম মন্তব্যকারীদের একজন
তুমি আবার ভাইব্যোনা যে,আমি তার স্নরনে আবার অন্যকে পোকা ডাকি
৬৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:২৬
সজল শর্মা বলেছেন: ব্যবপচ্ছেদ ভাল লাগলো। এখানে সময় বেশি দেওয়া হয় না। তবে অনেক অনেক ভাল ব্লগারের সমাহার এই ব্লগ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৩
জিসান শা ইকরাম বলেছেন:
সজল শর্মা ,
আপনি ঠিক বলেছেন।
অনেক অনেক ভাল ব্লগারের সমাহার এই সামু ব্লগ
৬৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩০
হাসান যোবায়ের বলেছেন: ভাই আপনার ছোটবেলার ২নাম্বার পার্ট কবে বের হবে?
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩০
জিসান শা ইকরাম বলেছেন:
লিটল জিনিয়াস,
বুঝছি ওটার কথা ভুলতে পারছনা। দিয়ে ফেলবো যে কোন দিন। কলেজ লাইফের একটা ছবি খুজছি। পেয়ে যাবো আশাকরি
তারপর ।
তোমার বর্তমান পোষ্ট খুব ভালো লেগেছে আমার।
৬৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২০
ফাইরুজ বলেছেন: সামুতে জিশানের জীবন চক্র ।নিজের পোস্ট নিজের প্রিয়তে ,দারুন আইডিয়া।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৩
জিসান শা ইকরাম বলেছেন:
আমার প্রিয়তে আমারই পোষ্ট।
খুলে দেখুন ওগুলোর মাঝে কি আছে। অবাক হবেন মাষ্ট।
৬৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৪
রোকন রাইয়ান বলেছেন: যাক শেষ পর্যন্ত আছেন তো..
ক্লিক
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪০
জিসান শা ইকরাম বলেছেন:
হুম , দেখাতো যাচ্ছে , আছি
সুপান্থ কই ? বিয়ের দাওয়াত দিলনা কেন ?
যামুনা ওদের বাড়ী। মিষ্টির দাওয়াত ক্যান্সেল
৬৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৯
নীলাঞ্জনানীলা বলেছেন: নানা, জিসানের ব্যবচ্ছেদ শিরোনাম ও ওটির ছবি দেখে ভয় পেয়েছিলাম
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৯
জিসান শা ইকরাম বলেছেন:
ভয়ের কিছু নেই। ভালো আছি আমি
৬৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৮
শায়মা বলেছেন: নিজেই নিজের ব্যবচ্ছেদ !!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৫
জিসান শা ইকরাম বলেছেন:
করতে পারছিলাম না, কয়েকজনার সাহায্য লেগেছে।
ভালো লাগলো অনেকদিন পর আপনাকে দেখে।
ভালো থাকবেন।
৬৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৩
নষ্ট কবি বলেছেন: ভাললাগলো ভাই.........।
আমি ও আপনার মতো ই শুরু করেছিলাম......২ বছর ধরে তাই চলছে
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৭
জিসান শা ইকরাম বলেছেন:
হেপ্পি ব্লগিং। শুভকামনা
৭০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৪
যেড ফ্রম এ বলেছেন:
তারুণ্য বা বার্ধক্য মনের বিষয়। মনটা তরুন থাকলেই হয়। শতবর্ষ তারুণ্যে উজ্জল থাকুন। শুভকামনা
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৮
জিসান শা ইকরাম বলেছেন:
মনটা শুধু তরুন না, একদম পোলাপাইন
ভালো থাকুন। শুভকামনা ।
৭১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৮
বখাটে পুলা বলেছেন: কিছুদিন আগে আবিস্কার করি, সামুতে আমার বিরোধী কিছু ব্লগার আছেন, যারা আমাকে ব্যক্তিগত ভাবে জানে, আমি তাদের জানিনা,কোন বিশেষ কারনে আমকে ওনরা অপছন্দ করেন। বিষয় বস্তুর বাইরে ব্যক্তিগত আক্রমন করেন। এই সব অস্তিত্তহীন ব্লগাররা ঐ গালিদাতা সিনিয়র ব্লগারকে আবার পীর মানেন.........
(আমারও একই সমস্যা)
জিশানাপু মিছা কতা লিকার জইন্যে মাইনাচ...
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৮
জিসান শা ইকরাম বলেছেন:
মাইনাচে সমস্যা নাই। গ্রহন করা হলো
চেষ্টা করি হাছা কতা কওনের ।
৭২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৬
জুল ভার্ন বলেছেন:
প্রিয় জিশান শা ইকরাম,
সামুকে যারা প্রকৃতই ভালোবাসেন, সামু এবং অন্যান্য বাংলা ব্লগ’র মাধম্যে আমাদের পারস্পরিক সুস্থ্য চিন্তা চেতনাকে বিশ্বময় বাংলা ভাষাভাসীদের মধ্যে ছরিয়ে দিয়ে মাতৃ ভাষাকে আরো বেশী সমৃদ্ধ, আরো বেশী মহিমান্বিত করতে চাই-তাদের সাথে সামু’র মান-অভিমান, ক্ষোভ,দূখ থাকবে-কিন্তু “ব্যাবচ্ছেদ” কখনোই নয়। সামুতে দুটো নিকে আমার চার বছর পুর্ণ হয়েছে আগেই। পাঠক হিসবে প্রায় জন্ম লগ্ন থেকেই। কিন্তু বাংলা টাইপ করতে নাপারার কারনে শুধু পাঠক হয়েই থেকেছি বাকীটা সময়।
‘সামু’ আমার জীবন বোধের অন্যতম সহচর,নিঃসংগতার সংগী, ব্যাস্ততার মধ্যে একপশলা সৃস্টির ব্যাস্ততায় উল্লাশ, সর্বপরি চিত্তের সুস্থ্যতার নাম সামু।আমার জীবনে এক অন্তর্নিহিত প্রেরনার নাম সামু। সামু আমাকে অনেক দিয়েছে-কিন্তু সামু তথা সামু পাঠকদের কোনো প্রতিদানই আমি দিতে পারিনি-যা আমার একান্তই ব্যার্থতা। আমার ব্যক্তিগত সঞ্চয়ের গোপন পাত্রটি ভরে রেখেছি সামুর সংখ্যাহিন বিপূল বিশাল শ্রেনীর সৃস্টিশীল ব্লগারদের মণনশীল সৃস্টি আর সমস্টির স্পন্দনে।এই সামুতেই অসংখ্য এবং বিচিত্র মানুষের জীবনাচার, বেঁচে থাকা, কস্ট-সুখ কিম্বা জীবনের প্রতি সীমাহীন তৃষনা এবং ব্যকুলতাকে আমি আমার ক্ষুদ্র জীবনভর প্রত্যক্ষ করেছি খুব নিবিড় ভাবে-যার প্রভাব পরেছে গত চারটি বছরের সামুত অভিজ্ঞতায়। মানুষের বিজয় কিম্বা পতন, উল্লাশ কিম্বা মগ্নতা এই বিপরীত ধর্মী দুটি প্রাপ্তির খুব কাছাকাছি থেকেছি দীর্ঘ সময় ব্যাপী। এক জীবনে যা কিছু ঘটতে পারে মোটামুটি সেরকম অভিজ্ঞতার ভেতর দিয়ে আমি নিষ্ক্রান্ত হয়েছি। আর এসবকিছুই আমার কর্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়ে আপন আত্মাকে বাঁচিয়ে রাখার চেস্টা করি সামুতে কিছুনা কিছু লিখে।এই লেখালেখিতে সামুতে যেসব ব্লগার প্রতিনিয়ত উতসাহ, প্রেরনা দিয়ে আমাকে লেখালেখিতে উতসাহিত করেছেন-তাদের সংখ্যা অগনিত।আর যারা আমাকে নিন্দা-উপহাস, গালাগাল করে নিজেদের ধন্য করেছেন-তাদের সংখ্যা মাত্র কয়েকজন। কাজেই সংখ্যাতত্বে ভালো আর ভালোবাসার পাল্লা অনেক বেশী। মানুষের গুঢ়তম অভিব্যক্তির নিঃশব্ধ কিম্বা মুখর বিণ্যাস আমার রক্তে, আমার মেধায় খেলা করে সারাক্ষণ। তাই আমার আত্মীক প্রতিজ্ঞা শ্রদ্ধা, ভালোবাসা, সততাই হোক আমার জীবনাচার, সৎ কর্মই হোক আপনার-আমার-আমাদের জীবনের পাথেয়।ঠিক যেমনটাই প্রত্যাশা করি অন্যের কাছে।
জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মেলাইনি কখনো। তবে দুটোর কোনোটা থেকে কোনোটাই কম নয়। জীবনে সুখ যেমন কম নেই-তেমনি অনেক কস্ট নিয়ে বেঁচে আছি।সেই ছেলেবেলা থেকে এখনো পর্যন্ত অনেকবার মনে হয়েছিল-বেঁচে নাথাকাটাই সব সমস্যার সমাধান। কিন্তু কতিপয় দুর্মুখের অনাচারে আমার দ্বারা বেঁচে নাথাকাটা সদার্থক হলোনা।কারন বোধকরি-আমি দুর্মুখদের অবজ্ঞা করতে সক্ষম হয়েছি, আমার জীবনকে অতিক্রমন করতে পেরেছি, জীবনের জীবনবেদ আমি নিমগ্নে পাঠ করতে পেরেছিলাম সেই শিশু কাল থেকেই।এই নিমগ্নতা আমাকে আত্মকেন্দ্রীক করেনি, করেছে প্রানের নেশায় বহির্মুখী।তাইতো আমি বেঁচে আছি, টিকে আছি, টিকে থাকব, বেঁচে থাকব।
এগিয়ে চলুন আত্মবিশ্বাসে।
অঃটঃ অনেক বড় একটা "রচনা" লিখে ফেললাম!
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪২
জিসান শা ইকরাম বলেছেন:
প্রিয় জুল ভার্ন ভাই,
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো।
ভালো আছেনতো ? চা এর দাওয়াত কিন্তু এখনও ভুলিনি।
আপনার মন্তব্যের জবাব আগামি কাল দেব
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:২০
জিসান শা ইকরাম বলেছেন:
আপনার এত সুন্দর মন্তব্যের জবাব দেয়াটা খুবই কঠিন। মন্তব্যের মাঝেই বুঝা যায় একজন মানুষকে। যেমন আপনাকে বুঝি আমি।
যখন সামুতে ছিলাম না তখন, যে কজন ব্লগারের লেখা নিয়মিত পড়তাম, আপনি তাদের মাঝে একজন। যখন সামুতে আসলাম বা একটু সক্রিয় হলাম, তখনো আপনার লেখা নিয়মিত পড়ি। সামুতে আসার পর , আপনার সাথে মতের আদান প্রদান হয়। হয়ত দু এক সময় আমরা ভিন্নমত পোষন করেছি, তারপরো আপনি আমার প্রথম ১০ জনের মধ্যে একজন প্রিয় ব্লগার। যে কজন ব্লগারের লেখা আমি মনদিয়ে পড়ি, আপনি তাদের মাঝে একজন।
আপনি হয়ত জানেন না, আপনার কিছু কিছু লেখার স্টাইল আমি ( বিশেষ করে মন্তব্য ) অনুসরন করি। বিভিন্ন ব্লগারের পোষ্টে আপনার মন্তব্য অথবা আপনার পোষ্টের মন্তব্যের জবাব অসাধারন। এটা অনুকরননীয়। মাঝে মাঝে এটা সামুর সেরা মন্তব্য মনে হয় আমার কাছে।
আপনি যখন সব ড্রাফট করে কোন অজানা কারনে চলে গেলেন, তখন অনেক খারাপ লেগেছিল। কয়েকজনের কাছে জানার চেষ্টেও করেছি, ভিতরের কারনটা কি ? জানতে পারিনি। কার একটা পোষ্টে আমার ইমেইল এ্যাড্রেসটাও দিয়েছিলাম, আপনার ফোন নাম্বারের জন্য। পাইনি।
@@ সামুতে আমি লিখি মনের আনন্দে। লিখতে আনন্দ পাচ্ছি খুব। যখন এই আনন্দটুকু আর পাবোনা যেদিন আর আনন্দ পাবোনা , সামু ছেড়ে দিব। হঠাৎ একটা ভাবনা হতে এই পোষ্ট টা দিলাম। ব্যবচ্ছেদ কথাটা আনলাম , একটা বিশেষ কারনে : এটার মাঝে আমি আমর সব পোষ্ট গুলো আনবো। সমুকে ঘিড়ে আমার মনের ভাবনা, বিভিন্ন পোষ্টের সেরা মন্তব্য এখানে রাখবো। এটার ব্যাবচ্ছেদ করলে যেন আমাকে দেখা যায়।
ভালো থাকবেন সবসময়। এটা আমার আন্তরিক চাওয়া।
৭৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৯
ভাঙ্গন বলেছেন: এক সময় যে কোন নতুন ব্লগারের প্রথম পোষ্টে মন্তব্য করা একটা উৎসবের মত ছিল এই ব্লগে। অনেকেই প্রথম মন্তব্যে দারুন উচ্ছাসিত হয়ে থাকেন এখনো। এবং পরে ইয়ার এন্ডিং বা মাইল ফলক পোস্টে এসব স্বরণ করেন।
এক সময় কাঁকন,বৃত্তবন্দী,চাঙ্কু বা অক্ষর-এঁরা নতুন ব্লগে মন্তব্য বা পোস্টের প্রথম মন্তব্যকারী হিসেবে দৌড়ে প্রথম ছিল।
হায়! কাঁকনটা যে এখন কোন নিকে লুকিয়ে আছে। স্বীকারই করেনা।
.................
এনিঅয়ে,স্মৃতিকথায় শুভ কামনা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৭
জিসান শা ইকরাম বলেছেন:
আপনি আমার প্রিয় ব্লগারদের একজন।
আপনার মন্তব্যে আমি অনুপ্রানিত হই। এখনো আপনার মন্তব্যের আনন্দ প্রথম মন্তব্য পাওয়ার কাছাকাছি , আমার কাছে।
দোয়া করবেন।
শুভকামনা আপনার জন্যও।
৭৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৭
ছাইরাছ হেলাল বলেছেন:
উৎসর্গে নিজের নাম দেখে ভাল লাগল কিন্তু একটু বেশি হয়ে গেলু বলে মনে হচ্ছে ,ব্যপার না ।আমরা প্রানের উজ্জ্বলতায় সবার সাথেই এগিয়ে যাব উচ্চতার উচ্চতায় নিয়ে অনেক হৃদ্যতা ।
শুরুর অভিজ্ঞতা সুখকর নয় মোটেই ,আমারই সমান বুড়ো তিনি,পড়লেন ঝাপিয়ে ..................নাহ, থাক এসব,চুকে বুকে গেছে অবশ্যই কিন্তু ক্ষতটির কি হবে ?
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৪
জিসান শা ইকরাম বলেছেন:
লেখাটা একবারে শেষ করতে পারিনি। অর্ধেক লেখার পর, ল্যাপি হতে দুরে গিয়েছিলাম ৪ ঘন্টার জন্য।তাই শেষটা একটু এলোমেলো হয়েছে।
উৎসর্গের অংশটুকু লেখার আগেই পোষ্ট দিয়ে ফেলছিলাম।
এডিটং চলছে এখনো
শুরুর অভিজ্ঞতা সুখকর নয় মোটেই
৭৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৮
জেরী বলেছেন: অভিনন্দন
(মাঝে কিছু ইস্যুতে গালিগালাজ করতে দেখছিলাম সেটা ভালো লাগে নাই। সামুতে গালিটাই যে সব কিছুর সমাধান নয় সেটা কে বুঝাবে)
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০১
জিসান শা ইকরাম বলেছেন:
আমি ছাগুদের ছাগু বলেছি। এই শব্দটা সামহোয়ারিন ব্লগের কল্যানে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। ওদের ছাগু বলায় যদি আমি গালিবাজ হিসেবে পরিচিত হই,কোন সমস্যা নেই আমার। রাজাকার,ছাগুদের সাথে আমার কোন আপোষ নেই।
সামুতে গালিটাই যে সব কিছুর সমাধান নয় সেটা কে বুঝাবে আপনার একথার সাথে ১০০% সহমত আমার।
শুভকামনা আপনার জন্য।
৭৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৮
রাজসোহান বলেছেন: ব্লগে আপ্নেরে স্বাগতম
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:১২
জিসান শা ইকরাম বলেছেন:
ধন্যবাদ
৭৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৭
গুরুজী বলেছেন: আমার কতা কয়না মামায়
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:১৭
জিসান শা ইকরাম বলেছেন:
কমু কমু , কাইন্দোনা
৭৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৮
অনন্ত দিগন্ত বলেছেন: সুন্দর পোষ্ট
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:০৬
জিসান শা ইকরাম বলেছেন:
সুন্দর প্রপি
৭৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৮
রাজসোহান বলেছেন: নানা গ্রুজিরে ভুইলা গেসে
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৯
জিসান শা ইকরাম বলেছেন:
কেডা কইছে ভুলছি ? ভুলিনাই
৮০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৪৮
কাঙাল বলেছেন: ছাগু ভরা এই ব্লগে আপনার লেখাটি অত্যন্ত ভাল লাগলো।
প্রিয় ব্লগারের তালিকায় নাম লেখাইলেন ভাই
এই কাঙালরে স্মরণ রাইখেন, কারণ কাঙালের কথা বাসি হইলে ফলে
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫৭
জিসান শা ইকরাম বলেছেন:
ধন্যবাদ।
কাঙালের কথা বাসি না হইলেও ফলে
৮১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৯
সোমহেপি বলেছেন: মামু তুমি ভাল থাক।তোমার শরীর ভাল থাকুক।
তোমাকে যারা এমন নিষ্ঠুর মন্তব্য করে কষ্ট দিয়েছিলো তাদেরকে বকে দেব েকসময় তুমি কষ্ট রাইখো না।জানতো গালি নাকি নীচ মানুষের পরিচায়ক?পরাজিতদের হাতিয়ার?
তাই এসব মনে রাইখো না।
অনেকদিন বাইচা থাক।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২০
জিসান শা ইকরাম বলেছেন:
মনে রাখিনাইতো
মনে রাখলে ওনার সাথে এত মিষ্টি মিষ্টি কথা কইতাম?
ধন্যবাদ সোমহেপি আপনিও বেচে থাকুন অনেক অনেকদিন।
৮২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৮
রাজসোহান বলেছেন: আপ্নের শিরোনামের সাথে প্রপিকের মিল নাই ক্যা? রিফ্যুত
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২২
জিসান শা ইকরাম বলেছেন:
রাজ বুঝিনাই। খুইল্যা কও
৮৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২৩
ফাইরুজ বলেছেন: কেউ কেউ নতুন ব্লগারদের সাথে এমন আচরন করেন যেন উনারাই সব জানেন ,নতুনরা কিছু জানেনা।আমি সযত্নে উনাদের এড়িয়ে চলি।আপনাকে যারা ব্যক্তিগত আক্রমন করেছিলেন তাদের জন্য করুনা ছারা আর কিছুই নাই।তারা মাইনাসেরও অযোগ্য
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫২
জিসান শা ইকরাম বলেছেন:
খুব কঠিন মন্তব্য করলেন। ওনরা আপনার বিরুদ্ধেও কিন্তু লাগতে পারে।
সাবধান
৮৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২৮
রাজসোহান বলেছেন: বুঝতে হৈব এমুন কথা আছে? ওই কমেন্টও রিফ্যুত।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫৫
জিসান শা ইকরাম বলেছেন:
তোমার পোষ্টে গ্রেনেড রাখছি।
মারো ঐটা,যারে লইয়া লিখছো ।
কোন দয়া নাই।
ডাইরেক্ট এ্যাকশন
৮৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫৮
রাজসোহান বলেছেন:
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১০
জিসান শা ইকরাম বলেছেন:
আরে কাইন্দোনা টেস করসি
৮৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৩
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: গুরুজী বলেছেন: পোকা কে? B:-) B:-) ....
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৯
জিসান শা ইকরাম বলেছেন:
৮৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৫
রিতা ইসলাম বলেছেন: ছাইরাছ হেলাল বলেছেন: উৎসর্গে নিজের নাম দেখে ভাল লাগল কিন্তু একটু বেশি হয়ে গেলু বলে মনে হচ্ছে ,ব্যপার না ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৯
জিসান শা ইকরাম বলেছেন:
৮৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৮
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: উৎসর্গ :
৩।আমার সবচেয়ে কাছের নির্মোহ বন্ধু,যার কাছ হতে আমি সামুর কথা জেনেছি : ব্লগার ছাইরাছ হেলাল।
ছাইরাছ হেলাল বলেছেন:
উৎসর্গে নিজের নাম দেখে ভাল লাগল কিন্তু একটু বেশি হয়ে গেলু বলে মনে হচ্ছে ,ব্যপার না ।আমরা প্রানের উজ্জ্বলতায় সবার সাথেই এগিয়ে যাব উচ্চতার উচ্চতায় নিয়ে অনেক হৃদ্যতা ।
শুরুর অভিজ্ঞতা সুখকর নয় মোটেই ,আমারই সমান বুড়ো তিনি,পড়লেন ঝাপিয়ে ..................নাহ, থাক এসব,চুকে বুকে গেছে অবশ্যই কিন্তু ক্ষতটির কি হবে
.... এমন একজন মানুষের নাম নিলা, যারে আমি হিংসা করতে পারতেছি না..!! গভীর ধর্মযুদ্ধে ফেলিয়া দিলে বাপজান...!!
তয় গাধরে হিংসার দুই নাম্বারে রাখলাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৩
জিসান শা ইকরাম বলেছেন:
সামুর সবচেয়ে হিংসুটে ব্লগারকে নিয়ে,একটা পোষ্ট দিতেই হবে
৮৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৯
মিরাজ is বলেছেন: ব্যবচ্ছেদ ভাল হয়েছে ভাই । শুরু তারপর চলতে থাকা, এর শেষ কোথায় জানা নেই । চলুক এই পথচলা । সবসময় শুভকামনা ছিল এবং থাকবে ।
ব্লগিং মজার হয়ে উঠে যদি কিছু জিনিষ ইগনোর করা যায় (সবসময় সেটা সম্ভবপর হয়ে উঠেনা )
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৯
জিসান শা ইকরাম বলেছেন:
শুরু তারপর চলতে থাকা, এর শেষ কোথায় জানা নেই । চলুক এই পথচলা । খুব সুন্দর কথা বলেছেন
অনেক সময়ই ইচ্ছের বিরুদ্ধেও অনেক কিছু ইগনোর করা সম্ভব হয়না
৯০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪২
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: মামুরা, এরকম ব্যবচ্ছেদ আর কইরেন না।
ভাগ্না,ভাগ্নী,ভাই, বেরাদারেদের মন্তব্য উত্তর পড়তে পড়তে চোখের বারোটা বাইজা যায়।
দয়া করে এরকম ষড়যন্ত্র থেকে বিরত হইন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪২
জিসান শা ইকরাম বলেছেন:
ব্যবচ্ছেদ করা ভালো। এটা নিজের আত্মউপলব্দিও
বারোটা বাজানোর জন্য স্যরি
শুভকামনা ভাইগ্নার জন্য
৯১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২০
দু-পেয়ে গাধ বলেছেন: পুস্টের টাইটেল দেইখ্যা ডরাইসিলাম।
আপ্নের সাথে পেত্তম টক্কর হইছিল সেই ছাগলের পুস্টুতে। তাপ্পর বাকি সব গুলা পড়া শেষ কইরা তবেই কমেন্ট করসি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২১
জিসান শা ইকরাম বলেছেন:
জি, প্রথম দেখা হয়েছিল ছাগলের পোষ্টে আপনার নাম দেইখ্যা ডরাইছিলাম আমি ।
তবে আমার প্রথম পোষ্টে আপনিই প্রথম কমেন্ট করেছেন
ধন্যবাদ।
৯২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৩
বৈকুন্ঠ বলেছেন: ভালু লাগিলু
লেখাটা দারুন যৌগিক হৈসে
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৪
জিসান শা ইকরাম বলেছেন:
বুঝতাছি, আপনি যৌগিক লেখার সমঝদার
শুভকামনা রাশি রাশি ।
৯৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৩
নোয়াখাইল্লা দরবেশ বলেছেন:
লেখক বলেছেন:
নোয়াখাইল্লা দরবেশ ভাই,
আপনি বিড়িতে আসক্ত। আমার হাতটা ধরেন শক্ত কইরা। আগে বিড়ির স্তুপ থেইক্যা আপনারে টাইন্যা তুলি
বাউরে, আন্নে ইয়েন কিয়া কইলেন। আঁই খাই গাঞ্জা আর আন্নে আঁরে বিড়ির খাঁদেত্তুন টানি তোলেন। আন্নের কি হেডে কাম্ব উইস্সেনি? ও বুজ্ঝি, আন্নের মাতায় গেয়াস্টিক অইছে। এক কাম করেন, আন্নে ময়ুরাক্ষী নদীত্তুন ডুব দি আইয়েন, দেইকবেন আন্নের হেডে কাম্ব, গেয়াস্টিক, জ্বর বেগ্গেন ভালা অই গ্যাছে। আর মঝে মইধ্যে আঁর লগে বইয়েন, দুই টান দিলে শরীলডা ভালা লাইগবো। আরাম হাইবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৮
জিসান শা ইকরাম বলেছেন:
অপেক্ষা করুন , ছবি খুইজ্যা লই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৫
জিসান শা ইকরাম বলেছেন:
আপনার মুখে বিড়ি। গাজার কল্কে নাই। অনেক খুজলাম ভাইডি। এই কদিন অনেক কষ্ট দিছেন ,গাজার কল্কের ছবি কোথাও পাইলাম না
ঐডা আপনারে উপহার দিতাম। কিন্তু গুগল মামার কাছে, গাজার কল্কে নাই।
খুব ভালো লাগলো আপনার মন্তব্য আমরা বাসায় হাসতে হাসতে শেষ।
ভালো থাকবেন আপনি। শুভকামনা।
৯৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৩
রিতা ইসলাম বলেছেন: @ নোয়াখাইল্লা দরবেশ ভাই, আপনি কি আসলেই নোয়াখাইল্লা ? আপনার মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ আমি
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪২
জিসান শা ইকরাম বলেছেন:
৯৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২০
নিভৃত নয়ন বলেছেন: আগের কমেন্ট তা ফালতু হইছে।
পোস্ট পড়লাম।
আপনি মৌলিক লেখেন না বলছে কিন্তু উধারনসরূপ বিভিন্ন ব্লগারের জন্মদিন নিয়ে পোস্ট দেয়া ো অনেক কঠিন কাজ মনে হয়।আজ আমার এক প্রিয় ব্লগার সুপান্থ ভাই এর বিবাহও।পোস্ট দেয়ার ইচ্ছা কিন্তু গুছিয়ে কিছু দিতে পারলাম না।
আপনার এই পোস্ট থেকে আমি একটা ধারনা নিয়ে রাখলাম।আমার যেদিন এক বছর ব্লগিং হবে তখন স্রিতিচারন করবো প্রথম দিক কার ব্লগিং সময়,এবং ব্লগারকে।
আপনি ভাল থাকবেন।আমাদ্র সাথে থাকবেন সবসময় এই কামনা করি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৭
জিসান শা ইকরাম বলেছেন:
হুম, সাথে আছি এবং থাকবো সব সময়
কিন্তু সুপান্থরে খাইছি আমি। আমাকে ওদের ওখানে মিষ্টি খাবার দাওয়াত দিতে পারে। বিয়ের দাওয়াত কেন দিলনা ?
৯৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৮
দু-পেয়ে গাধ বলেছেন: দরবেশ রে নাচ তিক্কার বলগে পাঠানো হোক। এইহানে গাঞ্জার ধুম দিয়া কাম নাইক্কা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৯
জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা হা, পর্যবেক্ষন চলিতেছে
৯৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৪
নীলাঞ্জনানীলা বলেছেন: নানা, তুমি যদি আমার কথা এই পোষ্ট কিছু না লেখ, তাহলে তোমাকে পচাবো আমি বুইড়া
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫২
জিসান শা ইকরাম বলেছেন:
ঠিকাছে , লিখবো।
তোদেরকে নিয়ে তো আলাদা একটা পোষ্টই দেব নাতনী
৯৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৪১
ফাইরুজ বলেছেন: জিসান ভাইয়া, আপনার পুরান একটা পোষ্ট ও ফেবুতে দেখেছিলাম যে আপনি কাঠবিড়ালী লাইক করেন। এই দেখুন ছবি ছড়া কাঠবিড়ালীকে নিয়ে ছবি ছড়া
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
জিসান শা ইকরাম বলেছেন:
ছোটবেলায় আমাদের বাসায় একটা কাঠবিড়াল ছিল। আমার বড় ভাই ওটা খাচায় পালতেন। খুব ভালো লাগতো ওটাকে আমার। এখনো মনের মাঝে ওটা রয়ে গেছে
পোষ্ট টা তো দেখতেই হয়
৯৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৮
ফাইরুজ বলেছেন: আপনার ব্লগটি মোট ৪৯৯৬১ বার দেখা হয়েছে । আশাকরা যায় , আজ এটা ৫০ হাজার পেড়িয়ে যাবে
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৫
জিসান শা ইকরাম বলেছেন:
৫০ হাজার পেড়োলে কি হবে ?
লিংকের জন্য অনেক ধন্যবাদ ।
১০০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৪
স্পেলবাইন্ডার বলেছেন: কিছুদিন আগে আবিস্কার করি, সামুতে আমার বিরোধী কিছু ব্লগার আছেন, যারা আমাকে ব্যক্তিগত ভাবে জানে, আমি তাদের জানিনা,কোন বিশেষ কারনে আমকে ওনরা অপছন্দ করেন। বিষয় বস্তুর বাইরে ব্যক্তিগত আক্রমন করেন। এই সব অস্তিত্তহীন ব্লগাররা ঐ গালিদাতা সিনিয়র ব্লগারকে আবার পীর মানেন। তাদের কাছে উনি সামুর সবচেয়ে ভালো এবং সন্মানিত ব্লগার। সত্য কথায় যত দোষ ই থাকুকনা কেন, ওনাদের সুচিন্তিত মতবাদে নষ্টালজিয়ায় আক্রান্ত হয়ে উনি হয়তো আমকে রামছাগল বলেছিলেন।
জুলভার্ন ভাই একজন বয়স্ক মানুষ এবং সামুতে সিনিয়র ব্লগার। চমৎকার তথ্যপূর্ণ ও জনসচেতনতা মূলক পোস্ট লিখে তিনি অসংখ্য ব্লগারের প্রিয় ব্লগার হিসেবে স্থান করে নিয়েছেন। আমার কথাই ধরুন- আমি জুলভার্ন ভাইকে ব্যক্তিগতভাবে কখনই চিনতাম না। ব্লগে প্রথম এসে জুলভার্ন ভাইয়ের ঐ সময়কার একটি পোস্ট পড়ে তাকে কটু কথাও বলেছিলাম। পরে ধীরে ধীরে ওনার অন্যান্য পোস্ট পড়ে আমার ধারণা আমূল পাল্টে যায়।
কারো কোন একটি পোস্ট বা কমেন্ট পড়ে ঐ নিকের পিছনের ব্যক্তি সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করা ভুল। অন্তত আমার কাছে তাই মনে হয়। দীর্ঘদিন একজন ব্যক্তির বা নিকের পোস্টগুলো পর্যবেক্ষণ করলে ঐ ব্যক্তি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যেতে পারে। প্রসঙ্গত, প্রথম দিকের পোস্টে পুরনো ব্লগারদের ঝাড়ি বা গালাগালি খেয়েছে এমন অনেক ভাল ব্লগার এই সামুতেই আছেন। সবাই সেটাকে পরবর্তীতে ভাল লেখার অনুপ্রেরণা/জেদ হিসেবে দেখেন।
আমরা সাধারণত বর্ষপূর্তি/স্মৃতিচারণমূলক পোষ্টে দেখি প্রিয় ব্লগারদের নিয়ে আলোচনা হয়। এই প্রথম দেখলাম জুলভার্ন ভাইয়ের মত কাউকে একটি মন্তব্যের জন্য কটাক্ষ করে আরেকজন বয়স্ক মানুষ স্মৃতিচারণমূলক পোস্ট পয়দা করেছেন।
শুভেচ্ছা...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৬
জিসান শা ইকরাম বলেছেন:
স্পেলবাইন্ডার ভাই,
সামুতে আমার মনের হঠাৎ ছন্দপতনকে আমি আমার আবেগ দিয়ে প্রকাশ করতেই পারি। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। আমি ইচ্ছা করলেই তো নামটা দিতে পারতাম। অনেকের নামই তো দিয়েছি আমি। ওনার সন্মান ও ওনার প্রতি আমার শ্রদ্ধারবোধের কারনেই , আমি নামটা দেইনি। এটা আপনার মত সিনিয়র ব্লগারের বোঝা উচিত ছিল। কেন যে আমার সব পোষ্ট খুজে, এটা আপনি বলতে গেলেন বুঝতে পারছিনা। আপনার এই মন্তব্যে এটা বলা উচিত হয়নি।
আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ এখনো অটুট আছে। এ বিষয়ে আমি ওনার সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে কথা বলবো।
ওনার অফিসে আমার চা এর দাওয়াত আছে।
আপনার পোষ্ট পয়দা শব্দটা আপত্তিকর।
ভালো থাকুন আপনি।
১০১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৫
অনন্ত দিগন্ত বলেছেন: অন্তু তো সুন্দর , তাই তার প্রো পিকটাও সুন্দর ... নানা কিচ্ছু বুঝে না
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৭
জিসান শা ইকরাম বলেছেন:
বুঝছি নাতি রাগ কইরোনা
১০২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৭
নিভৃত নয়ন বলেছেন: রোকন ভাই এর পোস্ট
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২১
জিসান শা ইকরাম বলেছেন:
নয়ন ,
তোমার কি ধারনা এই পোষ্ট আমার দৃষ্টি এড়িয়ে গিয়েছে ?
আমি বুড়া হয়েছি ঠিক আছে
বুড়া হলে দায়িত্ব অনেক বাড়ে,জানো তা?
ওটায় অনেক আগেই মন্তব্য করেছি
১০৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৮
মাহী ফ্লোরা বলেছেন: :-<
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৪
জিসান শা ইকরাম বলেছেন:
কি, হাই দাও কেন ?
১০৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৯
মাহী ফ্লোরা বলেছেন: কমেন্ট পড়তে পড়তে ঘুম আইসা গেলু
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৬
জিসান শা ইকরাম বলেছেন:
আর কত ঘুমাবে ? ঘুমালে মোটা হয়ে যাবে , জানোনা ?
ফাইরুজ একটা লিংক দিল, তোমার ওখানে দিয়ে আসতেছি। দেখ
১০৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: আমি মনে হয় খুব দেরিতে দেখেছি আপনাকে। অবশ্য তখন ব্লগে আমার আসা কমে গিয়েছিল। অভিনন্দন ভাইয়া
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২০
জিসান শা ইকরাম বলেছেন:
ছোটাপু,
তুমি ঠিক কবে আমার পোষ্টে প্রথম মন্তব্য করেছ, ভুলে গিয়েছি
তবে এই পোষ্টে তোমার কথা কৃতজ্ঞতার সাথে লিখেছি।
আমি কৃতজ্ঞ তোমার কাছে।
আমার সিনিয়র ব্লগার তুমি, তুমি আমার অনেক প্রিয় ব্লগারও। তোমার লেখার একজন বড় ভক্ত আমি। আমি তোমার কিছু ষ্টাইল অনুসরনও করি
তোমার নির্দেশিত পথেই তো হাটছি আমি
ভালো থেকো সবসময়।
১০৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৮
নিভৃত নয়ন বলেছেন: হায় হায়
মাইন্ড করলেন নাকি।
আমি খেয়াল করি নাই যে আপনি কমেন্ট করছে।
বুঝিতে পারিলাম আপনি সব দিকেই খেয়াল রাখতেছেন।
ভাল থাকবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৯
জিসান শা ইকরাম বলেছেন:
না , মাইন্ড করিনাই
তুমিও ভালো থেকো
১০৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫২
লবঙ্গলতিকা বলেছেন: মাতুল, আমি আবার নিরাপদ ঘোষিত হইয়াছি!
বর্ষপূর্তি তো আরও আগেই হইয়াছে, এতদিনে উহা উদযাপন করিতেছেন কি মনে করিয়া?
যাহা হইক, অভিনন্দন আপনাকে!
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫২
জিসান শা ইকরাম বলেছেন:
নিরাপদ হওয়াকে অভিনন্দন মামু
তোমরা পোলাপাইন,একটু কিছু হইলে কাইন্দা কাইট্টা অস্থির হইয়া যাও। ( আমিও একবার অস্থির হইছিলাম । এরপর ওয়াচে নিলেও কাউরে বলবানা। ওয়াচে নিলে কি হইব ?এখন যে কজন তোমার লেখা পড়ে, তখনও পড়বো।
সামুতে আইডি থাকলেই হয়। আর কিছুর দরকার নাই
ভালো থাইক্কো মামু
১০৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৮
লবঙ্গলতিকা বলেছেন: স্পেলবাইন্ডার বলেছেন: কিছুদিন আগে আবিস্কার করি, সামুতে আমার বিরোধী কিছু ব্লগার আছেন, যারা আমাকে ব্যক্তিগত ভাবে জানে, আমি তাদের জানিনা,কোন বিশেষ কারনে আমকে ওনরা অপছন্দ করেন। বিষয় বস্তুর বাইরে ব্যক্তিগত আক্রমন করেন। এই সব অস্তিত্তহীন ব্লগাররা ঐ গালিদাতা সিনিয়র ব্লগারকে আবার পীর মানেন। তাদের কাছে উনি সামুর সবচেয়ে ভালো এবং সন্মানিত ব্লগার। সত্য কথায় যত দোষ ই থাকুকনা কেন, ওনাদের সুচিন্তিত মতবাদে নষ্টালজিয়ায় আক্রান্ত হয়ে উনি হয়তো আমকে রামছাগল বলেছিলেন।
জুলভার্ন ভাই একজন বয়স্ক মানুষ এবং সামুতে সিনিয়র ব্লগার.......................... "
কেমনে কি ভাই, এইখানে জুলভার্ণ ভাইয়ের নাম আবার টাইন্না আনছেন কেন? উপরের লেখায় তো কোথাও সন্মানীত জুলভার্ণ ভাইয়ের নাম খুজে পেলাম না। নাকি লেখকের লেখা ৭৪ টা পোস্ট খুজে খুজে ঐ গালিদাতাকে বের করেছেন? বাহ অনেক ধৈর্য্য আপনার
আর প্রথমদিকের পোস্টে নতুন ব্লগারদের গালি খাবার যে বিষয়টি আপনি হালাল করার চেষ্টা করলেন, সেটা আপনার মতোন একজন ব্লগারের কাছে আশা করা যায়না। এটাতো একধরনের ব্লগীয় র্যাগিং। আপনিই না কিছু দিন আগে ব্লগে গালাগালি আর ব্যাক্তি আক্রমনের বিরুদ্ধে পোস্ট দিলেন আর এইখানে এসে গালাগালির বিষয়টাকে হালকা করার চেষ্টা করছেন!
অবাক হয়ে যাই ভাই আপনাদের এমন দ্বৈতনিতী দেখলে!
প্রসঙ্গত "পোস্ট পয়দা করা", "রামছাগল" এই কথা গুলোও গালির পর্যায়ে পরে। নেক্সট টাইম গলাগালির বিরুদ্ধে গলা বারাবার আগে এই পোস্টের ১০০ নম্বর কমেন্টের কথা মনে রাইখেন।
আপনাদের এক মুখে দুই কথা বলতে তেমন লজ্জা না লাগলেও আমাদের দেখতে লজ্জা লাগে।
আপনাকে শুভেচ্ছা, ভাল থাকেন, মানসিক ও শাররীক ভাবে সুস্থ থাকেন
@দু:খিত মামা, আপনার এমন পোস্টে এমন একটা মন্তব্য করলাম আগ বাড়িয়ে, কিছু মনে করবেন না।
১০৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৭
আসিফ মুভি পাগলা বলেছেন: উত্তর দিলেন কিনা দেখতে এসেছিলুম । মন্তব্যের স্রোতে প্রায় ভেসে গিয়েছিলুম । পড়তে পড়তে কোনমতে তীরে উঠে এলুম । তাই আবার একটা কমেন্ট করে চলে গেলুম ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৬
জিসান শা ইকরাম বলেছেন:
উত্তর দিমুনা কেন ?
আগামীকাল ফটুক দিমু। আমি আর হেলাল ২ জনেই দিমু।
জায়গা না থাকলে খবর আছে এক্সিভিশনে বোমা মারমু
ইহা একটু ব্লগিয় হুমকি
সাফল্য কামনা করি
১১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১১
আকাশের তারাগুলি বলেছেন: ব্যবচ্ছেদ সাকসেসফুল হয়েছে মনে হয়। ভালো লাগলো
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৭
জিসান শা ইকরাম বলেছেন:
ভালো লাগাতে পেরে নিজে আনন্দিত হলাম।
ভালো থাকুন। শুভ ব্লগিং
১১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪২
বাল্যবন্ধু বলেছেন: আপনে এত সুন্দর করে লেখেন কিভাবে? আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না। পোষ্টে +
জিসান আংকেল, আমার নিক কিন্তু পরিবর্তন হইছে। বৃষ্টি.বালক থেকে বাল্যবন্ধু হইছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৬
জিসান শা ইকরাম বলেছেন:
আংকেল, লেখার সময় ভাষা নিয়ে ভাবা ভাবি করবানা।
যা মনে আসবে, তাই লিখতে হবে। এতে তোমাকে দেখা যাবে লেখায়। শেষ করার পর এডিট । গোপন কথা ফাস করে দিলাম
বৃষ্টি.বালকই যে বাল্যবন্ধু হইছে , তা আমি বুঝতে পেরেছি
লেখার ষ্টাইল লুকান যায় না বালক
১১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৬
আসিফ মুভি পাগলা বলেছেন: তাড়াতাড়ি ফটুক দিয়েন । আর টেনশন নাই । আপনার ফটুকের জায়গা কম পড়লে এক্সিবিশনবাতিলকৈরাদিমু
Click This Link
এইটা সেই পোস্ট । এখনো এডিট চলতেসে । একটা জিনিস বুঝতেসি না । সব ছবিই কি এক পোস্টে দিব নাকি কয়েকভাগ করে আলাদা কয়েকটা পোস্টে দিব । বেশী ছবি এক পোস্টে গেলে লোড হইতে সময় লাগবে আর আলাদা করে দিলে মানুষ সবগুলা ছবি নাও দেখতে পারে । সাজেশন দেন চাচ্চু ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১২
জিসান শা ইকরাম বলেছেন:
ছবি ব্লগে এটা সবচেয়ে বড় সমস্যা। দেশের যে নেট স্পীড তাতে ছবি বেশি হলে লোড হতে সময় লাগবে। এর পরে মন্তব্যের ওখানেও কিছু ছবি দিতে পারে ব্লগার রা।
ছবির সাইজ কমিয়ে দেয়া যেতে পারতো। কিন্তু সবাই তার ছবিটা ভালো লাগার জন্য , ফ্লিকরে একটু বড় ছবিই দেয়।
আমার মনে হয়, আলাদা আলাদা পোষ্ট দেয়া ভালো।
প্রতি পোষ্টে ২৪-৩০ টা ছবি। শিরোনামে থাকবে ফটোগ্রাফারের নাম। ২ দিন পরপর একটা পোষ্ট। প্রতি পোষ্টের সেরা ৪ টি ছবি মনোনয়ন করবে ব্লগাররা তাদের মন্তব্যে। সব সেরা ছবি দিয়ে আর একটা চুড়ান্ত পোষ্ট।
এর আগে মডারেটরদের মতামত চেয়ে একটা পোষ্ট দিতে পারো।
১১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩১
আসিফ মুভি পাগলা বলেছেন: মডারেটরদের মন্তব্য চেয়ে কেমনে পোস্ট দিব?
কয়েক দফা পোস্টের ব্যাপারটা ভাল তবে আমি চাচ্ছি একসাথে সবগুলা একাধিক পোস্টে দিয়ে দিতে । নাইলে অনেকে হয়ত ভাববেন তাদের ছবি কম গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:০৮
জিসান শা ইকরাম বলেছেন:
একসাথে একাধিক পোষ্ট দিলে, আর শিরোনাম যদি এক থাকে, দু একটা পোষ্ট ব্লগারদের চোখ এড়িয়ে যেতে পারে। বা একই বিষয়ে ব্লগাররা একসাথে অনেক গুলো পোষ্ট দেখবে, এতে ব্লগারদের ক্লান্তি আসতে পারে।
সব ব্লগারদেরই নিজস্ব কিছু ভালো লাগা ব্লগার আছেন, যাদের পোষ্ট পড়েন।
তুমি যদি , একই সাথে সব পোষ্ট দাও,একজন ব্লগারকে তোমার সব পোষ্ট ভালোভাবে দেখার জন্য অনেক সময় ব্যায় করতে হবে।
কম গুরুত্বের ব্যাপারে কি হবে ? তুমি আমার ছবি , একদম শেষের টায় দিও
এখানে যা আলোচনা করছি , এটার আলোকে একটা পোষ্ট দাও। তোমার ফেবু ইনবক্স দেখ।
১১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১০
ছাইরাছ হেলাল বলেছেন:
@আসিফ মুভি পাগলা -খুব বেশি সময়তো লাগেনি ।এক জায়গায়ই দেন ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:১২
জিসান শা ইকরাম বলেছেন:
হেলাল , ১০০ এর কাছাকাছি ছবি বা আরো বেশি, একটা পোষ্টে দিলে , ওই ছবি দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে যাবে তো !
১১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৩১
রাষ্ট্রপ্রধান বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:২৪
জিসান শা ইকরাম বলেছেন:
আহা , চাচ্চু কত ভদ্র হইছে , লজ্জায় কথা কয় না
১১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৩৫
ইসরা০০৭ বলেছেন: বড় বন্ধু,,,,ভাল লাগলো আপনার সামুর প্রতি ভালবাসা, রাগ, অনুরাগ আর অভিমান..........মাখানু পোষ্ট।
পড়তে গিয়ে হাসতে হাসতে..........)
)
)
)
দেরি হয়ে গেল নিজের অজান্তে আপনার প্রান্তে আসতে
শুভকামনা রইল।
ভালো থাকবেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩১
জিসান শা ইকরাম বলেছেন:
মাখানু পোষ্ট ?
কই পাইলা এত সুন্দর শব্দটা ? আমি এই শব্দ এই প্রথম শুনলাম। এখন হতে এটা ব্যাবহার করবো
দেরি কোন বিষয়না ছোট। একসময় পড়লেই হলো।
আমার পুরানো পোষ্ট এখনো পড়ে ব্লগারগন। ভালো লাগে খুব আমার।
ভালো থেক। বাংলাকে আকড়ে রেখ জীবনের সাথে।
একজন গর্বিত মা এর মত সন্তানদেরকেও শিখাবে : পৃথিবীর সবচেয়ে বেশী রক্ত দিয়ে কিনতে হয়েছে আমাদের দেশের স্বাধীনতাকে ।
১১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩২
স্পেলবাইন্ডার বলেছেন: প্রিয় জিসান ভাই, আমার আগের মন্তব্যের জবাব আপনি দেননি, কিন্তু ফেসবুকে আপনার মন্তব্যের জবাব আমি কিন্তু আন্তরিকতার সাথেই দিয়েছিলাম।
এই পোস্টে আপনি লিখেছেন-
সামুতে আমার বিরোধী কিছু ব্লগার আছেন, যারা আমাকে ব্যক্তিগত ভাবে জানে, আমি তাদের জানিনা,কোন বিশেষ কারনে আমকে ওনরা অপছন্দ করেন।
বিষয়টা খুব দুঃখজনক। সাধারণত যেটা হয়, যারা কোন ব্লগারকে ব্যক্তিগতভাবে জানেন, তাদের সাথে ঐ ব্লগারের একটা আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। কিন্তু আপনার ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। অর্থাৎ যারা আপনাকে ব্যক্তিগতভাবে চেনেন/জানেন, তারা কোন এক অজানা কারণে আপনাকে অপছন্দ করে। তারমানে, যারা আপনাকে ব্যক্তিগতভাবে জানে না তারাই আপনাকে পছন্দ করে।
আমার শেষ পোস্টে একজন ব্লগার নিচের মন্তব্যটি করেছেন। সম্ভবত আপনার উদ্দেশ্যে-
নষ্টালজিয়া বলেছেন: ভাই স্পেলবাইন্ডার, আমার এই মন্তব্যটা আপনার বর্তমান পোস্ট প্রসংগে না-সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ঝালকাঠের মৌজালী জোলার পোলা শামসুল ইললাম পিরু নিজের নাম বদলিয়ে "জিশান শা ইকরাম" নামের একটা নিকে অনেক চাপাবাজী করে যাচ্চছেন-নিজেকে হিরো বানিয়ে। উনার সেই চাপাবাজী মিথ্যা, ভন্ডামী দেখে কতিপয় ভবঘুরে নারী পুরুষ ব্লগার চটপটি/সিংগারা খেয়ে তাকে নানান অভিধায় অভিশিক্ত করে ব্লগাইতেসে।একপর্যায়ে উক্ত ব্লগার একটি পোস্টে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার ৪ ভাই মুক্তিযোদ্ধা, তার বাবা আওয়ামীলিগের বিরাট নেতা, জাতীয়সব নেতারা উনার বাড়িগিয়ে উনাদের আশীর্বাদ নিয়ে ধন্য হন-ইত্যাদি মিথ্যা, চাপা মারছিলেন। আমি তার প্রতিবাদ করে একটা মন্তব্য করেছিলাম। সেই মন্তব্যের প্রেক্ষিতে উনি অনেক অশ্লীল গালাগালি করে আমার পরিচয় জানতে চেয়েছিলেন। প্রতি উত্তরে আমি আমার পরিচয় দিলে তিনি পরের মন্তব্যে লিখেছিলেন-"চিনেছি, এক ভবঘুরে হারুন এলিফেন্ট রোডে একটা দোকানে বসে আমার কাছে ২ লক্ষ টাকা ধার চেয়েছিল-আমি দেইনাই বলে আমার বিরুদ্ধে এখানে মিথ্যা কথা বলছে আমার সম্মান নস্ট করার জন্য"। তিনি ওই মন্তব্যে আমাকে "জারজ" পর্যন্ত বলেছিলেন।
পালটা মন্তব্যে আমি যখন উনার প্রতি চ্যালেঞ্জ ছুড়েদেই-উনার সত্য প্রকাশ করার-তখনই তিনি আমাকে ব্লক করে দেন-যাতে আমি তার পোস্টে কিছু নাবলতে পারি। তখন আমি বাধ্য হয়ে আমার পরিচতি তিন জন ব্লগারের মাধ্যমে(যাদের মধ্যে একজন বিদেশে থাকেন) আমি আমার বক্তব্য জিশান শা ইকরামের পোস্টে মন্তব্য দিয়েছিলাম। উনি সেইসব মন্তব্যের কোনো জবাব নাদিয়ে ডিলিট এবং সেই তিন জন ব্লগাদেরও ব্লক করে দিয়েছেন। আমি ব্লক বলেই তার পোস্টে মন্তব্য করতে পারছিনা।
উনার বর্তমান পোস্টে(Click This Link) আপনি লিখেছেন-তিনি ব্লগার জুল ভার্ন ভাইকেই উদ্যেশ্য করে ঐ পোস্টে কুটুক্তি করেছেন -আমিও আপনার মন্তব্যের সাথে একমত। যদি উনি তানাকরতেন-তাহলে অবশ্যই আপনার মন্তব্যের জবাব দিয়ে জুল ভার্ন ভাইকে উনি মিন করেননি-তা বলতেন।যেহেতু উনি আপনার বক্তব্য মেনে নিয়েছেন-কাজেই আমিও মনে করছি আপনার মন্তব্য সত্য।
শাস্তিমুলক কারনে আমার কোনো পোস্ট প্রথম পাতায় আসছেনা। তাই আমি নিজের নামে পোস্ট দিতে পারছিনা। প্রসংগত আমি জিশান শা ইকরাম সম্পর্কে, ওনার পরিবারের প্রত্যেকের সম্পর্কে জানি-তাই উনার বিষয়ে একটা পোস্ট আপনার মাধ্যমে দিতে চাই-আপনি কি তা প্রকাশ করবেন? আমি সেই পোস্টে আমি প্রমান করে দেবো জিশান শা কে, কি এবং কেমন...।।আপনি আমার এই মন্তব্যটাও উনার বর্তমান ঐতিহাসিক পোস্টে প্রকাশ করতে পারেন-যদি একখনও আপনাকে তিনি ব্লক নাকরে থাকেন।
জিশান শা ইকরামকে অবশ্যই বলতে হবে- উনার পোস্টে উল্যেখিত সুচিন্তিত মতবাদ, নস্টালজিয়া, সত্য কথায় দোষ ব্লগারগন কাকে গুরু মানেন। যদি উনি এটা ক্লিয়ার নাকরেন-তাহলে গামছা বেচা মৌজালী জোলার পুত শামসুল ইসলাম পিরু সহ ওনার পরিবারের চৌদ্দ পুরুষের মুখোশ উন্মোচিত হবে এই ব্লগেই।
১১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩১
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: অনুগল্প লেখা উচিত... প্লিজ অনুগল্প লেখ বাবা
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৫
জিসান শা ইকরাম বলেছেন:
নয় কোন অনু হবে এবার পরমাণু ।
এখুনি ফেলব নাকি লিখে
দাও না একটুখানি শিখিয়ে ।
থাকব না আর পিছিয়ে
লিখছি এবার বানিয়ে ।
মা ।
১১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
মামা, ঢাকায় ভূমিকম্প হৈছে। বরিশালেও কি হৈছে নাকি?
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১১
জিসান শা ইকরাম বলেছেন:
না ভাইগ্না এখানে কিছু না।
তোমাদের কোন সমস্যা হয়নি তো ?
১২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৮
মুর্তজা হাসান খালিদ বলেছেন: শুরুর দিকে ব্লগে মন্তব্য করতাম : মন্তব্যের পিঠে আবার মন্তব্য দেখার জন্যে বারবার লেখকের পোস্টে যেতাম, এভাবে করতে করতে রাতকে রাত ঘুমহীন কাটিয়েছি। ভোরে ঘুমিয়ে আবার তরিঘরি ৯টায় অফিসের যাওয়ার জন্যে তৈরি হয়েছি। বেশিরভাগ দিন নাস্তাও করা হয়নি- খাবার নষ্ট হয়েছে। অফিসের লোকেরাও জেনে গেলো রাত জেগে ব্লগিংয়ের ব্যাটারটা। তারা অনেক মানা করেছে এমন করতে।
এভাবে চলতে চলতে ব্লগ এক মরণ নেশায় পেয়ে বসলো।
শরীরে নানান রোগের উপসর্গ দেখা দেয়া শুরু হলো। দৌড়ঝাপ শুরু হলো হসপিটাল - ডাক্তার - ফার্মেসিতে।
শেষ বেলায় এসে যা ঘটলো : এই (২৮) বয়সেই রক্তে শর্করার পরিমাণ গিয়ে দাড়ালো : ২১.৫। পোরুদস্তর ইনসুলিন নেয়া ডায়াবেটিক রোগী এখন আমি।
সাবধান ! প্রিয় ব্লগারগণ : বেশিক্ষণ চেয়ারে বসে থাকবেন না, শারিরিক পরিশ্রম করুন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩০
জিসান শা ইকরাম বলেছেন:
সাবধান করার জন্য ধন্যবাদ ।
নিয়মিত জিমে যাই ।
১২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:২৪
মুর্তজা হাসান খালিদ বলেছেন: এখনো ব্লগের পেজটা সামনে নিয়ে কম্পু. স্ক্রিনে চেয়ে আছি- চোখের আশপাশ ব্যাথা করছে- মনে হচ্ছে চোখগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, আমি জোর করে চোখ বড় বড় করে ব্লগ পেজে চেয়ে থাকি
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৭
জিসান শা ইকরাম বলেছেন:
বিশ্রাম নিন ।
১২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
না মামা, কোন সমস্যা হয়নি। আল্লাহ্ র রহমতে ভালো আছি। আল্লাহ্ আমাদের সকলকে হেফাজত করুন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৪১
জিসান শা ইকরাম বলেছেন:
সবার জন্য দোয়া রইল ।
১২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১১
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: আমার বাবা অনেক ভাল অনুগল্প লেখেন
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৭
জিসান শা ইকরাম বলেছেন:
হা...........হা............।
১২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৪
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: হাসতে হাসতে পড়ে গেলা তো...!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৯
জিসান শা ইকরাম বলেছেন:
হা...........হা............
১২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৮
রাজর্ষি....... বলেছেন: মানুষ এসব লেখে চলে যাবার সময়। আমার কি ঐ সময়টা কাছে চলে আসলো ? যা লিখতে চেয়েছি , তা তো লিখতেই পারলাম না এখনো
আর যাই হোক আমার সাধ না মিটিল এই গানটা আপনাকে মানায় না........(সবসময় হাসিকে বজায় রাখুন...স্বপ্নকে বাস্তব করুন..)
শূণ্য উপত্যকা বলেছেন: মামা ব্লগ ছাড়াটা অনেক কঠিন। ব্লগিং করাটা আমার জন্য বেশ ঝামেলার। ঘুমানোর সময়টা আমি ব্লগে নষ্ট করি। অনেক কষ্ট হয়। সব বুঝি তবু ছাড়তে পারি না। চেষ্টা তো গত তিন মাস ধরে করছি কিন্তু পারছি না।
আমার ধারনা আপনিও পারবেন না।
জাহিদুল হাসান বলেছেন: আমার ব্লগিং বয়স যখন ১ বছর হবে তখন আমি আপনার এই লেখাটা কপি করে পোষ্ট দিমু সেম টু মি মে বি...
আপনার লিখায় আসতে ভয় পাই। কারন কমেন্ট পড়ে মন্তব্য করা আমার অভ্যেস.....আর আপনি তো সামুর মামু (মামুর জায়গায় টেন্ডুলকর পড়ুন)। এত্তো লম্বা ইনিংস...!!! (ইদানিং সব ডাবল সেঞ্চুরী) এতো সময় পান কই আপনি.....
আপনার লেখাটায় কেমন যেন একটা কষ্টের ছোয়া পেলাম....
আপনি আমার বয়সে দ্বিগুন হবে মে বি....বাট আমায় লেখায় মন্তব্যে আপনার নামটা দেখে একটু চমকে গিয়েছিলাম....(জিশান নামে আমার এক বন্ধু ছিল ইংল্যান্ড চলে গেছে, আমার ২ বছরের জুনিয়র ছিল কিন্তু আমরা ভালো বন্ধু ছিলাম, অনেকদিন কোন যোগাযোগ নাই)।
রাতের খাবারের ডাক পড়েছে মাত্র ৫০/৬০ টা মন্তব্য পড়েছি...বাকিগুলো পড়ে আবার আসছি।..
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:০৩
জিসান শা ইকরাম বলেছেন:
আমি কিছুটা খেয়ালি ও পাগলাটে। অনেক কিছু করে ফেলি হঠাৎ। তবে কারো চাপে , বুদ্ধি ও প্রোরচনায় নয়। যখন লেখাটা লিখেছিলাম, তখনকার ভাবনা ছিল ওটা। আর সবচেয়ে সত্যি হলো - যেতেতো একদিন হবেই
ব্লগে আমার প্রাপ্তি অনেক। অনেক ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে। যারা বয়সের বাধা অতিক্রম করে,আমার সাথে মিশে যেতে পেরেছে। অথবা আমি পেরেছি।
আপনার বন্ধুর নামে আমার নাম, তাই একজন গ্রেটের নাম দিয়ে আমাকে সন্মানিত করলেন ? ধন্যবাদ আপনাকে। সময় কিভাবে যেন পেয়ে যাই। ২জন রাজর্ষির বয়সের সমান আমি
আসবেন আবার। আপনার ও আপনার বন্ধুর জন্য শুভকামনা।
১২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:০০
জাহাজী পোলা বলেছেন:
অয়াচে থাকার অনেক কষ্ট।
জিশান ভাই- আমি ব্লগে মাত্র ৪ মাস। এই চার মাসে আমি আমার জীবনের সবচেয়ে দামি হিরে মানিক পেয়েছি।
মির্জা ভাই, শিপু ভাই, আপনার মত বড় ভাইয়ের ভালবাসা হিরে মানিকের চেয়ে কম কিছু নয়।
একটা মানুষের জীবনে খুব বেশি ভালবাসার দরকার নাই, তার যদি থাকে আপনাদের মত শুভাকাঙ্ক্ষী।
আশা করি আপনাদের সাথে থাকতে পারব জীবনের শেষদিনটি পর্যন্ত, আপনাদের স্নেহ ও ভালোবাসা আমাকে নিয়ে যাবে অনেক অনেক দূর।
ভাল থাকবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:১৯
জিসান শা ইকরাম বলেছেন:
জাহাজী,
তোমার একটা লেখা পড়েই আমি তোমারও ভক্ত হয়ে গিয়েছি।
একটা সময় নাবিক জীবনটা আমকে টানতো খুব।
জীবনকে বাজি রেখে সামনে চলা, জীবনের সাথে যুদ্ধ , আবার শান্ত সাগর,প্রচন্ড ঝড়ের মাঝে কবিতা লেখা- এসব কল্পনা আমাকে টানতো খুব।এখনো টানে।
তোমার ঐ লেখাটার মাঝে - আমি আমাকেই দেখতে পেয়েছিলাম
ছুড মির্জা, শিপু দুজনেই আমার অত্যন্ত শ্নেহের মানুষ। ওদের সাথে সামনা সামনি কথা বললে বুঝবে , ওরা কত আন্তরিক
দোয়া করি জাহাজী। যেখানেই থাকো - যেন খুব ভালো থেকো।
১২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৫২
নীল ত্রিস্তান বলেছেন: ব্লগ পড়ি কম,লিখি তো আরও কম।
তবে আপনি আমার অন্যতম পছন্দের ব্লগার ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫৭
জিসান শা ইকরাম বলেছেন:
আরো বেশি লিখুন। আপনার লেখা খুব ভালো।
একজন যোগিক ব্লগারের লেখা আপনার পছন্দ ? ধুর আপনাকে মাইনাস
১২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৬
অর্ফিয়াস বলেছেন: ব্যপক আউলাঝাউলা পোষ্ট। মানে ব্যপক মজা পাইলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৯
জিসান শা ইকরাম বলেছেন:
অর্ফিয়াস ভাই, হুম খুবই আউলাঝাউলা পোষ্ট
ভালো থাকবেন সব সময়
১২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৫
ছাইরাছ হেলাল বলেছেন:
যোগিক ব্লগারের নতুন পোষ্ট চাই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫১
জিসান শা ইকরাম বলেছেন:
দিয়া দিমু যে কোন সময়ে
১৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১২
আমি সুখ পাখি বলেছেন: @ স্পেলবাইন্ডার সাহেব, আপনার অনেক ধৈর্য্য তো। এখানে অনেক ব্লগার মন্তব্য করেছেন। কারো ইচ্ছে বা আগ্রহ হলোনা,জিসান ভাইর কোন্ পোষ্টে কার সম্পর্কে সামুতে প্রথম ধাক্কাঃ অংশে লিখলেন। আপনার এত আগ্রহের কারনটা কি ভাইয়া ? উনি ওনার পোষ্টে অনেকের নামই লিখেছেন। শুধু একটা নাম লিখেন নি। পোষ্টের কোথাও সন্মাণিত জুলভার্ন ভাইয়ের নাম দেখলাম না। আমার তো সামন্য আগ্রহ হয়নি, উনি কার কাছ হতে প্রথম ধাক্কাটা খেলেন, তা জানবার। আপনার এত আগ্রহের কারনটা কি একটু বলবেন ?
জিসান ভাই যে নামটা ভদ্রতার কারনে বলেননি, আপনি কেন তা প্রকাশ করলেন ?
আপনি এখানে কার সন্মান হানি করলেন ? জুলভার্ন ভাইর , জিসান ভাইর নাকি নিজের ? উপরের মন্তব্যকারিরা কেউ তো জানতেও চায়নি জিসান ভাইর কাছে, কে উনি, যার নাম আপনি বলেন নি ? এমনকি জুলভার্ন ভাইও না। জুলভার্ন ভাইর পোষ্টে জিসান ভাইর মন্তব্য বা জিসান ভাইর পোষ্টে জুলভার্ন ভাইর মন্তব্য আমি অনেক দেখেছি। দুজন দুজনকে শ্রদ্ধা জানিয়েই মন্তব্য/জবাব দেন। আপনি এখানে এই মন্তব্যটা না দিলে,কেউ কি জানতো/বুঝতো , কে জিসান ভাইকে একথা বলেছিল ? উপযাজক হয়ে কেন এমন করলেন ?
নিজে তো মহান মহান বানী দেন আপনার নিজের পোষ্টে। ওগুলো কি অন্য ব্লগারদের জন্য ? আপনি যা লেখেন, তাকি আপনি বিশ্বাষ করেন না ?
আল্লাহ্ আপনাকে সুমতি দিক। এছারা আপনাকে আমার কিছুই বলার নেই।
১৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৯
নীলতারা বলেছেন: @জিশান শা ইকরাম, আপনার পোস্টের ১০০ নম্বর মন্তব্যের জবাব নাদিয়ে আপনি স্পেলবাইন্ডারের মন্তব্য স্বীকার করে নিয়েছেন-সেটাই স্বাভাবিক ভাবে পাঠক মনে করবেন-যেমনটি আমিও মনে করছি। কিন্তু জুল ভার্ন ভাইয়ের মন্তব্যের জবাবে আপনার প্রতি মন্তব্য পড়ে মনে হচ্ছে-আপনাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ অনেক বেশী। আপনাদের (আপনার) সত্যি যদি শ্রদ্ধাবোধ থাকেই তাহলে আপনি স্পেলবাইন্ডারের মন্তব্যের জবাবে শুধু "আপনার ধারনা সঠিক নয়" অথবা "আপনার ধারনা সঠিক"-লিখেদিলেই ভুল বোঝাবুঝির অবসান হয়ে যেতো।তাহলে ব্লগার "লবঙ্গলতিকা", "আমি সুখ পাখি"দের মন্তব্যের প্রয়োজনীয়তা থাকতোনা। হয়ত এবিষয়ে আরো মন্তব্য হতেই থাকবে। কারন, এই ব্লগে একশ্রেনীর ব্লগার আছেন যারা কাউকে অপমান করতে/হতে দেখে উতসাহিত হয়ে আরো বেশী উস্কানীমূলক মন্তব্য করতে অভ্যস্থ্য।
১৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৩
আমি তুমি আমরা বলেছেন: ভালই লাগল
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৮
জিসান শা ইকরাম বলেছেন:
ধন্যবাদ আমি তুমি ও আমরা
১৩৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৪
মহাপুরুষ অয়ন বলেছেন: জটিল লাগলো।
আপনি থাকছেন স্যার
আপনার ফেবু আইডি পেতে পারি??
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৬
জিসান শা ইকরাম বলেছেন:
মহাপুররুষ অয়ন ,
ধন্যবাদ।
স্যার কেন ? ঐডা বাদ দিয়া যেকোন কিছু ডাকতে হইব
[email protected]
facebook : Jeshan Sha Ikram
১৩৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৯
নীল_পরী বলেছেন: হুমম, পোষ্ট জটিল হয়েছে। আরো ব্যবচ্ছেদ করা যেতো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৮
জিসান শা ইকরাম বলেছেন:
এককোটি বছর পর আসলা আমার এখানে
আরো ব্যবচ্ছেদ করুম , আস্তে আস্তে ।
১৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৫
মাশফিক হক বলেছেন: হুমম...
শুভ কামনা সবসময়
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৪
জিসান শা ইকরাম বলেছেন: হুমমম
শুভকামনা
১৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৬
প্রদীপ মিত্র বলেছেন: আমি কাউরে চিনি না, আমারেও কেউ চিনে না ... টেন্সুন নাই
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৭
জিসান শা ইকরাম বলেছেন:
আপ্নারে না চিনলে হইবকি ? প্রপি দেইখ্যা ডরাইছি
১৩৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৩
দীপান্বিতা বলেছেন: জিসানের ব্যবচ্ছেদ -দারুন! আমিও আপনার মত নিজের লেখা প্রথম ব্লগে ছাপা দেখে আপ্লুত হয়েছিলাম [এখনও হই]...আপনার মতই বারবার রিফ্রেস দিতাম আর মন্তব্যের আশায় বসে থাকতাম
অনেক শুভেচ্ছা
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৪৬
জিসান শা ইকরাম বলেছেন:
প্রথম মন্তব্য পাবার আবেগটাই আলাদা ছিল দিদি
আপনাকেও অনেক শুভেচ্ছা।
১৩৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:১৭
শাহানা বলেছেন: ভাল লাগল, আপনার ব্লগিও জীবন কাহিনী পড়ে। আপনার স্মরণশক্তি বেশ ভাল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:১৬
জিসান শা ইকরাম বলেছেন:
ধন্যবাদ শাহানা আপা। মাত্র কিছুদিন আগের ঘটনাতো,ভুলিনি এখনো। স্মরনশক্তি খুব একটা ভাল না
শুভকামনা।
১৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৪
আইরিন সুলতানা বলেছেন: বাপরে! আপনি তো ম্যালা কাহিনী ঘটাইসেন সামু’তে !
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২১
জিসান শা ইকরাম বলেছেন:
জি আপু , আপনার সাথে প্রথম আলাপ শাহাবাগের আড্ডায়। মুলত তখন হতে সামুতে নিয়মিত আমি
১৪০| ২১ শে মার্চ, ২০১১ সকাল ৮:৩৮
রিয়েল ডেমোন বলেছেন: কমেন্ট পাইলে যে কি ভালো লাগে ভাই।
অবশ্য ইতিমধ্যে আপনার মত একজন মহৎ ব্লগারের একটা মন্তব্য পাইছি।
সত্য কথা বলতে কি জিসান ভাই,
আপনি নতুন ব্লগারদের অনেক উৎসাহিত করেন।হয়ত আপনি একদিন ভিকটিম ছিলেন বলেই
২১ শে মার্চ, ২০১১ সকাল ১০:০৬
জিসান শা ইকরাম বলেছেন:
খুব মজা পাইলাম মন্তব্যটায়।
একসময় মন্তব্য না পাওয়ায় কান্নাকাটি করেছি, আর এখন মন্তব্য পেয়েও কান্নাকাটি করছি।
আমার এখানে মন্তব্যকারী নিক নাকি সব আমার। আপনারটাও মে বি
হা হা হা হা হা ।
সময় পাইনা, এবার হতে নিয়মিত দেখব আপনার ব্লগ
শুভকামনা রিয়েল ডোমেন।
১৪১| ১৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
ত্রিনিত্রি বলেছেন: ওয়াহ! জটিল কাহিনী।!!! আমি তো এক্কেরে নতুন, যখন প্রথম জন্মদিন হবে, তখন আমিও আমার এক বছর নিয়ে লিখব। আপাতত, এখনো তেমন কিছু হয় নাই।
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৫৮
জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , ঠিকাছে । লিখবেন
১৪২| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১২:১৯
কাউসার রুশো বলেছেন: এই পোস্টটা আমার চোখে পড়ে নাই কেন??
দেরিতে হলেও শুভেচ্ছা জানাচ্ছি জিশান ভাই
আমার বর্ষপূতিতে পোস্ট দিবো কি দিবো না এ চিন্তা করতে করতে বর্ষপূতির দিনটি পার হয়ে যায়। তাই আর কোন পোস্ট দেওয়া হয়নি।
২০ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:১৯
জিসান শা ইকরাম বলেছেন:
রুশো ভাই, এটা আমার বর্ষপূর্তির পোষ্ট না আমার বর্ষপূর্তির পোষ্ট খুব অল্প কয়েকজন ব্লগার দেখেছিলেন
বর্ষপূর্তির দিনেই এমন পোষ্ট দেয়া যাবে , তা কেন হবে ? যে কোন দিন , সামুর সাথে আমাদের আবেগ এর কথা প্রকাশ করতে পারি
দিয়ে ফেলুন পোষ্ট
১৪৩| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩৪
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: ভালো লাগল মামা )
২০ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:২৪
জিসান শা ইকরাম বলেছেন:
তোমাকে দেখেও ভালো লাগলো পিয়েল
১৪৪| ২০ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৩৩
দ্যা ডক্টর বলেছেন: প্রথম পোস্ট আমি আমার অন্য একটা লিখা কপি পেস্ট করে মাসখানেক ভুলে গিয়েছিলাম। এর পর আরেকটা কপিপেস্ট মারতেই আমি সেফ হয়ে গিয়েছিলাম......
তবে মন্তব্য পেতে অনেক ভালো লাগে। আর জিশান শা ইকরামের মন্তব্য আমার ব্লগে দেখলে ইনস্পায়ার্ড হই। মনে আছে 'নতুন লিখা চাই'
২০ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩৩
জিসান শা ইকরাম বলেছেন:
কপি পেষ্ট করে সেইফ
দ্যা ডক্টর এর মন্তব্য থাকলে আমার ব্লগটা বেশ ভারি মনে হয়
১৪৫| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:০৪
কাউসার রুশো বলেছেন: এটা যে আপনার বর্ষপূর্তি পোস্ট না সেটা আগেই বুঝেছি জিসান ভাই
২২ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১১
জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা , ঠিকাছে রুশো
১৪৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯
আরজু পনি বলেছেন: মন্তব্য দেখে মন্তব্য করতে গেলে মাথায় থাকে না কিছুই
অনেক অনেননননননননননক দেরিতে হলেও এমন একটি পোষ্ট পড়তে পেরে দারুন লাগছে!
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৯
জিসান শা ইকরাম বলেছেন:
এতদিন পরে এটা খুজে পেলেন কিভাবে ?
মন্তব্য সহ এটা পড়তে তো অনেক সময় লেগেছে আপনার।
ধন্যবাদ পড়ার জন্য।
১৪৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৯
চশমখোর বলেছেন: ব্লগে তো আমি একেবারে দুধের শিশু। আলতু ফালতু পোষ্ট দিয়া সবাইরে জ্বালাতন করি।
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫২
জিসান শা ইকরাম বলেছেন:
ব্লগার চশমখোর এর পোষ্ট আলতু ফালতু, একথা কে বলেছে ?
শেষ পোষ্ট টা অনেক অনেক ভালো হয়েছে
১৪৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৭
চশমখোর বলেছেন: আমার তো তাই মনে হয়।
ধন্যবাদ জিসান ভাই। আমি সেফ হবার পর আমার ফাস্ট পোষ্টে আপনার একটা কমেন্ট ছিল। আপনি নতুন ব্লগারদের যেভাবে অনুপ্রেরনা দেন সেটা সত্যিই অনেক ভালো লাগে। এই ব্যাপারটা অনেকেরই শিখার দরকার আছে। নো অফেন্স অনেক সিনিয়র ব্লগার আছে যারা এ কাজটা কখনই করে না। উনারা সব সময় নিজেদের নিয়েই থাকে।
যাইহোক অনেক প্যাচাল পাড়লাম। মনে কিছু নিয়েন না।
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৫
জিসান শা ইকরাম বলেছেন:
আমিও কি সিনিয়র নাকি ? আমার ২ বছর এখনো হয়নি
আমার যা করা উচিৎ বলে মনে করি, আমি তাই করি।
আর সিনিয়র অনেক ব্লগার আছেন যারা খুবই সহযোগিতা করেন, বিভিন্ন বিষয়ে। তুমি হয়ত তাদেরকে খুজে পাওনি ।
প্যাচালে আমার ক্লান্তি নেই। আমি প্যাচাল ভালো পাই
১৪৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৯
চশমখোর বলেছেন: হায় হায় চাচ্চু থেকে ভাই বানাইয়া ফেললাম।
মাথা পুরাই আউলাইয়া গেছে। সরি চাচ্চু।
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩২
জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা
১৫০| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৪
আরজু পনি বলেছেন: ক্লিক পেইজ ১, ক্লিক পেইজ ২, ক্লিক পেইজ ৩....ব্যস পেয়ে গেলাম
মন্তব্য পড়তে পড়তে অস্থির লাগছিল, হাল ছাড়িনি...নিজের মন্তব্য না দিয়ে যাবো তাই কি হয়!!!
আপনার পিচ্চিকালের পোষ্টাও শিগগীরই পড়বো...কৌতুহল হচ্ছে জানার জন্য
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩২
জিসান শা ইকরাম বলেছেন:
আচ্ছা পড়ুন । আমার পোষ্ট একজনে এত আগ্রহ নিয়ে পড়বে, আমি তো গর্বিত এতে
১৫১| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৬
চশমখোর বলেছেন: আপনি বয়সে অনেক সিনিয়র এবং আপনার দুইবছর না হলেও এর কাছাকাছি তো হয়েছে। এটাই বা কম কি? আর আমার দেখা মতে সিনিয়র ব্লগাররা খুব একটা রেগুলার না। ১ বছরের উপরে যারা আছে তারা নিজে থেকে জুনিয়র ব্লগারদের উৎসাহিত করে এটা আমি খুব কম দেখেছি। এই ব্যাপারে আপনার মতের সাথে অমিল পোষন করছি। কারন আমি ব্লগে রেগুলার না হলেও যতক্ষন থাকি ততক্ষন আমি পাঠক হিসেবে বিচিন্ন ব্লগে ঘুরে বেড়াই এবং খুব মনোযোগ দিয়ে কমেন্ট পড়ি। এবং অপিরিচিত কোন নিক দেখলে তার ব্লগবাড়ি ঘুরে আসি।
আমার স্বার্থকতা বা ব্যর্থতা কিনা জানিনা আমি সত্যিই খুঁজে পাইনি। তবে ২/৪ জনকে খুঁজে পেয়েছি তাদের মধ্যে আপনি একজন। এবং আপনার কাছে আমার প্রত্যাশা থাকবে আমাদের যেভাবে উৎসাহ জুগিয়েছেন ঠিক সেভাবে নতুনদেরও উৎসাহিত করবেন সবসময়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩৭
জিসান শা ইকরাম বলেছেন:
খুব বেশি শ্রদ্ধা করো আমায় যে আমি লজ্জা পাচ্ছি । বেশি বলে ফেলছ।
আসলে যে আবেগ নিয়ে সবাই এখানে লিখতে আসেন, বিভিন্ন ঘটনায়- আস্তে আস্তে তা কমে যেতে থাকে। যত দিন যায় ততই লেখালেখির উৎসাহ হয়ত কমে যায়।
অনেক দিন তো হলো আমারও। যে কদিন আছি এখানে, এমনই থাকার চেষ্টা করবো। এরপর না হয় তুমি বা তোমরা এভাবে নতুনদের উৎসাহ যোগাবে।
যেভাবেই থাকো এখানে। সত্য ও সুন্দরের জন্য লড়াই করো। অশুভর বিরুদ্ধে শুভর লড়াই যেন না থামে কখনো।
শুভকামনা তোমার জন্য ..........
১৫২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৪
চশমখোর বলেছেন: আমার মনে হয় না আমি খুব বেশি কিছু বলেছি।
আমার সামুতে আসা পাঠক হিসেবে। কারন লেখা লেখি আমি খুব একটা করিনি। কবিতা এবং গান লিখেছিলাম কিছু তাও নিজের জন্য। সামুতে এসে ওগুলা আর পোষ্ট করা হয় নি। সামুতে যখন আসলাম তখন আমি লেখার মত কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আমার প্রথম ৩/৪ টা পোষ্ট দেখলেই বুঝবেন। আমি ৭/৮ লাইনের বেশি কিছু লিখতেই পারিনি। আমি এখনও পাঠক হয়ে আছি এবং পাঠক হয়ে থাকারই ইচ্ছা আছে। আমার সমস্যা হলো আমি রেগুলার হতে পারিনা। পড়াশুনা,জব,টিউশনি সব মিলিয়ে সময় করে উঠতে পারিনা। যখন একটু ফ্রি টাইম পাই তখনই ছুটে আসি সামুতে।
আমি আমরা যতটুকু পারবো করার চেষ্টা করবো।
সামুতে সত্য এবং সুন্দরের প্রতিবাদে অতীতে সামিল হয়েছিলাম ভবিষ্যতেও সামিল হবো আশা রাখি।
ভালো থাকবেন। শুভকামনা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩১
জিসান শা ইকরাম বলেছেন:
আমিও মুলত পাঠক ।
শুভকামনা শুভ ব্লগিং
১৫৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৫
বেঈমান আমি বলেছেন: ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৪ এ আপনি আমার একটা পোস্টে কমেন্ট
করেছেন।আমার খুব ভালো লেগেছে যে আপনার মতো ফেমাস একজন আমার পোস্টে ভিজিট করছেন।আমি মুলত পাঠক আর মাঝে মাঝে কমেন্ট করি।আমি চাচ্ছু মামা বলবোন।ধন্যবাদ জিসান ভাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৬
জিসান শা ইকরাম বলেছেন:
ধুর কিসের ফেমাস আমি ?
কোন কাজ কাম নাই
তাই কমেন্ট দিয়ে যাই
ঠিকাছে ছোট ভাই, সম্মোধন নামে ডাকা কিন বিষয় না । ডাকটা আন্তরিক হলেই হয়।
শুভকামনা
১৫৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৬
বেঈমান আমি বলেছেন: বলবনা
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৭
জিসান শা ইকরাম বলেছেন:
না লিখলেও আমি পড়ে নিতাম
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২২
জাহিদুল হাসান বলেছেন: আমার ব্লগিং বয়স যখন ১ বছর হবে তখন আমি আপনার এই লেখাটা কপি করে পোষ্ট দিমু