নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

পারলেন নাতো

১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৭

মাননীয় সরকার, পারলেন নাতো।

দেশে নতুন করে দুইটা বাচ্চা করোনায় আক্রান্ত। প্রবাসী একজনের মাধ্যমেই বাচ্চা দুটো আক্রান্ত হয়েছে।

প্রবাসীরা দেশে এসে ফা** বলে গালি দিল আর অমনি প্যাকিং হয়ে গেলেন?

বাঙ্গালী হোম কোয়ারেন্টাইন কতটুকু মানবে জানেন না? টিভিতে দেখলাম, প্রবাসী একজন মনের সুখে এক হাতে সিরারেট নিয়ে অন্য হাতে লুঙ্গির এক মাথা ধরে বাজারে যাচ্ছে।

প্রবাসীদের অভিযোগ ছিল, হজ্জ্ব ক্যাম্পের পরিবেশ ভালো না। ফাইন, তাদের ভালো মানের হোটেল ভাড়া করে রাখতে পারতেন। ১৪ দিনে থাকা খাওয়া বাবদ কত টাকা লাগত? একটা বালিশের দামের চেয়ে নিশ্চয়ই বেশি না।

স্কুল বন্ধ করে দেয়ার পর ভয়তো আরো বেড়ে গেলো। সবাই গাট্টি বোচকা নিয়ে ঈদের খুশিতে বেড়ানো আরম্ভ না করলেই হয়।

প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে দেয়া কোন ভাবেই সঠিক সিদ্ধান্ত হয়নি।

এখনো সময় আছে তাদের সবাইকে ধরে আনেন। তাদের সংস্পর্শে যারা গিয়েছে তাদের ধরে আনেন। চাইলে সব কিছু এখনো কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব। কদিন পর আর সে সুযোগ থাকবে না। বুঝিয়ে শুনিয়ে আনতে না পারলে কঠোর হন।

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:২২

নেওয়াজ আলি বলেছেন: এই মুহূর্তে প্রবাসীরা অত্যন্ত জরুরী কাজকর্ম ছাড়া দেশে না যাওয়াই উত্তম। প্রবাসীরা নবাবজাদা কারণ তারা বিদেশ হতে দেশে টাকা পাঠায়। মন্ত্রীর মত লোকেরা দেশ হতে বিদেশে টাকা পাচার করে। জনগণের সম্পদ ও ভোট চুরি করে বড় বড় কথা বলে। যে ইটালি প্রবাসী পুরা মাতৃভূমিকে গালি দিয়েছে সে চোখে কালো চশমা পরা পাপিয়া ,সাদিয়া ,ডি সি ,জিকে শামিম পর্যায়র লোক। দেশের আয়ের দুইটা বড় খাত হলো প্রবাসীদের আয় আর পোশাক খাত। আশকোনায় যেভাবে প্রবাসীদের গণ বিছানা করে ক্যাম্পে রাখে এমন করে ,কোন নেতার ঘরের চাকরও থাকে না । এখন প্রবাসীদের উচিত দেশের সম্পদ পাচারকারীদের বিদেশে কুত্তার মত আচারন করা।

২| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ।

৩| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নেওয়াজ আলি ভাইকে সালাম জানাই সত্য কথা বলার জন্য।

আমার সত্যি ভয় হচ্ছে, শুধু দেশে নয় সকল দেশে এই রোগে অনেক লোক মারা যাবে এবং তা শুধু অবহেলায়।

৪| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৯

খাঁজা বাবা বলেছেন: গাধার পিঠে দেশ।

৫| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে দেয়া কোন ভাবেই সঠিক মনে হয়নি। হোম কোয়ারেন্টাইন কেউ মানবে না। মিষ্টি হাতে পাশের বাড়িতে দাওয়াত খেতে যাবে।

৬| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০১

খাঁজা বাবা বলেছেন: যেকোন কাজেই তো প্রধানমন্ত্রী ক্রেডিট নেন।
এই যে ইতালিফেরত লোকজনকে কোয়ারান্টাইনে রাখতে পারলেন না, এদের মাধ্যমে আরো মানুষ আক্রান্ত হলেন।
এর ক্রেডিট কি প্রধানমন্ত্রী নেবেন?

৭| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তুমিই আমাদের ভরসা :(

৮| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য যখন মৃত
তখন আর নীতিকথার স্থান কোথায়?
বাস্তবতায় যখন চাপার জোরে তখন রোগী হাসপাতাল ছেড়ে পালায়!

প্রস্তুতি তো বিবৃতি দেবার বিষয় নয়। সোহরাওয়ার্দির মতো বড়ো হাসপাতালে আইসোলেশন ইউনিটই হয়নি!!!!
ডাক্তার নার্সদের নিরাপত্তা পোষাক নেই?
রোগীর তবে কি হাল???

তাহলে সরকারের প্রস্তুতির খবর কি কেবলই ষ্টান্টবাজি মিডিয়াবাজি?

৯| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: করোনা সন্দেহে ১ জন টিভি ক্যামেরাম্যানকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে ! ঢাকার একটি হোটেলে বিদেশী নাগরিকরা ছিলেন এমন এক এসাইনমেন্ট তিনি কাভার করেছিলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.