![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তাসনিম জারা শুধু একজন নন—এক প্রত্যাশা, এক সম্ভাবনার নাম!"
অক্সফোর্ডের পাঠ চুকিয়ে বাংলাদেশের মিনি ট্রাকে উঠে মানুষের মাঝে মিশে যাওয়া—এটা কোনো সাধারণ সাহসের কথা নয়। এটা হলো এক অদম্য দেশপ্রেমের গল্প, যেখানে একজন শিক্ষিত মেয়ে রাজনীতির কঠিন মাঠে নামলেন শুধু এই বিশ্বাসে যে "ভালোবাসা দিয়েই পরিবর্তন আসে"।
জুলাইয়ের সেই হাজারো মেয়েরা প্রমাণ করে দিয়েছে—বাংলাদেশের নারীরা শুধু রান্নাঘর বা অফিসের ডেস্কে আটকে নেই। তারা রাজপথেও সমান সক্রিয়, সমান দৃঢ়। গুলির ভয়েও তারা পিছপা হয়নি, বরং বুকের আগুন নিয়ে ঘরে ফিরেছে। এই আগুনই তো আগামীর বাংলাদেশের ইন্ধন!
তাসনিম জারা যদি টিকে যান, যদি মানুষের মাঝে থেকে লড়াই চালিয়ে যান—তাহলে এটা শুধু তাঁর ব্যক্তিগত জয় নয়। এটা হবে সব শিক্ষিত, মেধাবী নারীদের জন্য রাজনীতির দরজা খুলে দেওয়ার ইতিহাস। হার্ভার্ড-প্রিন্সটনের মেধাবীরা ফিরে আসবে দেশে, রাজনীতিতে নামবে, দেশকে বদলানোর স্বপ্ন নিয়ে।
তাঁর লড়াই শুধু তাঁর নয়—এ লড়াই আমাদের সবার, বিশেষ করে বাংলাদেশের প্রতিটি মেয়ের যে বিশ্বাস করে, "আমিও পারি!"
২৬ শে মে, ২০২৫ সকাল ৯:৫৭
জুয়েল তাজিম বলেছেন: প্রীতিলতা ওয়াদ্দেদার শুধু একজন বিপ্লবী নন, তিনি বাংলার নারীশক্তির অগ্নিদীপ্ত প্রতীক। ব্রিটিশদের বিরুদ্ধে তার আত্মত্যাগ প্রমাণ করে যে স্বাধীনতা সংগ্রামে নারীরা কেবল অংশগ্রহণই করেনি, বরং নেতৃত্ব দিয়ে ইতিহাস বদলে দিয়েছে। আজও তার সাহস আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠায় উদ্বুদ্ধ করে
২| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
সৈয়দ কুতুব বলেছেন: কেবল মাহফুজ ও আখতার হোসেন এনসিপির সম্ভাবনাময় নেতা !
২৬ শে মে, ২০২৫ সকাল ৯:৫৬
জুয়েল তাজিম বলেছেন: মাহফুজ ত সরকারে, আর নাহিদ বলেছেন মাহফুজ এন সি পি'র কেউ না। আখতার হোসেন বয়েসের একটা বয়াপার আছে
৩| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:১৪
ঢাবিয়ান বলেছেন: তাসনিম জারা , তাসনুভা জাবীনের মত সাহসী, মেধাবী মেয়েদের রাজনীতিতে নামতে দেখাটা জুলাই বিপ্লবের অনেক বড় অর্জন।
২৬ শে মে, ২০২৫ সকাল ৯:৫৮
জুয়েল তাজিম বলেছেন: তাসনিম জারা, তাসনুভা জাবীনের মতো মেধাবী ও সাহসী নারীদের রাজনীতিতে আসাটা শুধু জুলাই বিপ্লবের অর্জনই নয়, বরং সমাজের পুরনো গতানুগতিকতাকে ভেঙে দেওয়ার এক যুগান্তকারী দৃষ্টান্ত। এরা প্রমাণ করছেন যে নারীরা এখন শুধু ভোটার নন, তারা নেতৃত্বদানকারী—সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে। তাদের এই যাত্রা দেশের রাজনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল করে তুলছে!
৪| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:২৪
কাঁউটাল বলেছেন: তাসনিম জারা এবং উনার হাসবেন্ড ওপেন সোসাইটির ইমপ্লান্ট। বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমাদের লং টার্ম ইনভেসমেন্ট।
২৬ শে মে, ২০২৫ সকাল ১০:০০
জুয়েল তাজিম বলেছেন: তাসনিম জারা ও তাঁর স্বামীর সামাজিক উদ্যোগকে পশ্চিমা প্রভাব বলে চিহ্নিত করার চেয়ে বরং এটা ভাবা উচিত—বাংলাদেশের তরুণ নেতৃত্ব কীভাবে আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সংস্কৃতিকে সমন্বয় করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। বিশ্বায়নের যুগে বৈশ্বিক সংযোগ কোনো ষড়যন্ত্র নয়, বরং জ্ঞান, প্রযুক্তি ও উন্নয়নের সেতুবন্ধন। তাসনিমের মতো মেধাবীরা যদি সমাজসেবা ও রাজনীতিতে এগিয়ে আসেন, তা দেশের জন্য গর্বের বিষয়, সন্দেহের নয়।
৫| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:১৫
নতুন বলেছেন: কাঁউটাল বলেছেন: তাসনিম জারা এবং উনার হাসবেন্ড ওপেন সোসাইটির ইমপ্লান্ট। বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমাদের লং টার্ম ইনভেসমেন্ট।
৬| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:১৭
নতুন বলেছেন: আমাদের দেশে রাজনিতিতে হিরো আলম, মমতাজ আসলে কোন সমস্যা নাই। তাদের পেছনে সমালোচনা কম সমর্থক বেশি।
আর তাসনিম জারার সমালোচক বেশি।
রাজনিতিতে শিক্ষিত, ভালো মানুষ আসলে সমস্যা তাই এদের পেছনে সমালোচনা বেশি।
২৬ শে মে, ২০২৫ সকাল ১০:০২
জুয়েল তাজিম বলেছেন: রাজনীতিতে হিরো আলম বা মমতাজের মতো ব্যক্তিদের জনসমর্থন থাকলেও প্রশ্নটা হলো—কী ধরনের নেতৃত্ব আমরা চাই? শুধু জনপ্রিয়তাই কি যথেষ্ট, নাকি যোগ্যতা, শিক্ষা ও নৈতিকতাও গুরুত্বপূর্ণ? তাসনিম জারার মতো শিক্ষিত-মেধাবীদের সমালোচনা বেশি হওয়াটা দুঃখজনক, কিন্তু এটাও প্রমাণ করে যে আমাদের সমাজ এখনও গুণগত নেতৃত্বকে পুরোপুরি মেনে নিতে সংকোচ বোধ করে। আসল সমস্যা হলো, রাজনীতিতে যখন সততা ও মেধা আসে, তখন স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো ভয় পেয়ে সমালোচনা বাড়িয়ে দেয়। কিন্তু পরিবর্তনের ইতিহাসই বলে—সবচেয়ে বাধার মুখেই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে।
৭| ২৫ শে মে, ২০২৫ রাত ১০:২৩
নিমো বলেছেন: @ কাঁউটাল, আপনি কি নর্দমার ইমপ্লান্ট? বাংলাদেশের রাজনীতিতে জা-শি'র লং টার্ম কুকুর।
২৬ শে মে, ২০২৫ সকাল ১০:০৪
জুয়েল তাজিম বলেছেন: রাজনৈতিক মতপার্থক্য থাকাটা স্বাভাবিক, কিন্তু সম্মান ও ভদ্রতা বজায় রেখে আলোচনা করাই সুস্থ গণতন্ত্রের পরিচয়। ব্যক্তিগত আক্রমণ বা অমর্যাদাকর ভাষা ব্যবহার না করে বরং নীতিগত বিতর্কে মনোনিবেশ করলে সবাই এর থেকে উপকৃত হবেন। বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিতে আমাদের সংলাপের সংস্কৃতি গড়ে তুলতে হবে—যেখানে যুক্তি ও তথ্যই মুখ্য, আবেগ বা বিদ্বেষ নয়।
৮| ২৬ শে মে, ২০২৫ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: তাসনিম জারা'র একটা ছবি দেন।
২৬ শে মে, ২০২৫ সকাল ১০:০১
জুয়েল তাজিম বলেছেন: ইতিমধ্যে সবাই তাকে চিনে
৯| ২৬ শে মে, ২০২৫ সকাল ১০:০৭
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: যেখানে হাসনাত সারজিস দের জাশি মুখোশ উন্মোচিত সেখানে তাসনিম জারার তাদের সাথে ঘুরে বেড়ানো বেমানান। তিনি একজন প্রগতিশীল চিন্তাধারা মানুষ। রাজনীতিতে ভালো করবেন ।
১০| ২৬ শে মে, ২০২৫ দুপুর ১২:০৩
নতুন বলেছেন: লেখক বলেছেন: রাজনীতিতে হিরো আলম বা মমতাজের মতো ব্যক্তিদের জনসমর্থন থাকলেও প্রশ্নটা হলো—কী ধরনের নেতৃত্ব আমরা চাই? শুধু জনপ্রিয়তাই কি যথেষ্ট, নাকি যোগ্যতা, শিক্ষা ও নৈতিকতাও গুরুত্বপূর্ণ? তাসনিম জারার মতো শিক্ষিত-মেধাবীদের সমালোচনা বেশি হওয়াটা দুঃখজনক, কিন্তু এটাও প্রমাণ করে যে আমাদের সমাজ এখনও গুণগত নেতৃত্বকে পুরোপুরি মেনে নিতে সংকোচ বোধ করে। আসল সমস্যা হলো, রাজনীতিতে যখন সততা ও মেধা আসে, তখন স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো ভয় পেয়ে সমালোচনা বাড়িয়ে দেয়। কিন্তু পরিবর্তনের ইতিহাসই বলে—সবচেয়ে বাধার মুখেই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে।
আমাদের দেশের রাজনিতি অর্থ, কিছু ভাদাইমাদের হাতে রাস্টের ক্ষমতা যাওয়া। যারা তাদের অনুসারিদের নিয়ে দেশের সম্পদ লুটে পুটে খাবে। আর ধান্দাবাজ জনগনেরাও তাদের সমর্থন করছে নিজেদের অল্প সুবিধার জন্য।
এখানে জনগনের সামনে গনতন্ত্রের মতন সুন্দর সুন্দর কথা বলে বোকা বানাচ্ছে।
এদেশে পরিবর্তন আসতে সময় লাগবে। আমারা সেটা দেখে যেতে পারবো না।
১১| ২৬ শে মে, ২০২৫ দুপুর ১:০৪
কাঁউটাল বলেছেন: এইজন্যই বোংগাল বারেবারে োয়ামারা খায়। জুলাই বিপ্লবের সময় দেশে না থেকেও, মাত্র ৩০ বছর বয়সে ইংল্যান্ডে বাড়ির মালিক হয়ে আবার সেই বাড়ি বেচে দেশের সেবায় ঝাপিয়ে পড়ার সিনেমেটিক গল্প। নাহিদকে সাথে নিয়ে ওপেন সোসাইটির জ্ঞাতিগোষ্টির সাথে প্রকাশ্যে ছবিতুলে ফেসবুকে শেয়ার করার পরও, বোংগাল বলবে যেহেতু উহাকে উপর হইতে ভালই দেখা যায়, কাজেই উহাকে সন্দেহ করা পাপ।
বোংগাল কখনোই জিজ্ঞেস করবে না "একটা মরলে একটাই যায় বাকিগুলা যায় না স্যার - এবং এইটাই সবচেয়ে আতংকের বিষয়" - এই ন্যারেটিভের হারিয়ে যাওয়া বীর সৈনিকরা কারা ছিল। মিডিয়া বোংগালকে যা খাওয়াবে, বোংগাল উহা খাইয়া তৃপ্তির ঢেকুর তুলবে। কিংস পার্টিরে বিপ্লবি পার্টি মনে করে মনে মনে মন কলা খাবে।
বোংগালের নিজস্ব কোন অবস্থান নাই, বোংগাল কখনো ভঁড়তের দালাল কখনো আম্রিকার দালাল। বোংগালের মধ্যে কেউ বাংলাদেশের দালালি করতে গেলে জিয়াউর রহমানের মত গুলি খেয়ে মরবে অথবা ইলিয়াস আলীর মত গুম হবে।
বোংগাল = বোকা+বাংগাল
হেহ...
২৬ শে মে, ২০২৫ দুপুর ২:৪৭
জুয়েল তাজিম বলেছেন: এই ধরনের বিদ্রূপাত্মক মন্তব্য শুধু বিভেদ বাড়ায়, গঠনমূলক সমালোচনা করে না। বাংলাদেশের রাজনীতি জটিল, কিন্তু কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে 'বোংগাল' তকমা দিয়ে হেয় করাটা অগ্রহণযোগ্য।
জুলাই বিপ্লব, নাহিদ-তাসনিম বা ওপেন সোসাইটির কাজ নিয়ে ভিন্নমত থাকতেই পারে—কিন্তু সেটা যুক্তি ও তথ্য দিয়ে উপস্থাপন করা উচিত, বিদ্বেষ বা গালাগালি দিয়ে নয়।
আসুন, আমরা রাজনৈতিক সংলাপকে শ্রদ্ধাশীল ও যুক্তিনির্ভর রাখি। দেশের অগ্রগতির জন্য সমালোচনা হোক নির্মোহ, ব্যক্তিগত আক্রমণ নয়।
বাংলাদেশের মানুষ বোকা নয়—তারা ইতিহাস বুঝে, বর্তমান বিচার করে এবং ভবিষ্যত গড়তে চায়। এটাই আমাদের শক্তি।
১২| ২৬ শে মে, ২০২৫ দুপুর ২:৪৬
নতুন নকিব বলেছেন:
তাসনিম জারার পথচলা এক নতুন রাজনৈতিক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তাঁর সাহস, মেধা ও মাঠে নেমে মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায় আগামী প্রজন্মের নারীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি কেবল একজন মানুষ নন—তিনি এক সাহসী পরিবর্তনের প্রতীক।
১৩| ২৬ শে মে, ২০২৫ বিকাল ৩:২৫
কাঁউটাল বলেছেন: নতুন নকিব বলেছেন:
তাসনিম জারার পথচলা এক নতুন রাজনৈতিক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তাঁর সাহস, মেধা ও মাঠে নেমে মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায় আগামী প্রজন্মের নারীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি কেবল একজন মানুষ নন—তিনি এক সাহসী পরিবর্তনের প্রতীক।
"অগমেন্টেড" নতুন নকিব = নতুন নকিব + এআই
১৪| ২৭ শে মে, ২০২৫ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
কামাল১৮ বলেছেন: বৃটিশ বিরোধী আন্দোলন থেকেই আমাদের মেয়েরা অসীম সাহশের পরিচয় দিয়ে আসছে।প্রীতিলতা তার শ্রেষ্ঠ উদাহরণ।