নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

ভোটের খেলা !!

২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৭

ভোটের সময অাসলে অামগো অঞ্চলের গোলক মিস্ত্রীরে (কাকা) জিগেস করতো,

-কি হে গোলক বাবু,
ভোট তো দ্বোরগোড়ায়,
তা বাপু ভোটাবি কুন মার্কায়?

সহজ, সরল, বোকা সোকা, গোলক কা মাথাডা চুলকায় বলতো- অামার ভোট কোন মিনসের পোলায় জানি দিয়ে হ্যালায়ছে? যদি পাতাম তারে?

( গোলক কাকা তুখোড় কাঠমিস্রী অামগো অঞ্চলের, তেমনি তুখোড় গাঞ্জা সেবী ছিলেন ! সেজন্যে তাহার চালচুলো ছিলো ছ্যারাভ্যারা ! সুযোগটাকে কাজে লাগিয়ে প্রত্যেকবার তার ভোট জাল করে দিয়ে দিতো কারা যেনো???)


তারপর যেতে যেতে তাহারা গোলক কাকারে বলে যেতো, শুনো গোলক বাবু, ভোটটি অমুক মার্কায় দেয়া চাআই ??


গোলক কা, ফুট কাটতো, এহহহহহহ, যে বিটারে ভালো ঠেকবো হামি তানারে দবো- অামার ডা অামি দবো !
দালাল কনেকার!


( তবু গোলক কার ভোটানো বোধকরি হতোনা)


পৌরসভা নির্বাচনগুলো হচ্ছে দেশব্যাপী। পরে ইউনিওন নির্বাচনগুলি অাসছে। অামাদের দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্তর পৌরসভা অার.....


প্রতিবার নির্বাচনের পর, বছর অর্ধেক- একটা যেতে না যেতেই অাপনার এলাকার চা দোকানে বসলেঈ, শুনতে পারবেন- ' অমুক রে ভোট দিয়া যে কি ভুল করিছি? অাগে জানলি কি অার ভোটাতাম ? ছেহহহহহ ছেহহহ ছেহহ '


( শহর কিংবা গ্রাম, শুনবেন এই প্রলাপ )


অাবারো পাচ বছর পেরুবে, নির্বাচন অাসবে, অামরা ভুল করবো, পুরোনো গীতটাই শুনবো নির্ভূল!


এই ধারাবাহিকতা থেকে বেরুতে চাইলেও অামরা বেরুতে পারিনা। ক্যামনে বেরুবো?


অামরা প্রতীক দেখে ভোট মারি ! দলগত প্রতিকে কালু ডাকাত/কলাগাছ খাড়াই ছে, সে ডি দ্যাখনের সময় কোথায়?

টনক টা নড়ে মাস কয়টা পার হলে !
হায় হায় করে শাসনামল পার হয় ?


এবার নাকি পৌরসভাতে দলীয় নমিউনেশন! হায়রে বাঙ্গাল কপাল !
হাড্ডির সাথে চাছাপোছা ছিটেফোটা মাংশ সদুশ, নূন্যতম রিলিফের কয়েব কেজি চাল গম যা পেত, তা সব যাবে দলীয় হাম্বি তাম্বিতের বগলের তলায় !


ছোট্ট ইউনিওন/পৌরসভা গুলোর প্রতিনিধি গুলোই সাধারণের শেষ অাশ্রয় ছিলো, যেখায় চাইলেই হত দরিদ্র দৌড়ে পৌছে যেত। কিছু পাক না পাক, অন্তত জানানো যেতো কষ্ট ক্লেশগুলো।


সন্দেহ হয়- এই দলীয়করণের নামে সব দল গুলো যখন ক্ষমতায় যাবার পাল্লায়- তখন অই সব রিলিফ নির্ভর লক্ষ্য - কোটী হতদরিদ্র পরিবারের কথা কেঈ বা শুনতে চায়?
সব যাবে গোল্লায় ?
যাকগা, মরুক তারা?


ভোটাধিকারের সে প্রতিক ট্রেডিশন থেকে বের হয়ে যখন ব্যাক্তি নির্বাচন করে ভোটাধিকারের কথা বলতে চেলাম, অাহা অাহা, দেখলাম ক্ষুদ্র সে স্তরটাতে প্রচুর অন্ধত্বের টীকা পুশ করা হয়েছে !

বাহ বাহ, কি চমতকার !

( ভোট দিবেন ভা কুনহানে?
-অাম্লীগ/বিম্পির মাঝখানে ! )


তবু,,,,,,,,, যার যার অঞ্চলে, প্রার্থীগণের ভিতর যিনি সামান্য হলেঅ মানুষ হিসেবে ভালো, তাকে ভোটাধিকারটা ছুড়ে দিন। অাস্তে অাস্তে ফিল্টারীকরণ প্রকৃয়ায় কোন বছর যুগ সময় অতিক্রমে, হয়তো পূর্ণ ভালো কোন মানুষ চলে অাসবে....

তারপর হয়তো ভালোর ট্রেডিশন শুরু হয়ে যাবে পুরোটা বাংলায়! অাশাতো করা যায়?


অসুস্খ, গরীব, গান্জুটে গোলক কাকা বুঝতে পারে ভোটটা দিতে হবে ভালো কোন মানুষরে, পক্ষান্তরে সুস্থ, সবল, পুষ্ট, মুষ্ট বাঙ্গালীরা বুঝলো না, হুজুকে পড়ে দলীয়টানে ভোটালে, কামের সময় তাগো খুজিয়া পাোয়া যায়না। অঞ্চল, সমাজ, দেশ বা মহল্লাগুলোর কোন পরিবর্তন অাসেনা?


তাতে কি, অামরা বাঙ্গাল নাহ ?
অামরা অামগো প্রতিনিধি নির্বাচনে ভুল করবো, অার বছর বছর তার নিন্দে করবো!
( বাঙ্গালীয়না)

পুনশ্চ: অনেক বন্ধুবান্ধব, পরিচিত, অপরিচিত ভাবেন অামি হালায লীগ করি, দালাল েকটা কোথাকার !

ভুল বস !

অামি বাংলাদেশ করি।
স্রেফ বাংলাদেশ।
বাংলা দালাল বলা যায়...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:

লেখা সুন্দর হয়নি।

ভোটারেরা যেভাবেই ভোট দেক, মাসলম্যানরা নির্বাচিত হবে; কারণ, মাসেলেরাই নমিনেশন পেয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩১

আসিফুজ্জামান জিকো বলেছেন: লেখা ভালো হয়নি চাত ভাই।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

জাহিদ হাসান মিঠু বলেছেন: অামি বাংলাদেশ করি।
স্রেফ বাংলাদেশ ।

সহমত।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩৪

আসিফুজ্জামান জিকো বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.