নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

খেলবো?

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯


সবাই যানে কার্টার মাস্টার,
মুস্তার ইয়োর্কারটা আরো ভয়ংকর!


আমিতো বলতে চাইনা, টাইমলাইনের বিভেদ দেখে দেখে চুপ করে থাকাটাও অসহ্য ব্যাপার একটা!

হোয়াটেভার,
মুস্তাফীজ কার মতো বোলার?
কার কার সাথে তুলনীয়?
কত দিন খেলতে পারবে?
দাড়াও না আর কয়দিন যাক পেশীতে উই পোকা ধরবো?
হাড্ডির মাল মশলা থাকবো না?
দলাদলি বদলা বদলি হলি তারে জাতীয় দলে ও নেবেনা কয়দিন পর?

আরো আরো নানাবিধ চিন্তা কথা চারিদিকে।

কুল বস, এম্নেই বৃষ্টি ফাকি দিচ্ছে।
প্রচণ্ড গ্রমে মরার দশা।
তন্মধ্যে ও কইছেন মেজাজ চড়ানো কথা বার্তা?

মুস্তা লজিক হুনেন,

-হ্যাতে গ্রাম্য পোলা, রৌদ বৃষ্টি ঝড় সব শইলের উপর দিয়ে যাওয়া। বীল- ঝীল, ইট পাটকেল ডেলার লাঙ্গল চষা, সবুজে ছাওয়া গ্রাম বাংলায় শৈশব, কৈশোর, তারুণ্য পার করা।

এর মানে বুঝেন?
বাংলার না হইলে বোঝা যাবে না।
ইস্পাত একেকটা!
ইউ হ্যাভ টু- বুঝতে অইবো?

অল্প বৃষ্টি, অতি রোদ, বরফ পড়া শীত এলে এগার সর্দি হয়না, জ্বরে মরতে বসেনা!

মুস্তাফীজের অত্ত ইনজুরি টুরি হবেনা, দেইখেন।
যে কদিন খেলবে টন টাইট।
মচ মচ করবে না হাড্ডি,
কচু ঘেচু শাক পাতা, নদীর তাজা মাছ খাওয়া পেশী গুলা - যদিও কিঞ্চিৎ শুকনা শুকনা!
তার লোড ই কেউ লইতে পারতাছেনা?

মাত্র তো কয়ডা ম্যাচ, আর কুড়ি পচিশ টা খেইলতে দেন না তার্পর তুলনা কর্বেন।
তবে মনে মনে!

জানবেন, মুস্তা মালডির প্রাণ কই কিংবা জিওল মাছের মত, সহজে মরন নাই, ফুরোই যাইবার অাশংকা করেন হুদাই! আমগো মতোন আই মীন ঢাকাস্থ মেস বাসি পুলাপাইনের লাহান, খাবার পাইলে পাচ প্লেট সাইটা দিবে, আবার না খাইয়া পাচ দিন, কোন আওয়াজ হবেনা, দ্যাটস মুস্তা।
বডি ল্যাংগুয়েজেই স্পষ্ট অদম্য পোলাডা!

আর হ্যা মুস্তা শুধুই মুস্তাফীজুরের মত বোলার।
কারো নাম জড়াইবেন না।

ইট্টু আগে দেখলাম ইউটিুবে শাহরুখ জ্বী মুস্তার খেলা দেখে দেখে,

- মুঝে বাতাওনা ইস্কি বারে মে?
মুস্তাফীজুর ফর্ম বাংলাদেশ!
উস্কি বল মে কিউ ইতনা আনকমফর্টিবল সব লোগ?

পাশে থাকা কমেন্টেটরস আরম্ভ করলো, ইসকি বাত হি আলাগ হে শাহরুখ জ্বী, মুস্তাস মেইন পাওয়ার ইজ কার্টার, লেগ কি সামনে বল ড্রপ খানেকি বাদ বল কিস সাইড মে যায়েঙ্গে, কিসিকো আন্দাজা নেহি লাগেগা...
আরো বিবিধ, বাগেরা বাগেরা বাগেরা..
#আহ_মুস্তাফীজ♥♥♥

আচ্ছা বাদ দেন, ইু টিউবে আরো যেডি দেখছি সেডি কই,

মুস্তা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়,
বল ছুড়লো,
ব্যাটের ঠিক আগের দিকে মিডল স্ট্যাম্প বরাবর পইড়া অফ স্ট্যাম্প ছাইড়া ও চার আঙ্গুল বাক নিলো,

অপেক্ষ্যমান শিকারী ডি ভিলিয়ার্স এর ব্যাট,
নির্ভুল চোখ এ্যাফ্রো সিংহটার,
ঠিক মিডল স্ট্যাম্প বরাবর বলডি যে লাইনে ড্রপ খাইছে, বাইড়াই দিছে, লাগলে ঠাস করে একটা আওয়াজে লং অনের উপর দিয়ে বিরাট ছক্কা, শোনা যেত সিধু দাদার হাস্যরত খরখরা গলাডা!

তা হলোনা!
বলডি যে ঘুইরা গেছে এ্যাফ্রো লাইয়নে তা টের পায় নাই! ফলাফল ব্যাটের কান্ছিতে লাইগা ডাক্রীদীর জীবনের সর্বোচ্চ বেশী মারা শর্টরর মত হইলো! দ্যাটস কলড, হোচা বা খোচা !

ত্রিশ গজ পেরুলো না, ডি ভিলিয়ার্সের রান তখন ৮৮ সম্ভবত, ফুটবল দেখছিলো বল,
তবুও মুস্তায় এলোনা নিস্তার!
পাষাণ কনেকার!

পরেরটা, শেইন ওয়াটসন, টেরই পাইলো না, শর্ট ডেলিভারী বাউন্সারে ও কুইকার দেওয়া যায়!
তার চেয়ে বড় কথা বর্তমান স্পীন ঘূর্ণণে বিশ্বে সেরা সুনীল নারায়নের চেয়ে বলডি চাইলে বেশি ঘোরাইতে পারে মুস্তাফীজুর?

ফিরতেছে হেটে হেটে ওয়াটসন!
আমি দেখতেছিলাস, অস্ট্রেলিয়া অার সাউথ অাফ্রিকার ব্যাটিং লাইনের ভবিষ্যত কোন একদিনের পিকচার...

মনে হচ্ছিলো বলে দেই চিৎকার করে,
আসলি না তো, আমরাই যাবোনে,
আয় স্লা #খেলাবো?

বললাম না, এম্নেই আউট হইছে বেচারা!

পুনশ্চঃ এত্ত মাথা ব্যাথার দরকার নাই বস।
আমগো জিনিস, আমগো ই চিন্তা ভাবনাটা থাক না?

খেয়াল কৈরাঃ

ফুটবল ন্যাচারাল মেসি,
ক্রিকেট ন্যাচারাল মুস্তাফীজুর,

ম কিংবা M আদ্যাক্ষরে দুজনের শুরু।
তবে সাদা আর কালো দুজনই বিশুদ্ধ বিউটি।

#নড়াইল_এক্সপ্রেস তো চিনেই গোটা বিশ্ব।
#সাতক্ষীরা_এক্সপ্রেস সাথে, বোঝো, এবার লোড নাও?

আয় - #খেলবো

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

বিজন রয় বলেছেন: হা হা হা ...................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.