নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অারেক নামম লিওনেল অান্দ্রেস মেসি ♥

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:০৩

https://youtu.be/dBjar11vbf4

- এখানে ফুটবল খেলোয়ারী খুজুন; আপনি হেটার অথবা কিঞ্চিৎ সাপোর্টারই যাই হউন না কেনো, হার্ট বীটস বেড়ে যাবেই..অন্তত মুখে স্বীকার না করুন, ফীল করুন পার্থ্যক্যটা..



লিওনেল অান্দ্রেস মেসি'র জীবনে সফলতার ভাগ এতোটাই যে কালে ভদ্রে যদি কখন ও ফুটবলের কোন অাসর থেকে ছিটকে গিয়েছে সেটা নিয়ে পক্ষ বিপক্ষ্য তর্ক অাড্ডা পরবর্তীতে তুমুল ফিরে তার পাল্টা জবাব দিয়ে যাওয়া গুলো লিওর সেরা সেরা জয় গুলো থেকে ও কিছু কম যায়না।

কয়েক বছর অাগে চ্যাম্পিয়ন্স লীগে চেলসির সাথে হেরে যাবার পরের মুহুর্তটি ক্যামেরাবন্দি করেছিলো হয়তো কোন এক বেনামী; তবে লিও মেসির এই অাপ্লুত মুহুর্ত গুলো আমার মনে হয় অারো বেশী উদ্যোমী করে ফেলে অনেক কে...

জীবনের জটলায় যখন দিনটি অনিশ্চিৎ লাগে, মধ্য দুপুরে সব ঝাপসা, কোন কূল কিনার পাইনা, অনেক রাতে হেলায় হারানো সময় গুলো যখন শব্দহীন বোবা কান্নায় এসে চিলেকোঠিায় একাকী বসিয়ে দেয়, আমি তখন নিরুপায়; কিভাবে এত্ত কিছু করবো কে জানে? কতো কিছু বাকি, শক্তি ফুরিয়ে আসে দেহের যা অবশিষ্ট তা'ও.. সেসব মুহুর্তে লিও মেসিকে মনে করি, হয়না, হবেনা, পারবোনা সে ভয় অামার অার থাকেনা; ওকে মনে করলে চোখে ভাসে হাল ছাড়া নয়, শেষ সেকেণ্ডে এর জীবন দমে করে ফেলার চেষ্টা করে যেতে হয়।
হয়তো কখনো লিও পারে নয়তো মাথা নিচু করে মাঠ ছাড়ে; ওরা বাইরে থেকে বলে লিও হেরেছে, যারা ওকে অাটকে দিলো ওরা তো জানে দু-একবার না হয় লিওকে থামিয়ে দিয়েছি তবে অসংখ্য বার লিও অপ্রতিরোধ্যই থাকে স্বমহিমায়..


কাল চেলসির সাথে অাবারো মুখোমুখি বার্সেলোনা।
অামরা অনেকেই অনন্ত বিশ্বাসে জেনে গেছি এবং মেনেছি - লিও মেসি কখনোই হারেনা; হয়তো ওর দল গোল ব্যবধানে হেরে বসে। প্রতিপক্ষের কাছে তবু ও লিও একজনই থাকে মাঠে; যার লেভেল স্পর্শ করার দুঃসাহস কেউ করেনা..

ভালোবাসার অারেক নাম লিওনেল অান্দ্রেস মেসি ♥

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৫

মলাসইলমুইনা বলেছেন: Go ahead BARCELONA!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২২

আসিফুজ্জামান জিকো বলেছেন: খেলা হবে

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

আকিব হাসান জাভেদ বলেছেন: মেসি অর্থই পরাজয় ভেঙ্গে নতুন জয়
মেসি অর্থই ফুটবল খেলার আরেক নাম
মেসি অর্থই আমি আমরা
যারা ভালোবাসি ফুটবল খেলা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৩

আসিফুজ্জামান জিকো বলেছেন: মনের মত বলে দিয়েছেন ♥

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: মেসি অসাধারন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৪

আসিফুজ্জামান জিকো বলেছেন: এই দুটো শব্দ অামি ও ব্যবহার করি লিওকে বোঝাতে সংক্ষেপে। এর গভীরতা সবাই বোঝেনা। ♥

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৭

মলাসইলমুইনা বলেছেন: Saw with utmost sorrow that the game ended in a 1-1 draw. Messi's goal was brilliant though.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.