![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের ব্যক্তি জীবনকে একটা ছোট বালকের নিখুত হাতের দ্বারা ঘুরানো লাটিমের সাথে তুলনা করা যেতে পারে । লাটিম এর সৌন্দর্য বিকশিত হয় যখন এটি ঘুরে আর মানুষের সৌন্দর্য বিকশিত হয় তার কর্মজীবনে অর্থাত্ শিক্ষাজীবন সমাপ্তির পর ।লাটিম সুন্দর,নিবিড় ও স্থীর ভাবে ঘুরলেই সাধারণত তাকে উত্তম লাটিম বলা হয় ।আর লাটিমের এই সুন্দর ,নিবিড় ও স্থির ভাবে ঘুরা দু'টি বিষয়ের উপর নির্ভর করে ।এক. লাটিমটির আকৃতির দুই. লাটিমটি কীভাবে সরু রশিটি দ্বারা পেচানো হলো তার উপর । লাটিমের আকৃতি যদি সুন্দর হয় এবং একে যদি উত্তম রূপে রশি দ্বারা পেচিয়ে আদর্শ কোন এলাকায় নিক্ষেপ করা হয় তাহলে এটি স্বমহিমায় অকৃপন ভাবে এর সৌন্দর্য বিকশিত করে নিজেকে উত্তম লাটিম হিসেবে পরিচিতি লাভ করাবে ।আমাদের জীবন কাহিনী ঠিক ঐ লাটিমের মত । নিজেকে পেচাও,নিক্ষেপ কর এবং সৌন্দর্য বিকশিত কর ।
দেখুন, লাটিম এবং আমাদের সৃষ্টির রহস্য কিন্তু একই ।আমরা কেউই চাইনি মানুষ হিসেবে সৃষ্ট হতে কিন্তু আমাদের সৃষ্টি করা হল ।এক টুকরা কাঠও চাইনি নিজেকে লাটিম হিসেবে তৈরী করতে । তবে লাটিম যখন তৈরীই হল তখন তো লাটিমেরও একটা ইচ্ছা থাকা 'হয়েছি যখন হওয়ার মতই হব ।' তাই আমাদের মনে রাখা উচিত 'মানুষ যখন হয়েছি তখন উত্তম মানুষই হব ।'তাইতো নিজেকে উত্তম লাটিমের মতন উত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে হলে ।নিজেকে শক্ত হাতে ধরতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে পেচাতে হবে এবং ইচ্ছা স্বাধীন ঘুরতে হবে ।এখানে শক্ত হাতে ধরার অর্থ হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে । মনে রাখতে হবে "কোন কিছুই অসম্ভব নয় বরং সম্ভব সব কিছুই ।"আর জীবনে সফল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে পেচানো । যার ভাবার্থ হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত হওয়া । আর সেই শিক্ষার সীমারেখা শিক্ষা প্রতিষ্ঠানে আটকে থাকলে চলবে না বরং খোলা থাকবে সকল দিক থেকেই ।এমন ভাবে শিক্ষা অর্জন করতে হবে যেন জীবনের সর্বদিকেই শিক্ষা আলো পৌছায় । এতে একজন মানুষ কোন ভাবেই বিফল হতে পারে না । আর জীবনে সফল হওয়ার আরেক মন্ত্র হচ্ছে কবির এই চরণ দুখানি
"এক বারে না পারিলে/দেখ শতবার" । নিজের উপর রাখবে আত্মবিশ্বাস । আমি পারব,পারব,পারবই ।এই দেশটা এখন তোমাকেই চায় ।বুকের উপর ডান হাতের পাঁচটি আঙুল দিয়ে চেপে ধর এবার একটু ভাব, তুমি পারবেই ।....একাকী কোন শান্ত ও নিরব স্থানে যাও ।চোখ দুটো বন্ধ কর । হাত দুইটি দুই দিকে টান কর ।এবার শক্ত করে আঙুলগুলী মুষ্ঠি বদ্ধ করো ।আরও একটু জোরে ।এবার ভাব...... ।মন কি বলছে ?পিল পিল করে বহমান শ্রান্ত হাওয়া তোমার হৃদয়কে স্পর্শ করছে আর বলছে পারবে , তুমিই পারবে ।পারতে তোমাকে হবেই ।***
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০
আল জোবায়ের আহমেদ বলেছেন: জীবনে চলার পথে নানা ধরনের বাধা বিপত্তি আসবেই ।সেই বাধাকে পায়ে ঠেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে