![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
ত্রিভুজ প্রেমের বলি অনেকেই হয়েছেন। তবে সবচেয়ে আলোচিত ছিল বোধহয় বরগুনার রিফাত শরীফ হত্যা। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সহযোগীরা। এ ঘটনা রিফাতের স্ত্রী মিন্নির সামনে ঘটেছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, মিন্নি রিফাতকে বাঁচাতে চেষ্টা করছে। গুরুতর আহত অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মিন্নি যে রিফাতকে বাঁচাতে চেষ্টা করেছে, এটা ছিল আসলে নাটক।
গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে পুরান ঢাকায় গলা কেটে হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদকে (২৫)। কলেজছাত্রী বর্ষার (১৯) প্রেমিক মাহির (১৯) তার গলায় ছুরি চালানোর সময় জোবায়েদের ছাত্রী বর্ষা ঘটনাস্থলে উপস্থিত থেকে সবকিছু নিজ চোখে দেখেছে। জোবায়েদ প্রাণভিক্ষা চাইলে বর্ষা বলে, তুমি না মরলে আমি মাহিরের হব না। বর্ষা তার মৃত্যু নিশ্চিত করে যায়। তখন জোবায়েদ বাঁচার জন্য দরজায় কড়া নাড়লেও কাউকে পায়নি।
বর্ষা গত পরশু জোবায়েদের সঙ্গে কথা বলে তার অবস্থান জানতে চায় বর্ষা। পরে সে তথ্য মাহিরকে জানায় সে। বাসার নিচে আসামাত্রই জোবায়েদের সঙ্গে কথা-কাটাকাটি হয় মাহিরের। সে জোবায়েদকে জিজ্ঞেস করে, আপনি বর্ষার সঙ্গে সম্পর্ক করেন কেন? একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তখন মাহির তার গলায় ছুরিকাঘাত করে।
জোবায়েদ বর্ষাকে একবছর ধরে প্রাইভেট পড়াত। গত চার মাস থেকে জোবায়েদকে পছন্দ করত বর্ষা। একপর্যায়ে প্রেমের সম্পর্কও তৈরি হয়। এর আগে ঘটনার প্রধান আসামি মাহিরের সঙ্গে ৯ বছরের প্রেম ছিল বর্ষার। মানে ক্লাস সেভেন থেকে তাদের সম্পর্ক। ভাবা যায়! জোবায়েদকে বর্ষা যে পছন্দ করে, বা তাদের মধ্যে সম্পর্ক আছে তা জানতে পেরে ক্ষুব্ধ হয় মাহির। সম্প্রতি আবার জোবায়েদকে আর ভালো লাগত না বর্ষার। মুড সুইং আর কী! বর্ষা এ ঘটনা তার সাবেক প্রেমিক মাহিরকে জানায়। এরপর বর্ষার জীবন থেকে জোবায়েদকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে মাহির। আর এক্ষেত্রে তাকে সহায়তা করে বর্ষা। আদালতে দেওয়া জবানবন্দিতে বর্ষা মাহিরকে বলেছে, স্যারকে তুমি মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। মাহির তার বন্ধু আয়লানের সাথে হত্যার পরিকল্পনা করে আগানগর বউ বাজার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ৫০০ টাকা দিয়ে একটি সুইচ গিয়ার চাকু কিনেছিল।
এই যে ত্রিভুজ প্রেম নামক ছেলেখেলা; এর অর্থ কী! আবার এমনও হতে পারে ছেলেটা তাকে জোর করছিল সম্পর্ক টিকিয়ে রাখতে। ছেলেটা হয়তো ক্ষমতা খাটাতে চেয়েছিল। পুলিশের ভাষ্যে এমন হওয়ার সম্ভাবনা কম অবশ্য। তাও বললাম, কারণ মেয়েটা যে বলছিল, তুমি না মরলে আমি মাহিরের হব না- এটা কিন্তু অন্য কিছু বোঝায়। যদি এমন হয়ই, তাহলে ছেলেটা নিশ্চয়ই ভুল করেছে। নয় বছরের সম্পর্ক যার সাথে সে তো ছেড়ে দেবে না। সতর্ক হওয়া দরকার ছিল।
আবার অনেক জায়গায় ছড়িয়েছে মেয়ের মা-বাবা নাকি জগন্নাথের ছেলেটার সাথে বিয়ে দিতে চেয়েছিল। এটা সত্যি হলে এ নিয়েও গণ্ডগোল হতে পারে। আবার কোথাও দেখলাম, মাহিরের কাছে নাকি গোপন ভিডিও ছিল, তা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গলায় ছুরি লেগে যায়। যদিও এসব সত্য হওয়ার সম্ভাবনা কম।
শিকারিরা তো শিকারের জন্য ওঁৎ পেতে থাকে। সে জন্য শিকারকে অবশ্যই সতর্ক হওয়া উচিত। কিন্তু এখন দিনকাল এমন হয়েছে কেউ ধৈর্য ধরে না। ঝটপট ঘটনা ঘটিয়ে ফেলে। পরে ভোগে। এই যে বর্ষা বা মাহির- এরা যে ঘটনাটা ঘটাল তারা কি ভেবেছে পার পেয়ে যাবে? সুখে-শান্তিকে থাকবে? মিন্নি কি পার পেয়েছিল? মাহিরের সর্বোচ্চ শাস্তিই হবে। বর্ষার কমসে কম যাবজ্জীবন হবে। একজনকে মেরে নিজেরাও অকালে মরবে।
ছবি: ইন্টারনেট
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছেলেগুলাও তো বলদ। একবারও মনে হয়নি এটা ফাঁস হবে? ফাঁসি তো ছেলেদেরই হবে।
২| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সমাজে দিনকি দিন অনাচার বেড়েই চলছে। এখান থেকে উত্তণ সবাই চায় কিন্তু পথ খোঁজে দেখে না। আমার মনে হয় হয় কি বাবা মায়ের জীবনচারণে কোথাও ভুল রয়েছে। ছেলে-মেয়েকে এতো অবাদে মিশতে দেওয়া উচিত নয়।
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অল্প বয়সে পাকলে বিপদ। আবার বড়রাও এমন কাণ্ড করছে। কারে কী বলবেন? ভয়ঙ্কর পরিণতি দেখেও ওদের হুঁশ হয় না।
৩| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩০
সৈয়দ কুতুব বলেছেন: ক্লাস ফোরে থাকতে কি আপনি প্রেম করেছেন?
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এইট-নাইনে থাকতে ভালো লাগা, মন্দ লাগা একটু একটু বুুঝতে শিখেছিলাম।
৪| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৪১
অপলক বলেছেন: বর্তমান বয়স যদি ১৯ হয় আর প্রেম যদি ৯ বছরের পুরোন হয়, তাহলে মাহির-বর্ষা ১০ বছর বয়স থেকে প্রেম করছিল? এই বয়সে আমি সাদাকালো সিনেমার পর্দায় দেখতাম, নায়ক নাইকার বিয়ে হয়। গান গাইতে গাইতে হঠাৎ লাইট অফ হয়, তারপর একটা দুটা বাচ্চা নিয়ে বের হয় বা বাচ্চারাও বাপ মায়ের সাথে একই গানে লিপসিং করে ... আমি ভাবতাম, লাইট অফ করলেই ওরা বড় বড় বাচ্চা পায় কই?
আবার ঐ ১০ বছর বয়সে আমার দুষ্ট বন্ধু মহল সহ কেউ জানতামি না, হিস্যু দেওয়া ছাড়াও ঐ টুনটুনির আরও গুরুত্বপূর্ন কাজ আছে। প্রেম ভালবাসা কি জিনিস সেটা বোঝা তো ... বহুৎ দূর কি বাত হে....
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমাদের সময় তথ্যপ্রযুক্তির এমন ছড়াছড়ি ছিল না, ফেসবুক-ইউটিউব ছিল না। সমাজমাধ্যমে প্রচারিত অনেক ঘটনা আজকালকার ছেলেমেয়েদের বিগড়ে দিচ্ছে। এই মেয়েটা মনে হয় ইঁচড়েপাকা ছিল। এমন ইঁচড়েপাকা আমাদের সময়ও ছিল, তবে সংখ্যায় কম।
৫| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:১৪
ঢাবিয়ান বলেছেন: টিকটক , ফেসবুক রীল যুব সমাজকে ধঙ্গস করে দিয়েছে।
২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোন কাজের কী পরিণতি হতে পারে; এই উপলব্ধি অনেকেরই হয় না। দেখেও শেখে না।
৬| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:২৭
ফাহমিদা বারী বলেছেন: ভয়ংকর একটা প্রজন্ম আমরা তৈরি করেছি। অত্যন্ত ভয়ংকর।
২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অদূরদর্শী প্রজন্ম।
৭| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৪
ইফতেখার ভূইয়া বলেছেন: অসভ্যতা ও বর্বরতার চরম উৎকর্ষে এই জনপদ। নিস্তার নেই।
২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খুন, ধর্ষণ, প্রতারণা এখন নিত্যকার ঘটনা।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৯
আরোগ্য বলেছেন: