![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যাবেলা একটা টি-স্টলে গিয়ে বসতেই একটা পরিচিত মুখ আমাকে বলল ,সাব্বির (জোবায়ের) নেও (এক কাপ চা) ।পাশের বেঞ্চে ইউনিয়ন চেয়ারম্যানকে দেখে আমার বুঝতে বাকি রইল না আমার অর্ডারের পূর্বেই চেয়ারম্যানের অর্ডার হয়েছে ।কিন্তু আজকের চায়ের কাপটা আমার ধরতে ইচ্ছা করল না ।যে চেয়ারম্যানের জন্যে (নির্বাচনে নির্বাচিত করার জন্যে) নির্বাচনের আগের কয়েক দিন-রাতের ঘুম হারাম করেছিলাম ।তার অর্ডারকৃত চা এর কাপ ধরতে আমার ধরতে ইচ্ছে করছে না ।
কারণ-বিশ্লেষন:-
আমারা যখন কোন ব্যক্তিকে আমাদের অভিবাবক হিসেবে সিলেক্ট করি ,তখন তার কাছে আমাদের কিছু আকাংক্ষা থাকে ,চাওয়া থাকে বা প্রত্যাশা থাকে ।সেসব প্রত্যাশার লিস্টে সেরা পাঁচে নিঃসন্দেহে স্থান পাবে ,আজকের তরুণ সমাজকে ধূমপান এর কালো থাবা থেকে রক্ষা করা ।কিন্তু আমাদের নির্বাচিত প্রাত্যাশিত বিষেশ ব্যাক্তি (চেয়ারম্যান) যখন আমাদের (১৭ বছরের তরুণের) হাতে সিগারেট তুলে দেয় !
চায়ের কাপ ধরতে ইচ্ছে না হওয়ার কারণ এই ।কিন্তু আমার ইউনিয়নের অভিবাবকের প্রতি সম্মান রাখতে চায়ের কাপটি ধরতেই হয়েছে ।....
চেয়ারম্যানের অর্ডার-
এক কাপ চা ,একটা সিগারেট ।কিন্তু এই একটা সিগারেট কি শুধু সিগারেট ।এটা একটা বিষ । এর প্যাকেটের গায়েই লেখা-"ধূমপান মৃত্যু ঘটায় ।"এর অপকারিতা সম্পর্কে লেখার নতুন কিছু নেই ।
আমি আমার অভিবাবকের প্রসঙ্গে আসি ।তারা আসলে রাজনীতিবিদ ।কিন্তু আমি বুঝিনা ,রাজনীতি তাদের ব্যবসা না ভালবাসা ।আমি দুইটা উদ্দেশ্যে বের করেছি যা হাসিলের জন্য রাছনীতিবিদেরা রাজনীতিতে অনুপ্রবেশ করে । এক. দেশের প্রতি ,দেশের মানুষের প্রতি ভালবাসা ঞ্জাপন ।দুঃখি মানুষের জন্য কিছু করতে চাওয়া এবং অনাহারিয় মুখে আহারাদি তুলে দেওয়া ইত্যাদি। দুই. অর্থ-সম্পদ-ক্ষমতার প্রতি মোহ ।যার মোহে বা লোভে মানুষ রাজনীতি করে ।এদের নীতি মূলত রাজনীতি নয় কালোনীতি ।সমাজের উন্নতির জন্য তথা দেশের উন্নতির জন্য , দেশের প্রতিটি দুঃখি মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য ,আমাদের তরুণ সমাজকে ধূমপানের মত নেশাদ্রব্য সেবনের হাত থেকে রক্ষা করার জন্য ঐসব কালোনীতিবাজদেরকে চিন্হিত করতে হবে ।তারপর তাদেরকে কি করতে হবে সেটা আপনারাই ঠিক করবেন (পারলে কমেন্ট করুণ) ।
আমি শুধু তরুণ বা যুবকদের বলছি না বলছি সমাজের সকল বয়সের মানুষকে , সমাজকে ধ্বংস করবেন না ,ধূমপান করবেন না ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
আল জোবায়ের আহমেদ বলেছেন: আমি জানিনা তাদের মধ্যে দেশপ্রেম আছে কিনা ,থাকলে কি করে..... এসব করে ।