![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়পত্রের একটা ফটোকপি করতে হবে ।খুব ভোরেই ফটোকপির দোকানে গিয়েছিলাম ,কিন্তু লম্বা লাইনের পিছনে দাড়াতে হলো ।লাইনের সবাই আমার পরিচিত ,সবাই আমার ছোট ভাই ,SSC পরীক্ষার্থী ।প্রায় ১০-১২ জন এসেছে ওরা ।ফটোকপি করতে ।কিসের ফটোকপি ?আগামীকাল ওদের পরীক্ষা(SSC পরীক্ষা) ।প্রশ্নপত্র একটু আগেভাগেই পেয়ে গেছে ওরা !একসাথে সবাই হুমরি খেয়ে পড়েছে ওরা ।এ যেন ঈদের চাঁদ !না ঈদের চাঁদ বললেও ভুল হবে ।ঈদের চাঁদও বছরে দুইবার দেখা দেয় ,আর SSC পরীক্ষা আসে ১০ বছর পর(সাধারণত জীবনে ১বার) ।এই ঈদের চাঁদ অপেক্ষা ২০ গুণ মূল্যবান জিনিসটা ওরা প্রায় ২৪ ঘন্টা আগেই পেয়ে গেছে !কি আজব কথা !যেন মামুলি ব্যাপার ।হ্যাঁ ,মামুলীই ।ওদের(পরীক্ষার্থীদের) কাছে গিয়ে যদি বলি ,কি বলিস ?পরীক্ষার প্রশ্ন পেয়ে গেছিস আজকেই ? ওরা যেন আকাশ থেকে পরে !এটা নাকি এখন খুবই সাধারণ একটা ব্যাপার ।
যাই হোক ,ওদের কাছ থেকে বাংলা ১ম পত্রের একটা ফটোকপি সেদিন আমিও নিয়েছিলাম ।ক সেট ,খ সেট , গ সেট ।তিন কপি ।পরদিন পরীক্ষা ।নিজের ক্লাস বাদ দিয়ে পরীক্ষা হলে গেলাম ।দিতে নয় ,দেখতে ।পকেট উচু করে তিন সেট প্রশ্নই সাথে নিয়ে এসেছি ।পরীক্ষা শেষে একজনের কাছ থেকে প্রশ্নটা নিলাম ।ক সেট ।না সব মেলেনি ।তবে ৯০ পারসেন্ট !!! প্রশ্ন দেখে শীতের মধ্যেই আমি ঘামিয়ে গেলাম (যেহেতু এতক্ষণ আমি ভেবেছিলাভ এটা ফেক)।
আগে শুনেছি কিছু চক্র নাকি তরুণ ছাত্রদের হাতে পিস্তল তুলে দেয় ।আর এখন দিচ্ছে ক সেট ,খ সেট ,গ সেট ।একটা পিস্তলের গুলি একটা মানুষকে ধ্বংস করতে পারে ।কিন্তু ক সেট ,খ সেট বা গ সেট কি পারে ? পারে পুরো দেশকে ধ্বংস করে দিতে ।
অল্পকথায় না বুঝলে আমি বেশি কথা অপচয় করতে চাই না ।কারণ আমি জানি ,পরবর্তীতে উচ্চারিত আমার প্রতিটি কথাই হবে মূল্যহীন ।
আমি পাপীকে নয় পাপকে ঘৃণা করি ।তবে পাপকে নিবারণ করতে হলে পাপীকে অবশ্যই বের করতে হবে ।কে বা কারা এই চক্রে জরিত আমি জানি না ।আপাতত জানার চেষ্টাও করি না ।শুধু বলতে চাই ,আমি গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্র মনোভাবের একজন ।এই দেশে আমিও স্বাধীন ।আমার মেধা বিকাশের স্বাধীনতাটা আপনারা অন্তত দিন ।(বরাবর-কর্তৃপক্ষ)
©somewhere in net ltd.