![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক যাযাবর। বাস্তবতা আমাকে ছেড়ে দেয়না, আর স্বপ্ন আমার কাছ থেকে ছুটি নেয়না। FB ID : Jonaid Bin kayes। কন্টেন্ট রাইটার @আমারজীবনীamarjiboni.com সামহোয়্যারইনব্লগsomewhereinblog দেশব্লগdeshblog liveinword.com
কবিতাঃ"মৃত্যু"
#মৃত্যু#
আমি তোমাদের মাঝে
আসিনি-
তোমাদের সাথে
মিশিনি।
পৃথিবীর বুকে যেদিন
আকাশের চুম্বনে
ফুটেছিলো একরাশ ফুল,
বিধাতা-ধরিত্রীর-এই
মহাসৃষ্টি নির্ভুল।
সেদিন তুমি ছিলে,
সেদিনও আমি ছিলাম,
হয়তবা গোলাপের ঝাড়ে,
তুমি লাল গোলাপটি
আমি তাঁর কাঁটা ।
স্বপ্নে তোমাদের আমি আসিনি ।
আমি ছিলাম,ভাষাহীন
তোমাদের মাঝে,
তোমাদের ঐ শহরের
রাস্তায় ,বাঁকে বাঁকে ।
আমি ছিলাম অজস্র রজনীর
ঘোর আঁধারের মাঝে ।
ওৎ পেতে আছি-
যেদিন তুমি স্বপ্নের শেষে
মৃত পথচারী বেশে
আমার হবে।
সেই দিন তুমি আমায়
দেখতে পাবে।
বন্ধু তোমার আপন
ছিলোনা কেউ।
তুমি কি জানো?
তোমার হাস্যরত মুখ,
দেখে আমি লুকিয়ে যাই
মহাকালের ছায়ায়।
তোমার ওই হাসি মাখা মুখ
অথবা,
বেদনায়-ক্লান্ত-শ্রান্ত-দেহ-বুক,
বিশ্রাম চায় বন্ধু।
আমি বিছিয়ে রেখেছি
শীতল পাটি
-শীতল মাটির পরে ।
বন্ধু তোমার চোখের অশ্রু
তোমারি মত,
তোমাদের এই ধরাধামে
দাম নেই।
দাম নেই মানুষের।
আমি তোমাকে দাম দেব বন্ধু।
ওই রজনীর শেষ সুর
তোমার প্রান ভোলাবে বন্ধু।
এসেছি বন্ধু তব দ্বারে ।
আমি তোমার সাথেই আছি,
দেখছনা আমায়?
বন্ধু তব রুদ্ধ দুয়ার
রুখবে কিবা আমায়!
আমি তোমার মুখশ্রী,
ঠিক চিনে নিব,
ওই আঁধারের আচ্ছাদনে,
তোমার বন্ধু হব।
কত বন্ধু তোমার!
এই কাছের বন্ধুকে
দেখতে পাওনি বুঝি?
রাত পোহাবে ভোর হবে,
তোমার প্রতিটি নিঃশ্বাস
আমার পরিচিত বন্ধু।
এই-ত-আর মাত্র
কটা নিশ্বাস বাকি।
বন্ধু এসো এই রাত্রি গর্ভে
মৃত্তিকায় মিলিয়ে যাও,
এইত আমি আছি,
আঁধারে ,তোমার খুব কাছে।
পাশের কালো ছায়ায়।
তোমায় নিয়ে মৃত্তিকায়
পচে-মিশে
তবেই তোমার আমার শেষ।
এসো! বন্ধু
আমি তোমার যথার্থ
দাম দিব।
সুশীতল মৃত্তিকায়
তোমার সুনিদ্রার বেঘাত
আমি ঘটাতে দেবনা বন্ধু।
এসো বন্ধু
এসো!
প্রথম প্রকাশকালঃ২৫/০৮/২০১৭
প্রথম প্রকাশঃ২৫/০৮/২০১৭,চট্টগ্রাম
কাব্যগ্রন্থঃ "মোহমুক্তি"
২য় প্রকাশঃ দেশব্লগ ,১৫ আগস্ট,২০১৮
লেখকঃজুনাইদ বিন কায়েস
লেখনী স্বত্বঃ জুনাইদ বিন কায়েস
©somewhere in net ltd.