![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক যাযাবর। বাস্তবতা আমাকে ছেড়ে দেয়না, আর স্বপ্ন আমার কাছ থেকে ছুটি নেয়না। FB ID : Jonaid Bin kayes। কন্টেন্ট রাইটার @আমারজীবনীamarjiboni.com সামহোয়্যারইনব্লগsomewhereinblog দেশব্লগdeshblog liveinword.com
#বাতাসে আজো শুনি মুক্তির আর্তনাদ
বিজয়ের সূর্য নিষ্প্রভ আজ,
সময়ের অঙ্গীকার ,
সময়ের স্রোতে ভেসে গেছে।
হাজারের রাহাজানি,
দিন শেষে, কষ্টের গ্লানি ,
আজো ক্ষত বিক্ষত বুকে
বয়ে বেড়ায় আমার স্বদেশ।
বিজয়ের রেশ আজো ভেসে বেড়ায়
উন্মুক্ত বাংলার বুকে,
আজো শুনি শেষ মুহু মুহু ধ্বনি
শত্রুর বাঙ্কারে ।
বিজয়ের উল্লাসে শুনি কোটি প্রানের উল্লাস,
তবু বাতাসে আজো শুনি মুক্তির আর্তনাদ
--জুনাইদ বিন কায়েস ।
রচনাকালঃ ১৬/১২/২০১৮
১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫
জুনাইদ-বিন-কায়েস বলেছেন: বিজয়ের জয় হবে নিশ্চই!
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: বিজয়ের স্বাদ ফিরিয়ে দিতে
বিজয় দিবস নিজেই এসেছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
জুনাইদ-বিন-কায়েস বলেছেন: বারে বারে সে ফিরে আসে কোটি প্রানে উচ্ছ্বাসে ।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
ইসিয়াক বলেছেন: আপনাকে ধন্যবাদ ও বিজয় দিবসের শুভেচ্ছা
১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭
জুনাইদ-বিন-কায়েস বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা রইল আগামীর নতুন দিনের
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
মাহমুদুর রহমান বলেছেন: আমি শুনতে পাই না।ইচ্ছাগুলো মরে গেছে।
তবে ভালো লিখেছেন।