![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক যাযাবর। বাস্তবতা আমাকে ছেড়ে দেয়না, আর স্বপ্ন আমার কাছ থেকে ছুটি নেয়না। FB ID : Jonaid Bin kayes। কন্টেন্ট রাইটার @আমারজীবনীamarjiboni.com সামহোয়্যারইনব্লগsomewhereinblog দেশব্লগdeshblog liveinword.com
স্বর্ণার জন্ম বা দেবশিশুর হাসি
১৫/০১/২০১৯
জুনাইদ বিন কায়েস, চট্টগ্রাম।
একটি মেয়ের জন্ম কথা- যার জন্য আজন্ম
স্বপ্ন ছিল মায়ের।
বিষাদময় ছিল জীবন, ছিলোনা আলোর বিন্দুমাত্র আশা
তারপর, একদিন সৃষ্টির হাজারটা দিনের মতই
কোন এক দিনে ভূমিষ্ঠ হলো স্বর্না, আদরের মেয়ে।
দিনের প্রথম প্রহরের মতই,
চপলদৃষ্টি মেলে তাকানো কালের সাক্ষাত দেবশিশু।
স্বর্না।
নিকশ কালো রাতের গভীরে, যে স্বপ্নঘোরে ছিল
তার জন্মের বার্তা!
যে মহাদূর্যোগে, কালো নিয়তির আড়ালে ছিল
তার আগমন -
তার মৃত্যু কালে সেই মহাকালের রাতও বুঝি
তার অস্তিত্ব সলজ্জিত ভাবে লুকোতে চায়!
এত টুকুন বয়স তার, এসেছিল এই বসুধায়
মৃত্য বার্তা সাথে করে,
বুঝিবা এই পৃথিবীটা
তার জন্য এতটাও লোভনীয় নয়।
তার স্থান বুঝি সাত আসমান আর
বেহেস্ত খানার মাঝে।
তবুও তাহার, তাদের, ভাইয়ের, বাপের-মায়ের
ক্রন্দন আহাজারি নীরবতার পাহাড়ে আছড়ে পড়ে!
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭
জুনাইদ-বিন-কায়েস বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।