![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা বলতে গিয়েও তা বলতে না পারার যে আফসোস থাকে তা ঘুচাতে এলাম সামুর তীরে ....
শাহবাগ, এখন এক জাগরণের নাম । এক নতুন আন্দোলনের মঞ্চ । শাহবাগের এই মঞ্চ তৈরি না হলে আমরা কোনদিন বুঝতে পারতাম না বা জানতে পারতাম না যে আমাদের তরুণ সমাজ কতটা সচেতন দেশ নিয়ে ।
আমি এক খুদে ব্লগার । ব্লগার কি বা ব্লগ লিখলেই বা কি হয়, এটা জানতেই আমার অনেক সময় লেগে যাবে । আমি জানি না, আসলেই আমি ব্লগ লিখি খ্যতির জন্য নাকি আত্ততৃপ্তির জন্য । শাহবাগ সম্পরকে পর্যাপ্ত তথ্য আমার কাছ নেই । তবে ফেসবুক থেকে একটি পেজে (Click This Link) কিছু তথ্য নিচে দিলামঃ
Message to all the The Political Parties: Choose where you want to stay? With the Bangladeshi People or with the Rajakars.
This page is not against any of our political parties but its against "War Criminals". Now the time time has come for the political parties to clear their stands. Those who r defending ''War Criminals", we the Bangladeshi's will refuse u.
লিঙ্কঃ Click This Link
আমি এদেশের খুদে নাগরিক । আমি এও জানি পাগল আর শিশু ছাড়া এদেশের কেউ রাজনীতি নিরপেক্ষ নয়, হতে পারে না । আবার ধর্ম নিরপেক্ষ
জিনিসটাও কেন জানি আমি আজও মানতে পারিনি । আমি কম কথায় এখানে কিছু বলতে চাই---
জামায়াত-শিবির (সর্বপরি যুদ্ধাপরাধী সমর্থন চক্রকে) বলতে চাই
১৯৭১ সালে আমাদের মহান সাধীনতার যারা বিরুদ্ধে ছিল কিংবা যারা চায়নি পাকিস্তান আলাদা হয়ে আমাদের এই দেশের জন্ম হোক, তাদের প্রাপ্য শাস্তি হওয়া উচিত । এক্ষেত্রে পুলিশ, সরকার এবং জামায়াত-শিবির সকলকেই শান্ত থাকা উচিত। পুলিশের যেমন উচিত হচ্ছে না নিরবিচারে গুলি করে মানুষ মারা আবার জামায়াত-শিবিরেরও উচিত নয় এমন তান্ডব চালানো । আবার ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও ছাড় দেয়া উচিত নয় । সাধীন রাষ্ট বলে যার যা খুশি করবে তাও একেবারে মেনে নেয়া যায় না । এটা আমরা সবাই জানি ।
শাহবাগের প্রজন্ম চত্তরে আন্দোলনরত মানুষদের বলতে চাই
আন্দোলন হও্য়া উচিত আন্দোলনের মত । সেখানে গেলাম, খাইলাম, ঘুরলাম, ছেলে অথবা মেয়ে দেখলাম (তরুণ-তরুণীদের উদ্দেশ্যে), কিছুক্ষন না বুঝে চিল্লালাম ইত্যাদি কাজগুলো কখনই গ্রহণযোগ্য নয় । আমাদের আসল উদ্দেশ্য কিন্তু এক । আবার ইদানিং দেখা যায় দেশের কোথায় কি হবে কিংবা না হবে তা শাহবাগের প্রজন্ম চত্তর থেকে ঘোষণা করে আগে থেকে বলা হয় । এদেরও মনে রাখা উচিত দেশ সরকার চালায়, এরা না । আমার মতে এদের কাজ দাবি পেশ করা, দাবি আদায়ে কিছু কাজ যেমন কতৃত্তমুলক কাজ না করা । আশা করি আমার কথা সহজেই বুঝা যাবে ।
আমি একজন কবি । আমার কাজ সাহিত্তের মধ্যেই হয়ত সীমাবদ্ধ । কিন্তু দেশের এহেন অবস্থায় কিছু না বলা কিং কিছু না করা কাপুরুষতার পরিচয় দিবে । এখন আমার উপরের কথাগুলো ঠিক নাকি বেঠিক, তা পাঠক বিবেচনা করবে ।
আমার লেখা সম্পর্কে কোনরকম মন্তব্য থাকলে আপনারা আমাকে ফেসবুকেও জানাতে পারে্ন---
ফেসবুক লিঙ্কঃ Click This Link
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
আশিক মাসুম বলেছেন: আন্দোলন হও্য়া উচিত আন্দোলনের মত । সেখানে গেলাম, খাইলাম, ঘুরলাম, ছেলে অথবা মেয়ে দেখলাম (তরুণ-তরুণীদের উদ্দেশ্যে), কিছুক্ষন না বুঝে চিল্লালাম ইত্যাদি কাজগুলো কখনই গ্রহণযোগ্য নয় ।
লিখায় সহমত জানিয়ে গেলাম।