![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা বলতে গিয়েও তা বলতে না পারার যে আফসোস থাকে তা ঘুচাতে এলাম সামুর তীরে ....
বিলাসিতা...
অনেক রঙ্গে রঙ্গিন এক সপ্ন, এই বিলাসিতা
অনেক কস্টের নিকট সাক্ষী, এই বিলাসিতা
অনেক ঘর ভাঙ্গার রসদ যুগায়, এই বিলাসিতা
অনেকের মাঝে আমন মনে পুষে চলার নাম আজ বিলাসিতা
হয়তো মনে হতে পারে, আমি কে, বিলাসিতার শিকার?
হয়তো, হ্যা, আবার হয়তো না
আমার মাঝে বিলাসিতা হলো ভালোবাসা
আমার মাঝে বিলাসিতা হলো সপ্ন দেখা
আমার মাঝে বিলাসিতা হলো ঘর বাধা
আর আমার মাঝে বিলাসিতা হলো মধুর হাসি...
আমি কি বিলাসী মানুষগুলোর গল্প বলবো?
না, থাক, হয়তো, শুনতে ভালো লাগবে না
আমার মাঝে এটাও এক ধরনের বিলাসিতা স্বভাব
আজ বেচে থাকা যদি বিলাসিতা হয়
তবে আমি অনেক আগেই অস্তিত্ত হারিয়েছি নিজের
যেখানে বিলাসী মানুষগুলো এখনও চেয়ে আছে আমার দিকে
তারা খালি পারে অপলক চেয়ে থাকতে আর হাসতে
আর, ধুর, বললাম না, হাসিও আমার কাছে বিলাসিতাই ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮
তারছেড়া লিমন বলেছেন: অনেক সুন্দর হয়েছে ........কবিতায়++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++