নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার আর্তচিৎকার ......

আসক্তির প্রাক্কালে প্রারম্ভিক যোগ্যতর সামান্য কস্টার্জিত আবেদন লেখায় ফুটিয়ে তোলার কিছু ব্যর্থ চেস্টা

জনৈক কবি

কিছু কথা বলতে গিয়েও তা বলতে না পারার যে আফসোস থাকে তা ঘুচাতে এলাম সামুর তীরে ....

জনৈক কবি › বিস্তারিত পোস্টঃ

সৌন্দর্য ও আমার ইচ্ছের প্রতিফলন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০১

আজও তাকিয়ে দেখছি সেই সুউচ্চ পর্বতগুলো

মেঘফুঁড়ে তারা বের করে দিয়েছে তাদের মস্তক

অনেক অনেক দূরে যতদূর পর্যন্ত আমার চোখ যায়

আমি শুধু দেখছি তাদের রাজত্ব কতটা বিশাল ।



নিজের চোখে না দেখলে বিশ্বাস হয়না এমনই কিছু

রয়েছে সুবিশাল এই পৃথিবীতে গোপনে লুকিয়ে

মানবের চোখের পরিধি, সে তো মাত্র অল্পই

কিছুদূর গিয়েই তা আবার ফিরে আসে আতঙ্কিত হয়ে ।



আমাকে হঠাৎ বলা হল আমি যা দেখি তা কি?

আমার দৃষ্টি সীমানার মধ্যে তাদের বিস্তৃতি কতটুকু?

তারা আমাকে তাদের দিকে টেনে নেয় কেন?

আমি কি তাদের কেউ হতে যেয়ে ব্যর্থ হয়েছি?

আমি হাসি আবার অবাকও হই সেই কথাগুলো শুনে

যারা মনের চিন্তার পরিধির বাইরে গিয়ে ভাবে না

তাদের সেই ভাবনার গণ্ডি হয়তো অনেকটাই ক্ষুদ্র



তবু তারা নিজেদের অনেক বড় কিছু ভাবার চেষ্ঠা করে ।

আমাকে আবার বলা হল তুমি সমুদ্র দেখেছো?

রাশি রাশি ঢেউয়ের ফেনা কখনও গায়ে লাগিয়েছ?

অনেকদূর চোখ যেয়ে সূর্যের গায়ে লাগে সেই রূপ

হেরেছ কি সখা মনেরও মাধুরীর কিঙ্কর ধ্বনি লয়ে?

এবার আমি চুপ করে থাকি, তাদেরকে বুঝতে দেইনা

তারা যে অবুঝের মত একেকবার প্রশ্নের মালা গাঁথছে

তারা নিজেরাও জানেনা পর্বত আর সমুদ্র পরস্পরের আত্মীয়

তাদের নিজেদের মধ্যে ভাবের যে বিনিময় তা কখনই আমরা বুঝিনা ।



হঠাৎ-ই যদি কখনও আমার কাছে কোন সুযোগ আসে

আমাকে যদি বলা হয় নিজের ইচ্ছেমত কিছু করতে

তবে আমি পর্বত ও সমুদ্র দুটোকেই বেছে নেব

সৌন্দর্য, যা আমি বুঝি, তার রূপ উন্মোচন করাই তো আমার ইচ্ছের প্রতিফলন ।



মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা +++++++

ভালো থাকবেন :)

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৫

অন্ধবিন্দু বলেছেন:
মানবের চোখের পরিধি, সে তো মাত্র অল্পই
কিছুদূর গিয়েই তা আবার ফিরে আসে আতঙ্কিত হয়ে


যথার্থ বলেছেন, কবি।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
সৌন্দর্য, যা আমি বুঝি, তার রূপ উন্মোচন করাই তো আমার ইচ্ছের প্রতিফলন ।

ভাল লিখেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.