নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার আর্তচিৎকার ......

আসক্তির প্রাক্কালে প্রারম্ভিক যোগ্যতর সামান্য কস্টার্জিত আবেদন লেখায় ফুটিয়ে তোলার কিছু ব্যর্থ চেস্টা

জনৈক কবি

কিছু কথা বলতে গিয়েও তা বলতে না পারার যে আফসোস থাকে তা ঘুচাতে এলাম সামুর তীরে ....

জনৈক কবি › বিস্তারিত পোস্টঃ

ঈদ মোবারক (হোক না দিনের শেষে)

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১

ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । এক বছরে দুইটি ঈদ হয় । একটি ঈদ-উল-ফিতর আরেকটি ঈদ-উল-আযহা । মানে একটি রোজার ঈদ আরেকটি কুরবানির ঈদ । এই কুরবানির ঈদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য পশু এবং পশুত্বকে কুরবানি দেয়া । কয়েকটি বিষয় খেয়াল রাখবেনঃ (হয়তো আজকে এই কথাগুলো বলার সময় শেষ কিন্তু এটিই তো পৃথিবীর শেষ কুরবানির ঈদ নয়)

- কুরবানির এই ঈদে পরিপূর্ণ ইসলামিক ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখুন ।
- প্রযুক্তির সাথে সাথে এই ঈদকে কলুষিত করবেন না । যেমনঃ কথায় কথায় সেলফি তোলা, আপনার পশুকে নিয়ে গান তৈরি, যে কোন প্রতিযোগিতায় নাম লেখানো ইত্যাদি ইত্যাদি ।
- কুরবানির সামর্থবান হলেই ঈদে পশু কুরবানি দিন ।
- কখনো পার্থিব প্রতিযোগিতায় নামবেন না । যেমনঃ বেশি দামে পশু কিনা, সবার আগে পশু কিনা, একের অধিক অতিরিক্ত পশু কিনা ইত্যাদি ইত্যাদি । আপনার প্রতিযোগিতা হওয়া উচিৎ যে কিভাবে সবার আগে এবং সবচেয়ে বেশি সওয়াব আল্লাহ্‌র কাহ থেকে আদায় করতে পারেন ।
- পশু কুরবানি দেবার সময় সহিহ ইসলামের নিয়ম-কানুন মেনে চলুন এবং সম্ভব হলে নিজে নিজে কুরবানি করবেন, কসাই বা হুজুর দিয়ে নয় ।
- কাউকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় অবশ্যই ঈদ মোবারক বলুন । হাম্বা মোবারক, ম্যা ম্যা মোবারক বা অন্য কিছু নয় । এতে আপনি ইসলামকে অসম্মান করে থাকবেন ।
- ঈদে ইসলামের নিয়মকানুন অনুযায়ী পশুর মাংস বিলি করবেন । মন রাখবেন কুরবানির অর্থ হল ত্যাগ ।
- কুরবানির ঈদের ব্যস্ততায় ফরয ইবাদতের কথা মোটেও ভুলবেন না ।
- ঈদে বন্ধু-বান্ধবের তুলনায় পরিবারকে একটু বেশি সময় দিন ।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিশেষ এই যে পশু কুরবানির আগে ও পরে পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন ।


এই হল, এই ঈদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা । এই ঈদ কাটুক অনেক অনেক আনন্দ ও সফলতায় এই আশা রেখে আজ সবাইকে জানাই ঈদ মোবারক ।

বিঃদ্রঃ আশা করি, পরের দুইদিন আপনাদের করা দাওয়াত (দাওয়াত আশা করছি) মিস করবো না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.