![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা বলতে গিয়েও তা বলতে না পারার যে আফসোস থাকে তা ঘুচাতে এলাম সামুর তীরে ....
জি, হ্যাঁ, এইমাত্র আমাদের নিজস্ব সংবাদদাতা আমাদের ইমেইলে জানালেন তিনি স্টিং অপারেশনের মাধ্যমে বের করেছেন যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার দশম শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস হয়েছে । এই খবরটি তিনি মোবাইলে জানাতে সাহস পাননি কারণ এর সাথে প্রভাবশালী মহল জড়িত আছে । তবে মজার ব্যাপার হলো, আমাদের নিজস্ব সংবাদদাতা এই খবরটি একটি উপর মহলের একজনের কাছ থেকেই সংগ্রহ করেছেন । বিস্তারিত সূত্রে জানা যায়, গত দুইদিন আগে সেই শিক্ষা প্রতিষ্ঠানের “রাজনৈতিক মতাদর্শ ও আধুনিক বাস্তবতা” নামক বিষয়টির প্রশ্নপত্র ফাঁস হয় ।
প্রশ্নপত্রের চম্বুক অংশ নিচে তুলে ধরা হলোঃ
১ অনেক মুসলমান ব্যক্তি ভারত ক্রিকেট টিমকে সাপোর্ট করলেও কোন হিন্দু ব্যক্তি পাকিস্তান ক্রিকেট টিমকে সাপোর্ট করে না কেন – উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও । (৫ নাম্বার)
২ আমাদের সমাজে বাংলিশ বলা একজন ব্যক্তিকে স্মার্ট বলা হলেও শুদ্ধ উচ্চারণে বাংলা বলা ব্যক্তিকে খ্যাত বলা হয় কেন ? (৩ নাম্বার)
৩ শুধুমাত্র জামায়াতে ইসলামী দলের নেতাদের যুদ্ধাপরাধী ট্রাইবুনাল গঠন করে বিচার করা হলেও আওয়ামী লীগ এবং বিএনপি দলের অত্যন্ত পরিচিত যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে না কেন ? – নিজের ভাষায় লেখ । (৬ নাম্বার)
৪ ভারতের হিন্দু ধর্মপ্রধান রাজনৈতিক দল শিবসেনা হাজারও অন্যায় কাজ করেও সেই দেশের হিন্দু জনগণের নিরঙ্কুশ সমর্থন পেলেও আমাদের দেশের ইসলাম ধর্মপ্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামী শুধুমাত্র একটি বার ভুল করে এ দেশের নির্বোধ মুসলমানদের সবসময়ই গালাগালির বিষয় হয় কেন ? – শিবসেনা আর জামায়াতে ইসলামীর মধ্যে তুলনামূলক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে উত্তর দাও । (১০ নাম্বার)
৫ ভারতের একটি গ্রিডে সমস্যা হয়ে সমগ্র বাংলাদেশ বিদ্যুৎবিহীন হবে কেন ? – ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতার হার বিবেচনা করে উত্তর কর । (৪ নাম্বার)
৬ বাংলাদেশে সকল ধরনের ভারতীয় টিভি চ্যানেল দেখানো হলেও বাংলাদেশের একটি
টিভি চ্যানেলও ভারতে দেখানো হয়না কেন ? (৩ নাম্বার)
৭ আধুনিক সমাজে মডার্ন ও যুগপোযুগি হতে গেলে [বেহায়া মহিলা] তসলিমা নাসরিনকে অনুসরণ করার গুরুত্ব কতটুকু ? (২ নাম্বার)
৮ এই যে গণজাগরণ মঞ্চ (উদ্দেশ্য প্রশংসাযোগ্য) তৈরি হয়েছে, এর প্রকৃত উদ্দেশ্য কি ? এদের ধর্মীয় চেতনা কতটুকু প্রবল ? এদের কয়জন পাচওয়াক্ত নামাজ পড়ে কিংবা দৈনিক সময় করে পূজা করে বলে মনে করো ? – এদের দৈনিক কুকীর্তি, কর্মকাণ্ড এবং একই উদ্দেশ্য অথচ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পরিকল্পনা বিবেচনা করে উত্তর নিজ ভাষায় লেখ (৭ নাম্বার) ।
এখানে শুধু প্রশ্নপত্রের চুম্বক অংশ তুলে ধরা হলো । প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর কতৃপক্ষের কানে যাওয়ার পর তারা ঐ প্রশ্নপত্রের সেট বাজেয়াপ্ত করে এবং নতুন করে আরেকটি প্রশ্নপত্র তৈরি করেছে । (সূত্রঃ নিজস্ব সংবাদদাতা)
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
জনৈক কবি বলেছেন: হুম, সেটাও তো কথা । নিজ গ্যারান্টিতেই মনে হয় উত্তর দিতে হবে ।
যাক, ভালো থাকবেন এবং ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়ার জন্য ।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:২২
কলাবাগান১ বলেছেন: একের পর এক ফাসির আদেশে, জামাতি রাজাকার রা দিশেহারা হয়ে এখন প্রোপাগান্ডায় নেমেছে... চাদে সাঈদীকে দেখে অভ্যস্ত এরা
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬
জনৈক কবি বলেছেন: হা হা হা । হাসি থামাতে পারছি না দাদা । ছোটবেলায় একটা জ্ঞান গাইতাম আমরা কয়েক বন্ধুরা । গানটি শুনবেন ?
"আমারও কলাবাগানে মুতিল কে ? মুতুক কিন্তু হাগিল কে ?"
এই বলেই সবাই হাসিতে ফেটে পড়তাম । যাক, আপনার নামটি হঠাৎ সেই গানের কথাই মনে করিয়ে দিল ।
যাক, ভালো থাকবেন । এবং অবশ্যই ধন্যবাদ লেখাটি কষ্ট করে পড়ার জন্য ।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
বিষন্ন পথিক বলেছেন: শুনেছি জামাতীদের সত্য বলার সৎসাহস নেই, নিক পাল্টে 'জনৈক কবি' র বদলে 'জনৈক জামাতী' বা 'জনৈক গেলমান' রাখতে পারেন
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩
জনৈক কবি বলেছেন: ভালোই শুনেছেন .... ভালোই তো, ভালো না ? আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করলেই জামাতী ?? মজা পেলুম ।
শোনেন ভাই, সত্য বলার বা শোনার সাহস না থাকলে চুপ থাকুন কিংবা কান বন্ধ রাখুন । মিথ্যা শুনে কিংবা বলে কি লাভ ? আপনি নিজে জামায়াতের বিরুদ্ধে একটা প্রমাণ দিন ? বুঝলেন তো, আপনি নিজে । ঐ গণমাধ্যম কিংবা সরকারী দলের কথা শুনে নয় । পারলে দেন । একশ পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি, আপনার সব কথাই মেনে নেবো । আর না পারলে সাইডে চাপেন । চিলে কান নিছে শুনে সেই চিলের পিছন দৌড়ানো সচেতন বাংলাদেশের পাবলিকের কাজ হতে পারে না । জানি না, আপনি কতটুকু সচেতন ?
ভালো থাকবেন । ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়ার জন্য ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:১১
ভিটামিন সি বলেছেন: উত্তরদাতা যে গুম হইপে না সেই গেরান্টি/ওয়ারেন্টি কেডায় দিপ??