নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার আর্তচিৎকার ......

আসক্তির প্রাক্কালে প্রারম্ভিক যোগ্যতর সামান্য কস্টার্জিত আবেদন লেখায় ফুটিয়ে তোলার কিছু ব্যর্থ চেস্টা

জনৈক কবি

কিছু কথা বলতে গিয়েও তা বলতে না পারার যে আফসোস থাকে তা ঘুচাতে এলাম সামুর তীরে ....

জনৈক কবি › বিস্তারিত পোস্টঃ

মুক্তমনা ব্লগিং নিয়ে কতিপয় ভাবনা ; পর্ব - ০১

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৯

কয়েকদিন আগে ফেসবুকে এক বন্ধু একটি পোস্ট শেয়ার করলো । প্রথম আলোর ঐ পোস্টটিতে মূলত কয়েকদিন আগে ঘটে যাওয়া নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকজন মৃত্যু আর সেই পোস্টটিতে মুসলমান (তাদের নাম দেখে বুঝা যায় যে তারা মুসলমান) ভাই-বোন খুব মর্মদায়ক কমেন্ট করেছেন । পোস্টটি মূলত একটি ছবি আকারে পোস্ট করা হয়েছে । কমেন্টগুলো পড়ে খুব খারাপ লাগলো । আসলে সব বিষয় কেমন জানি ধর্ম বা সাম্প্রদায়িক ব্যাপারে এসে ঠেকেছে । তাই তো অনেকেই সাহস পায় যে কোন ধর্ম নিয়ে যাতা কথা বলতে ।

আচ্ছা, এই যে আপনি এই ব্লগটি পড়ছেন, আপনি আসলে কোন ধর্মের অনুসারী ? ইসলাম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, নাকি অন্য কোন ধর্মের ? সে আপনি যেই ধর্মের হন না কেন, শুরুতে বলে দিই, আমি সকল ধর্মকেই সম্মান করি । এই সম্মান করার শিক্ষাও আমাকে দেই আমার নিজের ধর্ম । হ্যাঁ, আমি মুসলমান । এই কথা বলতে আমাকে প্রতিদিন প্রমাণ করতে হয় । ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভ আছে । এই পাঁচটি স্তম্ভের একটি বাদ দিলে বা একটি না মানলে নিজেকে মুসলমান দাবী করা যায়না । এই কথাগুলো আজ বলছি কারণ অনেকেই ধর্ম নিয়ে খারাপ ধারণা নিয়ে বসে থাকেন । অন্য ধর্মাবলম্বীদের কথা কি বলবো, নিজেকে মুসলমান দাবী করা অনেকেই করে থাকেন । তালেবান, আল-কায়েদা, আইএস প্রভৃতি জঙ্গিগোষ্ঠীর কর্মকাণ্ডের জন্য আজ সারা জাহানের মুসলমান দোষী, অপরাধী, ধ্বংসাত্মক মানুসিকতার, তাই না ? এই প্রশ্ন অন্য ধর্মাবলম্বীদের কাছে করলে অনেকেই আছেন যারা মনে অন্য কিছু রেখে মুখে বলবেন, "কই না তো । ইসলাম ধর্মকে খারাপ বললাম কোথায় ?" (আপনি যদি এই তালিকায় না পড়েন, তাহলে আপনাকে বলছি না) ।

আচ্ছা, এই প্রশ্ন তো আপনার মনে আসতেই পারে, এই লেখাটির প্রথমদিকের কথার সাথে পরবর্তী কথাগুলোর মিল কোথায় ? হ্যাঁ, আমি জানতাম, আপনি প্রথম থেকেই মিল খুঁজছিলেন, কারণ এই কথাগুলো আপনার ভালো লাগছে না । না লাগুক, কিছু কথা তো না বললেই হয়না । এই ছবিটিতে যারা কমেন্ট করেছেন, তারা কি আমাদের নবীজী (সঃ) এর আরাফাতের ময়দানের শেষ বক্তৃতার কথা ভুলে গেলেন ? অন্য ধর্মের প্রতি এবং অন্য ধর্মের অনুসারীদের প্রতি আমাদের কি করা উচিৎ, সেটি পরিস্কার করেই বলে দিয়েছেন তিনি । আর পশ্চিমা মিডিয়ার নিজেদের সুবিধার স্বার্থে ইসলামকে কলংকিত করার জন্য ঐ সকল জঙ্গিগোষ্ঠীর সকল প্রকার নেতিবাচক খবরগুলোই শুধু সকলের সামনে তুলে ধরার তীব্র নিন্দা জানাচ্ছি আমি । বিশ্বাস করুন, ইসলাম হচ্ছে সবচেয়ে শান্তির ধর্ম । ইসলামে অহেতুক অশান্তির কোন জায়গা নেই । আজকে যারা নিজেদের মুসলিম দাবী করে ইসলামকেই কথার মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে তুলোধোনা করছেন, তারা কি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়েন, আমার সন্দেহ আছে । নাকি তাদের ঈমান শক্ত আছে, এখানেও সন্দেহ আছে ।

তবে আপনি মানুন আর নাইবা মানুন বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি বর্তমানে যে বিদ্বেষটুকু বাঙালী মুসলমানদের মাঝে দেখা যাচ্ছে তার প্রধান কারণ ১৯শে মার্চের ঘটনা । মানে ভারত-বাংলাদেশের মধ্যেকার কোয়াটার ফাইনাল খেলায় ভারত কর্তৃক অসৎ উপায় অবলম্বন করা । যেহেতু ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হিন্দু ধর্মাবলম্বীদের দেশ, তাই কেন জানি অসন্তোষটি ভারতের কারণেই আমাদের দেশের বাঙালী হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনের উপরেও পড়েছে, যেটি আদৌ কাম্য নয় ।

পরিশেষে, কেন জানি বলতে ইচ্ছা করছে সকলকে যে, ভাই বা আপু, যেটি বা যা জানেন না, তা নিয়ে কথা বলার আগে বা কিছু লেখার আগে কিছু জেনে নিন । জানেনই হয়তো যে, লেবু অপ্রয়োজনে অতিরিক্তি কচলালে তিতো হবেই ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


লেখার কোন গুরুত্ব আছে বলে মনে হলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.