নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার আর্তচিৎকার ......

আসক্তির প্রাক্কালে প্রারম্ভিক যোগ্যতর সামান্য কস্টার্জিত আবেদন লেখায় ফুটিয়ে তোলার কিছু ব্যর্থ চেস্টা

জনৈক কবি

কিছু কথা বলতে গিয়েও তা বলতে না পারার যে আফসোস থাকে তা ঘুচাতে এলাম সামুর তীরে ....

জনৈক কবি › বিস্তারিত পোস্টঃ

৫ই মে ও ৬ই মে... হেফাজত গণহত্যা দিবস...

০৬ ই মে, ২০১৫ রাত ১২:৫০

হেফাজতে ইসলামী বাংলাদেশ । একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন । এর উৎপত্তি আল্ জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী থেকে । মূলত এটি একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান । তথা মাদ্রাসা । এখান থেকেই মাওলানা আল্লামা শফি যিনি কিনা অত্যন্ত স্বনামধন্য একজন ইসলামিক ব্যক্তিত্ত্ব, তার পরিচালনায় যাত্রা শুরু হয় এই সংগঠনটির ।



৫ই মে ও ৬ই মে জরিপে দেখা যায় সর্বমোট তিন হাজার হেফাজতে কর্মী শহীদ হয় এবং প্রায় দশ হাজার আহত হয় । আরও অসংখ্য হেফাজতে কর্মী ও সমর্থক নিখোঁজ হয় । আসলে কি ঘটেছিল ঐ রাতে ? এটি জানার জন্য নিচের ডকুমেন্টারি ভিডিওটি দেখবার অনুরোধ রইলো । ডকুমেন্টারিটি অবশ্য ইংরেজিতে ।



৬ মে গনহত্যার উপর complete ডক্যুমেন্টারী Eng)



আচ্ছা, সংবিধানে তো নতুন একটি আইন হয়েছে, আপনি বা আপনারা কি সেটি জানেন ? আইনটি হল, বঙ্গবন্ধু অথবা বঙ্গবন্ধুর পরিবারের নামে যেকোন প্রকার অপপ্রচার করলেই সাইবার ক্রাইমের আন্ডারে সর্বোচ্চ সাত বছরের জেল । (যদিও এই আইনের মতে মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জনাব সজীব ওয়াজেদ জয় কি করে বঙ্গবন্ধুর পরিবারের একজন হয়, সেটা নিয়ে আমিও আজও সন্দিহান) । জী, হ্যাঁ, এই কারণেই এরকম একটি ঘটনা অত্যন্ত পরিস্কার ও সুন্দরভাবে ধামাচাপা দিলেও আমি বা আপনি মুখটা বন্ধ রেখেছি । কিন্তু একজন মুসলমান হওয়ার কারণে এর প্রতিবাদ না হোক, কমপক্ষে অত্যন্ত দুর্বল ঈমানী হিসেবে মন থেকে ঘৃণা করার নির্দেশ আছে আমাদের ইসলাম ধর্মে । তাই তো সেদিন যাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে আল্লাহ্‌র রাস্তায় শহীদ বলছি ।



ছবি দেখতে চান ? নিচের লিংকটিতে ক্লিক করুন । কতটা বীভৎস সেই ছবি, আপনি দেখলে শিউর আপনার চোখ থেকে পানি চলে আসবে ।



হেফাজতি গণহত্যা ; ৫ই মে ও ৬ই মে



আশা করি, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরকম হাফেজ-আলেম-মাওলানা-ছাত্রদের হত্যাকারীদের বিচারের ব্যবস্থা আল্লাহ্‌ তায়ালা একদিন না একদিন ঠিকি করবেন । আচ্ছা, একজন যদি অন্য কারও ধর্মের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে, তাহলে তার বিরুদ্ধে অথবা তার বিচারের জন্য কি শান্তিপূর্ণ আন্দোলন করাও অপরাধ ? আর যে আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা গুলো চালালেন তাদের ঘরে কি মা নেই ? বাবা নেই ? ভাই নেই ? বন্ধু নেই ? আত্মীয় নেই ? জানি না, আমি কনফিউজড ।



মিডিয়াপ্রচার বন্ধ, সমস্ত শহরের লাইট নিভিয়ে দেওয়া, হেফাজতে কর্মীরা নাকি কুরআন পুড়িয়েছে (আস্তাকফিরুল্লাহ) বলা ইত্যাদি কি সকল ঘটনার মুখোশ খুলে দেয় না ? এগুলো অস্বীকার করেই বা কি করে যে কেউ একজন......

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.