নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

ট্রেন

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯





অনেক দিন পর বারান্দায় এলাম,

দু একটা আধভাঙ্গা মাটির টবে সবুজের ছোঁয়া।

দু হাত ভরে পানি এনেছি দেবো বলে।

ধুলোমাখা পাতাগুলো হেসে উঠবে আবার ?



পাশেই ট্রেনের লাইন।

সারা দিনমান বিকট শব্দ তুলে।

আসা যাওয়া তাদের।

কই কই যে যায় কে জানে ?



সেই কবে যেন বলেছিলে,

কোন এক শনিবার চিটাগাং যাবে।

শুনিয়েছিলে ট্রেনের নামটিও।

উর্মী গোধুলী,

নাকি কি এক সুবর্ন এক্সপ্রেস !!



হাতড়ে বেড়ালাম পরাণের গহীন অতলে,

নামটা মনেই করতে পারলাম না,

ইদানিং বড্ড ভুলোমনা হয়ে গেছি।

বুজেছো, বাড়ছে বয়স।



শোনো ট্রেন যাচ্ছে ,

তুমি কি যাত্রী এটায়, কোনখানে?

আজও তো এক শনিবার,

সময়টাও গোধুলী, ধুলো উড়া সন্ধ্যা প্রায়।



দেখো একটু কান পেতে,

শব্দটা অন্যদিনের মত

বিকট লাগছে না কিন্ত আজ,

কি জানি, তুমি আছো বলে কি !



জানো এত্ত তাড়হুড়ো করে গেল

ট্রেনের নামটাও পড়তে পারিনি।



কার সিডিতে বেজে চলেছে ধনন্জয়ের গান...

"জানিনা কখন কোথায় তুমি থাকো ?

জানি না মনে রাখো কি না রাখো!"



মনে হলো তাইতো -

মনে রেখেছে কি সে ও

আমায় ?

মন্তব্য ১২২ টি রেটিং +৩৭/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

শ।মসীর বলেছেন: Click This Link

ট্রেন নিয়ে চাইলে শত পাতার স্মৃতিময় গল্প লিখে ফেলা যাবে :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

জুন বলেছেন:
ট্রেন আমার ফোবিয়া :!>

জলদি লিখো শামসীর, আমরা একটু পড়ি :)
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

দেবদাস. বলেছেন: :) :) কিছু বুঝি নাই তবে মনে হইল ভাল লিখেছেন । প্লাস দিলাম ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

জুন বলেছেন: আমিও বুঝতে পারছি না কি লিখেছি .. তবে মনে হয় কবিতা লিখতে চাইছি :#>
+ এর জন্য অনেক ধন্যবাদ :)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

লাবনী আক্তার বলেছেন: "জানিনা কখন কোথায় তুমি থাকো ?
জানি না মনে রাখো কি না রাখো!"

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

জুন বলেছেন: লাবনী আক্তার কাঁদছে কেন :-*
এর আগের পিকটাই তো ভালো ছিল :)
অসংখ্য ধন্যবাদ এসেছেন বলে ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো,,,,,,,,একটু ভিন্ন ধাচের,,,,,,,,,ভিন্ন রকম ভাল লাগা,,,,,,,,,,

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালোলাগার জন্য লাইলী আরজুমান খানম :)

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

হুপফূলফরইভার বলেছেন: এইটা কি কবিতা?
আমি তো হঠাৎ মনের ভূলে
চলে এলাম একটা সুন্দর
টোনাটুনির গল্প শুনব বলে
যাই হোক! অনেক ব্যাস্ততার ভীড়ে
হারিয়ে যাওয়া সময়ের তালে
কেউ কেউ ছন্দতোলে আপনার মনে

+++ :) :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

জুন বলেছেন: এক ছিল হুপ, এক ছিল মিনা :)
দুজন দুজনার বহুদিনের চিনা :P

আর লিখবো নাকি এখানেই নটে গাছটি মুড়োবো ??
=p~

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

রিভানুলো বলেছেন: অনেক ভালোলাগলো আপনার কবিতা :)
+++++্

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

জুন বলেছেন: অনেক ধন্যবাদ রিভানুলো :)

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

দেবদাস. বলেছেন: আমার কথায় মনে কস্ট নিবেন না লেখক । আমি লেখার বিষয়ে কম বুঝি বিধায় এমন মন্তব্য করেছি ।


আপনার অন্যান্য লেখাগুলো পড়লাম তাতে করে আপনি বেশ বড় মাপের লেখক , শুভকামনা এবং অনুসারিত :)


ভাল থাকুন ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

জুন বলেছেন: না না কি বলেন আপনি তো তেমন কিছুই বলেন নি তাই না দেবদাস :)
অন্য লেখা পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ :)
আপনিও ভালোথাকুন।
শুভেচ্ছা জানবেন।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

নেক্সাস বলেছেন: ওয়াও ইবনে জুন ..

এবার কবি জুন...

অনেক অনেক সুন্দর হয়েছে জুনাপা


তবে যদি মনে কি ছু না করেন
কার সিডিতে যেন বাজছে গান ...
অনেক আগে শোনা ধনন্জয়ের গান।
"জানিনা কখন কোথায় তুমি থাকো ?
জানি না মনে রাখো কি না রাখো!"

এই প্যারাটার পরিবর্তে অন্য কিছু ভাবলে আপনার কবিতার উপরের অসাধারণ লাইন গুলোর সাথে একদম নিজস্বতার রং মেখে ভিন্নরকম ব্যাঞ্জনা আসতো। ( একান্ত আমার মতামত)

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

জুন বলেছেন: ভালোলাগলো বলে আমারও অনেক অনেক ভালোলাগলো নেক্সাস:)

আপনার কথায় ঐ লাইনটা কিছু পরিবর্তন করেদিলাম।এবার দেখেন কেমন হলো ?? কিন্ত ঐ গানের লাইনগুলো যে আমার বড্ড প্রিয়। কাল থেকে ওগুলোই আমার মাথায় ঘুর ঘুর করছিল । কি ভাবে বাদ দেই :(

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার!
১০ম ভালো লাগা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলাউদ্দিন আপনাকে ভালোলাগার জন্য :)

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

মাহমুদা সোনিয়া বলেছেন: ট্রেন জার্নি আমারও ভাল লাগে! কেমন যেন নাটকীয় একটা ভাব আছে! :) :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

জুন বলেছেন: ঠিকই বলেছো সোনিয়া সবরকম যানবাহনের মধ্যে ট্রেন আমারও খুব প্রিয় । চোখের সামনে দৃশ্যপট পাল্টে পাল্টে যাওয়া ভারী সুন্দর :)
অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা সন্ধ্যার :)

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:
+++ভালো লাগল

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব ভালোলাগার জন্য :)

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

শ।মসীর বলেছেন: আজকাল লেখা আর আসেনা :(

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

জুন বলেছেন: আমারো আসে না শামসীর।
তাই এই সব লেখা দিয়েই সামুর পাতাকে সমৃদ্ধ করে চলেছি :!>

লেখো লেখো আমরাই পড়বো সেই অজানা রোমান্চোকর কাহিনী।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

লাবনী আক্তার বলেছেন: আপু হাসতে পারছিনা। চোখের জল শুধু অবিরাম ঝরছে। আমার বোনের ছোট সোনামণিটা যে এখনও পৃথিবীর আলো দেখেনি , যার বয়স মাত্র ৭ মাস । সে পৃথিবীর আলো দেখার আগেই যে কাল চলে গেল। একটু আগে সে পৃথিবীতে এসেছে। তবে আর চোখ খুলে সে তাকাবেনা। :(( :((

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

জুন বলেছেন: ইশ শুনে মনটাই খারাপ হয়ে গেল লাবনী ।মহান আল্লাহ্‌তায়লা অবশ্যই এই পৃথিবী না দেখা বাবুর জন্য ঠিক করে রেখেছে বেহেশ্তের কোন এক সুন্দরতম স্থান।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

লোনলিফাইটার বলেছেন: ১২ নাম্বার ভালো লাগা রইলো আপু ;)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

জুন বলেছেন: অনেক ধন্যবাদ লোনলি, ১২আমার খুব প্রিয় নম্বর:)

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

মুরশীদ বলেছেন: আধুনিক কবিতায় প্রতিনিয়ত আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে :)
+++++++

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

জুন বলেছেন: জী জী আমিও লক্ষ্য করছি ব্যপারটা :P
অনেক ধন্যবাদ আপনাকে :)

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: নিশ্চয়ই মনে রেখেছে!!!!:)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

জুন বলেছেন:
জানিনা মনে রেখেছে কিনা রেখেছে,
জানিনা ভুলে গেছে কি না গেছে :P

এই সব হলো কল্পিত নায়ক শায়মা ;)

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

নেক্সাস বলেছেন: হাহাহা জুন পরিবর্তন করতে হেব তা কিন্তু নয়। আমি বলতে চাচ্ছিলাম অন্যকথা।

আপনার কবিতার উপোরের লাইন গুলো অদ্ভুত ভালো লাগায় মনে গেঁথে গেল। একটা দৃশ্যকল্প চোখের সামনে ফুটে উঠে। তাই চেয়েছি সবগুলো লাইন আপনার নিজের হোক।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

জুন বলেছেন: পাবলিশ করার সময় আমিও ভেবেছিলাম ওটা পরিবর্তন করবো নেক্সাস। কিন্ত ওয়ার্ড থেকে কপি পেষ্ট করে আনার পর ওটা ডিলিট করতে ভুলে গেছি।
কিন্ত গানের ঐ লাইনগুলো আমার খুবই প্রিয় । আর ঐ জন্যই কবিতা লেখা। এখন ওটা বাদ দিলে কেমন হবে বলো ??

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুন।
মজিলায় প্লাস দিতে পারছি না, অপেরায় গিয়ে দিব।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

জুন বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভালোলাগার জন্য।
তারপর অপেরায় গিয়েছিলেতো ;)

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

রাতুল_শাহ বলেছেন: অনেক সুন্দর।

জানিনা কখন কোথায় তুমি থাকো ?
জানি না মনে রাখো কি না রাখো!"


গানটার লিংকটা আছে?

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

জুন বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল ভালোলাগলো বলে।
গানটা ধনন্জয় ভট্টাচার্যের গাওয়া । প্রথম লাইনটি হলো,
"ঝানানা ঝানা না না বাজে "
আমি যে লিন্ক দিতে পারি না ভাইয়া :(

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

রেজোওয়ানা বলেছেন: আপু, দুই হাতে করে পানি আনলা কেম্নে?

পরে গেলো না আঙ্গুলের ফাঁক গলে? :P

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

জুন বলেছেন: দু হাত দিয়ে পানির জগ ধরে এনেছি।
কিন্ত এমন অকাব্য তো আর কাব্যে লেখা যায় না রেজোওয়ানা :P

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: হুমায়ুনের ইস্টিসন উপন্যাসটা মনে পরে গেল ।

ভাল লাগল খুব :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়েল হিমু :)
আমি কিন্ত ভাই হুমায়ুন আহমেদের পরের দিকের লেখা পড়িইনি ধরতে পারেন। তাই মিলাতে পারছি না ভাই।

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

জাতির নানা বলেছেন:
লেডি বতুতার কবিতা ট্রেন
খুবই ভালো লাগলো দেখে
কবিতা লেখার মত আছে তুমার ব্রেন :P

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

জুন বলেছেন:
নানা তুমি যখন দিছো সার্টিফিকেট :)
আমার দরকার নাই আর কোন টিকেট :P

শুভেচ্ছা রাশি রাশি =p~

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

ইনকগনিটো বলেছেন: ভালো লাগলো আপু।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

জুন বলেছেন: অনেক ধন্যবাদ আর প্রাতকালীন শুভেচ্ছা ইনকগনিটো :)

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

পাগলা দাশু০০৭ বলেছেন: "দু হাত ভরে পানি এনেছি দেবো বলে।
ধুলোমাখা পাতাগুলো হেসে উঠবে আবার তাহলে ?"

মনে বাজছে রিনির ঝিন
এই কবিতার দু লাইন......
অসাধারন সৃষ্টিশীল..
মাধুর্যে অনাবিল...।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

জুন বলেছেন: বাব্বাহ্‌ পাগলা দাশুর কবিতায় আমি সত্যি মুগ্ধ ।
লিখোনা কেন ইদানিং শুনি ?
কবিতা না হয় অন্য কিছুই লিখো ।
অনেক অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য :)

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

সায়েম মুন বলেছেন: ট্রেনের মত গতিময় ছন্দ শব্দের একটা কবিতা!

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুন সুদীর্ঘ সময় পাশে থেকে আমার সকল লেখায় উৎসাহ জুগিয়ে যাবার জন্য :)

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

স্বপনবাজ বলেছেন: অসাধারণ !

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

জুন বলেছেন: অনেক ধন্যবাদ স্বপনবাজ, স্বাগতম আমার ব্লগে :)

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

ভিয়েনাস বলেছেন: একদা ভাবতাম যাদের রেইল লাইনের ধারে বাড়ি তাদের কতই না মজা, আমার কেন রেইল লাইনের ধারে বাড়ি হলো না :(

যাইহোক কবিতা কিন্তু ভালো লেগেছে আপু :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

জুন বলেছেন: না ভিয়েনাস এয়ারপোর্ট আর ট্রেন লাইনের পাশে বাসা ভয়ংকর।
আমাদের বাড়ীর আশে পাসে ট্রেন লাইনের বালাই নেই। তবে ছোটবেলায় এক ষ্টেশনের কাছে থাকার সৌভাগ্য হয়েছিল। সেই থেকে ট্রেন আমার শয়নে স্বপনে :)
ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ ।

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

রাইসুল নয়ন বলেছেন: দেখো একটু কান পেতে,
শব্দটা অন্যদিনের মত
বিকট লাগছে না কিন্ত আজ,
কি জানি, তুমি আছো বলে কি !

--------------------------------------
--------------------------------------

হয়তো না আবার হয়তো,
তুমি থাকো বা নাই থাকো,
আমার মনের মধ্যে ট্রেন চলে !
কল্পনার ট্রেন !
এ ট্রেন বড় বেপরোয়া !
তোমার মনের স্টেশন খোঁজে,
না পেয়ে কাঁদত আগে !
এখন কাঁদলেও জল আসেনা,
চোখে সমুদ্র নেই হয়তো !
তাই বিভোর চোখে তাকিয়ে থাকি !!


আশা করি আপনার ব্লগে এসে আমার কাব্য চর্চা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি দুঃখিত ।।

আপনার কবিতা পড়ে লিখতে ইচ্ছা হল তাই এখানেই লিখলাম ।।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

জুন বলেছেন: কি অদ্ভুত সুন্দর কবিতা তাৎক্ষনিক ভাবে লিখলেন রাইসুল ।
সত্যি অসাধারণ ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

নীলঞ্জন বলেছেন: ইদানিং বড্ড ভুলোমনা হয়ে গেছি।
বুজেছো, বাড়ছে বয়স।
- এমনি হয় আপু। ভালো আছো আশাকরি।

কবিতায়++++++++++++

শুভ কামনা রাশি রাশি।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

জুন বলেছেন: নীলন্জন তুমি কি আমাকে সত্যি বুড়ো ভাবলে নাকি কবিতার নায়িকার মত :-*
তবে কিছুটাতো বটেই :!>
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য :)

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: জানিনা কখন কোথায় তুমি থাকো ?
জানি না মনে রাখো কি না রাখো


গানটা শুনতে হবে :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

জুন বলেছেন: শুনে দেখো অনেক সুন্দর মাসুম ।
শুভেচ্ছা একরাশ ছোটবেলার কবিতাগুলো মনে করিয়ে দেয়ার জন্য :)

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

মামুন রশিদ বলেছেন: মনে হলো তাইতো -
মনে রেখেছে কি সে ও
আমায় ?


এভাবে বলেনা আপু, বিশ্বাস ধরে রাখি আমৃত্যু । কোন এক জংশনের সিগনালে বেঁকে যাওয়া রেল লাইন মিলে যায়, মনে রাখার আশায় ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

জুন বলেছেন: হ্যা ধরে রাখো মামুন ৬৫৩
বিশ্বাস না থাকলে আর কি থাকলো জগতে তাই নয় কি ??
সুন্দর একটা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুনাপি, কবিতা পড়ে যেমন আনন্দ পেয়েছি ঠিক তেমনি আনন্দ পেয়েছি রেজওয়ানা আপুকে বলা এই কথা গুলো পড়ে, 'দু হাত দিয়ে পানির জগ ধরে এনেছি। কিন্ত এমন অকাব্য তো আর কাব্যে লেখা যায় না রেজোওয়ানা'

'ট্রেন' নামের কবিতাটা হয়তো আমি ঢুকেও দেখতাম না শুধু আপনি না লিখলে। কী যে ভালো লাগলো। শেষ কথাগুলো যেন, হৃদয়ে একটা তীর এসে বিধলো।

ট্রেন নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে। সেইটাই বলি। আমি থাকি জুড়াইন। আর পড়াতে যাই উত্তরায়। মানে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আর কী। এইটা ১৯৯৮ সালের কথা বলছি। বন্যার সময় প্রথম দিন গেছি। রাত থাকতে হলো। যাদের পড়াই তাদের ছোট ছোট দুই বোন নাম হাসি আর খুশি। রাতে ওদের সাথে শুয়ে আছি। এমন সময় দানবের মতো আকাশ, বাতাস চুরমার করে দিয়ে আন্তঃজেলা ট্রেন হুইসেল বাজিয়ে চলে গেলো। আমার মনে হচ্ছিলো যেন আমার শরীরের উপর দিয়েই যাচ্ছে। রেলের প্রকান্ড শব্দের বাচ্চা দুটি যেন কাপড় কাচার মতো লাফাচ্ছে। সেই দৃশ্য আজো যেন চোখে ভাসে।

আর একটা মজার তথ্য দেই আমার এই ছোট্ট জীবনে আমি ট্রেনে উঠি এই ২০১১ তে। বগুড়া গিয়েছিলাম সেবার। এক ফোটা ঘুমাতে পারি নি। খোলা ট্রেনে কেবল মনে হচ্ছিলো, আমি ঘুমালেই কেউ আমার ব্যাগটা নিয়ে নেমে পড়বে। কী অদ্ভুদ চিন্তা। ব্যাগের দুঃশ্চিতায় সারা পথ প্রায় জেগেই ছিলাম।

হাঃ হাঃ হাঃ অনেক বকর বকর করে ফেলেছি আপু। ভালো থাকুন। আর এমন সুন্দর সুন্দর কবিতা উপহার দিন। অপেক্ষায় থাকলাম কিন্তু।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

জুন বলেছেন: তোমার মন্তব্য পড়ে খুব হাসলাম বিশেষ করে ছাত্রীর বোনদের সাথের দৃশ্যটা কল্পনা করে।
আমরা অবশ্য এত পাশে ছিলাম না ট্রেন লাইনের।
আর আমি মোটামুটি সবরকম যানবাহনেই চলাচল করেছি, এর মধ্যে ট্রেন আমার এক নং পছন্দের ।
তুমিও অনেক ভালো থেকো ।

৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: কোন বেপারটা মিলাতে পারছেন না আপু ? বুঝিনি

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

জুন বলেছেন: হুমায়ুন আহমেদের ঐ ইষ্টিশন বইটা পড়িনিতো তাই মিলাতে পারছি না নিয়েল :(
এটাই বুঝিয়েছি :)

৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

এই সব দিন রাত্রি বলেছেন: ভাল লাগসে! :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

জুন বলেছেন: ভালোলাগেছে শুনে আমারও অনেক ভালোলাগলো এই সব দিন রাত্রি :)

৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: জুন,
আপনার ব্লগে দেরীতে হলেও ঢুঁ মারা হয়ই একবার না একবার ।
আজ ঢুঁ মারতেই দেখি একটা টেলিপ্যাথীর ঘটনা ঘটেই গেছে ।
আপনি কি করে জানলেন যে আমি শনিবারই ট্রেনে যাচ্ছি ?
হ্যা , গত ২৯শে ডিসেম্বর’১২ ,শনিবার আমি সত্যি সত্যিই চট্টগ্রাম গিয়েছি তাও আবার মহানগর গোধূলীতে । একদম মিলে গেছে । কাকতালীয় ?

ইশশ... আগে যদি জানতাম আপনি বারান্দায় ফুল গাছে পানি দিচ্ছেন ... একটা ফুল চেয়ে নিতাম .... :D

আবার জিজ্ঞেস করেছেন – “শোনো, ট্রেন যাচ্ছে
তুমি কি যাত্রী এটায় , কোনখানে?”

বললেই কি দেখতে পেতেন আমি কোনখানটায় ? আপনি তো ট্রেনের নামটি দেখার ও সময় পাননি ।.... :-P B:-/

ঠিক আছে, সামনের বার না হয় দিন, তারিখ, কামরা আর সীট নম্বর দিয়ে যাবো ।
অবশ্য “ ইদানিং বড্ড ভুলোমনা হয়ে গেছি।
বুজেছো , বাড়ছে বয়স !”

তাই আবার ভুলে যাই কিনা....


আর আপনার বারান্দায় দাঁড়ালে অমোন একখানা রেললাইন দেখা যায় ? বেশ তো ! বেঁকে যাওয়া ... জীবনের মতোই । আর সমান্তরাল !


( বুঝতেই পারছেন গতানুগতিক মন্তব্য করিনি । একেবার মনে রাখার মতো করে দেখেছি আপনার কবিতাটি । ভালো হয়েছে কিনা ? না হলে এতো লিখলাম কেন ? )

শুভচ্ছোন্তে ...

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

জুন বলেছেন: আপনার মন্তব্যগুলো তা যেখানেই করুন পড়লেই মনে হয় আপনি অত্যন্ত মনোযোগের সাথে খুটিয়ে খুটিয়ে পড়ে থাকেন। না হলে এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আপনার চোখ এড়িয়ে যায় না দেখলাম।
আপনার চিটাগাং যাবার বিষয়টি সত্যি কাকতালীয় মনে হচ্ছে, সেই সাথে সত্যি বিস্ময়কর।

না ভাই ফুল পাবেন কি করে, না থাকি ট্রেন লাইনের পাশে, না আছে বারান্দায় কোন ফুলগাছ:( আছে খান কয়েক কাটাভরা ক্যাকটাস :!>
দিয়েন সব ঠায় টিকানা দেখি কি করা যায় :)
অনেক অনেক ধন্যবাদ আহমেদ জী এস আপনার সুদীর্ঘ এবং সুন্দর এক মন্তব্যের জন্য :)

৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

নষ্টালজিয়া বলেছেন: অদ্ভুত ভালো লাগায় মন ভরে গেল। ২৩তম প্লাস।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

জুন বলেছেন: অনেক ধন্যবাদ ভালোলাগার জন্য নষ্টালজিয়া :)

৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
নিয়ন আলো ধরে এগুছিল
নিকষ-কালো অন্ধকার
ঝাপসা হয়ে উঠে চোখ প্রকট ধোঁয়ায়
দূরন্ত বেগে ছুটে আসছিল
প্রচন্ড ক্ষিপ্রতায়
টলোটলো এলিয়ে দুলিয়ে চলা সতর্ক হয়ার আগেই

পূব আকাশে উঠে বসলো :( :( :( :(

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

জুন বলেছেন:
অনেক ধন্যবাদ বিকারগ্রস্থ মস্তিস্ক মন্তব্যের জন্য :)
আপনার কবিতাটিও কি ট্রেন নিয়ে নাকি ভাই !!

৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শোনো ট্রেন যাচ্ছে ,
তুমি কি যাত্রী এটায়, কোনখানে?


ভালো লাগল জুনাপা। ছবিটাও চরম হয়েছে। ২৪তম ভাললাগা।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালোলাগার জন্য জনৈক গন্ডমুর্খ।

তবে সত্যি বলতে কি আপনার রম্যের মত এত আনন্দদায়ক নয় :!>

ছবিটা নেট থেকে নেয়া :)

৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: একটা অসাধারন সুন্দর কবিতা পড়ে শেষ করলাম।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: শেষ করলে কেন পাইলট :-*
পড়তে থাকো আমার এই সব হাবিজাবি লেখা কাব্য, ট্রেনের মত :P
অনেক ধন্যবাদ আর সন্ধ্যার শুভেচ্ছা :)

৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

রাইসুল নয়ন বলেছেন: এদিক দিয়ে যাচ্ছিলাম---
ভাবলাম ঘুরে যাই আপনার বাড়ি,
খানিক বসে জিরিয়ে নেই,
জীবনের ট্রেন আসলো বুঝি !!
চললাম আপু,
আজ আর থাকছিনা,
আসতে না বললেও আসবো অন্য দিন ।।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

জুন বলেছেন: কই যাচ্ছিলে রাইসুল কোথায় !! কোন নগরে ?
যাক আমি অনেক খুশী হোলাম মনে করে এসেছো বলে :)
অসংখ্য ধন্যবাদ আর একরাশ শুভকামনা ।

৪১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

রাইসুল সাগর বলেছেন: অসাধারন কবিতায় + এর বন্যা ।


হাঁ ঐ ট্রেনে আমিই ছিলাম
ছেয়েছিলাম দূর থেকে দূরে যেতে
প্রিয় তোমার হতে তবুও যেতে পারিনি
আমি যেতে পারিনি ঐ দূর নিলান্তে।

জানি তুমি অপেক্ষা করে গেছো ফিরে
তবুও বলছি হৃদয় গহীন চিৎকারে
ফিরে চল সব ছিঁড়ে চল যেখানে
মন যেতে চায় আমি আছি
তোমার অপেক্ষায়
স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়
ফিরে চল সব ছিঁড়ে চল যেখানে
আমি আছি তোমার অপেক্ষায় ।







সরি আপু আপনার কবিতা পড়ে একটু লিখতে ইচ্ছা করলো তাই লিখলাম, কিছু মনে করবেন না।
শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

জুন বলেছেন: ওরে সর্বনাশ শীত যেতে না যেতেই বন্যা রাইসুল সাগর !! :-*
দারুন একটি কবিতা উপহার দেবার জন্য অনেক কৃতজ্ঞ আমি ।
শুভেচ্ছা একরাশ :)

৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

আতিক রিজভী বলেছেন: কবিতা টা পড়ে ভালো লাগলো.। অনেক বেশি জীবন্ত মনে হল। জীবন্ত কবিতা ও কবিকে ধন্যবাদ জানাই।।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আতিক রিজভী সুন্দর একটা মন্তব্যের জন্য ।

৪৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সোমহেপি বলেছেন: ট্রেন জুনে না আসলেও জুলাইয়ে আসবে। :P

লেখায় ভাল লাগা।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

জুন বলেছেন: এতদিন পর এসে এই কথা :( :(
জুন জুলাই না কোনটাতেই নয় সোমবার দিন আসবে :P
ভালোলাগা শুনে খুব ভালোলাগলো অনেকদিন পর :)

৪৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: আসলে আমার খুব ভাল লাগা গুলো আমি হুমায়ূনের সাথে মিলাতে চেষ্টা করি তো তাই । :)

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

জুন বলেছেন: অবশ্যই করবেন কারণ আপনার নামটাই যে হিমু হুমায়ুনের সৃষ্ট এক প্রিয় চরিত্র নিয়েল ।
অজস্র শুভেচ্ছা সকালের :)

৪৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

আরজু পনি বলেছেন:

আপনিতো অলরাউন্ডার!

ভ্রমণ পোস্ট যেমন দারুন, গল্প হয় অসাধারণ! কবিতা্ও মন ছোঁয়া!


জানিনা কখন কোথায় তুমি থাকো?
জানি না মনে রাখো কি না রাখো!"

জানি না! :|

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

জুন বলেছেন: আমি হোলাম গিয়ে জ্যাক অভ অল ট্রেডস,বাট মাষ্টার অভ নান আরজুপনি :)
ভালোলাগালো বলে অনেক খুশী হোলাম ।
সকালের শুভেচ্ছা ....।

৪৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: যাক এই প্রথম কেউ একজন আমার রম্যের প্রশংসা করল। :-B তাও এক্কেবারে আমার প্রিয় একজন ব্লগার জুন। এ প্রশংসা আমি রাখি কনে? ;) ;) মাঝেমইদ্যে ছুডু ভাইটারে ইট্টু অনুপ্রেরণা দিয়েন।

ভালো থাকবেন সবসময়। :D

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

জুন বলেছেন: কি বলেন! আমিতো সবসময় মজা পাই আপনার পোষ্ট পড়ে জনৈক গন্ডমূর্খ ।
যদিও বেশিরভাগ বড়দের জন্য লিখে থাকেন, মানে ১৮+ :!> :P

আপনার নোয়াখালীর লুলীয় প্রবাদ থেকে কয়েকটা বেছে রেখেছি। আমার কর্তার বস জার্মান মহিলা মোটামুটি বাংলা বলতে পারে এবং এদেশের সাংস্কৃতির সাথে বেশ পরিচিত । সে আমার স্বামীকে আমাদের দেশের কিছু শ্লোক সংগ্রহ করে দিতে অনুরোধ করেছে অনেকবার। । আপনারটাও কিছুটা কাজে লাগবে গন্ডমূর্খ ভাই :)
আপনার নতুন পোষ্ট দেখেছি, ভীষন মজার প্যারোডি কবিতা, যাবো একটু সময় বের করে নেই যার বড্ড অভাব বর্তমানে :(

৪৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

মোঃমোজাম হক বলেছেন: ভাল লাগা দিয়ে গেলাম।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

জুন বলেছেন:
ভালোলাগা দিয়ে কই চলে গেলেন মোজাম ভাই :-*
তারপর ও অনেক অনেক ধন্যবাদ এসেছেন বলে :)

যাক পরে এসে বলে যাবেন কেমন লাগলো :)

৪৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

নেক্সাস বলেছেন: জুন বতুতা সব দেশে ঘুরলেও নেক্সাস বাড়ি যাইনা স্ব ইচ্ছায়। কারণ জানা নেই...

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

জুন বলেছেন: জুন বতুতা নেক্সাসের বাসায় ধীরে ধীরে যায় কারণ নেক্সাস মন্তব্যের উত্তর অনেকক দেরী করে করে দেয় :!>
কি যে বলেন আসলে আমি বর্তমানে ব্লগোফোবিয়াটা একটু দুর করতে চেষ্টা করছি নেক্সাস ভাই :)
শুভ সকাল .......।

৪৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

দেবদাস. বলেছেন: আচ্ছা ট্রেন এর কবিতায় সুধু রেলপথ দেখছি , ট্রেন কোথায় :P :P :P

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

জুন বলেছেন: ভাই দেবদাস আমিতো ট্রেনটা চলে যাবার পর কবিতা লিখতে বসেছি, তাই শুধু লাইনটা দেখা যাচ্ছে । লিখেছি তো কবিতায়, কি দ্রুত চলে গেল ট্রেনটা নামটাও পড়তে পারি নি :(

৫০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

নীলঞ্জন বলেছেন: নীলন্জন তুমি কি আমাকে সত্যি বুড়ো ভাবলে নাকি কবিতার নায়িকার মত - আমি তো তাই ভাবতাম, আপু। ভুল হয়ে গ্যাছে।

তাই সম্বিত ফিরে পেলাম। আহা, তোমার ছেলে ব্যাংককে কেমন আছে, আপু?

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

জুন বলেছেন: ও আচ্ছা তাই :( :(

হু ভালো আছে । এইতো কিছুদিন আগে ঘুরে গেল ।
ইউ নো নীলান্জন সে তার প্রথম সেমিষ্টারে চারটা পেপারেই A পেয়েছে। আমি অনেক খুশী, শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আল আমীনকে।

৫১| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

নিশাচর ভবঘুরে বলেছেন: ট্রেন আমার খুব প্রিয়, কারন এই যাত্রাতেই ইচ্ছেমত সিগারেট খেতে পারি B-)) B-)) B-)) B-)) B-))


২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

জুন বলেছেন: ট্রেন আমার ও খুব প্রিয় কিন্ত তোমার আমার কারণটা ভিন্ন নিশাচর :(
মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ :)

৫২| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

নোমান নমি বলেছেন: ট্রেন ব্যাপারটা কেমন যেন রোমান্টিক এবং কাব্যিক। ভালো লাগছে আপু।

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

জুন বলেছেন: ঠিক ঠিক নোমান ..
ট্রেন সব কিছুর মধ্যে এক নম্বর। আমার অনেক প্রিয় এক যানবাহন। আমি অনেক দেশেই ট্রেনে চড়েছি। ভাবছি গ্রেট রেলওয়ে বাজার বইটির মত আমিও একটা পোষ্ট লিখবো কি না !!
অবশ্য নিজের গাড়ীও ভালো যদি নিরাপদে ফেরা যায় ঘর :||
ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ :)

৫৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

ফয়সাল হুদা বলেছেন:
চিটাগাং এর ট্রেনের নামগুলো মোটামুটি কাব্য শাব্দিক !! তূ্র্ণা,প্রভাতি,সুবর্ণ....
এই ট্রেন লাইনের কবিতাতো ভালো হবেই :)

মুগ্ধ পাঠ্যে প্লাসায়িত হল

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

জুন বলেছেন: ঠিকই বলেছেন ফয়সল হুদা প্রত্যেকটা নামই খুব সুন্দর।সিলেটগামী পারাবত, জয়ন্তিকা এমন অনেক । তবে নামগুলো কিন্ত রেখেছিল আমাদের প্রিয় প্রেসিডেন্ট এরশাদ চাচ্চু :#>
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৫৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

অদৃশ্য বলেছেন:



বেশ লিখেছেন.... ভালোলাগা জানিয়ে গেলাম..


শুভকামনা...

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক ভালোলাগা অদৃশ্য :)
শুভকামনা আপনার জন্যও .....

৫৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

সুপান্থ সুরাহী বলেছেন:
বাহ্ জুন আপুর কবিতা!
আমার মনে হয় আমার পড়া এটাই আপুর প্রথম কবিতা...

চমৎকার লিখছেন...

শোনো ট্রেন যাচ্ছে ,
তুমি কি যাত্রী এটায়, কোনখানে?
আজও তো এক শনিবার,
সময়টাও গোধুলী, ধুলো উড়া সন্ধ্যা প্রায়।


অসাম!

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

জুন বলেছেন: নাহ্‌ সুপান্থ কবিতা নামক এই জিনিস আমি আগেও লিখেছি,
তোমার মত কবির নজরে পড়েনি এই যা রক্ষা ।
তোমার বাবুটার ছবি দেখলাম। ভারী মিষ্টি দেখতে :)
শুভকামনা তোমাদের পরিবারের জন্য :)

৫৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

*কুনোব্যাঙ* বলেছেন: কয়দিন পর অনলাইনে এসে দেখি এরই মধ্যে প্রিয় মানুষেরা প্রায় সবাই পোষ্ট করেছে :|


এই ছবিটা জুনাপুর জন্য :)

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

জুন বলেছেন: কি সুন্দর ছবি কুনো !! আমাদের দেশের খাঁটি রেললাইনের ছবি । এখন মনে হচ্ছে উপরেরটা ডেল করে এটাই দিয়ে দেই।
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগারের তালিকায় সংযুক্ত করার জন্য :)

৫৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: আপু, ছবিটা কিন্তু আমি তুলেছি। উপরেরটা ডেল করে এটা দিয়ে দিন। আমার হাতে তোলা একটি ছবি এই কবিতার সাথে থাকুক। তাহলে বলতে পারব যে এই পোষ্টটি জুনাপু এবং কুনোর যৌথ পরিবেশনা।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

জুন বলেছেন: আমি বার বার চেষ্টা করছি, কিন্ত ছবিটা আপলোড করার সাথে সাথে পেইজটা ব্ল্যাংক হয়ে যাচ্ছে কুনো:(

৫৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রেল লাইন বহে সমান্তরাল.........ভালো লাগছে আপু......

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তুহিন :)

৫৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

সকাল রয় বলেছেন: আপনার ট্রেন কবিতা ছোটবেলার কথা মনে করিয়ে দিল।

সুন্দর কবিতা হয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

জুন বলেছেন: ট্রেন নিয়ে আমারও যত অনুভূতি সব শৈশবের সকাল :)
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬০| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

স্পাইসিস্পাই001 বলেছেন: আপু কবিতা ভাল লেগেছে....+ দিলাম......

ধন্যবাদ ভাল থাকবেন..... :)

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালোলাগায় স্পাইসি :)
ভালোথেকো তুমিও.....

৬১| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: জানো এত্ত তাড়হুড়ো করে গেল
ট্রেনের নামটাও পড়তে পারিনি।


সময় দ্রুত ই চলে যায়। সুন্দর কবিতা ভাল লাগলো ।

২০ শে জুন, ২০১৩ রাত ৮:২৮

জুন বলেছেন: বাংলাদেশের ট্রেন যে ভীষন দ্রুত চলে তাও না, তারপর ও আমি খুব কম সময়ে ট্রেনের নামটা পড়তে পারি :(
ভালও থাকুন সেলিম আনোয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.