নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারি সারি ভাস্কর্য দাড়িয়ে আছে দর্শকদের মুগ্ধ নয়নের সামনে
সবাই সিটে বসার পর রামোজীর নিজস্ব লাল রংয়ের দৃষ্টিনন্দন বাস তার ঠিকানা ছেড়ে এগিয়ে চল্লো। পুরো ফ্লিম সিটির দর্শনীয় স্থানগুলো দেখিয়ে আনার দায়িত্ব তাদের।আমরা যথারীতি সামনের সিটে বসলাম। আর আমাদের সামনে গাইড দাড়ালো মাইক্রোফোন হাতে ধারা বর্ননা দেবার জন্য।প্রথমেই জানিয়ে দিল যে যেখানে বসেছেন সেখানেই সবসময় বসবেন। জায়গা বদল করা যাবে না।বিরাট একটা স্বস্তির নিঃস্বাস ছাড়লাম আমি।
পথের পাশে এমন অজস্র সুন্দর নারীর ভাস্কর্য
সুন্দর মসৃন পীচ ঢালা রাস্তা দিয়ে আমাদের বাস এগিয়ে যাচ্ছে। গাইডের ভরাট মসৃন কন্ঠ ভেসে আসছে মাইক্রোফোনে।জানালো কত সালে কে প্রথম এই সিটি প্রতিষ্ঠা করেছে, কতটুকু জায়গা নিয়ে এই সিটি গড়ে উঠেছে, কি কি আছে দর্শকদের দেখার জন্য।গাইডের বিবরন শুনছি আর জানালা দিয়ে চেয়ে আছি পথের দু পাশে ফুলে ফলে ভরা গাছ, বিভিন্ন নারী/ বিমুর্ত সব ভাস্কর্য আর সেই সাথে অপরূপ ডিজাইনের এক একটি পানির ফোয়ারা ।
ঐতিহ্যবাহী ইউরোপীয় ডিজাইনে তৈরী এ্যন্জেল ফাউন্টেইন
এরপর আমাদের গন্তব্য বিভিন্ন প্রকৃতির দৃষ্টি নন্দন এক একটা বাগান। প্রতিটি আলাদা আলাদা বৈশিষ্টে ভরপুর, যেমন কোনটা জাপানী গার্ডেন।কোনটা বনসাই গার্ডেন, গাছ কেটে কেটে পশু পাখীর আকৃতির স্যাংচুয়ারী গার্ডেন,গাছ দিয়ে তৈরী ছাতার আকৃতির বাগান, মোগল ডিজাইনের গার্ডেন।আকর্ষনীয় ফুল,গাছ,ঝর্না আর স্থাপত্যের সংমিশ্রনে মোহনীয় সেই বাগানগুলো দৃষ্টিকে করে তুল্লো হতবাক।
স্যাংচুয়ারী গার্ডেনে হাতির প্রতিকৃতি
সুবিশাল মূঘল গার্ডেন
এরপর একটা বিশাল প্লেনের হ্যাংগারের মত জায়গায় গেলাম সেখানে অসংখ্য ফুলের সমারোহ যা তারা স্যুটিং এর সময় কাজে লাগায়।
সেই ফুলের বাগান
এরপর আসলাম জালে ঘেরা বেশ বড় এক বাটার ফ্লাই পার্কে। আনন্দ আর স্বাধীনতার মূর্ত প্রতীক সেই হাজার হাজার রংগিন প্রজাপতি গাছ থেকে গাছে উড়ে বেড়াচ্ছে। আর আমরা বিস্মিত নয়নে তাকিয়ে আছি সেই বিস্ময়কর দৃশ্যে।
আরো অনেক বাগানে গিয়েছি সেগুলোর কথা আর নাইবা বল্লাম।
কৃত্রিম পশু পাখী সহ তৈরী জলাশয় আর বাগানের ভেতর বুদ্ধের মাথার সামনে আমি
আবার পথ চলা শুরু হলো বাসে বসে জানালা দিয়ে দেখছি এক একটা সেট। দেখলে মনে হয়না সাময়িক ভাবে কোন কিছু তৈরী।
পথের ধারে
এমন সময় গাইড খুবই দুঃখের সাথে জানালো যে গাইডেড ট্যুরের ব্রোশিওরে উল্লেখ করা আছে যে লেগ গার্ডেন সেখানে আমাদের নিতে পারছেনা। সবাই বিশেষ করে পুরুষকুল চেচিয়ে উঠলো কেন! কেন! গাইড জানালো স্যুটিং চলাকালীন সময় সেই স্থানে যাওয়া সম্পুর্ন রামোজী প্রশাসন থেকেই নিষিদ্ধ।আমার স্বামী দেখলাম মুষড়ে পড়লো, সাথে বাসের বাকী পুরুষকূল।
বহু সিনেমায় ব্যাবহৃত জনপ্রিয় শ্যুটিং স্পট লেগ গার্ডেন
আমি বল্লাম কি আছে কত গার্ডেনই তো দেখলে, নাই বা দেখলে লেক গার্ডেন।' সে বল্লো 'লেক না, লেক না, লেগ ঐ যে ডার্টি পিকচারে হুলালা গানটায় নাসিরুদ্দিন শাহ আর বিদ্যা বালান নাচলো সাদা শ্বেত পাথরের পা এর ভাস্কর্যের সামনে, তুমি তো আবার হিন্দী সিনেমা দেখো না' একটু ঝাঁঝ মেশানো গলা আমার স্বামীর।বল্লাম 'ছি ছি তুমি এত লুল' !! সে নিজেও ব্লগার হওয়ার জন্য লুল শব্দটার সাথে বেশ পরিচিত। বল্লো 'শোন দুনিয়ার সব পুরুষ সে জোয়ানই হোক আর বুড়োই হোক কিছু না কিছু লুল'!
আমি চমকে উঠলাম তার নির্ভীক সরল স্বীকোরোক্তিতে !
দুর থেকে দেখা যাচ্ছে লেগ গার্ডেনের শ্যুটিং
লেগ গার্ডেনের পাশ দিয়ে যখন যাচ্ছি বেশীরভাগ পুরুষরাই বিমর্ষ বদনে চেয়ে আছে জানালা দিয়ে। মনে হলো স্যুটিং আলাদের মুন্ডুপাত করছিল মনে মনে । আমি আর কি বলবো ! এখানে একটা ইমো দিতে ইচ্ছে করছে ভীষন।
অপরূপ সুন্দর পথ বেয়ে চলেছি পরবর্তী গন্তব্যে। পথটির দুপাশে ফুল আর নান্দনিক বৈশিষ্টে পুর্ন সারি সারি বাতির পোলগুলো রাতে না জানি কি অপরূপ মোহনীয় আলো ঝলমলেই না হয়ে উঠে।
সেই অপুর্ব সড়ক রামোজী সিটির ভেতর
রাস্তা থেকে দেখা গেল কতগুলো কালো ফ্রেমের তৈরী চৌকোনা লোহার খাঁচার মত। গাইড জানালো এখন থেকেই সিনেমার সব স্টান্ট দৃশ্যের স্যুটিং হয়ে থাকে।সিনেমার প্রয়োজনে আগুনের দৃশ্য, নায়ক আর ভিলেনদের আগুনের মধ্যে মারামারি করা, সেখান থেকে লাফ দেয়া এসব শ্যুটিং এখানে করে থাকে।
স্টান্ট দৃশ্যে ব্যবহার করার জন্য তৈরী এই লোহার ফ্রেমগুলো
ওটার পাশ ঘুরে এগিয়ে যাচ্ছি, মনে হলো কোন শহর এলাকায় ঢুকে পরলাম। গাইড বল্লো দেখো এটা দক্ষিন ভারতের একটি লোকালয়ের সেট। ওরা দরকার মত সিনেমায় ব্যাবহার করে ।এত নিখুঁত ভাবে তৈরী মনেই হয়না কোন শ্যুটিং সেট। সেই রকম লাল আর সাদা পাথরে তৈরী সত্যিকারের সব দালান কোঠা, গেট সবকিছু।মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বাসে করে।
দক্ষিন ভারতের নাম না জানা কোন এক লোকালয়।
বাস থেকেই দুরে দেখা গেল মুঘল এক স্থাপত্যের নিদর্শন। গাইড জানালো আমরা যাচ্ছি সেখানে। কোন ছবিতে মুঘল দৃশ্যের শ্যুটিং এর জন্য তৈরী।
বাস থেকে দেখা যাচ্ছে মুঘল আমলের বাদশাহী শহর।
এরপর নিয়ে গেল এক এয়ারপোর্টের সেটে যা কিনা এক ঘন্টার মধ্যে পাল্টে হয়ে যায় জেট এয়ারওয়েজ বা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের সেট ।
এয়ারপোর্টের বাইরের দৃশ্য
একটা এয়ারপোর্ট বা প্লেনের ভেতরে যা যা থাকে কাস্টমস, চেক ইন, ইমিগ্রেশন ছাড়াও প্লেনের ভেতর সিটসহ সব কিছু একদম অবিকল নিখুত ইট সিমেন্টে তৈরী করা। যা একটি সিনেমা তৈরীতে প্রয়োজনীয়।
এয়ারপোর্টের ভেতরের দৃশ্য
মনে হলো কোন সুপরিসর বিমানের ভেতর সারি সারি সীট
পথে যেতে যেতে গাইড একটি বিল্ডিং দেখালো যা কিনা প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যে সামনের অংশটুকু পাল্টে আদালত ভবন, কলেজ ভবন,থানা অথবা মিউনিসিপ্যালিটি বিল্ডিং এ পরিবর্তন করে ফেলা যায়।
আরো রয়েছে গ্রামীন এবংশহুরে ট্রেন ষ্টেশনের সেট যেখানে ট্রেন দাড়ানো। শুধু খালি সাইন বোর্ডে নামটা বসিয়ে দেয়ার অপেক্ষায়।অনেক ম্যুভিতে এগুলো দৃশ্য নাকি আমরা দেখেছি বলে গাইডটা জানালো।
একটা নাম না জানা রেলওয়ে ষ্টেশনের সেট
এ ছাড়াও স্যুটিং এ ব্যাবহারের জন্য জেল খানা,পুরো একটি ভারতীয় গ্রামের সেট ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের বৈশিষ্ট মন্ডিত শহর ছাড়া কিছু আন্তর্জাতিক শহর, মন্দির, গুহা, ঘর বাড়ীর সেটও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রামোজী ফ্লিম সিটির সর্বত্র।যা আমরা বিভিন্ন সিনেমা বা সিরিয়ালে দেখে থাকি।কোন কার্ডবোর্ড, হার্ট বোর্ড নয় প্রতিটি স্থাপনা একেবারে উচুমানের নির্মান সামগ্রী দিয়েই তৈরী করা।অবাক হওয়ার পালা যেন শেষ হয়ে আসছিল ক্রমে ক্রমে।
যেটা প্রথমেই বলেছিলাম কেউ একটা স্ক্রিপ্ট নিয়ে আসলে ম্যুভি নিয়ে বের হয়ে যেতে পারবে রামোজী ফিল্ম সিটি থেকে।
চলতে চলতে আসলাম এক চৌরাস্তায় যার মাঝখানে এক গোলাকার বাগান। গাইড আমাদের দৃষ্টি সেদিকে ফিরিয়ে নিল। রংগীন ফুল ফুটে থাকা সেই গোল বাগানের মাঝখানে উচু করে তৈরী গোলাকার এক দৃষ্টিনন্দন লোহার খাঁচা , এটার নাম কারিশমা গার্ডেন।
কারিশমা গার্ডেন
গাইড খুব নির্বিকার ভাবে আমাদের এই গার্ডেন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করলো। সেটা হলো এখানে কোন সিনেমার নাচের দৃশ্য স্যুট করার সময় নায়িকা খাচার ভেতর দাড়িয়ে গানের সাথে সাথে নাচে তখন তার পোশাকের রং পাল্টানোর সাথে সাথে বাগানের ফুলের রংও পাল্টে যেতে থাকে।'তবে নাচের কোন কোন সময় অর্থাৎযিসি টাইমমে হিরোইন কো বডিমে কোই কাপড়া নেহি তো উসি টাইমমে ইস গার্ডেনকো ফুল মে ভী কোই কালার নেহী হোতা' !!
এরপর হলিউডি স্টাইলে হলিউড লেখা এক চত্বরে নিয়ে আমাদের নামালো। ঘুরে ঘুরে দেখছি আর ছবি তুলছি।কোন সিনেমায় হলিউড দেখানোর দরকার থাকলে এটা ব্যাবহার করে। মনে মনে ভাবছি সত্যি কি হলিউডের চেয়ে বড় রামোজী ফিল্ম সিটি !
হলিউডে আমি !
ভেবেছিলাম এই পর্বেই বুঝি শেষ হবে না এখনো অনেক কিছু বাকি আছে দেখার। তাই তৃতীয় পর্ব পর্যন্ত যেতে হবে।
ছবিগুলো আমাদের ক্যামেরায় তোলা
চলবে ....।
Click This Link
১ম পর্ব
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
জুন বলেছেন: অনেক ধন্যবাদ আবু সুফিয়ান ভালোলাগার জন্য
২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮
সোহাগ সকাল বলেছেন: "স্যাংচুয়ারী গার্ডেনে হাতির প্রতিকৃতি"
ঐটা চরম লাগলো। ভ্রমণকাহিনী পড়লে খালি ঘুড়তে মন চায়।
অনেক ভালো লাগলো।
শুভ কামনা।।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪
জুন বলেছেন: সত্যি সুন্দর এবং মেইটেইন করে খুব সুন্দর করে সোহাগ সকাল
সাথে আছেন বলে অজস্র ধন্যবাদ আপনাকে ।
৩| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
সোহাগ সকাল বলেছেন: আর জুন আপা, আপনিও অনেক সুন্দর!
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
জুন বলেছেন: কি যে বলেন মানুষ শুনলেও হাসবে সোহাগ সকাল :#>
৪| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
অ্যানোনিমাস বলেছেন: ৩য় ভালও লাগা রইলো জুপানি,
চমতকার পোস্ট এবং ছবিগুলো আরও চমতকার!!
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
জুন বলেছেন: চয়ন আমার নামের বানান দেখে মর্মাহত হোলাম কিন্চিত
যাক পোষ্ট আর ছবিগুলো ভালোলাগলো বলে আর কিছু বোল্লাম না
অনেক ধন্যবাদ তোমাকে
৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩
বোকামন বলেছেন:
হলিউডের চেয়ে বড় রামোজী ফ্লিম সিটি ...
সম্মানিত লেখক,
এই পর্যন্ত যা দেখলাম ভালো লাগলো.... তৃতীয় পর্বের অপেক্ষায়!
ভালো থাকবেন।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০
জুন বলেছেন: হু সেই ইনফর্মেশনই পেলাম সব জায়গায় সবার চেয়ে রামোজী বড়
সন্মানিত পাঠক ধৈর্য্যের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বোকামন
৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।দারুণ। অসাধারণ।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার সাথে থাকার জন্য
৭| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।দারুণ। অসাধারণ।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
জুন বলেছেন:
৮| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮
স্পাইসিস্পাই001 বলেছেন: অসম্ভব জোস ..... এই পর্বে শেষ হয়নি দেখে ভাল লাগছে... আরও একটা পর্ব পাওয়া যাবে ভেবে.......।
অনেক সুন্দর ছবি আর সাথে বর্ননা পড়ে মনে হচ্ছে যেন পাঠকরাও চায়না গাড়িতে বসে রামোজী ফিল্ম সিটি ঘুরে দেখছে.....+++++
পরের পর্বের অপেক্ষায় রইলাম আপু .....
অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য .....ভাল থাকবেন .... শুভকামনা রইলো...
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬
জুন বলেছেন: তোমার জন্যও অনেক শুভকামনা স্পাইসি সবসময় সাথে থেকে নিরন্তর উৎসাহ দিয়ে যাচ্ছো বলে। এটা আগে ভালো করে পড়ো তারপর লিখি আরেক পর্ব। তুমি আশাকরি বুঝতে পারছো পর্ব পর্ব লেখা বেশ কষ্ট।
তুমি কবে পোষ্ট দেবে বলো ?
৯| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
সেলিম আনোয়ার বলেছেন: স্যাংচুয়ারী গার্ডেনে হাতির প্রতিকৃতি আর লেগ গার্ডেন বেশি ভাল লেগেছে।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
জুন বলেছেন: ধন্যবাদ সত্যিই সুন্দর সেই সবুজ ঘাস আর প্রকৃতি সেলিম আনোয়ার ।
১০| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
আিম এক যাযাবর বলেছেন: সুন্দর। ভালো বর্ননা দিয়েছেন।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । জানবেন শুভকামনা
১১| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
সৌমেন্দ্র বলেছেন: যতই পড়ছি, ততই অবাক হচ্ছি......
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
জুন বলেছেন: কেন কেন অবাক হচ্ছেন কেন সৌমেন্দ্র !! জায়গাটা সত্যি অবশ্য অবাক হবার মতই ।
অশেষ ধন্যবাদ আপনাকে
১২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
প্রিয়তমেষূ বলেছেন: অসাধারণ আপু....
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১১
জুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়তমেষূ, স্বাগতম আমার ব্লগে....
১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
জেমস বন্ড বলেছেন: আপু কয়েকটা ছবি ওয়াও হইছে
.............. নেক্সট কমেন্টে লেখা প্রসংগে থাকবে
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩
জুন বলেছেন: ওক্কে লেখা সম্পর্কে জানার জন্য ওয়েট করছি জেমস।
তবে আগাম মন্তব্যের জন্য একরাশ ধন্যবাদ তোমার প্রাপ্য
১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪
নেক্সাস বলেছেন: এ কালের লেডী বতুতা। অনেক সুন্দর করে ভ্রমন কাহিনী তুলে ধরা। আপা একটা বই করেন সামনের মেলায়
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫
জুন বলেছেন: একাল আর সেকাল কি নেক্সাস ! কোন কালেই লেডী বতুতা বলে কেউ ছিলনা বা নেই এক আমি ছাড়া :!>
কি যে বলো ! আমার বই কে কিনবে
তুমি লিখো না কেন এখন ?? ব্লগেও দেখি না কেন তোমাকে আগের মত ? তোমার লেখা আমার অনেক ভালোলাগে
লিখো জলদি কেমন ....
ভালো থেকো অনেক অনেক ....
১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
রামোজী শহরটা কোন যাগায়?
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
জুন বলেছেন: হায়দ্রাবাদ থেকে ৩০ কিমি দুরে হায়াতনগরে রামোজী ফ্লিম সিটি কালবৈশাখীর ঝড়
১৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
লিন্কিন পার্ক বলেছেন:
পোস্টপড়ে ফিল্ম সিটি ভালই ঘুরা হল
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
জুন বলেছেন: ওহ ভাবছি পোষ্টটা ঢাকনা দিয়ে রাখবো লিন্কিন পার্ক
অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য
১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
টেকনিসিয়ান বলেছেন: স্যাংচুয়ারী গার্ডেনের ন্যায় আমাদের বোটানিক্যাল গার্ডেনেও রাজনৈতিক ব্যক্তির প্রতিকৃতি স্থাপন করা যেতে পারত আর ৫ বছর পর পর রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের কারণে আমরা প্রতিকৃতিরও পরিবর্তন দেখতে পারতাম।
৩য় পর্বে আরো কিছু জানতে ও দেখতে পারব এই অপেক্ষায় রইলাম।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
জুন বলেছেন: ভালো বুদ্ধি টেকনিসিয়ান
খুব একটা বেশী খরচ পরবে না ।
লোহা লক্কর দিয়ে বানাতে খরচ বেশী ভাংগতে কষ্ট :!>
অনেক অনেক ধন্যবাদ সাথে আছেন বলে
১৮| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
রবিউল ৮১ বলেছেন: যিসি টাইমমে হিরোইন কি বডিমে কোই কাপড়া নেহি তো উসি টাইমমে ইস গার্ডেনকো ফুল মে ভী কোই কালার নেহী
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫
জুন বলেছেন:
১৯| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: সঙ্গত কারণেই এখানকার নাম শুনেছি অনেক কিন্তু ভেতরে যে এত বিশাল কারবার সেটা ভাবতে পারিনি।
++++++++
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
জুন বলেছেন: কি সঙ্গত কারণ জানতে পারি কি কুনো ?? তুমি কি সিনেমা লাইনে জড়িত নাকি বলোতো ???
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ
২০| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
শিপু ভাই বলেছেন:
ফাও ফাও রামোজি সিটি দেইখা ফালাইলাম!!! থ্যাঙ্কু!!!
++++++++++
পরের পর্বের অপেক্ষায়!!!
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২
জুন বলেছেন: না শিপু ভাই এটা খুব খারাপ কথা ফাও ফাও দেখতেছেন
লাগ ভেল্কী লাগ পোষ্টটা কালো কাপড় দিয়ে ঢেকে দিলাম এইবার
অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য শিপু ভাই
লিখছি পরের পর্ব .....
২১| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
উইশ বলেছেন: অসাধারণ বর্ণনা, পুরোটাই জীবন্ত......
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪
জুন বলেছেন: হু একদম জীবন্ত উইশ ভাই,
কোন মরা জিনিসের কারবার নেই এখানে
অসংখ্য ধন্যবাদ আপনাকে মনে রেখেছেন বলে
২২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
স্পাইসিস্পাই001 বলেছেন: জানি আপু পর্ব পর্ব লেখা অনেক কষ্ট.....আপনার এই পর্বটা অলরেডী ৩ বার পড়েছি... ছবিগুলো অসম্ভব সুন্দর .... হিন্দী লেখাটা বুঝতে কিছুটা সময় লেগেছে... বুঝার পর মাথায় একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে, ... কোশ্চেনটা হচ্ছে মানুষের শরীরেও তো একটা কালার আছে?..... করব না করব না করে করেই ফেললাম কোশ্চেনটা ...সরি...
আপু বলতে পারছি না কবে দেবো .... কাজের ফাকে ফাকে আসি ব্লগে ... লেখার সময় পাচ্ছি না ... আর লিখতে গেলে অনেক ভাবতে হয় সে সময়টাই ম্যানেজ করতে পারছি না .... তবে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো.....।
ধন্যবাদ ..।
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০
জুন বলেছেন: ওহ আচ্ছা শুধু হিন্দী কথাটা বোঝার জন্য তিনবার পড়লে স্পাইসি
স্যরি বলার কোন দরকার। ফ্রেন্ডস (কো-ব্লগার) আর নেভার সে স্যরি টু ইচ আদার।
আমার ধারণা শরীরের কালারের মত কোন কালারের ফুল নেই মনে হয় রামোজী সিটিতে তাই এই অবস্থা :!>
আচ্ছা দিও তোমার গল্প আমি ওয়েট করছি শেষটা জানার জন্য ।
অনেক ধন্যবাদ স্পাইসি
২৩| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
মুরশীদ বলেছেন: সত্যি দারুন দিন কেটেছে একটা আপনার, মনে হলো লেখা পড়ে
+
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
জুন বলেছেন: সত্যি দারুন কেটেছে সারাদিন সব আইটেমগুলো দেখে।
শুধু আমার স্বামী লেগ গার্ডেন দেখতে পারেনি এই খেদটুকু ছাড়া
অনেক ধন্যবাদ সারাক্ষন সাথে আছেন বলে
২৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সেলিম আনোয়ার বলেছেন: লেখাটাও চমৎকার হয়েছে। প্রিয়তে।
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সেলিম আনোয়ার ।
২৫| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
বিডি আমিনুর বলেছেন: অসাধারণ++++++++++
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিডি আমিনুর আপনাকে
২৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ফারজুল আরেফিন বলেছেন: এই পর্বটা আরো বেশি ভালো লাগলো আপু।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
+++++++++++
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
জুন বলেছেন: এই পর্ব সেই পর্ব না আরেফীন আমার সবগুলো পর্বই এক্সেসেলেন্ট
হা হা হা অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য
লিখছি .....
২৭| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, খুব চমৎকার জায়গা- চমৎকার সব ছবি !!
ফোয়ারাটা খুব সুন্দর, কারিশমা গার্ডেনটাও বেশ। বাহ !!
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭
জুন বলেছেন: সত্যি ইমরাজ কবির মুন সত্যি চমৎকার সবকিছু
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে
২৮| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
আহমেদ জী এস বলেছেন: জুন,
ফিল্ম সিটিকে ঘিরে জন্ম নেয়া আর একখানা গল্প যেন ।
ঝকঝকে ছবির সাথে ঝরঝরে লেখা এগিয়ে গেছে তরতর করে, যেমন গরগর করে এগিয়ে গেছে আপনার ভ্রমনবাহন লাল বাস ।
ভালো । এবং ভালো থাকুন ।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে আহমেদ জীএস প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন প্রতিটি পোষ্টে
সামনের পর্বেও আপনাকে পাওয়ার আশা রাখি ।
ভালো থাকুন এই কামনায়..।
২৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
সুস্মিতা গুপ্তা বলেছেন: অভিনব পোষ্ট
++++্
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১
জুন বলেছেন: তাই নাকি সুস্মিতা গুপ্তা !!
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
৩০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ এক জগতে ঘুরিয়ে আনলে আপি ! খুব ভালো লাগা !
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাবরিনা সিরাজী তিতির। সত্যি সবাইকে নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা ।
অটঃ আমার ছোট বোনের নাম সাবরিনা
৩১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
আমিভূত বলেছেন: জুন আপু !
:!>
প্রথম পর্ব পড়ে ২য় পর্বে একসাথে কমেন্ট দিচ্ছি খুব খুব ভালো লাগছে ভ্রমন ব্লগ , লেখা আর ছবির জন্য ধন্যবাদ । রামোজী সম্বন্ধে জানতামই না !
পরের পর্বের অপেক্ষায় রইলাম শুভ কামনা
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
জুন বলেছেন: একসাথে কমেন্ট
অনেক অনেক ধন্যবাদ আমিভূত আপনাকে আমার এসব অখাদ্য রচনাও পড়ে যাচ্ছেন কষ্ট করে
লিখছি পরের পর্ব ......
৩২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
সায়েম মুন বলেছেন: এত সুন্দর জায়গা স্বচক্ষে দেখার ইচ্ছে হচ্ছে এখন।
কবে যাবো আহারে আহারে।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
জুন বলেছেন: যাবে যাবে অবশ্যই যাবে মন খারাপ কোরো না মুন
অশেষ ধন্যবাদ
৩৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২
সিদ্ধার্থ. বলেছেন: আগের পর্বে ভালো লাগা দেওয়া হয় নাই ।তাই এই পর্বে দুটো ভালোলাগা দিলাম ।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩
জুন বলেছেন: দুটো ভালোলাগা দেয়া যায় নাকি জানতাম নাতো সিদ্ধার্থ.
এসব ভুং ভাং কথা বাদ দিয়ে আগেরটায় একটা + দিয়ে আসো জলদি করে
৩৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২
শের শায়রী বলেছেন: আবারো কিন্তু আপনার সাথে ঘুরে আসলাম আপু
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
জুন বলেছেন: আবারো আমার সাথে ঘুরলেন !! এরপর লিখে আর কাউকে দেখাবো না ভাবছি
অসংখ্য ধন্যবাদ আপনাকে শের শায়রী সাথে আছেন বলে
৩৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
অর্ণব আর্ক বলেছেন: যদ্দুর জানি জনৈক রামোজি রাও ১৯৯৬ সালের দিকে এই ফিল্ম সিটি প্রতিষ্ঠার পর এটা একাধারে দুই দিক থেকে ভারতের কোষাগার ফুলিয়ে ফাঁপিয়ে তুলতেছে। প্রথমত চলচিত্র নির্মাণে অভিনব প্রযুক্তির ব্যবহারের হিন্দি, কানাড়ি, মৈথিলি, মগহি, ভোজপুরি, মাম্মল এমনকি কালকুত্তার বাংলায় মুভি নির্মাণে এর জুড়ি নেই। তবে সম্প্রতী রাজর্ষি বেঙ্গলী এর ভাত মেরে দিয়েছে অন্তত বাংলার দিক থেকে। বাংলা মুভির ব্লুরে ও ফুল এইচ ডি প্রিন্ট তৈরিতে বেশ পারদর্শিতা দেখিয়েছে রাজর্ষি বেঙ্গলী। যাইহোক এগুলো ওদের কৃত্যালাপ।
......
আপনার পোস্ট থেকে সেগুলোর অনেক সুন্দর লাইভ ডেমো পাওয়া গেলো। ছবির কালেকশান বেশি থাকলে পোস্ট আরো কয়েকটা পর্ব চালিয়ে যান। কিন্তু আমি চাইবো এমন কিছু দিকনির্দেশনা যার মাধ্যমে বাংলাদেশে একটি চলচিত্র নির্ভর জাদুঘর তৈরি করা যায়। কিংবা কিভাবে চলচিত্র নির্মাণ করা হয় সেগুলো জনসাধারণের সামনে তুলে ধরা যায়। আশাকরি সেগুলো ধারাবাহিক পরের পোস্ট গুলোতে আসবে।
পরের পোস্টের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ আপু।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪
জুন বলেছেন: ইশ বানিয়ে বানিয়ে কথা বোলো না অর্নব আর্ক
তুমি কিছু জানো না, যা জানার আমি জানি
আমি গিয়েছি ওখানে, তুমি কি গেছ যে জানবে
পুরো ভারত ভ্রমনে এক হাজার ছবি আছে। বেশ কয়েকটা পোষ্ট লেখা যাবে আর তোমাদের পড়তে হবে কি কষ্ট, কি কষ্ট
অসংখ্য ধন্যবাদ অর্নব সুন্দর আর তথ্যে ভরা এক মন্তব্যের জন্য।
লিখবো পরের পর্ব একটু বিজি আছি। দেখো না উত্তরগুলো দিতেই পারছিনা সময়মত, যার জন্য আমি অত্যন্ত লজ্জিত :#>
৩৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত জুনাপু!। আমার তো হিংসে হবার কথা, কিন্তু হচ্ছি না বরং আনন্দই লাগছে। ফ্রী ফ্রী আমি আপনার সাথে ঘুরে বেড়াচ্ছি। দারুন একটা ব্যাপার।
কারিশমা গার্ডেনে গাইড যা বললো, তাতে বড়ই মজা পাইলাম। আপু আরো ছবি দেয়া যায় না
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
জুন বলেছেন: তাই নাকি !! দুর্দান্ত ক্রিকেট খেলায় বলে আমার লেখাটাও কি সেরকম কাল্পনিক _ ভালোবাসা !!
কিসের ছবি কারিশমা গার্ডেনের !!
মজার মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ
৩৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
ফ্রি তে ভ্রমানন্দ পাচ্ছি, ধন্যবাদ
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০
জুন বলেছেন: খালি ফ্রি দুর্জয় এটা কেমন কথা
ভাতের সাথে ডাল ফ্রি, এক পোষ্টের সাথে আরেক পোষ্ট না ফ্রি হবে
অনেক অনেক ধন্যবাদ দূর্জয় সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছো লেখায়
৩৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
অর্ণব আর্ক বলেছেন: একটা অপ্রাসঙ্গি প্রশ্ন...
এই লেগ গার্ডেনে শুর্টিং হৈতেছেবৈলাই কি এখন হিন্দি সিনেমাতে ঠ্যাং বাইর না করলে কুনো গান হয় না ???
ধুশ্লা..
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০
জুন বলেছেন:
৩৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: নাহ আপু আমি সিনেমার কেউ না। মূলত ইন্ডিয়ান মুভির সুবাদে রামোজী নামটা পরিচিত
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২
জুন বলেছেন: ওহ তাই আমিতো ভাবলাম এই লাইনের তুমি কোন সুপরিচিত ব্যাক্তিত্ব। যা কিনা ব্যাঙ রাজপুত্রের পরিচয়ে লুকিয়ে আছো। একদিন খোলস ছেড়ে বেরিয়ে আসবে
৪০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১
আদিম পুরুষ বলেছেন: ভালো লাগল।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আদিম পুরুষ
৪১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮
আশিকুজ্জামান পিয়াশ বলেছেন: যাক ১ম পর্বের থেকে অনেক বিশদ লিখেছেন এইটাতে।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
জুন বলেছেন: প্রথম পর্বতো ভুমিকা ছিল
সাথে আছেন যেনে অনেক খুশী হোলাম । পরবর্তী পর্বেও সাথে থাকবেন আশাকরি
৪২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
মোঃমোজাম হক বলেছেন: আমার জানা মতে হলিঊডে টুরিষ্টদের জন্য স্যুটিং দেখানোও একটা আইটেম থাকে।অবাক হলাম রামজিতে নেই বলে !!
ভ্রমন কাহিনী চরম ভাল লাগছে।
"দুনিয়ার সব পুরুষ সে জোয়ানই হোক আর বুড়োই হোক কিছু না কিছু লুল' গুরুকে ছালাম
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭
জুন বলেছেন: মোজাম ভাই আমার মনে হয় সেখানে অনেক পর্যটক যায় আর তাড়া এই ব্যাপারে এত অদম্য উৎসাহী যা হয়তো নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষরাতো কোন কিছুর সীমা বজায় রাখতে পারে না তার জন্যই হয়তো এমন কড়াকড়ি। ম্যুভি মেকারদের সাথে হয়তো রামোজীর কোন চুক্তি হতে পারে যে সিটি ট্যুরের পর্যটকরা তাদের কোনরকম বিরক্ত করবে না ।
আমরা হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্টে একটা নাচের দৃশ্যের স্যুটিং দেখেছিলাম পাশে দাড়িয়ে।
তবে ওরা আমাদের কি করে সিনেমার শ্যুটিং, ডাবিং, এডিটিং হয় সব হাতে কলমে দেখিয়েছে।
অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। শিষ্যের সালাম পৌছে দিলাম গুরুকে মোজাম ভাই
৪৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
অ্যানোনিমাস বলেছেন: সরি আপি, অভ্র'র নতুন আপডেটে অটো স্পেলচেকার ঝামেলা করছিলো তাই মিস্টেক হয়েছে। আর আমি বাইরে যাবার তাড়ায় ছিলাম বলে খেয়াল করে দেখি নাই।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
জুন বলেছেন: হু ঠিক বোলেছো আজ আমার সেটের কি প্যাডের ১টা বাটন পরে গিয়েছিল সেটা চেঞ্জ করে আনলাম তো দেখি তিনটা বাটন ই কাজ করে না
শুভেচ্ছা রাশি রাশি
৪৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
আরমিন বলেছেন: ওয়াও অসাধারন জুন আপু! দারুন সব ছবি!
২২তম ভালো লাগা রইলো!
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমিন এত ব্যাস্ততার মাঝেও আমার পোষ্ট দেখার জন্য
৪৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৩
তুলা বলেছেন: বল্লাম 'ছি ছি তুমি এত লুল' !! সে নিজেও ব্লগার হওয়ার জন্য লুল শব্দটার সাথে বেশ পরিচিত। বল্লো 'শোন দুনিয়ার সব পুরুষ সে জোয়ানই হোক আর বুড়োই হোক কিছু না কিছু লুল'!
আমি চমকে উঠলাম তার নির্ভীক সরল স্বীকোরোক্তিতে !----সহমত।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
জুন বলেছেন: কি বলেন তুলা
অনেকদিন পর আপনাকে দেখে ভালোলাগলো
অনেক ধন্যবাদ সাথে থাকবেন আশাকরি
৪৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৬
আরজু পনি বলেছেন:
সবগুলো ইমো দিয়ে পুষিয়ে দিব কি না ভাবছি
আপনেও যেহেতু হলিউডেই গেলেন তবে ছবির পোজটাও সেইরাম দিতেন
আপনার এই সিরিজটা দারুন হচ্ছে! ভালো লাগা দিতে এবার নেটে কোনই সমস্যা হয় নি।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
জুন বলেছেন: হলিউডের পোজটা কেমন আরজুপনি বলেনতো ?? সত্যি হলিউডে যদি বেড়াতে যাই তখন যেন মিস না হয় :!>
আপনার ভালোলাগছে জেনে অনেক ভালোলাগলো । আশাকরি পরের পর্বেও সাথে থাকবেন
৪৭| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২
গগণজয় বলেছেন: ভাল লাগলো।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গগণজয়, স্বাগতম ব্লগে আমার
৪৮| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
ভুেতরগলি বলেছেন: অসাধারন। পোস্টে ++
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬
জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভুেতরগলি । আমার ব্লগে স্বাগতম আপনাকে
৪৯| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮
মুহিব বলেছেন: omg.........
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
জুন বলেছেন: কি হলো
৫০| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২
ঘুড্ডির পাইলট বলেছেন: নারীর ভাস্কর্য গুলো দেখে মনে হয় এগুলো পুরাকির্তি !
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬
জুন বলেছেন: ওগুলো নারী নয়, আ্যবসট্রাক্ট ফিগার ঘুড্ডি। নারী মুর্তি অনেক দুরে ছোট একটা। পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ পাইলট
সাথে থেকো....
৫১| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩
মুহিব বলেছেন: বাপরে, দুনিয়া বানায় রাখছে একটা। মনে হয় না কখনও দেখতে যাওয়া হবে, তাই এখানেই দেখে নিলাম।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০
জুন বলেছেন: কেন যাওয়া হবেনা কি আশ্চর্যের কথা !! ইচ্ছে থাকলে অবশ্যই যাওয়া হবে।
আবার আসার জন্য অসংখ্য ধন্যবাদ মুহিব
৫২| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
মেহেরুন বলেছেন: ২৫ তম ভালোলাগা জানিয়ে গেলাম আপু। তৃতীয় পর্ব দেরী করে দিয়েন না। অপেক্ষায় রইলাম। +++++
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
জুন বলেছেন: না বেশি দেরী করবো না মেহেরুন ...লিখছি ।
ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৫৩| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: দারূণ, সুপার, অসাম, চখাম, সিরাম, জোস, কুল, ফাটাফাটি, মাথা নষ্ট ইত্যাদি ইত্যাদি.....
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
জুন বলেছেন: বাব্বাহ্ পল্লব ভয় পেয়েছি এত প্রশংসা শুনে :-& :-&
অনেক অনেক ধন্যবাদ
৫৪| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
শ।মসীর বলেছেন: পথের পাশে এমন অজস্র সুন্দর নারীর ভাস্কর্য ............
আপনি তো পুরাই সুশীল, আমার এক দোস্ত শুধু নারীর ভাস্কর্য দিয়েই একটা ফেবু এলবাম বানিয়েছিল
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
জুন বলেছেন: শীল পদবী কিন্ত ক্ষৌরকারদের শামসীর ।
আপনার বন্ধু তো দারুন ফটোগ্রাফার মনে হচ্ছে
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
৫৫| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
শিপু ভাই বলেছেন:
আমাদের দেশে পর্যাপ্ত জায়গা নাই - নইলে এরকম একটা বানানো যাইতো!!!
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
জুন বলেছেন: কেন হু আ একটা বানিয়েছিল মনে নেই শিপু ভাই । কিন্ত এমন কিছু বানানো বা ইনভেষ্ট করার লোক খুব কম এদেশে আর করলেও সেই টাকা উঠে আসার সম্ভাবনাও কম ।
৫৬| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১
লাবনী আক্তার বলেছেন: খুব ভাল লাগল। আপা আপনার সাথে আমরাও ঘুরে আসলাম।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
জুন বলেছেন: খুব খুশী হোলাম সাথে ছিলেন বলে লাবনী আক্তার
আপনার একই রকম দুটো মন্তব্য আসায় একটা মুছে দিলাম কেমন ?
৫৭| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
নস্টালজিক বলেছেন: দারুন!
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০২
জুন বলেছেন: অনেকদিন পর নষ্টালজিক আপনাকে দেখে অনেক ভালোলাগলো । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
৫৮| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপু আমাদের দেশের আকর্ষনীয় স্থান ও স্থাপনা বিষয়ক কোন পোস্ট দিয়েছেন কি?থাকলে লিংক চাই। আর না থাকলে েএরকম পোস্ট দেয়ার ইচ্ছা আছে কি না আপনার? আর ৩য়টি কবে নাগাদ পাওয়ার সম্ভাবনা আছে।অপেক্ষায় থাকলাম।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
জুন বলেছেন: মনে পড়ছেনা সেলিম আনোয়ার দিয়েছি কি না ।
খুজে দেখতে হবে :#>
লিখছি দেখি কবে নাগাদ শেষ হয় । আশাকরি সাথে থাকবেন ....।
৫৯| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
মাহমুদা সোনিয়া বলেছেন: wow!! amnitei ki r Bollywood duniya dokhol kore felse??!! puro akta film city baniye fello!!
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
জুন বলেছেন: ঠিক বলেছো সোনিয়া ....এখন হলিউডের অনেক অভিনেতারাও বলিউডে অভিনয় করতে আগ্রহী। সারা বিশ্ব জুড়ে তাদের বিশাল বাজার। আমরা কায়রোতে গিজার পিরামিড দেখতে যাবার সময় আমাদের মেয়ে গাইডটি যখন শুনলো আমরা বাংলাদেশী, বল্লো সেটা কই ? বল্লাম ইন্ডিয়ার পাশে। শুনে সে শাহরুখ খান শাহরুখ খান করতে করতে মরার অবস্থা
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৬০| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: এগেইন +++
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২১
জুন বলেছেন: এগেইন থ্যান্কস মাসুম
৬১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চোখ জুড়িয়ে গেল জুনাপি।
এর পরের পর্বের অপেক্ষায় রইলাম।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
জুন বলেছেন: কি দেখে চোখ জুড়ালো সজীব
আমার লেখা না রামোজীর ছবি ??
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
৬২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
মনিরা সুলতানা বলেছেন: এলাহি কারবার ......।
ভালোলাগা ++++++++ পোস্ট এ আপু
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯
জুন বলেছেন: হু একেবারে এলাহী কারবার মনিরা সুলতানা
ভালোলাগার জন্য অনেক ভালোলাগা ।
৬৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
রাতুল_শাহ বলেছেন: ভাল লাগলো।
কিন্তু দু:খের বিষয় এত বার রিলোড দিলাম, ছবি পোষ্টের ছবি আসলো না।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১
জুন বলেছেন: ছবি না দেখেই ভালোলাগলো রাতুল
ছবি দেখলে বুঝতে পারতে কত ভালোলাগা
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
৬৪| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার বর্ণনা! নিশ্চিত ভাবেই আপনার লেখার নিজস্ব একটা স্টাইল আছে-যা আপনার নিয়মিত পাঠকদের মুখস্ত। রামোজী ফ্লিম সিটি সম্পর্কে এতকিছু জানাছিলনা-যা আপনার লেখা পড়ে জেনেছি।
এমন জগত বিখ্যাত ফ্লিম সিটি সম্পর্কে এতকিছু জানার পরেও কিছু অপূর্ণতা রয়েইগেল। হিন্দী সিনেমেরার এত এত খ্যাত অখ্যাত নায়ক নায়িকাদের সম্পর্কে কতকিছুই শুনেছি, জেনেছি, কত্ত কত্ত ছবি দেখেছি-কিন্তু এই বিশাল কাহিনীতে শুধু মাত্র একজন বিখ্যাত নায়িকার একটি স্থীর ছবিদেখেই তুষ্ট থাকতে হলো!
যেহেতু "ইন্ডিয়া" ভ্রমনের উপর লেখা তাই ৩৭ নম্বর "দিলুম"।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
জুন বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে অবাক হোলাম আবার অনেক ভালোও লাগলো । কই আছেন ?? আপনার দারুন লেখাগুলো থেকে বন্চিত হচ্ছি আমরা কতিপয় পাঠক জুলভার্ন ।
কোথায় নায়িকার ছবি দেখলেন ?? আমিতো দেখিনি !
মন্তব্য আর প্লাসে অসংখ্য ধন্যবাদ আপনাকে
৬৫| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
হুপফূলফরইভার বলেছেন: বাহ! রামুজি ফিল্মসিটি নিয়া তো বিস্তর বাস্তব গবেষনা শুরু করিয়াছেন দেখিতে পাচ্ছি! ছবির ফাকে কোথায় যেন একটা 'নায়িকা' কেউ দেখতে পেলাম। অবিরাম শুভকামনা থাকল!
অ:ট: মুভি বানানোর চিন্তা ভাবনা আছে কি?
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯
জুন বলেছেন: কোন গবেষনা নয় হুপ গবেষনা তো সোজা এটা রিসার্চ হচ্ছে
অনেক অনেকদিন পর তোমাকে দেখলাম হুপ। মনে হলো রামোজীর ফিল্ম সিটির টানে তোমার নীরবতা ভংগ !!
অসংখ্য ধন্যবাদ তোমাকে ...।
৬৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬
ভিয়েনাস বলেছেন: পোস্টা খুব মজা করে পড়লাম আর ছবি গুলোও মজা করে দেখলাম । হলিউডে আপনাকে দেখে ভালো লাগলো আপু
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভিয়েনাস পোষ্ট পড়ার জন্য
আশাকরি শেষ পর্বেও সাথে থাকবেন।
হা হা হা রামোজীর হলিউড
আবারো ধন্যবাদ আর শুভকামনা ...।
৬৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫
সাজিদ ঢাকা বলেছেন: আপু , তাড়াতাড়ি পরের পর্ব দেন , , পাঠকদের উত্তেজনায় রাখা উচিৎ না , , , ,
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫
জুন বলেছেন: পরের পর্ব দিয়েছি সাজিদ মনে হয় দেখা হয়েছে আপনার অলরেডি।
অনেক ধন্যবাদ সাথে আছেন ধৈর্য্য নিয়ে। অসংখ্য ধন্যবাদ উৎসাহিত করার জন্য
৬৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬
চাচামিঞা বলেছেন: আপনারও ভাই ভাগ্য.......রাজ কপাল নিয়া আসছেন......দারুন পিএইডি করার সুজোগ.....বরবরের মতোই দারুন লিখা....
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭
জুন বলেছেন: পিএইচ ডি বলেন কি চাচামিঞা !!
রাজকপাল নয় বলেন ইচ্ছা । আপনার প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৬৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮
তিতাস একটি নদীর নাম বলেছেন: আবারো ভাললাগা।
কোনদিন ভারতে যাওয়ার সুযোগ হলে অবশ্যই দেখতে যাব বলে আশ করি।
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০
জুন বলেছেন: অবশ্যই দেখবেন যদি ভারত ভ্রমনে যান তিতাস।
ভালোলাগার কথা শুনে আমারও অনেক ভালোলাগলো
শুভকামনা আপনার জন্য...
৭০| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬
ত্রিশোনকু বলেছেন: ভাল লাগল খুব বর্ণনা।
তোমার গল্প, কবিতা এমন কি ভ্রমণ কাহিনীও সুখ পাঠ্য।
কারিশ্মাকাপুরের গার্ডেনে এট্টু নেচে আসলা না?
০২ রা মে, ২০১৩ রাত ৯:৩৪
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ত্রিশোনকু ... মনযোগ দিয়ে সবসময় আমার পোষ্টগুলো পড়ার জন্য। জবাব দিতে কেন দেরী হলো তার কারণ আর নাই বা বল্লাম।
শুভকামনা সবসময়।
৭১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এখন হলিউডের অনেক অভিনেতারাও বলিউডে অভিনয় করতে আগ্রহী। সারা বিশ্ব জুড়ে তাদের বিশাল বাজার। আমরা কায়রোতে গিজার পিরামিড দেখতে যাবার সময় আমাদের মেয়ে গাইডটি যখন শুনলো আমরা বাংলাদেশী, বল্লো সেটা কই ? বল্লাম ইন্ডিয়ার পাশে। শুনে সে শাহরুখ খান শাহরুখ খান করতে করতে মরার অবস্থা ...
এরা বিজনেসটা করতে জানে... আপু বরাবরের মত পড়ে যাচ্ছি আর দেখে যাচ্ছি. . চান্স পেলেই এক বার ঘুরে আসব...
০২ রা মে, ২০১৩ রাত ৯:৫৯
জুন বলেছেন: শুধু ব্যাবসা না সাথে মার্কেটিংটাও ভালো পারে। এসবতো বড় বড় বিজনেস। এমনকি ওদের শপিং সেন্টারে গেলে একশটা জিনিস নামিয়ে দেখাবে। বলবে না কিনুন একটু দেখুন। তখন চক্ষু লজ্জাতেও একটা কিনতে হয়। আর না কিনলেও কোন কিছু বলে না। আর আমাদের দেশেতো কান পাতলে শোনা যায় কি বিশ্রী মন্তব্য তাদের কেউ কোন কিছু না কিনে বের হলে।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তুহিন। তোমরা পড়ো বলেই আমিও লিখি সাহস করে ।শুভকামনা....
৭২| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:২৭
শোশমিতা বলেছেন: আপু কয়দিন পর পর এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেড়ান।কবে যে আমরা ফ্রি হয়ে এই ভাবে ঘুরতে পারব
ছবিগুলো খুব সুন্দর হয়েছে আপু!
০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৪৮
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ শোশমিতা পোষ্টটি পড়ার জন্য।
ফ্রি ফ্রি বলতে কি বুঝালেন বুঝলাম না আপু
শুভকামনা সবসময় সাথে আছেন বলে। শেষ পর্বেও সাথে থাকবেন আশাকরি
৭৩| ১০ ই মে, ২০১৩ ভোর ৪:২৬
শোশমিতা বলেছেন: ফ্রি ফ্রি বলতে কি বুঝালেন বুঝলাম না আপু।
আপু ফ্রি বলতে বুঝিয়েছি এই যে এখন আমি ফ্রি হলেও সে ফ্রি না। আবার কখনও দেখা যাবে আমরা দুজনের ছুটি কিন্তু বাচ্ছার ইস্কুলে পরীক্ষা চলতেছে। আর এখনতো নতুন অতিতি একজন এসেছেন ও একটু বড় না হলেতো কোথায় নিয়ে যাওয়া ও ঝামেলা।তাই বল্লাম কবে যে আমরা ফ্রি হয়ে এই ভাবে ঘুরতে পারব
১০ ই মে, ২০১৩ রাত ৯:৫৭
জুন বলেছেন: ওহ আচ্ছা আমি দুঃখিত ভুল বোঝার জন্য। নতুন অতিথির জন্য রইলো অনেক দোয়া আর আদর। ওরা আরেকটু বড় হলেই বেড়িয়ে পড়বেন ঘুরতে আর কয়টা দিন মাত্র অপেক্ষা শোশমিতা
৭৪| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:৪১
কাউসার রুশো বলেছেন: এই পর্বটা বেশি জোশ!!
শোন দুনিয়ার সব পুরুষ সে জোয়ানই হোক আর বুড়োই হোক কিছু না কিছু লুল'!
খাঁটি কথা
১৭ ই মে, ২০১৩ সকাল ১০:১৩
জুন বলেছেন: হু এই পর্বটা দেখলাম অনেকেরই জোশ লাগালো
অনেক অনেক ধন্যবাদ পুরোনো পোষ্টগুলো পড়ছো বলে রুশো
৭৫| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:০০
শেরজা তপন বলেছেন: ...হুমম যা বলেছি তাই-এবার যাচ্ছি পরের পর্বে।
২৬ শে মে, ২০১৩ রাত ৯:৪০
জুন বলেছেন: অনেক ধন্যবাদ তপন সরল একটি প্রশংসার কথা শুনে ভালোলাগলো
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
আমি সুফিয়ান বলেছেন: ভালো লাগল