নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

রামোজী ফিল্ম সিটি এক মজার ভ্রমন( তৃতীয় পর্ব)

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭





ফুল গাছ দিয়ে বানানো অপুর্ব সেই আমব্রেলা গার্ডেন

রামোজীর হলিউড ছেড়ে গাইড তখন আমাদের নিয়ে এসেছে বিস্ময়কর এক বাগানে।নাম আমব্রেলা গার্ডেন,যা আমাদের অন্য জায়গায় যাবার পথে বাসের জানালা দিয়ে চোখে পড়েছিল।আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে মানুষের হাতে ফুলগাছ দিয়ে তৈরী সেই অপরূপ নৈসর্গিক সৃষ্টি।



উঠতে ইচ্ছে করছিল না কিন্ত গাইডের সেই হুমকির কথা মনে করে ফিরে আসলাম। সেই যে প্রথমেই বলে দিয়েছিল সময়মত না আসলে বাস ছেড়ে দেবে। তাই তার বাঁধা সময় ১৫ মিনিটের মধ্যে এসে উঠে বসলাম বাসে যার যার নির্ধারিত সিটে। ঘড়ির কাটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর আমাদের বাস ভ্রমনও চলছে।

মোড় ঘুরতেই চার রাস্তার ঠিক মাঝখানে এক দৃষ্টিনন্দন ফোয়ারায় চোখ আটকে গেল। যদিও পানি পড়ছিল না তবুও বাসের জানালা দিয়ে তার একটি ছবি না তুলে পারলাম না ।



অভিনব আকৃতির এই ফোয়ারা যা কিনা দেখতে একটি পানির জগের মত

গাইড জানালো এবারে আমাদের গন্তব্য একটি সেট, সেটা হলো ভারতীয় চ্যানেলের বিখ্যাত এপিক এবং মেগা সিরিয়াল মহাভারতের। সাধারনত এই ধরনের অস্থায়ী সেটগুলো ভেংগে ফেলারই নিয়ম । কিন্ত এই অপুরূপ সেটটা তারা প্রদর্শনীর জন্য রেখে দিয়েছে। তাহলে ভেবে দেখুন কেমন সেই সেট ।সেখানে ভেতরে ঢোকার জন্য বিশাল লম্বা লাইন।লাইন ধরে একটু একটু করে এগুতে এগুতে প্রবেশ করলাম এক করিডোরে ।



মহাভারতের সেটে প্রবেশ আমার।



একটা করিডোর ধরে এগিয়ে যাচ্ছি, দেয়ালে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর ছবি যাদের আমি চিনতে পারি নি। তেমনি একজনের ছবির সামনে দাড়ালাম।



ব্লগার সিদ্ধার্থ জানালো ইনি হলেন দেবতা শ্রীকৃষ্ণ



সেই সেটের জাঁকজমক আর ঠাট ঠমক দেখে আমিতো দিশেহারা।কি যে রংগীন ঝকমকে সুক্ষ কারুকাজ আর জৌলুশে ভরা মহাভারতের সেই ভারত রাজ্যের রাজধানী হস্তিনাপুরের রাজপ্রাসাদ।সাধে কি আর কৌরব আর পান্ডব দুই কাজিন ভাইরা বছরের পর বছর ধরে সেই সিংহাসনের জন্য যুদ্ধ করেছিল।বর্তমানে সেই সভাগৃহে বিভিন্ন চরিত্রের মানুষগুলোর মুর্তি বানানো । প্রথমেই ছিল কৌরবদের সভাগৃহ যেখানে দুর্যোধন ও তার সিন্ডিকেটরা বসা। দুর্যোধন সহ মোট একশ জন পুত্রের পিতা অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সেখানে বসা ছিল কিনা বুঝলাম না।



কৌরবদের সেই জাঁকজমক পুর্ন সভা কক্ষে বসে আছে দুর্যোধন তার কয়েকজন ভাই এবং কুটবুদ্ধি সম্পন্ন মামা শকুনি।



এর পরেই রয়েছে পান্ডবদের সভাকক্ষ যেখানে কৌরবদের চির শত্রু পান্ডব রাজ যুধিষ্ঠির তার ভাইদের নিয়ে বসে আছে। নিরীহ গোবেচারা রাজা যুধিষ্ঠির কৌরবদের সাথে পাশা খেলায় হেরে যায় ।খেলার শর্তানুযায়ী রাজ্যহারা হয়ে যুধিষ্ঠির ১২ বছর ধরে স্ত্রী দ্রৌপদী আর চার ভাই অর্জুন, ভীম,নকুল আর সহদেবকে নিয়ে বনবাসে ছিলেন।



এটা হলো কৌরবদের প্রতিপক্ষ পান্ডবদের সভাকক্ষ, যেখানে সরলমতি যুধিষ্ঠির তার ভাইদের নিয়ে বসে আছে।মনে হয় বনবাসে যাবার আগের দৃশ্য

আমি মনে মনে ভাবছিলাম কত কোটি টাকাই না জানি খরচ হয়েছিল এই সেটটা বানাতে। সেদিন পেপারে পড়লাম পৃথিবীর সমস্ত দেশের মধ্যে ভারতই হলো একমাত্র দেশ যার এক তৃতীয়াংশ লোকই নাকি গরীব। আর সেখানে টাকার কি অপচয়।যাক এসব কথা ভাবলে আমাদের এত টাকা খরচ করে রামোজী দেখতে আসা বৃথা যাবে। তাছাড়া আমরা বিদেশী পর্যটক ভেবে আর কি করবো যেখানে শত শত ভারতীয় পর্যটকরাই দারুনভাবে উপভোগ করছে সেই ট্যুর।

আমরা প্যাসেজ দিয়ে হেটে হেটে দেখছি দুপাশে তৈরী সেট।অবশ্য তার ভেতরে ঢোকার রাস্তা আটকানো।

যদিও আমি সিরিয়ালটি দেখিনি তবে যতদুর মনে পড়ে কলকাতার অভিনেত্রী রূপা গাংগুলী পান্ডবদের পন্চ ভ্রাতার এক মাত্র স্ত্রী দ্রৌপদীর চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিল দারুন।



মহাভারত সিরিয়ালের করিডোরে আমি



সেই ঝকমকে রাজপ্রাসাদ থেকে বের হয়ে নেমে আসলাম মাটির পৃথিবীতে।

১২টা ৪৫ বাজে, শুরু হয়ে গেছে স্পিরিট অফ রামোজী শো। রামোজীতে নেমেই যেই চত্বরটার সামনে হেল্প ডেস্কে গিয়েছিলাম তার পাশেই ইউরেকা কমপ্লেক্স। ধীরে ধীরে হাজির হোলাম সেই বিশাল ইউরেকা কমপ্লেক্সে।সিড়ি বেয়ে উঠে হাতের বা দিকে সেই হল ঘর যেখানে শুরু হবে স্পিরিট অফ রামোজী শো।



ইউরেকা কমপ্লেক্স

প্রায় এক হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন বিশাল এক শীততাপ নিয়ন্ত্রিত হলে শুরু হলো স্পিরিট অফ রামোজী শো।একদিকে স্টেজ তার উল্টোদিকে গ্যালারীর মত থাকে থাকে উচু হয়ে ওঠা বসার জায়গা।তিল ধারনের জায়গা না থাকা সেই শোতে আমাদের ঢুকতে একটু দেরী হয়েছিল।অনেক কষ্টে বসার জায়গা পেলাম।নাহলে অনেক দর্শকের মত আমাদেরও এক ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান দাড়িয়ে দেখতে হতো। সেই লাইভ শোতে বিভিন্ন পারফর্মাররা একে একে বিভিন্ন সিনেমার জনপ্রিয় নাচ গান করে দেখালো। এ ছাড়াও ভারত বিখ্যাত এ্যক্রোবেট শিল্পীর অসাধারন নৈপুন্যে ভরা এ্যক্রোবেট দেখে সত্যি মুগ্ধ হোলাম। সবশেষে ভারতের জাতীয় সংগীত বন্দে মাতরম গানের সাথে দলীয় নাচ দিয়ে শেষ হলো সেই অসাধারন অনুষ্ঠান।



স্পিরিট অফ রামোজী অনুষ্ঠানের শেষ দৃশ্য



চলবে ...।

ছবিগুলো আমাদের তোলা ....



Click This Link

দ্বীতিয় পর্ব

মন্তব্য ১৩৪ টি রেটিং +৪৩/-০

মন্তব্য (১৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

ইয়ার শরীফ বলেছেন: ভ্রমন পোস্ট অনেক দিন পর পরলাম।
ধন্যবাদ

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

জুন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ইয়ার শরীফ আমার পোষ্টটি পড়ার জন্য :)

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

নেক্সাস বলেছেন: সুন্দর এবং বরাবারের মত মন খারাপ করা পোষ্ট

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

জুন বলেছেন: :( :( নেক্সাস খুবই দুঃখ পেলাম তোমাদের মনে কষ্ট দিয়ে যা আমি কখোনো চাইনা :(
তবুও অশেষ ধন্যবাদ তোমাকে

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

জেমস বন্ড বলেছেন: ভাল লাগলো ভ্রমন কাহিনী পড়ে

প্রথম প্লাস :)


২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

জুন বলেছেন: এটা ভ্রমন কাহিনী না এটা ফ্লিম সিটি ঘুরে বেড়ানো নিয়ে লিখছি জেমস :(
অনেক ধন্যবাদ পড়া আর প্লাসের জন্য :)

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: দারূণ একটা সিরিজ হচ্ছে আপু........অনেক ধন্যবাদ....... :)

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

জুন বলেছেন: দোয়া করো পল্লব আগামীটাই যেন শেষ হয় । তোমাদের মনে হয় অনেক কষ্ট দিচ্ছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: ভারতীয়দের টাকা পয়সা যতই কম থাকুক না কেন শোবিজ আর ক্রিকেটের পেছনে খরচ করতে মনেহয় তাদের কোন কার্পণ্য নেই। অবশ্য এত বিশাল দেশে মুহুর্তের মধ্যেই বাণিজ্যের প্রচারে শোবিজ আর ক্রিকেটটা ভারতীয় কর্পোরেটদের অনেক বড় অস্ত্র :D


+++++++

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

জুন বলেছেন: ঠিক বলেছো কুনো এখনতো শোবিজ আর ক্রিকেট মনে হয় একই সুতোয় গাঁথা।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে সাথে আছো বলে কুনো :)

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

চলতি নিয়ম বলেছেন: +

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ চলতি নিয়ম সাথে থাকার জন্য :)

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

বোকামন বলেছেন:





সম্মানিত লেখক,

শেষ হল রামোজী ফ্লিম সিটি ভ্রমণ !
ভ্রমণের অভিজ্ঞতার পাশাপাশি ইতিহাস তুলে ধরার চমৎকার উপস্থাপন। বিষয়গুলোকে নতুন করে জানতে আরও ভালো লাগলো ! আপনার মত লেখক পর্যটন শিল্পের জন্য আশীর্বাদ স্বরূপ।

এই সাধারন পাঠকের শুভকামনা নিরন্তর জানবেন...

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

জুন বলেছেন: সন্মানিত পাঠক আমি অত্যন্ত দুঃখিত যে এবারেও শেষ করতে পারিনি :(
আশাকরি আগামী পর্বে শেষ করতে পারবো ।
ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা রইলো বোকামন :)

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

মেহেরুন বলেছেন: ভালো লাগলো। চলবে কেন আবার??? পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০

জুন বলেছেন: সত্যিতো মেহেরুন কেন চলবে !! কিন্ত কি করবো শেষ করতে পারছি না যে। সারাদিনের প্রোগ্রাম এত ঘোরাঘুরি কি বোলবো আর।
আগামী পর্বেই শেষ করবো ইনশাআল্লাহ্‌

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: চমৎকার।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উদারজী ভাই সাথে থাকার জন্য :)

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

সৌমেন্দ্র বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য ৩য় পর্বের অপেক্ষাতে ছিলাম। ৪ নং টা কবে পাব??

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাথে আছেন বলে। আগামী পর্বই যেমন হোক শেষ পর্ব হবে রামোজী নিয়ে :)

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

স্পাইসিস্পাই001 বলেছেন: আপু সিরিজটা জমে উঠেছে...... পর্ব বাড়ুক সমস্যা নেই কিন্তু কোন কিছু যেন বাদ না যায় .......

ছবি র সাথে নিখুত উপস্থাপনা পাঠকের মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট...

অপূর্ব সুন্দর ....... চলবে মানে, দৌড়াবে...+++

ধন্যবাদ ... ভাল থাকবেন ... শুভকামনা রইলো ...।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পাইসি সাথে আছো আর উৎসাহিত করছো তার জন্যই লিখে চলেছি ..আশাকরি সামনের পর্বেই শেষ হবে।
সাথে থেকো .....অনেক শুভকামনা :)

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

মুরশীদ বলেছেন: আপনার এত কিছু মনে থাকে কি করে !! আমারতো মনে থাকে না :(
সুন্দর লেখায় অনেকগুলি প্লাস ++++++

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

জুন বলেছেন: কি জানি আমিও ভেবে পাইনা কি করে মনে থাকে বাসায় যেখানে অহরহ জিনিস রেখে খুজে পাচ্ছি না :(
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে :)

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: কৌরবদের সেই জাকজমক পুর্ন সভা কক্ষে বসে আছে দুর্যোধন তার ভাই এবং কুটবুদ্ধি সম্পন্ন মামা শকুনিকে নিয়ে।........পড়ে সেই কুরুক্ষেত্রে র যুদ্ধে চলে গেলাম মনে মনে।পঞ্চপান্ডবদের মধ্যে ভীম ছিল শক্তিশালী তবে অর্জুন ছিলেন অপরাজেয় বীর।দারুণ পোস্ট।খুব ভাল লেগেছে ।অসাধারণ পোস্ট।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

জুন বলেছেন: ঠিক বলেছেন সেলিম আনোয়ার। ভীমের শরশয্যা দেখেছিলাম কি একটা ছবিতে বোধহয় মহাভারত বইটিতেই হবে। রামায়ন মহাভারত বইগুলো সেই হোমারের ইলিয়ড ওডেসির কথাই স্মরন করিয়ে দেয় ।
ভালোলাগলো জেনে আমারও অনেক ভালোলাগলো। আশাকরি শেষ পর্বেও সাথে থাকবেন :)

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

প‌্যাপিলন বলেছেন: অসাধারণ ভ্রমন পোস্ট। সাথেই আছি.. :D :D

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্যাপিলন আপনাকে সাথে আছেন থাকুন আর একবার :)
শুভকামনা অনেক .....

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই পর্বটা স্পেশাল।
মহাভারতের সেটের কথা জানতাম ই না।
তারা তাদের রুপকথাকে এভাবে ধরে আছে, আজই জানলাম।
আরো ছবি দিয়েন এখানকার।

শুভকামনা আপু।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭

জুন বলেছেন: অনেক ধন্যবাদ দুর্জয় আছো এখনো বলে :)
মহাভারত কি রূপকথা না কি মিথ !! এখানেইতো হিন্দু দেবতা কৃষ্ণের বানীগুলো নিয়েই তাদের ধর্ম গ্রন্হ গীতা লেখা হয়েছে বলে জানি।
তোমার জন্যও অনেক শুভকামনা :)

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

সোনালী ডানার চিল বলেছেন:

সুন্দর পোষ্ট, ছবির সাথে চমৎকার বর্ণনা পোষ্টকে মোহনীয় করে তুলেছে!!
ভালো লাগা জানিয়ে গেলাম................

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সোনালী ডানার চিল সাথে আছেন প্রথম থেকেই :)

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

বিডি আমিনুর বলেছেন: বরাবরের মত সুন্দর +++
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

জুন বলেছেন: বরাবরের মত আপনাকেও অনেক অনেক ধন্যবাদ বিডি আমিনুর :)

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট পড়লাম। বরাবরের মতো দারুণ!

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

জুন বলেছেন: আমিও অনেক দিন পর ব্লগে তোমাকে দেখলুম চাটিকিয়াং রুমান।
আশাকরি ভালো আছো অনেক।উৎসাহে ভরা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
সাথে থেকো আগামী পর্ব পর্যন্ত ....।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

অথৈ সাগর বলেছেন:
হনুমান দেবতার সাথে আপনার ছবিটা দারুন হয়েছে। লেখায় অসংখ্য +++++

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

জুন বলেছেন: পোষ্ট ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো অথৈ সাগর। অনেক ধন্যবাদ সেই সাথে। কি এক সিরিজ লেখা নিয়ে বসেছি কারো পোষ্টেই যেতে পারছি না :(
সমুদ্র ভালোবাসি তবে কিনারায় বসে .......

২০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

লেখাজোকা শামীম বলেছেন: আপনার এই ভ্রমণ কাহিনীটা পড়ছি। একদিন নিশ্চয়ই এখানে যাব। তখন আপনার মতো একটা ভ্রমণ কাহিনী লিখব।

এত চমৎকার ভ্রমণ কাহিনীর জন্য অজস্র ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

জুন বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম লেখাজোকা শামীম ভাই :)
পড়ছেন জেনে অনেক ভালোলাগলো। তবে আপনি আমার সাবমেরিন মিউজিয়াম পোষ্টটা দেখতে পারেন । ঐ সাবমেরিনটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের নৌ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল ।
অনেক ধন্যবাদ সাথে আছেন আর শেষ পর্ব পর্যন্ত থাকবেন আশাকরি..

২১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

আরজু পনি বলেছেন:

আমব্রেলা গার্ডেনে যাইয়া নাচতে ইচ্ছা করতেছে :P

ছবিগুলো দারুন হইসে।

যে কয় পর্বই হোক...চলুক..ভালো লাগছে সিরিজটা।
১৪ নম্বর প্লাস।।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

জুন বলেছেন: অবশ্যই নেচে আসতে পারেন আরজুপনি ।তবে ওখানে নাচতে হলে পর্যটক নয় নায়িকা হতে হবে :)
অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবসময় ......

২২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

বোকামন বলেছেন: ওহ! অনুষ্ঠানের শেষ দৃশ্য !!
আমি মনে করেছিলাম এখানেই রামোজী ফ্লিম সিটি পর্বের শেষ। (দু:খিত)

পরের পর্বের আশায় রইলুম।

০২ রা মে, ২০১৩ রাত ১০:১২

জুন বলেছেন: আপনাকে আরেক পর্ব পর্যন্ত কষ্ট দেবার জন্য আমি আন্তরিক দুঃখিত বোকামন :(
আমিও চাইনি এত লম্বা করে লিখে আপনাদের বিরক্তি উৎপাদন করতে। কিন্ত উপায় ছিলনা গোলাম হোসেন :(
সাথে থাকবেন আর একবার সেই আশায় রইলুম :)

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

টেকনিসিয়ান বলেছেন: ১৫নং + চিহ্নটি আমার ;)

অচেনা কোন এক দেবতা ? দেবতার নাম মনে হয় 'বিষ্ণু'।

সেই যে ৬৫০রুপি (১০০০টাকা) দিয়ে প্রবেশ করলেন আর এতকিছু দেখলেন!! না জানি ৪র্থ পর্বে আরো কত কিছু আছে আমাদের জন্য।

এতক্ষণ ধরে উপোস ঘুরোঘুরি নাকি আমাদের নাজানিয়ে কিছু খেয়ে ফেলেছেন :P ভাইয়া এতক্ষণ ধরে সিগারেট ফুঁকতে পারছে না বলে মন খারাপ হচ্ছে :(
নেক্সাস ভাইয়ের মত আমারো বলতে ইচ্ছে করছে "বরাবারের মত মন খারাপ করা পোষ্ট"।

০২ রা মে, ২০১৩ রাত ১০:৫০

জুন বলেছেন: ১৫ নং প্লাসের জন্য একরাশ ধন্যবাদ টেকনিসিয়ান।
অচেনা দেবতার নাম কৃষ্ণ এটা জানিয়েছে ব্লগার সিদ্ধার্থ । সে যেহেতু সনাতন ধর্মের সুতরাং এতে কোন সন্দেহ নেই।
খেয়েছি একটু পরে আরো কিছু মিছু দেখে। দারুন একটা রেষ্টুরেন্টে, নাম দিল সে
তার সিগারেটের শোকে দেখি আপনি মূহ্যমান :(
অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাকে :)

২৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সাজিদ ঢাকা বলেছেন: আহ আরেকটা পর্ব , , মহাভারতের সেটটা অস্থির , কিভাবে সম্ভব ?? পোষ্টে +++++

০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৩

জুন বলেছেন: সত্যি অসাধারণ বানিয়েছে সেটটা। খুব সুক্ষ কারুকাজ করা দেখার মত। অনেক অনেক ধন্যবাদ সাজিদ ঢাকা বরাবরের মত সাথে আছেন বলে।

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

শ্যাম সুব্রত বলেছেন: ++

০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৫৪

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্যামসুব্রত আপনাকে :)

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

এম এম কামাল ৭৭ বলেছেন: ভাল লাগলো। +

০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৫৭

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক ভালোলাগা এম এম কামাল৭৭ ।
সাথে আছেন বলে অনেক ভালোলাগছে:)
শুভকামনা

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সিদ্ধার্থ. বলেছেন: যখনি দেখবেন হাতে সুদর্শন চক্র ।আর গায়ের রং নীল্ ।তখন ভাববেন আপনি কৃষ্ণের সামনে দাড়িয়ে আছেন ।
"বন্দেমাতরম" আমাদের জাতীয় মন্ত্র ।আর "জন গণ মন" হল জাতীয় সঙ্গীত ।

চলুক ।++

০৭ ই মে, ২০১৩ রাত ১০:১৮

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সিদ্ধার্থ আপনার এই গুরুত্বপুর্ন তথ্যটির জন্য যা আমি পোষ্টে উল্লেখ করে দিয়েছি। আমি জানি কৃষ্ণের গায়ের রং নীল তাছাড়া মহাভারতে অর্জুনের সারথী ছিলেন তিনি ওনার উপদেশগুলো নিয়েই তো আপনাদের গীতা লেখা হয়েছে তাইনা ?? জাতীয় সঙ্গীতের ব্যাপারটি ভুল করার জন্য দুঃখিত।
আবারো ধন্যবাদ জানাই প্রথম থেকে সাথে থাকার জন্য।

২৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

শায়মা বলেছেন: বাহ আপুনি!!!!!!!!!!!!


আমরাও ঘুরে এলাম!!!!:) :) :)

০৭ ই মে, ২০১৩ রাত ১০:১৯

জুন বলেছেন: ঘুরে আসলে কই শায়মা কোথায় গিয়েছিলে জানি না তো !!
অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা।

২৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১

েবনিটগ বলেছেন: জটিলস

০৭ ই মে, ২০১৩ রাত ১০:২০

জুন বলেছেন: সেই প্রথম থেকে আমার সহযাত্রী আপনি । অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩০| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, সুন্দর খুব।
বড় হলে যাবো :) ||

০৭ ই মে, ২০১৩ রাত ১০:২১

জুন বলেছেন: আচ্ছা তাই নাকি ইমরাজ কবির মুন! বড় হলে অবশ্যই যাবেন সেই কামনায় …সাথে আছেন বলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইস! কবে যে স্বীয় স্ত্রীগনকে সাথে লইয়া, সেই ছাতা বাগানে গিয়া নাচা গানা করিতে পারিব!!!! :P :P (স্ত্রী গন না হইলে মোঘল ভাবটা জমে না ;))

এত কম লিখেন কেন আপু! মন ভরে না তো! আরো বেশি লেখা ও ছবি চাই। :P :P :D :D

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৮

জুন বলেছেন: স্ত্রীগন হলে তখন আর তাদের নিয়ে নাচা গানা করতে মন চাইবে না কাল্পনিক। তখন মনে হবে ঘরকা মুরগী স্ত্রী না হয়ে অন্য কেউ হলে নাচাগানা করা যাইতো :P
আসলে এই পর্বটা বেশী ছোট হয়ে গেছে।আরেকটু বড় করা যেত।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

অ্যানোনিমাস বলেছেন: আমার প্রাণপ্রিয় জুনাপুনিমনিটা, খুউউউউউউউউউউউউউউউউউউউউউউভব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্ব, ভাল্লাগ্লো। কোটি কোটি প্লাস দিয়ে গেলাম :!> :!> :!>

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪০

জুন বলেছেন: :-* :-* :-* :-*

৩৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

অর্ণব আর্ক বলেছেন: আমরা অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। কাজে কিংবা অকাজে, আড্ডা দিতে কিংবা নিছক সময় কাটাতে যেখানেই যাইনা কেনো এভাবে যদি লিখতে থাকি তাহলে বাংলার আন্তর্জালিক পরিমণ্ডলটা যেমন সমৃদ্ধ হয় তেমনি আমরা যারা কম জানি তাদেরও সুযোগ হয় নতুন কিছু জানার। B:-)
অন্যদিকে লেখাচোর ভ্রাতা ও ভগ্নিগণের সামনেও কুম্ভীলকবৃত্তির দ্বারা হয়ে যায় অবারিত। :-B
তাই চলুক এই রামোজিকথন। ভ্রমণকাহিনী আর ছবির সমন্বয়ে পোস্টা মন্দ হয়নি।
শেয়ার দিলাম। =p~

০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৩০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অর্নব সুন্দর এই কমেন্টে... আমি চেষ্টা করি একটুখানি নিজে যা দেখেছি তা তোমাদের সাথে শেয়ার করতে। জানিনা কতটুকু সফল।
ভালোলাগা আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ :)
এবার সামুর প্রবের জন্য ছবি দিতে পারি নি মনের মত করে। তারপরও চেষ্টা করেছি।

৩৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

মোঃমোজাম হক বলেছেন: অচেনা কোন এক দেবতাকে মনে হচ্ছে কৃষ্ণ হবে :)

খুব ভাল লাগছে,সামুর এই খরা মরশুমে আপনার লেখাটা মেঘ না চাইতেই বৃষ্টির মতো।

০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৩৬

জুন বলেছেন: হু কৃষ্ণই মোজাম ভাই। উপরে সিদ্ধার্থ কনফার্ম করেছে। আমারও মনে হয়েছিল কিন্ত কনফার্ম না হয়ে আমি কিছু লিখতে ভয় পাই।
সামুর খরা এখন মরুভুমি। অনেক কষ্টে শেষ পর্বটা দিলাম ।
সাথে আছেন বলে অসংখ্য ধন্যবাদ আপনাকে:)

৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বাসে বসেও ঝর্ণার ছবি অনেক সুন্দর তুলেছেন। টাইমিং হয়েছে অসাধারণ। আর বিবরণ ছবি সবই আপনার গুণে উজ্জ্বল।

জুনাপু এর পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৪৭

জুন বলেছেন: বাস আস্তে আস্তে চলছিল আবার ঐ ফোয়ারাটার পাশে এসে টার্ন নিচ্ছিল তাই তুলতে পেরেছি সজিব।
সাথে আছো খুব ভালো লাগছে। বিভিন্ন কারণে জবাবগুলো দিতে দেরি হলো বুঝতেই পারছো কারণ।
শুভকামনা অনেক :)

৩৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লাগলো!

০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫০

জুন বলেছেন: আপনি কোথাও যাবেন না তারপর ও মনে করে এখানে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমি কোথাও যাবো না :)

৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

সুপান্থ সুরাহী বলেছেন:
ছবিগুলো দেখা আর টেক্সট পাঠ সবমিলিয়ে ভাল একটা টিউটোরিয়াল হয়েগেল...

তবে ভারতীয়রা নিজেদের প্রকাশের মত্ততায় আছে সো একতৃতীয়াংশ দরিদ্র নিয়ে ডেমকেয়ার!

০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৫৭

জুন বলেছেন: ঠিকই বলেছো সুপান্থ। ভালো আছো নিশ্চয় নতুন মেহমানকে নিয়ে।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

৩৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

সায়েম মুন বলেছেন: সুন্দর। আপনার পোস্টের মাধ্যমে নতুন একটা বিদেশী জায়গা দেখছি। খুব ভাল লাগলো। আরও শেয়ার করুন।

০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৫৯

জুন বলেছেন: হু করবো তবে মুন আমি এই মর্জিনা ব্রাউসারে কেমন যেন অভ্যস্ত নই। লিখতে ইচ্ছে করে না । নাকি সামুর প্রবের জন্য বুঝতে পারছি না :(
অনেক অনেক ধন্যবাদ সাথে আছো তাই।

৩৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

চিমা মস্তকে হুল হুল বলেছেন: যদিও আমি সিরিয়ালটি দেখিনি তবে যতদুর মনে পড়ে কলকাতার অভিনেত্রী রূপা গাংগুলী পান্ডবদের পন্চ ভ্রাতার এক মাত্র স্ত্রী দ্রৌপদীর চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিল দারুন।

আপনার জানায় একটু ভুল আছে
রুপা গাঙ্গুলী যেটাতে অভিনয় করেছেন সেটা কলকাতার সিরিয়াল
সেটার নাম "দ্রৌপদী"

আর এটা আদি আসল মহাভারত। ডিডি-১ এ দেখাত।
আমাদের বাড়ি বডার্রের কাছে হওয়ায় ডিডি-১ এমনিই ধরতো
ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন।
আর ছবিতে যে কৌরবরা বসে আছে এগুলো আসল মানুষ নাকি ডামি??

কিছু মনে করবেন না, ছোট ভাই হিসেবে যাষ্ট কৌতুহল
আপনি এ পর্যন্ত কত দেশে গেছেন?? এবং দেশগুলো কি কি??


আমনার প্রতি আবারও হিংসা
মন খারাপ করে দেওয়া পোষ্ট

০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:০৪

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ চিমা মস্তকে হুল হুল আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য। এই মহাভারত যেটায় রুপা গাংগুলি দ্রৌপদী সেজেছিল সেটা আমি জানি যতদুর তা ১৯৮৮ সালে শুরু হয়ে শেষ হয়েছিল ১৯৯০ সনে । বি আর চোপড়া পরিচালিত এই সিরিয়ালতো অনেক জনপ্রিয় । আমি জানি না আপনি কোনটার কথা বোলছেন।
কৌরব পান্ডব সব ডামি ।
আমি এ পর্যন্ত ১০/১২ টা দেশে গিয়েছি খুব একটা বেশি নয় :)
হিংসা করা ভালু না :(

Click This Link

৪০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: ইস মহাভারতের সেটে প্রবেশ আমার। এই ছবিটাতে কাকে যেন দেখা যাচ্ছে !

০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১৪

জুন বলেছেন: কাকে দেখা যাচ্ছে ঘুড্ডি মহাভারতের সেটে ?? পান্ডব না কৌরব অধীপতি কে সে !!
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে :)

৪১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

অ্যানোনিমাস বলেছেন: অর্নবের সাথে একমত। জুনাপির ভ্রমণ পোস্টগুলো অনেক কাজের এবং শিক্ষামূলক।

০৯ ই মে, ২০১৩ সকাল ১০:০২

জুন বলেছেন: এই পোষ্ট থেকে কি শিখলে আবার !! সিনেমা বানানো :P
শুভকামনা রাশি রাশি :)

৪২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বরাবরের মতই চমৎকার !

ইয়ে মানে, আমাগো দুর্যোধন কই ?? ;)

০৯ ই মে, ২০১৩ সকাল ১০:০৪

জুন বলেছেন: অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার কিমতি সময় থেকেও যে এসে কিছু বলে গেলেন :)
সব ডামি সব সব ....

৪৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১০

ফারিয়া বলেছেন: ভালো লেগেছে আপু! B-))

০৯ ই মে, ২০১৩ সকাল ১০:০৫

জুন বলেছেন: ভালোলাগার কথা শুনে আমারো অনেক ভালোলাগলো ফারিয়া :)

৪৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

ভিয়েনাস বলেছেন: আপনার সাথে আমাদেরও ভ্রমন হয়ে যাচ্ছে , ইয়ে মানে আপনার পোস্ট পড়ার সাথে সাথে :D

০৯ ই মে, ২০১৩ সকাল ১০:০৮

জুন বলেছেন: ভালোতো ভিয়েনাস, ভালো না ? বিনা কষ্টে ঘুরে বেড়াচ্ছেন ভালৈত :)
আর আমি কত কষ্ট করে /:)
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য :)

৪৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: জুন,
রামোজী নিয়ে একটা বর্ণাঢ্য "মহাভারত" ই লিখে ফেলেছেন যেন ।

ইতিহাসের খানিকটা "আমব্রেলা" দেয়াতে লেখাটি উপরের " ফুল বাগান"টির মতোই "পাঠনন্দন" হয়েছে ।

সকালের শুভেচ্ছা দিয়ে যাচ্ছি ........

০৯ ই মে, ২০১৩ সকাল ১০:১০

জুন বলেছেন: খুব সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

দোয়া করবেন যেন কোনদিন একটা মহাভারত লিখতে পারি, তবে এই জমানার কাহিনী নিয়ে :)

৪৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭

লাবনী আক্তার বলেছেন: সুন্দর! আমার আরও অনেক অনেক ছবি দেখতে ইচ্ছে করছে।

০৯ ই মে, ২০১৩ সকাল ১০:১৩

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লাবনী আক্তার আপনাকে সাথে থাকার জন্য :)
ছবি আমারো দিতে ইচ্ছে করে কিন্ত পোষ্ট কথায় না ছবিতে ভারী হয়ে যায় :(

৪৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

ত্রিশোনকু বলেছেন: ভাল লাগছে।

ছাতা বাগান সেইরাম।

জগের ফোয়ারা ক্ষাতিস।




দূর্যোধনরে কই পাইলা হনুমাঞ্জিতে?

সে তো অহন ডাহাৎ।

শালির সাথে ফষ্টি নষ্টি করতেছে। শালিরে ছাইড়া সহজে ইন্ডিয়াৎ ফেরৎ যাইবো বইল্লা মনে হয় না।



গত পর্বে কইছিলা এই পর্বে শ্যাষ করবা। কর্লানা।

আম্লীগ-বিম্পি- কুহাঙ্কার।

০৯ ই মে, ২০১৩ সকাল ১০:১৬

জুন বলেছেন: ভালোলাগলো বলে আমারও খুব ভালোলাগলো ত্রিশোন্কু :)
ছাতার বাগানটা সত্যি সুন্দর, জগের ফোয়ারা টাও খুব সুন্দর সামনে থেকে।
ডামি হয়ে বসা দুর্যোধন সভায় ।
পারলামনা শেষ করতে সেজন্য অনেক দুক্ষ :(

৪৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

ওবায়েদুল আকবর বলেছেন: জুন আপু আপনার পোস্টের একজন পাড় ভক্ত আমি কিন্তু এই পর্বটা দেখেও এর আগে ঢুকিনাই দেখে আফসোস করলাম। তবে এখন একসাথে সব পড়ে কমেন্ট করতে বসছি। চরম ভালো লাগছে। রামুজিতে যে এত কিছু আছে সেটা জানতামনা। ধন্যবাদ দিয়ে আর ছোট করবনা।

তবে কিছু তথ্য যোগ করতে চাই। এটা সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও কিন্তু ইন্ডাস্টৃ নয় এবং তাই হলিউডের সাথে এর তুলনা চলেনা। আয়তনেও হলিউড অনেক বিশাল এর চেয়ে। হলিউড হল একটি জেলা শহর যেখানে রাস্তাঘাট, আবাসস্থল, অফিস এমনকি প্রশাসনিক কার্যপ্রণালী সম্পাদনের জন্য আলাদা সরকার কর্তৃক অনুমোদিত প্রশাসনিক কাঠামো আছে। রামোজির মোট আয়তন যদি হয় ১৬০০ একর তাহলে হলিউডের আয়তন সেই তুলনায় আরো বিশাল ৭৯ বর্গমাইল বা ১৯০০০ একরের চেয়েও বেশী। হলিউডের বাইরেও বিশাল এলাকা জূড়ে এর বিভিন্ন স্টুডিউগুলি অবস্থিত এবং তার আয়তন আবার হলিউডের চেয়েও অনেক অনেক গূণ বড়। তাই রামুজির সাথে ইউনিভার্সাল বা প্যারামাউন্টের তুলনা হতে পারে হলিউডের না। ইন্ডিয়ান গাইড তো, চাপার উপরে আপনাদের ভাসিয়ে নিয়ে গেছে। তবে শুধু চাপায় ঠকা বিনোয়োগের টাকাটার পুরাটাই লাভ। আমার ইচ্ছা আছে বছর দুই তিনের মধ্যে ওখানে যাবার। আপনার পোস্ট তখন ভীষণ কাজে দিবে।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

জুন বলেছেন: Click This Link
আমি শুধু গাইডের চাপাবাজির উপর ভরসা করে লিখি নি ওবায়দুল ভাই।এব্যাপারে আমিও নিজেও কনফিউজড থাকায় বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য/উপাত্ত নিয়েছি। চেষ্টা করেছি সবসময় সঠিক তথ্য পরিবেশনে। তারপরও আমি যেহেতু হলিউড দেখিনি তখন আর কিছু বলার নেই আমার।
ওখানেও স্কুল, কলেজ, ব্যাংক ছাতাও একাধিক বিভিন্ন তারকাখচিত হোটেল প্রশাসনিক ভবন, কর্মচারীদের বাস ভবন সহ অনেক অনেক কিছু আছে।
উপরের লিংক ছাড়াও আপনি একটু কষ্ট করে গুগুলে সার্চ দিয়ে দেখে আমাকে জানাবেন।আমার জানারও ভুল থাকতে পারে ওবায়দুল ভাই।
পোষ্ট পড়া আর সুচিন্তিত মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৪৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

জুন বলেছেন: সাভারের মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে আজ কারো মন্তব্যের উত্তর দিতে পারছিনা বলে অত্যন্ত দুঃখিত।

০৯ ই মে, ২০১৩ রাত ১০:৩৯

জুন বলেছেন: যারা বেচে আছেন তাদের প্রতি রইলো সহমর্মিতা সমবেদনা,
আর মৃতদের আত্মা চির শান্তি লাভ করুক সেই কামনায়। অনেক কষ্টের মৃত্যু ।

৫০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

বটবৃক্ষ~ বলেছেন: বিশাল অপচয়!!
পৃথিবীর সমস্ত দেশের মধ্যে ভারতই হলো একমাত্র দেশ যার এক তৃতীয়াংশ লোকই নাকি গরীব। আর সেখানে টাকার কি অপচয়।যাক এসব কথা ভাবলে আমাদের এত টাকা খরচ করে রামোজী দেখতে আসা বৃথা যাবে। তাছাড়া আমরা বিদেশী পর্যটক ভেবে আর কি করবো যেখানে শত শত ভারতীয় পর্যটকরাই দারুনভাবে উপভোগ করছে সেই ট্যুর।

ওরা মিডিয়াতে যে ইন্ডিয়াকে প্রেজেন্ট করে, বাস্তবে ইন্ডিয়ার ইনসাইড স্টোরি ফার ফার ডিফরেন্ট!! শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে জাতে উঠার চেষ্টা করছে!! ফুহ!!! :-P :-P :-P

০৯ ই মে, ২০১৩ রাত ১০:৩৬

জুন বলেছেন: না বটবৃক্ষ ওরা অনেক বিষয়ই অনেক উন্নতি করেছে। হায়দ্রাবাদের সাইবার সিটি ছাড়াও ব্যাংগালোর কলকাতা দেখার মত উন্নতি করেছে বিশেষ করে ওদের অবকাঠামোগত উন্নতি চোখে পরার মত। মিথ্যা বলতে আমি রাজি নই। আমি তো কমপক্ষে ১৫/২০ বার গিয়েছি আর এ মাথা থেকে ও মাথা হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত দেখেছি।কিছু সীমাবদ্ধতা হয়তো আছে তবে ঢালাও ভাবে আমি কিছু বলতে চাই না।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে :)
পরের পোষ্ট অর্থাৎ শেষ পোষ্টেও আপনাকে সাথে পাবো আশা করি :)

৫১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

সোহাগ সকাল বলেছেন: এই পর্বটাও পড়া এবং দেখা হয়ে গেল। বরাবরের মতই চরম!

আগামীতে আবার গেলে আমাগোরে নিয়া যাইয়েন। :(

০৯ ই মে, ২০১৩ রাত ১০:৪২

জুন বলেছেন: ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো।
আপনিও ভালোথাকুন অনেক, শুভরাত্রি :)

পরের পর্বটাতেও সাথে পাবো আশা করি সোহাগ সকাল :)

৫২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

ওবায়েদুল আকবর বলেছেন: আরে লিংক দেখতে হবেনা। আপনার প্রথম পোস্টেই যে নাফিজ ঐ লিংক দিয়েছিল সেটা দেখেছি। গিনেস রেকর্ডে কোন ভূল নেই। আসলেই রামুজি সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও যেখান থেকে একটা পূর্নাঙ্গ ফিল্মই বানিয়ে আনা সম্ভব। কিন্তু আমার বক্তব্য ছিল রামুজি আর হলিউড একনা। আসলে কিভাবে বুঝাই।

ধরেন সাভার ইপিজেড এর কথাই। ঐখানে অনেকগুলো ইন্ডাস্টৃ নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠেছে এবং সেখানকার একটা ইন্ডাস্টৃর নাম কুদ্দুস জুট মিল। আবার নারায়নগন্জে আছে অধুনা আদমজী জুট মিল। এখন সাভারে যেমন স্কুল, কলেজ আছে আদমজীতেও ছিল। কিন্তু সবচেয়ে বড় পাটকল বা কারখানা বলতে কি সাভার ইপিজেডের সাথে আদমজীর তুলনা চলে। তুলনা হতে পারে কুদ্দুস জুট মিলের সাথে। হলিউড, বলিউড হল ইপিজেডের মত আর রামুজি, ইউনিভার্সাল হল আদমজী বা কুদ্দুস জুট মিলের মত। হলিউডে, বলিউডে আছে রামুজির মত অগণিত ছোট বড় স্টুডিও যাদের নিজস্ব শ্যুটিং স্পট, হোটেল, কোয়ার্টার, স্কুল, কলেজ, এডিটিং প্যানেল, পোস্ট প্রোডাকশন ইউনিট। এদের অনেকেই একদম টোটাল স্বয়ং সম্পূর্ণ স্টুডিও যেখান থেকে আপনি টোটাল ফিল্ম বানিয়ে বের হয়ে আসতে পারবেন আবার অনেকে হয়ত কোন কোন ব্যাপারে অন্য স্টুডিওর উপর নির্ভরশীল। আবার অনেক স্টুডিও আছে হলিউড, বলিউডের বাইরে অবস্থান করেও এখান থেকে মুভি রিলিজ করাচ্ছে। এখন হলিউড, বলিউডের সাথে মুভি স্টুডিওগুলোর পার্থক্য কি?

আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে যেটুকু সেটুকুই বলছি জানিনা কতটুকু ঠিক তারপরও চেষ্টা করি। একটা স্টুডিও একটি ছবির মেকিং, পরিকল্পনা, মূলধন যোগান, বিপণন এবং ব্যবসায়িক ঝুকি গ্রহণ করে আর হলিউড, বলিউড এবং ঢালিউড হল এক একটি প্রতিষ্ঠান যেগুলো স্টুডিওগুলোর জন্য তাদের ছবিমুক্তির জন্য একটি প্ল্যাটফর্মের মত ব্যাবহার হচ্ছে বিনিয়োগকৃত অর্থ মুনাফাসহ ঠিকঠাকভাবে ফিরিয়ে আনার জন্য। যেই প্ল্যাটফর্মের ব্র্যান্ড ভ্যালু যত বেশী তার মুনাফা তুলে আনার ক্ষমতাও বেশী। এক্ষেত্রে হলিউডের সাথে কারো তুলনাই চলেনা আর আমাদের ঢালিউড সবচেয়ে দুর্বলদের কাতারে। এর চেয়ে ভালো ভাবে বুঝানো আমার দ্বারা সম্ভবনা। তাই ভূল বুঝাবুঝির সম্ভাবনা থাকলেও করার কিছু নাই। আগাম মাফ চাওয়া ছাড়া।

জুন আপু পোস্ট টা যে কত ভালো লাগছে বলে বুঝাতে পারবনা। আপনি কেমনে ভাবলেন আপনার জ্ঞানবুদ্ধির উপর আস্থা না রেখেই এই কমেন্ট করছি। ভ্রমণ বিষয়ে আপনার লেখাকে আমি রেফারেন্সের মতই জ্ঞান করি। আমার সামর্থ্যে কুলালে আমি কিন্তু যাচ্ছি রামুজিতে এবং তাও আপনার এই লেকখার জন্যই।

আর একটা কথা আমি আপনার অনেক ছোট। আমাকে তুমি বলতে পারেন নির্দ্বিধায়। ভাইয়া বলে ছোট করবেন না প্লীজ।

১০ ই মে, ২০১৩ রাত ১০:০৪

জুন বলেছেন: না ওবায়দুল আকবর আমি কিছু মনে করি নি । কারণ এই কনফিউশনটা আমারও ছিল। তাছাড়া আমি তো আর হলিউড দেখিনি তাই তুলনা করার কোন সুযোগ আমার ছিল না। পরে নেট ঘেটে গিনেজ এর সার্র্টিফিকেট দেখে কনফার্ম হোলাম।
অবশ্যই যাবেন রামোজী হায়দ্রাবাদ গেলে দেখে আসবেন। সমস্যাতো নেই। কত লোক দেখলাম একা একা ঘুরে বেড়াচ্ছে।
সাথে ছিলেন বলে অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্বেও থাকবেন আশা করি ।

৫৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

শিরিষ গাছ বলেছেন: ভালো লাগল :)

১০ ই মে, ২০১৩ রাত ১০:০৪

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক ভালোলাগা শিরিষ গাছ :)

৫৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

ফারজুল আরেফিন বলেছেন: প্রথমেই ছিল কৌরবদের সভাগৃহ যেখানে দুর্যোধন ও তার সিন্ডিকেটরা বসা। দুর্যোধন সহ মোট একশ জন পুত্রের পিতা অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সেখানে বসা ছিল কিনা বুঝলাম না। =p~ =p~

৩৬তম+++++

ছোটবেলায় মহাভারতের অনেকগুলো পর্ব দেখেছিলাম - প্রায় সম্পূর্ণ মহাভারত! এখনো মনে আছে কিছু কিছু।

দারুণ একটা চমৎকার সিরিজ চলছে, পর্বগুলো সত্যিই অসাধারণ।
শুভকামনা সবসময়.....। :)

১০ ই মে, ২০১৩ রাত ১০:০৯

জুন বলেছেন: হু কৌরব আর পান্ডবদের সভা পাশাপাশি তৈরী ফারজুল। খুব চাকচিক্যময় অপরূপ সেট। দেখার মত এবং নিখুত করে বানানো।এর জন্যই মনে হয় না ভেঙ্গে রেখে দিয়েছে।
এ সিরিজ টা শুনলাম ১৯৮৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত চলেছিল দুরদর্শনে।
শুভকামনা তোমার জন্যও :)

৫৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: গল্প আর সাথে ছবি আমারতো সেই সিটি দেখাই হয়ে যাচ্ছে... ধন্যবাদ আপু...

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

জুন বলেছেন: ভালইতো তুহিন নির্ঝঞ্জাটে সিটি দেখা হলো :)
সাথে আছো আরেকটা পর্ব যেটা শেষ সেটা দিয়েছি সময় হলে দেখে নিও কেমন।
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ।

৫৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ফুল গাছ দিয়ে বানানো অপুর্ব সেই আমব্রেলা গার্ডেন ...খুব সুন্দর দেখলেই মনে হয় স্বর্গীয় দৃশ্য অবলোকন করছি।

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

জুন বলেছেন: সত্যি সুন্দর সে বাগান দেখার মত সেলিম । আর মেইন্টেনেন্স ও করে নিয়মিত। স্যাংচুয়ারী গার্ডেনটাও দেখার মত।
আবার এসেছেন বলে অনেক ধন্যবাদ আপনাকে :)

৫৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

মামুন রশিদ বলেছেন: চমৎকার ইনফরমেটিভ এন্ড ইন্টারেস্টিং পোস্ট । আগের পর্বগুলো মিস করেছি । ঐগুলোও পড়বো ।


আপু, আপনি কি জোনাকি'র মতোই উড়ে উড়ে বেড়ান ?

ভালো লাগলো । শুভ কামনা ।

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

জুন বলেছেন: মজার কথা বলেছেন জোনাকির মত না ভাই তবে পাখির মত ঊড়ে বেড়াতে ইচ্ছে করে দূর দূর আরো দূরে নির্জন কোন প্রান্তরে । যেখানে কোন কোলাহল নেই কোন ঈর্ষা দ্বেষ । জানি না এমন কোন জায়গা আছে কি না ?
ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা মামুন রশিদ :)

৫৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

শিশির সিন্ধু বলেছেন: মনটা খারাপ কিন্তু তারপরেও ভালো লাগলো

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

জুন বলেছেন: আমারো মনটা অনেক খারাপ ছিল রাজনৈতিক ডামাডোলে আর বিপর্যয়ে।উত্তর দিতে দেরী হলো ।
ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ শিশির সিন্ধু ।

৫৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

মেহেরুন বলেছেন: কেমন আছেন আপু?? Click This Link

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

জুন বলেছেন: আছি কোনরকম মেহেরুন। সামু বন্ধ ছিল লগ হতে পারি না । নিজের পোষ্টে মন্তব্যের জবাব দিতে পারি না কারো পোষ্টে যেতে পারি না । কি বিতিকিচ্ছিরি অবস্থা :(
যাবো

৬০| ০২ রা মে, ২০১৩ রাত ৯:৫১

বাঘ মামা বলেছেন: হুম আপু.....

১২ ই মে, ২০১৩ রাত ৯:৫৩

জুন বলেছেন:
হালুম বাঘ মামা :)
কি খবর ভালো নিশ্চয় :)

৬১| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৬

শোশমিতা বলেছেন: বরাবরের মতই অসাধারণ!
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

১২ ই মে, ২০১৩ রাত ১০:৩৮

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শোশমিতা আপনাকে
পরের পর্ব দিয়েছি তো বেশ কিছুদিন হলো ।
শুভরাত্রি :)

৬২| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

সিদ্ধার্থ. বলেছেন: হ্যা ।অর্জুন যুদ্ধ করতে ভয় পাচ্ছিল ।আর মানবতার বুলি ঝরছিল ।যুদ্ধে তার প্রতিপক্ষ সব আত্বীয় ,সে ক্যামনে যুদ্ধ করে ?শেষ মেষ শ্রী কৃষ্ণ তারে মানব জীবন সন্মন্ধে জ্ঞান দান করেন ।সেই জ্ঞান গুলো আবার উপনিষদের কপি পেস্ট ।তো শেষে অর্জুন বুঝতে পারে ,এবং যুদ্ধ করে ।

১২ ই মে, ২০১৩ রাত ১০:৪১

জুন বলেছেন: আমি জানি এ বিষয়টা সিদ্বার্থ :)
তারপর অনেকে জানবে ভালৈ হলো ।
অনেক ধন্যবাদ আপনাকে :)

৬৩| ১০ ই মে, ২০১৩ সকাল ১০:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অফলাইনে পড়ছিলাম ++

১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৩

জুন বলেছেন: যাক অফ লাইন হোলেও পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মাসুম ১৪ :)

৬৪| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

শিপু ভাই বলেছেন:
বরাবর++++++++++++++

১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৫

জুন বলেছেন: বাব্বাহ শিপু ভাই কত্তগুলো প্লাস :)
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

৬৫| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: তাজমহল চাই না, কেউ যদি ফুল দিয়ে ঐ রকম একটা ছাতা বাগান বানায়েয়া দিত :!>

ওহ এটা তো জুন আপ্পি র পোস্ট +++++++++++++++++++++++++++++++++ না দিয়ে জাবার উপায় নাই ...।।
:)

১৩ ই মে, ২০১৩ রাত ৯:৪৮

জুন বলেছেন: বলেন ছাতা বাগান কেন রামোজির সবগুলো বাগান বানিয়ে দেবে আমাদের ভাই কি মনে করেছেন শুনি :-*
একবার আবদার করেই দেখুন কি হয় :)

এত্তগুলো প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ মনিরা সুলতানা :#>

৬৬| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: উরেকা কম্লেক্স চমৎকার। ভাল লাগছে

১৩ ই মে, ২০১৩ রাত ৯:৫৮

জুন বলেছেন: আমাদের ও ভালোলেগেছিল সেলিম আনোয়ার :)
আপনিতো অনেকগুলো পোষ্ট দিয়েছেন দেখলাম ।
যাবো আপনার ব্লগ বাড়ীতে শিঘ্রি :)

৬৭| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:৪৮

কাউসার রুশো বলেছেন: মহাভারতের সেটের ব্যাপার স্যাপারই আলাদা!!

১৭ ই মে, ২০১৩ সকাল ১০:২১

জুন বলেছেন: সত্যি রুশো অনেক জাকজমকপুর্ন আর খুব নিখুত কারুকাজ । সেট বলে মনেই হয় না । অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.