নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ডে একদিন

০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৩০


অত্যন্ত মনমুগ্ধকর ডলফিন শো সাফারীর অন্যতম আকর্ষন

পর্যটক আর ব্যবসায়ীদের পদভারে সর্বদা মুখরিত থাইল্যন্ড এর রাজধানী ব্যংকককে সামরিক শাসনের ঘেরাটোপে থাকার কারনে চিনে নিতে এবার আমার কষ্টই হলো। এগারো দিন কি করে কাটাবো ভাবতে ভাবতে আর আশে পাশে টুকটাক শপিং করে সময় যেন আর কাটছিলোনা।

এমন প্লেটে নিজের ছবি ছাপিয়ে নিতে পারেন ২৮০ বাথের বিনিময়ে

সিদ্ধান্ত নিলাম ছেলে নিয়ে আমার অনেক আগেই দেখা, কর্তার না দেখা নিরাপদ দুরত্বের সাফারী ওয়ার্ল্ডটাই আবার ঘুরে দেখা যাক। পরিচিত ট্যুর অপারেটরের মাধ্যমে টিকেট বুকিং দেয়া হলো। মাথাপিছু ৭০০ বাথ করে দুজনার ১৪০০ বাথ। সকাল নটায় ট্যুর অপারেটরের পাঠানো ট্যাক্সি করে হাজির হোলাম সাফারী ওয়ার্ল্ডের টিকেট কাউন্টারে।

রঙ বেরং এর ম্যাকাও পাখির মেলা, মেরিন পার্ক বিভাগে
দু ভাগে ভাগ করা সাফারী ওয়ার্ল্ড এর একটি হলো সাফারী পার্ক, আরেকটি মেরিন পার্ক। ৪৮০ একর জায়গা জুড়ে সাফারী পার্ক যেখানে খোলা আকাশের নীচে প্রানীকুল নির্ভয়ে বিচরণ করছে। আর হাজার রকম পাখীদের জন্য বরাদ্দ রয়েছে ১৮০ একর জায়গা। মেরিন পার্ক এ রয়েছে পশু পাখীদের বিভিন্ন কসরত দেখানোর শো , কাল্পনিক আমাজনের জঙ্গলে নৌ ভ্রমন আর খাচায় থাকা পশু পাখীর দল।

টিকেট কাউন্টার
স্লিপ দেখাতেই জানালো আমাদের নামে বুকিং দেয়া আছে,। এখন আমরা আলাদা ৩০ বাথ ভাড়া দিয়ে কোচে করে সাফারী পার্কে খোলা আকাশের নীচে ঘুড়ে বেড়ানো পশু পাখীদের দেখে আসতে পারি।

এখান থেকে শাটল কোচ চালু হয় ৪৫ মিনিটের জন্য

প্রথমেই বাসে করে ৪৫ মিনিট সময় লাগে আট মাইল দীর্ঘ, সাফারী ওয়ার্ল্ডের খোলা চিড়িয়াখানায় ঘুরে বেড়াতে। যাত্রা হলো শুরু। এবার আসুন দেখে নেয়া যাক আমাদের অপটু হাতে তোলা থাইল্যান্ডের বিখ্যাত সাফারী ওয়ার্ল্ড।
সাফারী পার্ক সফর এর পর রয়েছে মেরিন পার্ক এ বিভিন্ন শো , এর সময়সুচী দেয়া আছে লিফলেটে। টিকিটে খাবার ইনক্লুড। আর যে সব শোগুলো অন্তর্ভুক্ত ছিল তাহলো সি লায়ন শো, ওরাং ওটাং শো, এলিফ্যান্ট শো, ডলফিন শো, ওয়াইল্ড ওয়েস্ট শো, স্টান্ট শো, স্পাই শো, বার্ড শো, ভয়ংকর লায়ন ফিডিং শো, জেব্রা ফিডিং, ইত্যাদি অনেক কিছু। কিভাবে সারাদিন কেটে যায় টের পাওয়াই যায় না ।

যাত্রা হলো শুরু
আঁকাবাকা রাস্তা দিয়ে নিঃশ্বব্দে আর খুব ধীর গতিতে বাস চলেছে। দুপাশে রয়েছে নির্দেশিকা কি কি প্রানী রয়েছে সামনে তার খতিয়ান। এছাড়াও পর্যটকদের নিরাপত্তার কথা পুনঃ পুনঃ উল্লেখ করা আছে, রয়েছে শক্ত করে বন্ধ দরজা জানালা বন্ধ করার নির্দেশ।
বাইরে তাকিয়ে আছি বাস ভর্তি আমরা বিভিন্ন দেশের পর্যটকরা যার বেশিরভাগই ছিল ভারতীয়। কাচের জানালা চোখ মেলতেই প্রথমেই নজর কাড়লো নজর কাড়া সৌন্দর্যের অধিকারী প্রানী জেব্রার দল,

সবুজ ঘাসে ঘুরে বেড়াচ্ছে সদলবলে জেব্রা

তারপর আসলো মরুভুমির জাহাজ উট

বিশাল জিরাফের দল গরমের হাত থেকে বাচার জন্য খাওয়া দাওয়া ছেড়ে ছায়ায়

বিলের মাঝে পাখীর মেলা

গন্ডার বাহিনী

হরিনের পাল ঘুরে বেরাচ্ছে নির্বিঘ্নে

খোলা আকাশের নীচে পশুরাজ সিংহ তিনজন শলা পরামর্শে ব্যাস্ত

সাইনবোর্ডে নাম দেখেই গর্বিত বোধ করলাম। আমাদের রয়েল বেঙ্গল টাইগার

প্রচন্ডে গরমে কাহিল আমাদের টাইগার মামা পানিতে নেমে ঘুরছে

ভালুকরাও খুজে বেড়াচ্ছে ছায়া। তাই তারা তাদের আস্তানায়
শেষ হলো খোলা চিড়িয়াখানা ভ্রমন, এবার আসলাম বিভিন্ন শো আর খাচায় বন্দী প্রানীদের কাছে।

ওয়ালরাস

পাখির রুপমুগ্ধ আমি নামটি জেনে নিতেই ভুলে গিয়েছিলাম । ব্লগার কুনো জানালো পাখীর নাম স্কারলেট আইবিস। তাকে অসংখ্য ধন্যবাদ

ব্লগার কুনোর জন্য এই ফ্লেমিংগোর ছবি

সি লায়ন শো এ সি লায়ন এর নানান কেরামতি

এলিফ্যান্ট শো এ ছিল হাতীর চমকপ্রদ ছবি আঁকা যা দর্শকদের মাঝে বিক্রিও হয়ে গেল মুহুর্তের মাঝে

গাছ পালার আবহে তৈরী অবর্ননীয় সৌন্দর্য্যময় রেস্টুরেন্ট

মেরিন পার্কে ঢোকার আগে ছোট ছোট টুকরো কাঠ জুড়ে তৈরী হাতী
আরো অনেক ছবি ছিল । পেইজ আপলোড না হবার ভয়ে বাদ থেকে গেল।

সমস্ত ছবি আনাড়ী ক্যামেরাম্যান আমার তোলা

মন্তব্য ১০৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৩৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: যাবার ইচ্ছা ছিলো একবার, আপনার পোস্ট দেখে ইচ্ছাটা বাড়লো বৈ কমলোনা! :(

০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২০

জুন বলেছেন: অবশ্যই যাবেন মুন্তাসির নাসিফ । ভালোলাগবে তবে একটু ঠান্ডা থাকলে আরো ভালোলাগবে। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

২| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৪২

ধুম্রজ্বাল বলেছেন: আপা, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যাবার ইচ্ছা।
আপনি একটু ঘুড়ে এসে আমাদের একটু আপডেট দিয়েন।

০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২৪

জুন বলেছেন: বালি না আমার শখ ইন্দোনেশিয়ার কোটাকিনাবালু যাবার ধুম্রজ্বাল। সেখানে যেতে চাইলে জানাবেন আমি আপডেট দেবো :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

৩| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৫৪

শের শায়রী বলেছেন: আস সালামু আলাইকুম আপা।

ভালো আছেন তো?

অনেকদিন থাইল্যান্ড যাই না তা প্রায় ৩ বছর আপনার পোষ্টের ছবিগুলো দেখে আবার নষ্টালজিক হয়ে গেলাম।

পোষ্টে ভালো লাগা।

০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২৭

জুন বলেছেন: আরে শের শায়েরী নাকি ! অনেক দিন পর আসলেন মনে হলো ? আমি ভালো আছি । আপনি ?
ঘুরে আসুন তিন বছর তো অনেক দিন।
ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৪| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ইশ !!! যদি জীবনে একবার যেতে পারতাম ? জানি সেই সাধ পূর্ণ হবার নয়।

পোস্টে একগুচ্ছো প্লাস রইল প্রিয় জুন আপু।

০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৩৮

জুন বলেছেন: কেন এই আক্ষেপ কান্ডারী! এমন কোন দুর তো নয়। মনে ইচ্ছা থাকলেই হয়।
প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৫| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৫৫

আমি স্বর্নলতা বলেছেন: ভালো লাগল। :) :)

০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে স্বর্নলতা :)
মন্তব্য আর ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু আপনার পোষ্টের ভ্রমন কাহিনী পড়ার পর আর নিজের না যাওয়া আক্ষেপ থাকে না। :) খরচ বাঁচিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপু।! B-) :|

০৩ রা জুন, ২০১৪ রাত ৮:০৬

জুন বলেছেন: বাহ কাল্পনিক দারুন একটি মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ ।

৭| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:১৪

চাচামিঞা বলেছেন: ধন্যবাদ। আশা করি সামনে যাবো। আপনার হোটেল থেকে কতো দুর এইটা, আপনি কোন হটেলে ছিলেন? ট্যাক্সি ভাড়া আর বিকিং ভাড়া কতো ছিলো? ৪৫ মিনিট কি এনাফ এই সাফারি ট্টেপের জন্য। কারন টাইমের উপর ডিপেন্ড করে টুর প্লান করবো। আর একটা প্রশ্ন...ঐখনে কি হালাল খাবার পাওয়া যায়?
আপনি ব্লগের সবার জন্য কতো উপকার করেন.....আপনাকে অনেক অনেক ধন্যবাদ!

০৩ রা জুন, ২০১৪ রাত ৮:২০

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ চাচামিয়া। আমরা এবার ছিলাম এপার্টমেন্টে। সেটার অবস্থান ছিল এআইটি থেকে ১৫ মিনিটের ট্যাক্সি ড্রাইভ ব্যংককের দিকে। ৪৫ মিনিট শুধু খোলা আকাশের নীচে ঘুড়ে বেড়ানো পশু পাখি দেখার জন্য। আপনি চাইলে আবারো ৩০ বাথ দিয়ে ঘুরে আসতে পারেন। তারপর ভেতরে রয়েছে অনেকগুলো শো যা দেখতে দেখতে বিকাল ৫টা বেজে যাবে। আমি প্রথম বার গিয়ে অনেক ধরনের যেমন কন্টিনেন্টাল , থাই, ইন্ডিয়ান খাবার পেয়েছিলাম ব্যুফে। এবার যেহেতু ৯৯% ভারতীয় তাই ভারতীয় ছাড়া আর কোন খাবার ছিল না।
আপনাকেও জানাই আরেকদফা ধন্যবাদ :)

৮| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২০

টেকনিসিয়ান বলেছেন: জুন আপা ভাল আছেন তো ?

আচ্ছা নিচের ওয়ালরাস পাখিগুলো কি দোল পূর্ণিমা উদযাপনে মেতেছিলো :P

০৩ রা জুন, ২০১৪ রাত ৮:২৩

জুন বলেছেন: জী ভালো আছি টেকনিসিয়ান ভাই। ওয়ালরাস গুলো পাখী নয়। ওগুলো পানির মাঝে থাকা সেই মুটকু মুটকু প্রানী তিনটা। পাখীর রুপে মুগ্ধ হয়ে ছবি তুলতে গিয়ে আর তাদের নাম জানা হয়নি :(
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আরো ধন্যবাদ দুটি পোষ্টেই আপনার সবিনয় উপস্থিতির জন্য।

৯| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: জুনাপো চমৎকার লাগলো ।পাখিগুলো বোধ হয় ছবির চেয়ে সুন্দর ।

০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৩২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা সেলিম আনোয়ার সব সময় সাথে থাকার জন্য :)

১০| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৩১

মাহমুদ০০৭ বলেছেন: অসাধারণ ! ইস নিজে যদি সব দেখতে পেতাম ।
ভাল থাকুন জুন আপু ।
শুভকামনা ।

০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৪৪

জুন বলেছেন: অবশ্যই দেখা হবে একদিন মাহমুদ০০৭ । শুভকামনা আপনার জন্যও আর সাথে রইলো অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য :)

১১| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: দারুন, আর সাফারী পার্কে যাওয়া লাগবে না! চোখে দেখে নিলাম।

০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৪৯

জুন বলেছেন: কি যে বোলেন উদার ভাই ! আপনি তো প্রায়ই থাইল্যন্ড যান। নেক্সট প্রোগ্রামে সাফারি পার্কটা ঘুরে আসবেন অবশ্যই । বাচ্চাদের নিয়ে যাবেন ওরা সবচেয়ে বেশি এনজয় করবে । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১২| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু মনে ইচ্ছে আছে কিন্তু পকেটে টাকা নেই :(

০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৫১

জুন বলেছেন: :( :(

১৩| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:১৭

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর +++

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:৩৪

জুন বলেছেন: মুদদাকির প্লাস আর সুন্দর বলার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৪| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

দেখে পরান জুরাইলাম জুন আপু। আপনার মাস আইসা গেলো খাওন দাওনের সিদ্ধান্ত আর ঝুলাইয়া রখা ঠিক হইবে না বোধয়।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:৩৯

জুন বলেছেন: হা হা হা শোভন এখনো ব্যাপারটা ভুলো নি দেখে মজা পেলাম।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৫| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:৩০

লাবনী আক্তার বলেছেন: আপা লাল পাখিগুলোত অনেক সুন্দর! বরাবরি আপনার সাথে ঘুরে আসি, ভালই লাগে। মানে পোস্ট পড়ে ঘুরে আসি। :P :P

পোস্টে ভালো লাগা রইল আপা। :)

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:৫৩

জুন বলেছেন: লাল পাখিগুলোর নাম শেষ পর্যন্ত জানা হলো ব্লগার কুনোর সৌজন্যে পাখীর নাম স্কারলেট আইবিস।
মন্তব্য আর ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ লাবনী :)

১৬| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: যদি যাইতে পাত্তাম।


আফসোস!!!! লাগতাছে।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:৫৫

জুন বলেছেন: আফসোস করেন কেন ? হয়তো অচিরেই ঘুরে আসবেন আরো কোন সুন্দর জায়গা থেকে বঙ্গভূমির রঙ্গমেলায় ।
সকালের শুভেচ্ছা জানবেন ।

১৭| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:৪২

আমি ইহতিব বলেছেন: আপনার চোখে সাফারি পার্ক দেখলাম। ভালো লাগলো আপু।
আল্লাহ জানেন নিজের চোখে দেখার সৌভাগ্য হবে কিনা।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:০৭

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি ইহতিব।
অবশ্যই দেখার সৌভাগ্য হবে। হয়তো আরো অনেক ভালো অনেক সুন্দর কিছু :)

১৮| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:৫৮

রঙীন রবীন বলেছেন: দুপুরের খাবার মেনু কি ছিল .

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:১৪

জুন বলেছেন: ওয়েট একটা ছবি দেই । এবারের খাবার অনেক পুওর ছিল । পুরোটাই ভারতীয়। আগে একবার গিয়েছিলাম তখন থাই আর কন্টিনেন্টাল সব ফুড আইটেম। আর কত রকম ডেসার্ট আর ফল।

এবার এগুলোর সাথে ডেসার্ট হিসেবে ছিল টক দই কলা আর সুজির হালুয়া। যেহেতু ৯৯% ভারতীয় পর্যটক :(

১৯| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:১৪

মুরশীদ বলেছেন: মনে রাখার জন্য দরকারী পোষ্ট +++++++

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:১৬

জুন বলেছেন: সেজন্যই তো লিখে রাখি যাতে ভুলে না যাই ভবিষ্যতে :)
প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ।

২০| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:২৫

ত্রিশোনকু বলেছেন: খুব সুন্দর হয়েছে লেখা।

ছবিগুলোও চমৎকার।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:২৬

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা ত্রিশঙ্কু :)

২১| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সাফারি পার্কটায় যাওয়া হয় নি, সুন্দর লাগল দেখে... :)

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:৩১

জুন বলেছেন: যেতে পারতে জহির । তোমারতো অনেকবার যাওয়া হয়েছে তাই নয় কি ?
মজার ব্যাপার কি জানো এবার আমাদের প্ল্যান ছিল চিয়াং মাই যাবার। কিন্ত মার্শাল ল জারি করার পর আর সেখানে সিনাবাত্রার সমর্থক বেশি থাকায় সাহস করি নি।
এরপর বাচ্চাদের নিয়ে যেও। ওরা মজা পাবে বেশি।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

২২| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৩৮

ইমিনা বলেছেন: ইস্, অামি যে কবে যেতে পারবো ওখানে তা আল্লাহ ই জানে :(

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:৩২

জুন বলেছেন: অবশ্যই পারবেন ইমিনা। এমনতো আহামরি কিছু নয়।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

২৩| ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: আপনার পোস্টের মাধ্যমে ঘুরে আসলাম থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ড !! ইস যদি যেতে পারতাম। জানি হবে না !! |-)

পোস্ট সুন্দর ও ছিমছাম হয়েছে। প্লাস। ++++++

অনেকদিন পর, কেমন আছেন

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৩৭

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি বাইরে ছিলাম কিছুদিন, তারপর সামুতে লগ ইন প্রব এইসব কারনেই কিছুটা অনুপস্থিতি লক্ষ্য করেছেন হয়তোবা।
আমি ভালো আছি, আপনি ভালো তো সুমন কর ?

২৪| ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:৪২

রাতুল_শাহ বলেছেন: আমাদের জন্য কিছু শপিং করেন নাই?

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৪০

জুন বলেছেন: লজ্জা দিও না রাতুল । সাথে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ।

২৫| ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:৪৬

রাতুল_শাহ বলেছেন: সুন্দর পোষ্ট। সুন্দর ছবি।

কিন্তু কষ্ট পাইলাম এভাবে ওদের সাফারী পার্কের বাঘ ভাল্লুক গুলো সুন্দর ভাবে আছে। কিন্তু আমাদের বাঘ ভাল্লুক গুলো এতিম।

ঠিকমতো খাইতে পায় না। আমাদের দেশের বাঘ আর সিংহকে দেখলে মনে হয় , মানুষের মত হিংস্র প্রাণী মনে হয় আর নেই।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৪৩

জুন বলেছেন: সত্যি রাতুল ওরা অনেক রাজকীয় হালে আছে। আমরা তো ঠিকমত ওদের খেতেও দেই না। তাদের খাবার চুরি করে খায় সেখান কার কর্মকর্তা রা । কি অমানবিক।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শ্রদ্ধেয় এবং প্রিয় জুন আপা...
আসসালামু আলাইকুম।
পর সমাচার, আপনার পোস্টখানি পড়িয়াছি এবং দেখিয়াছি।
খুবই সুন্দর। সুন্দর লাল বকসদৃশ পাখিগুলোর নামটি পরে জানাইবেন, কেমন? আপাতত লালবক হিসেবে সাব্যস্ত করিয়া পড়া চালাইয়া গেলাম ;)

রয়েল বেঙ্গল টাইগার দেখিয়া আমিও গর্বিত, কিন্তু দেশে কি তেনারা ভালো আছেন? তাপবিদ্যুৎ কেন্দ্র হইবার পর মামারা কোথায় যাইবেন? তাই গর্বিত হইবার সহিত হতাশও হইলাম খানিকটা। :(

আপলোড হইবার ভয়ে যাহা দিতে পারেন নাই, পরবর্তিতে তাহা দেখিবার অপেক্ষায় থাকিলাম।

শুভেচ্ছাসহ ইতি :)

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:২০

জুন বলেছেন: ওয়ালাইকুম আস সালাম মাঈনউদ্দিন মইনুল ভাই। আশা করি ভালো আছেন। লাল বকের নাম জেনেছি আজ। ব্লগার কুনো সার্চ দিয়ে বের করে দিয়েছে নাম স্কারলেট আইবিস।
হু আমাদের দেশের সাথে তুলনা করলে আর কিছুই ভালো লাগে না। আমরা চিড়িয়াখানার পশুদের জন্য বরাদ্দ খাবারও চুরি করে খাই।
দু একটা ছবি যোগ করেছি। দেখতে পারেন :)
অসাধারন একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

২৭| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর, বরাবরের মতই।


আপনার আকা ছবিটাও দিয়ে দিতেন আপ্পি :)

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:২৯

জুন বলেছেন: ভালোলাগা আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
কি যে কউ ঘুনপোকা, আমার আকা ছবি দিলে লোকজন কি বলবে :P

২৮| ০৩ রা জুন, ২০১৪ রাত ১১:২২

*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের সর্বপ্রিয় গাইডের সাথে সাফারি পার্ক ঘুরে ভালো লাগলো। পাখিগুলো খুব সম্ভব আমেরিকান ফ্লেমিংগো।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৩২

জুন বলেছেন: পার্ক ভালোলাগার জন্য কুনোকে একরাশ ধন্যবাদ :)
না না ফ্লেমিঙ্গো না ওগুলো স্কারলেট আইবিস :!>

২৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৩৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: তুমি আমারে লাগেজে ভইরা নিয়া যাইতা ! দেইখা আসতাম ! এত্ত সুন্দর কেনু !

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৩৫

জুন বলেছেন: এরপর আর ভুল হবে না তিতির। সোজা লাগেজে করে বিদেশ :P
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তিতির :)

৩০| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:০৫

মামুন রশিদ বলেছেন: মনোমুগ্ধকর পোস্টে দ্বাদশতম ভালোলাগা++


লেডি বতুতার বিশ্ব ভ্রমনে একরাশ হিংসা /:) :-0

(নাস্তার বাজেট নিশ্চয়ই বাড়বে ) :P

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৩৭

জুন বলেছেন: খালি হিংসা কেনু :-/
কিসের নাস্তা আমি তো কোন নাস্তার খবরই জানি না মামুন :(
:P :P
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে শুভেচ্ছা

৩১| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:৩৮

নীল জোসনা বলেছেন: আপনার পোষ্টেই সাফারী পার্ক ঘুরে ফেললাম । দাড়ুন সব ছবি ।

০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:১৮

জুন বলেছেন: আমার চোখে সাফারী ওয়ার্ল্ড দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ নীল জোসনা :)
শুভেচ্ছা জানবেন

৩২| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:০৭

রাতুল_শাহ বলেছেন: সাবরিনা সিরাজী তিতির বলেছেন: তুমি আমারে লাগেজে ভইরা নিয়া যাইতা ! দেইখা আসতাম ! এত্ত সুন্দর কেনু !

আমারও একই কথা। ভবিষ্যতে কোথাও গেলে এই ব্যবস্থা করে অন্তত নিয়ে যায়েন। কতদিন আর ডিএস এলআরে দুনিয়া দেখবো।

খোদার দেওয়া নয়নে তো কিছু দেখা দরকার।

০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৯

জুন বলেছেন: তাই নাকি রাতুল । আচ্ছা মনে রাখবো । তখন বোলোনা আবার এই গরমের মধ্যে প্লেনের পেটের ভেতরে লাগেজে কেন :| :-&
=p~ =p~

অবশ্যই দেখবে দিন তো সামনে পরে আছে । আবার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রাতুল।

৩৩| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৪৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: গত বছর গিয়েছিলাম ওখানে। প্রচন্ড গরম পড়েছিলো সে সময়। ছবি গুলো দেখেও আমার এখন গরম লাগছে।

০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৫২

জুন বলেছেন: আমাদের দিনটিও ভয়ংকর গরম ছিল, যেন আগুনের হলকা বের হচ্ছে। পশু পাখীরা বেশিরভাগই ছায়ার নীচে ছিল। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩৪| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:০১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: যাবো যাবো যাবো
আমি আমি আমি
টাকা টাকা টাকা
নাই নাই নাই
একদিন একদিন একদিন
হবে হবে হবে ।

ইবনে বতুতার ভ্রমন চলতে থাকুক ! :)

০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৪

জুন বলেছেন: অবশ্যই অবশ্যই যাবেন একদিন।
শিঘ্রই মনোবাসনা পুর্ন হোক সেই কামনায়।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আদনান শাহরিয়ার :)

৩৫| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, অনেকবার না, মাত্র দুইবার গিয়েছি ! আপনার মত রাজকপাল নিয়ে তো জন্মাইনি... ;) ;) :P :P

যাহোক, আমি আমার এক কলিগের সাথে গিয়েছিলাম, অল্প সময়ে অনেক কিছুর প্ল্যান করতে গিয়ে ব্যাংককের আশের পাশের জিনিসগুলোই দেখা হয় নি। ও বৌদ্ধ ছিল, আর বাড়ী থেকে বলে দিয়েছিল চিয়াং মাই অবশ্যই যেতে, তা চিয়াং মাইএর ট্যুরটা বেশ ভাল হয়েছিল, মিয়ানমারের বর্ডারে থাটন লংনেক ভিলেজের লম্বা গলার মেয়েগুলোকে দেখাটা ছিল একটা অন্যরকম অভিজ্ঞতা !!

০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:০০

জুন বলেছেন: জহির তুমি তো দুবার গিয়েছো , অনেকেতো একবারও যায়নি, তাদের কথা ভেবে নিজেকে সৌভাগ্যবান মনে করো আর শুকরিয়া আদায় করো :)
আর আমার বেশিরভাগ যাওয়াই হয়েছে কারন সেখানে আমার স্বামীর রিজিওনাল অফিস। বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, কনফারেন্সে যোগদানের সুবাদে। নইলে কি অতবার এক দেশে আমি যাই নাকি। পরবর্তীতে আমার ছেলের পড়াশোনার জন্য যাওয়া।
এবার এতদিনের প্ল্যানের উদ্দেশ্যই ছিল চিয়াংমাই যাওয়া। রাজনৈতিক অস্থিরতার জন্য যা বাতিল হলো। পরে যাবো কোন সময়। আর দেখে আসবো লম্বা গলার মেয়ে যা আমি ন্যশ জিওতে দেখেছি আর তোমার পোষ্টে।

৩৬| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: জুন,



"বতুতা" টাইটেলটি অর্জনের পরে এবারে বোধহয় আর একটি টাইটেল আপনার মাথার মুকুটে লাগতে যাচ্ছে ---- " গাইড " ।

তবে প্রথম ছবিটার টাইটেল " ইতালিক" করে দিন নয়তো মনে হয় ওই বাক্যটি দিয়েই পোষ্টের শুরু । একইসাথে " সামরিক শাসনের কারনে ....." এই লাইনটি খানিকটা নীচে নামিয়ে দিতে পারেন ।

অযাচিত উপদেশের জন্যে মনে কিছু নেবেন না বলেই বিশ্বাস ।

ভালো থাকুন আর এমনি করে ঘুরতে থাকুন । শুভেচ্ছান্তে ।

০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১

জুন বলেছেন: হা হা হা ভালোই বলেছেন আহমেদ জী এস বতুতা + গাইড। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করবো এমন কোন চাকুরী পেলে :)
ঠিক করে দিয়েছি আর কিছু কিছু লাইন সংযোজনও করেছি।
আপনিও ভালো থাকুন নিরন্তর আর সাথে থাকুন সবসময়।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

৩৭| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:০১

রাতুল_শাহ বলেছেন: ২ টা তো চকলেট কিনে আনতে পারতেন। কতদিন আর প্রাণ লজেন্স খাবো?

০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৩

জুন বলেছেন: প্রান ক্যান্ডি লজেন্স খারাপ নাকি :| :|

৩৮| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:২৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনের চোখ দিয়াই অনেক কিছু দেখা হইয়া যায়।

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫৯

জুন বলেছেন: আমার চোখ দিয়ে :-* আমিতো চোখে B-) সানগ্লাস পড়া জুলিয়ান ভাই :!>


মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

৩৯| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: যথারীতি নাইস পোস্ট

০৫ ই জুন, ২০১৪ রাত ১১:০১

জুন বলেছেন: যথারীতি আপনাকেও অসংখ্য ধন্যবাদ মাসুম ১৪ । অনেকদিন পর দেখলাম মনে হলো :)

৪০| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫০

রাতুল_শাহ বলেছেন: লেখক বলেছেন: প্রান ক্যান্ডি লজেন্স খারাপ নাকি

এক জিনিস আর কতদিন খাওয়া যায়?

০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৯

জুন বলেছেন: =p~ =p~

৪১| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৪

আরুশা বলেছেন: বতুতা আপু আপনার সাথে আমিও সাফারি ঘুরে আসলাম বিনা পয়সায় :)
+++++ প্লাস রইলো

০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫১

জুন বলেছেন: কি ব্যাপার আগের মত আপনাকে দেখাই যায় না । খুব ব্যাস্ত নাকি ?
মন্তব্য আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৪২| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪৬

মোঃমোজাম হক বলেছেন: সবার মতো আমারও এককথা ,আপনার লেখা পড়েই আমার ভ্রমন হয়ে গেল :)

পশুরাজ সিংহ তিনজন শলা পরামর্শে ব্যাস্ত , কি শলা পরামর্শে ছিল জানতে পেরেছেন কিছু ;)

১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৩

জুন বলেছেন: ইশ মোজাম ভাই লেখা পড়েই ভ্রমন কেন! একবার বৌ বাচ্চা নিয়ে ঘুরে আসুন । মরু সাফারির চেয়ে অনেক মজা পাবে বাচ্চারা, আপনাদেরও খারাপ লাগবে না গ্যারান্টি :)
না জানতে পারিনি , বাসের দরজা জানালাগুলো শক্ত করে আটা ছিল :(
=p~ =p~
মন্তব্য আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৪৩| ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

তুষার কাব্য বলেছেন: আহ্‌ জঙ্গল সাফারী ! আবার কবে যাব :((

১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৬

জুন বলেছেন: অনেকদিন পর তুষার কাব্যের দেখা মিললো মনে হচ্ছে ।
না ভাই এটা ঠিক জঙ্গল সাফারী নয়। মানুষের তৈরী সবকিছু মিলিয়েই একটা আদর্শ ঘুড়ে বেড়ানোর জায়গা ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৪৪| ১২ ই জুন, ২০১৪ রাত ১:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:




শুভ জন্মদিন প্রিয় ব্লগার, মহিলা ইবনে বতুতা, এত্তোগুলা প্রিয় জুন আপ্পি।

ভালো থাকুন, সুন্দর থাকুন সদা সর্বদা।

শুভকামনা রাশি রাশি, সদা সর্বদা, সর্বক্ষেত্রে !:#P !:#P !:#P !:#P !:#P

১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:০৩

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঘুনপোকা ।

৪৫| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৪

আমি ইহতিব বলেছেন: শুভ জন্মদিন আপু।

১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:০৪

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমি ইহতিব

৪৬| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


জন্মদিনের শুভেচ্ছা আপু !:#P !:#P !:#P

কেক কি খাওয়াবেন ? /:)

১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:০৫

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ কান্ডারী

৪৭| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০১

হুপফূলফরইভার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানাই আপু, একই সাথে জানাই (আপনার) প্রিয় খালামনির মৃত্যুতে গভীর সমবেদনা।

আল্লাহ আপনাদের পরিবারের সবাইকে শোক কাটিয়ে উঠার তাওফিক দান করুন।

১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:০৬

জুন বলেছেন: সেই দোয়াই কোরো হুপ । অনেক ধন্যবাদ

৪৮| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:০৫

দীপান্বিতা বলেছেন: দারুন...দারুন লাগলো...আমারও ডলফিন শো দেখার খুব শখ!

জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা...আরো ঘুরুন আর আমাদের সুন্দর সুন্দর দেশ দেখান :)

১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৮

জুন বলেছেন: আসলেই অসাধারণ ছিল শো টি দীপান্বিতা। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৪৯| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:০৮

টয়ম্যান বলেছেন: কবে যে দেখতে পারবো নিজ চৌক্ষে :(

১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৯

জুন বলেছেন: অবশ্যই দেখবেন টয়ম্যান । মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৫০| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ফ্রিতে ভ্রমন করানোয় ধন্যবাদ :)

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:০১

জুন বলেছেন: দুর্জয়কেও অসংখ্য ধন্যবাদ বাসী পোষ্ট পড়ার জন্য B-)

৫১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৩৮

আবু শাকিল বলেছেন: আপু দেখছি পুরাই ভ্রমন পিপাসু :-/ ছবি গুলা দেখতে অনেক সুন্দর ।

০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১০:৫০

জুন বলেছেন: জী আমার ব্লগের উপরেই তো লেখা আছে ' ইবনে বতুতার ব্লগ ' । ভ্রমন কাহিনী যা আমার নিজের চোখে দেখা তা লিখতে ভালোবাসি আবু শাকিল।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৫২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ লাগল। হাতিদের আকা ছবির বিষয় টা খুবই সুন্দর সাথে অদ্ভুত লেগেছে। অনেক ধন্যবাদ শেয়ারের জন্য।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১২

জুন বলেছেন: হাতিদের আকা ছবিগুলো সত্যি অসাধারন ছিল । গ্যালারী থেকে দৌড়ে নীচে নেমেই শুনি সব গুলো ছবি বিক্রী হয়ে গেছে ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভ্রমরের ডানা পোষ্টটি দেখা আর মন্তব্যের জন্য ।

৫৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

ভুয়া মফিজ বলেছেন: ব্যাংককের সাফারী পার্কও দেখা হলো আপনার সৌজন্যে। পাখিদের ছবিগুলো আমার সবচাইতে ভালো লেগেছে।
ওখানে নিজ হাতে জন্তুদেরকে খাওয়ানো যায় না? নিজেদের গাড়ী নিয়ে ঘোরাঘুরি করা যায় না?

৩৮ নং মন্তব্যের প্রতিমন্তব্যে আপনার ছবি দেখে মনে হচ্ছে, বাঘমামার মতো গরমে আপনিও পানিতে দাড়িয়ে শুধু মাথা বের করে রেখেছেন! :P

দারুন পোষ্ট!!! :)

০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

জুন বলেছেন: আপনার মন্তব্যের উত্তর পরে দিতেছি। আমি শুধু একটা লাইন লিখে নামাজে যাইতেছি সেইটা হইলো যাত্রা হলো শুরু ছবির উপরের প্যারায়ই তো ভয়ংকর লায়ন ফিডিং, জেব্রা ফিডিং এর কথা লিখছি :( বিলাতে থাইকা ইংরাজী বুঝেন্না তা আমি বুঝি নাই ভুয়া :-/
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

৫৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

ভুয়া মফিজ বলেছেন: ওইটা তো দেখছি। আমি তো নিজ হাতে খাওয়ানোর কথা কইছি, যেমনে আমি খাওয়াইলাম (মানে আমার হাত থিকা যেমনে খাইলো আর কি!)।

ভয়ংকর লায়ন ফিডিং!!!! এইটা দেইখাই তো কনফিউজড হইলাম! সিংহরে নিজ হাতে (মানে, দুর থিকা ছুইরা দিলে কিন্তু হইবো না কইলাম :P ) খাওয়াইছেন............কন কি? :(

০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

জুন বলেছেন:
আপনি কি মনে করেন এই রকমভাবে ভয়ংকর প্রানীদের নিজ হাতে খাওয়ানো সম্ভব ভুয়া :-/
আমি ধরেন এই বান্দর, পাখী হরিন এদেরকে খাওয়াইছি । দাড়ান সামুদ সংক্রামের এক চিড়িয়াখানার ছবি দেই এইটাকে আমি নিজ হাতে ফিডিং :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.